তিতাস গ্যাস কোম্পানি পেমেন্ট সার্ভারের রক্ষণাবেক্ষণের কারণে শুক্রবার মধ্যরাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য প্রি-পেইড মিটার রিচার্জ সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। বুধবার এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪ অক্টোবর রাত ১২টা থেকে ৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ‘উপায়’ এজেন্টের মাধ্যমে গ্যাস প্রি-পেইড মিটার রিচার্জ করা যাবে না। তাই গ্রাহকদের এই সময়ের আগেই প্রয়োজনীয় রিচার্জ সম্পন্ন করার অনুরোধ করা হয়েছে, যাতে কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়।
তিতাসের একজন কর্মকর্তা জানিয়েছেন, কেবল ‘উপায়’ অ্যাপের মাধ্যমেই প্রি-পেইড মিটার রিচার্জ করার ব্যবস্থা রয়েছে। সার্ভারের কারিগরি কাজের জন্য পুরো সিস্টেম বন্ধ রাখা হচ্ছে।
বুধবার, ০২ অক্টোবর ২০২৪
তিতাস গ্যাস কোম্পানি পেমেন্ট সার্ভারের রক্ষণাবেক্ষণের কারণে শুক্রবার মধ্যরাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য প্রি-পেইড মিটার রিচার্জ সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। বুধবার এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪ অক্টোবর রাত ১২টা থেকে ৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ‘উপায়’ এজেন্টের মাধ্যমে গ্যাস প্রি-পেইড মিটার রিচার্জ করা যাবে না। তাই গ্রাহকদের এই সময়ের আগেই প্রয়োজনীয় রিচার্জ সম্পন্ন করার অনুরোধ করা হয়েছে, যাতে কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়।
তিতাসের একজন কর্মকর্তা জানিয়েছেন, কেবল ‘উপায়’ অ্যাপের মাধ্যমেই প্রি-পেইড মিটার রিচার্জ করার ব্যবস্থা রয়েছে। সার্ভারের কারিগরি কাজের জন্য পুরো সিস্টেম বন্ধ রাখা হচ্ছে।