দেশব্যাপী ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৮৬ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১০ জন রোগী, ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ভর্তি হয়েছেন বাকিরা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বরিশালে ৪৬ জন, চট্টগ্রামে ৭৯ জন, খুলনায় ৩৯ জন, রাজশাহীতে ৩ জন এবং রংপুরে ৯ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে ২০২৪ সালে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৫ জনে, আর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে।
রোববার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ১৯৮১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ১৩৩৬ জন ঢাকায় এবং ৬৪৫ জন ঢাকার বাইরের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ডেঙ্গু পরিস্থিতির এই ক্রমবর্ধমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২৪ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান অনুযায়ী, এ বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুহার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।
২০২৩ সালে ডেঙ্গুর কারণে সবচেয়ে বেশি রোগী (৩ লাখ ২১ হাজার ১৭৯ জন) হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৭০৫ জনে, যা এ পর্যন্ত রেকর্ড করা সর্বোচ্চ।
রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
দেশব্যাপী ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৮৬ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১০ জন রোগী, ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ভর্তি হয়েছেন বাকিরা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বরিশালে ৪৬ জন, চট্টগ্রামে ৭৯ জন, খুলনায় ৩৯ জন, রাজশাহীতে ৩ জন এবং রংপুরে ৯ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে ২০২৪ সালে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৫ জনে, আর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে।
রোববার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ১৯৮১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ১৩৩৬ জন ঢাকায় এবং ৬৪৫ জন ঢাকার বাইরের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ডেঙ্গু পরিস্থিতির এই ক্রমবর্ধমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২৪ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান অনুযায়ী, এ বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুহার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।
২০২৩ সালে ডেঙ্গুর কারণে সবচেয়ে বেশি রোগী (৩ লাখ ২১ হাজার ১৭৯ জন) হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৭০৫ জনে, যা এ পর্যন্ত রেকর্ড করা সর্বোচ্চ।