দেশজুড়ে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরুর তৃতীয় দিনে, অর্থাৎ সোমবার থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত ৬০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ২টি পিস্তল, ১টি এলজি, ১টি ওয়ান শুটারগান, ১টি পাইপগান, ২টি গুলিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এছাড়া, অপারেশন ডেভিল হান্টের পাশাপাশি বিভিন্ন মামলায় গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৭৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফলে শনিবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত মোট গ্রেপ্তারকৃত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৫৮ জন।
পুলিশ সদর দপ্তর মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে।
এর আগে, শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে বৈঠকে এই অভিযানের সিদ্ধান্ত হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, দেশ থেকে অপরাধীদের নির্মূল না করা পর্যন্ত ‘অপারেশন ডেভিল হান্ট’ চলবে।
শুক্রবার রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ১৫-১৬ জন শিক্ষার্থী মারধরের শিকার হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবি, ডাকাতির খবর পেয়ে শিক্ষার্থীরা প্রতিরোধ করতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।
যৌথ বাহিনীর এই বিশেষ অভিযান কতদিন চলবে, তা এখনও স্পষ্ট নয়। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
দেশজুড়ে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরুর তৃতীয় দিনে, অর্থাৎ সোমবার থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত ৬০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ২টি পিস্তল, ১টি এলজি, ১টি ওয়ান শুটারগান, ১টি পাইপগান, ২টি গুলিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এছাড়া, অপারেশন ডেভিল হান্টের পাশাপাশি বিভিন্ন মামলায় গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৭৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফলে শনিবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত মোট গ্রেপ্তারকৃত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৫৮ জন।
পুলিশ সদর দপ্তর মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে।
এর আগে, শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে বৈঠকে এই অভিযানের সিদ্ধান্ত হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, দেশ থেকে অপরাধীদের নির্মূল না করা পর্যন্ত ‘অপারেশন ডেভিল হান্ট’ চলবে।
শুক্রবার রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ১৫-১৬ জন শিক্ষার্থী মারধরের শিকার হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবি, ডাকাতির খবর পেয়ে শিক্ষার্থীরা প্রতিরোধ করতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।
যৌথ বাহিনীর এই বিশেষ অভিযান কতদিন চলবে, তা এখনও স্পষ্ট নয়। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।