বাংলাদেশ রেলওয়ের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেলেন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক মো. আফজাল হোসেন। তিনি সরদার সাহাদাত আলীর স্থলাভিষিক্ত হবেন।
বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে তাকে মহাপরিচালক হিসেবে চলতি দায়িত্ব দিয়ে এক আদেশ জারি করেছে রেলপথ মন্ত্রণালয়। এই আদেশ আগামী ৮ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
আফজাল হোসেন বলেন, সন্ধ্যায়ই প্রজ্ঞাপন হয়েছে। আমি মহাপরিচালকের দায়িত্ব পেয়েছি।
বর্তমান মহাপরিচালক সাহাদাত আলী এ বছরের ১২ মার্চ বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের দায়িত্ব পেয়েছিলেন।
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
বাংলাদেশ রেলওয়ের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেলেন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক মো. আফজাল হোসেন। তিনি সরদার সাহাদাত আলীর স্থলাভিষিক্ত হবেন।
বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে তাকে মহাপরিচালক হিসেবে চলতি দায়িত্ব দিয়ে এক আদেশ জারি করেছে রেলপথ মন্ত্রণালয়। এই আদেশ আগামী ৮ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
আফজাল হোসেন বলেন, সন্ধ্যায়ই প্রজ্ঞাপন হয়েছে। আমি মহাপরিচালকের দায়িত্ব পেয়েছি।
বর্তমান মহাপরিচালক সাহাদাত আলী এ বছরের ১২ মার্চ বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের দায়িত্ব পেয়েছিলেন।