সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে ঢাকার মিরপুরে রেস্তোরাঁকর্মী মো. সিয়াম সরদার হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।
আজ সোমবার তদন্ত কর্মকর্তার আবেদনে ঢাকার মহানগর হাকিম মোশাররফ হোসেন এ আদেশ দেন।আগের দিন রোববার রাতে নূরকে বেইলি রোডের নওরতন কলোনির বাসা থেকে এবং মাহবুব আলীকে সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে রেস্তোরাঁকর্মী সিয়াম সরদার নিহতের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মিরপুর মডেল থানার উপ পরিদর্শক আব্দুর রহমান।
আদালতে আসাদুজ্জামান নূরের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী মো. লিয়াকত হোসেন। আর মাহবুব আলীর পক্ষে শুনানি করেন আইনজীবী এম আতাউল গনি। তাদের জামিন আবেদনের বিরোধিতা করেন আইনজীবী ওমর ফারুক ফারুকী। উভয়পক্ষের শুনানি নিয়ে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে ঢাকার মিরপুরে রেস্তোরাঁকর্মী মো. সিয়াম সরদার হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।
আজ সোমবার তদন্ত কর্মকর্তার আবেদনে ঢাকার মহানগর হাকিম মোশাররফ হোসেন এ আদেশ দেন।আগের দিন রোববার রাতে নূরকে বেইলি রোডের নওরতন কলোনির বাসা থেকে এবং মাহবুব আলীকে সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে রেস্তোরাঁকর্মী সিয়াম সরদার নিহতের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মিরপুর মডেল থানার উপ পরিদর্শক আব্দুর রহমান।
আদালতে আসাদুজ্জামান নূরের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী মো. লিয়াকত হোসেন। আর মাহবুব আলীর পক্ষে শুনানি করেন আইনজীবী এম আতাউল গনি। তাদের জামিন আবেদনের বিরোধিতা করেন আইনজীবী ওমর ফারুক ফারুকী। উভয়পক্ষের শুনানি নিয়ে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।