দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচ জন মারা গেছেন এবং এ সময়ে ১ হাজার ১৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে হাসপাতালে ভর্তি হন তারা। চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৯৩৮ জন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচ জন মারা গেছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৬৩ জনের।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ১ সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত ৩০ দিনে ৮০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৯৭ জন।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৪৬২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় আছেন ১ হাজার ৭৫৯ জন। বাকি ১ হাজার ৭০৩ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে রয়েছেন।
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচ জন মারা গেছেন এবং এ সময়ে ১ হাজার ১৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে হাসপাতালে ভর্তি হন তারা। চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৯৩৮ জন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচ জন মারা গেছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৬৩ জনের।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ১ সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত ৩০ দিনে ৮০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৯৭ জন।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৪৬২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় আছেন ১ হাজার ৭৫৯ জন। বাকি ১ হাজার ৭০৩ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে রয়েছেন।