বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পৃথক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ফের রিমান্ডে পেয়েছে পুলিশ।
সোমবার সকালে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান এ আদেশ দেন। পিপি ওমর ফারুক ফারুকী জানিয়েছেন, এদিন আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে যাত্রাবাড়ী থানার পৃথক মামলায় তাদের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তারা। শুনানির সময় পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন, তবে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের আদেশ অনুযায়ী, জিসান হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। একইসঙ্গে, মেহেদী হাসান হত্যা মামলায় আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
এর আগেও কয়েক দফা তাদের রিমান্ডে পেয়েছে পুলিশ। উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ ও শরিক দলের নেতাকর্মীরা বিভিন্ন মামলায় গ্রেপ্তার হচ্ছেন।
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পৃথক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ফের রিমান্ডে পেয়েছে পুলিশ।
সোমবার সকালে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান এ আদেশ দেন। পিপি ওমর ফারুক ফারুকী জানিয়েছেন, এদিন আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে যাত্রাবাড়ী থানার পৃথক মামলায় তাদের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তারা। শুনানির সময় পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন, তবে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের আদেশ অনুযায়ী, জিসান হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। একইসঙ্গে, মেহেদী হাসান হত্যা মামলায় আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
এর আগেও কয়েক দফা তাদের রিমান্ডে পেয়েছে পুলিশ। উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ ও শরিক দলের নেতাকর্মীরা বিভিন্ন মামলায় গ্রেপ্তার হচ্ছেন।