বাংলাদেশকে স্বল্পোন্নত (এলডিসি) দেশের কাতার থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের নির্ধারিত সময়সীমা পিছিয়ে দেয়ার চিন্তা-ভাবনা থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। অর্থাৎ নির্ধারিত সময় অনুযায়ী আগামী বছরই এলডিসি থেকে উত্তরণের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়। পরে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এলডিসি থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশের কাতারে যাওয়ার দিন ঠিক আছে ২০২৬ সালের ২৪ নভেম্বর। বিষয়টি আরও পিছিয়ে দেয়ার ব্যাপারে চিন্তা-ভাবনা করছিল অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সচিবালয়ে প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী (অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে) আনিসুজ্জামান চৌধুরী এক ব্রিফিংয়ে এই চিন্তা-ভাবনার কথা বলেছিলেন।
তবে বৃহস্পতিবার সংবাদ ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হয়েছে ২০২৬ সালেই বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ করা হবে। এ জন্য যে চ্যালেঞ্জগুলো আসবে তা মোকাবিলায় এখন থেকেই প্রস্তুতি নেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এই উত্তরণে বাংলাদেশের মর্যাদাও আরও বৃদ্ধি পাবে।’
মডেল মসজিদের অর্থও নয়ছয়
পতিত স্বৈরাচার সরকার ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করেছে- এ কথা জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস
সচিব শফিকুল আলম বলেছেন, যেখানে সৌদি আরব সাহায্য করেছে বলা হলেও, সেটা আসলে নিজেদের টাকায় করা হয়েছে।
প্রতিটি মসজিদ নির্মাণে ১৭ কোটি টাকা করে খরচ করা হয়েছে, তবে প্রকৃত অর্থে খরচ হয়েছে ৭ থেকে ৮ কোটি টাকা। তাই ধর্ম মন্ত্রণালয় এটা নিয়ে তদন্তে করতে কমিটি গঠন করছে। মডেল মসজিদের অর্থও নয়ছয় করেছে পতিত সরকার বলেও জানান।
তিনি আরও বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে শূন্যপদে খুব দ্রুত লোকবল নিয়োগের সিদ্ধান্তও হয়েছে।
মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেছে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘আমরা সবাই শোকাহত। শিশুটিকে বাঁচাতে আমাদের প্রাণান্তকর চেষ্টা ছিল। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। ধর্ষণ মামলা যেন দ্রুত নিষ্পত্তি হয়, সে ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে।’
শফিকুল আলম বলেন, ‘জাতিসংঘের মহাসচিব আসছেন এটা দেশের জন্য অত্যন্ত সম্মানের। জাতিসংঘের মহাসচিবের সফরকে কেন্দ্র করে সভা-সমাবেশ নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বলেও জানান প্রেস সচিব।
শফিকুল আলম জানান, চার দিনের সরকারি সফরে চলতি মাসের ২৬ তারিখে চীন যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সফরকালে ২৮ মার্চ চীনা প্রেসিডেন্টের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে।’
ডেল মসজিদের অর্থও নয়ছয়, তদন্ত কমিটি
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
বাংলাদেশকে স্বল্পোন্নত (এলডিসি) দেশের কাতার থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের নির্ধারিত সময়সীমা পিছিয়ে দেয়ার চিন্তা-ভাবনা থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। অর্থাৎ নির্ধারিত সময় অনুযায়ী আগামী বছরই এলডিসি থেকে উত্তরণের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়। পরে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এলডিসি থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশের কাতারে যাওয়ার দিন ঠিক আছে ২০২৬ সালের ২৪ নভেম্বর। বিষয়টি আরও পিছিয়ে দেয়ার ব্যাপারে চিন্তা-ভাবনা করছিল অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সচিবালয়ে প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী (অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে) আনিসুজ্জামান চৌধুরী এক ব্রিফিংয়ে এই চিন্তা-ভাবনার কথা বলেছিলেন।
তবে বৃহস্পতিবার সংবাদ ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হয়েছে ২০২৬ সালেই বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ করা হবে। এ জন্য যে চ্যালেঞ্জগুলো আসবে তা মোকাবিলায় এখন থেকেই প্রস্তুতি নেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এই উত্তরণে বাংলাদেশের মর্যাদাও আরও বৃদ্ধি পাবে।’
মডেল মসজিদের অর্থও নয়ছয়
পতিত স্বৈরাচার সরকার ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করেছে- এ কথা জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস
সচিব শফিকুল আলম বলেছেন, যেখানে সৌদি আরব সাহায্য করেছে বলা হলেও, সেটা আসলে নিজেদের টাকায় করা হয়েছে।
প্রতিটি মসজিদ নির্মাণে ১৭ কোটি টাকা করে খরচ করা হয়েছে, তবে প্রকৃত অর্থে খরচ হয়েছে ৭ থেকে ৮ কোটি টাকা। তাই ধর্ম মন্ত্রণালয় এটা নিয়ে তদন্তে করতে কমিটি গঠন করছে। মডেল মসজিদের অর্থও নয়ছয় করেছে পতিত সরকার বলেও জানান।
তিনি আরও বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে শূন্যপদে খুব দ্রুত লোকবল নিয়োগের সিদ্ধান্তও হয়েছে।
মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেছে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘আমরা সবাই শোকাহত। শিশুটিকে বাঁচাতে আমাদের প্রাণান্তকর চেষ্টা ছিল। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। ধর্ষণ মামলা যেন দ্রুত নিষ্পত্তি হয়, সে ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে।’
শফিকুল আলম বলেন, ‘জাতিসংঘের মহাসচিব আসছেন এটা দেশের জন্য অত্যন্ত সম্মানের। জাতিসংঘের মহাসচিবের সফরকে কেন্দ্র করে সভা-সমাবেশ নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বলেও জানান প্রেস সচিব।
শফিকুল আলম জানান, চার দিনের সরকারি সফরে চলতি মাসের ২৬ তারিখে চীন যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সফরকালে ২৮ মার্চ চীনা প্রেসিডেন্টের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে।’
ডেল মসজিদের অর্থও নয়ছয়, তদন্ত কমিটি