alt

জাতীয়

সারাদেশে গরম চরমে, অতিষ্ঠ মানুষ ও প্রাণিকুল

শাফিউল আল ইমরান : রোববার, ১১ মে ২০২৫

চুয়াডাঙ্গায় তাপপ্রবাহে চরম বিপাকে শ্রমজীবী মানুষ (বামে), রাজধানীর গেন্ডারিয়ায় পানির সন্ধানে তৃষ্ণার্ত এক বানর -সংবাদ

প্রচণ্ড তাপপ্রবাহে বিপর্যস্ত পুরো দেশ। তীব্র গরমে পুড়ছে রাজধানী ঢাকাসহ দেশের জনজীবন। আর্দ্রতা বেশি থাকায় এমন অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে দেশজুড়ে। প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। তীব্র রোদের কারণে সাধারণ ও কর্মজীবী মানুষের ভোগান্তি আর কষ্ট বেড়েছে। সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। কেননা মাঠে মাঠে চলছে বোরো ধান কাটা, মাড়াইয়ের কাজ।

চুয়াডাঙ্গায় টানা ৪ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা

সুনামগঞ্জ, হবিগঞ্জ, ভৈরব ও কুলিয়ারচরে বজ্রপাতে ৫জন নিহত

বৈশি্বক উষ্ণতা, পানির স্তর নিচে নামার কারণে প্রকৃতি ক্রমেই রুক্ষ ও রুষ্ট হয়ে উঠছে। এরই ধারাবাহিকতায় সারাদেশে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা জানিয়েছেন, রোববার,(১১ মে ২০২৫) দেশের উত্তর ও উত্তর-পূর্বদিকের কিছু স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে। তবে কাল থেকে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পরিধি আরও বাড়তে পারে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক সংবাদকে বলেন, ‘আগামীকাল (আজ) রংপুর, ময়মনসিংহ ও উত্তর-পূর্বের সিলেটের কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। তবে পরের দিন থেকে তা আরও বাড়তে পারে।’

গতকাল শনিবার দেশের ৬২ জেলায় তাপ ছড়িয়ে পড়ে।

তাপপ্রবাহের কারণে মাঠে, কল-কারখানায় কৃষি শ্রমিক, দিনমজুর ও খেটে খাওয়া লোকজনের কাজ করা কষ্টকর হয়ে পড়েছে। গরমের মধ্যে স্কুলে যেতে নাভিশ্বাস উঠছে শিক্ষার্থীদের। ক্ষতির মুখে পড়েছে আম ও লিচু। পানি স্প্রে করে আম রক্ষার চেষ্টা করছেন চাষিরা। তীব্র গরমে সর্দি-কাশি, শ্বাসকষ্ট, ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে।

রংপুরের পীরগঞ্জের কৃষি শ্রমিক রধিন্দ্র বর্মণ জানান, গরম বেশি হওয়ায় ধান খেতে বেশিক্ষণ কাম (কাজ) করা যায় না। গরম বেশি হওয়ায় শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম বের হয়, শরীর ক্লান্ত হয়। এত গরমে বেশি মজুরি পেয়েও কাজ করতে ইচ্ছে করে না।

সেখানকার চতরা ইউনিয়নের একজন শ্রমিক জানান, রোদের কারণে খুব বেশি সময় ধরে কাজ করা যায় না। মাঠজুড়ে অধিকাংশ ধান পাকলেও ধান কাটা নিয়েও ‘সংশয়’ দেখা দিয়েছে।

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে গত কয়েকদিন ধরে বহমান মৃদু তাপপ্রবাহের তীব্রতা মাঝারি আকারে রূপ নিয়েছে। গরমের কারণে সড়কে মানুষের উপস্থিতি কমে গেছে। যাত্রী কমে যাওয়ায় আয় কমে বিপাকে পড়েছেন রিকশা-ভ্যানচালকরা। গরমের কারণে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

হিলিতে গত ৪/৫ দিন ধরেই তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। গরমের মধ্যে একটু কাজ করতেই হাঁপিয়ে উঠছেন দিনমজুররা। একটু পর পর বিশ্রাম নিতে হচ্ছে তাদের। ঠিকমতো কাজ করতে না পারায় তাদের রোজগার কমে গেছে। গরমজনিত নানা

রোগেও আক্রান্ত হচ্ছেন তারা। বৃষ্টি হলে স্বস্তি ফিরবে বলে জানিয়েছেন তারা।

রিকশাচালক জব্বার আলী বলেন, ‘গরমে ঠিকমতো রিকশা চালানো যাচ্ছে না। আয় আগের তুলনায় কমে গেছে। আগে দিনে ৫ থেকে ৭শ’ টাকা আয় হতো। এখন সারা দিনে ২ থেকে ৩শ’ টাকা আয় করাও কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। রিকশার যাত্রীই পাওয়া যাচ্ছে না এমন অবস্থা। গরমে মানুষ বের হচ্ছে না। এখন এই টাকায় রিকশার কিস্তি চালাব না পরিবারের জন্য চাল-ডাল কিনব দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছি।’

তীব্র তাপপ্রবাহের কারণে ময়মনসিংহে কৃষিশ্রমিকের সংকট চরমে। গত কয়েক দিন ধরে আগাম জাতের ২৮ ও ৮৮ ধান পাক ধরায় কৃষকরা কাটা শুরু করেছেন। গরমের কারণে কৃষি শ্রমিকের অভাবে তারা ধান ঘরে তুলতে পারছেন না।

ময়মনসিংহ সদরের পাগলা বাজার এলাকার আরমান আলী জানান, তীব্র তাপপ্রবাহের কারণে কৃষকরা মাঠে বেশি সময় কাজ করতে পারেন না। ধান খেত এমনিতে গরম থাকে আর অতিরিক্ত গরমের কারণে কৃষকরা বেশি সময় ধরে কাজ করতে পারেন না। অনেক সময় কাজ করতে গিয়ে অতিরিক্ত ঘাম বের হয়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়ছেন। অতিরিক্ত কষ্টের কারণে তারা এখন আর মাঠে কাজ করতে চান না। শ্রমিকের অভাবে তাই চরম সংকটে পড়েছেন চাষিরা।

চুয়াডাঙ্গায় টানা ৪ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা:

চুয়াডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, জেলায় একটানা চার দিনের দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। রোববার বিকেল ৪টায় জেলার ও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার ১০ মে যা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বৃহস্পতিবার ৮ মে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারে ৯ মে সন্ধ্যা ৬টায় জেলার ও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পারদ কিছুটা হ্রাস পেলেও কার্যত গরমের অনুভূতি কমেনি। বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতিও বাড়ছে অনেকাংশে। বাতাসেও বয়ে যাচ্ছে আগুনের হল্কা। স্থানীয়রা বলছে, এ যেন মরুভূমির দেশ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। টানা ৪ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় বিরাজ করছে। আগামী ১৩ মে-এর পর থেকে একটি বৃষ্টি বলয় দেখা গেছে। তার আগে এই দুদিন তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।

বরিশাল থেকে সংবাদের নিজস্ব বার্তা পরিবেশক জানিয়েছেন, গত চার দিন ধরে বরিশালসহ দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৃদু তাপপ্রবাহ। আবহাওয়া অফিস জানিয়েছে, আরও ৩/৪ দিন এই তাপপ্রবাহ চলবে। আর এ তথ্য নিশ্চিত করেছে আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাজহারুল ইসলাম।

তিনি জানান আবহাওয়া বিভাগের মতে, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি পর্যন্ত মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৪০ ডিগ্রিকে মাঝারি তাপপ্রবাহ ও ৪০ ডিগ্রির ওপরে উঠলে তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। বর্তমানে বরিশাল অঞ্চলে ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহ চলছে। তাপপ্রবাহের কারণে দুপুরের পর জনজীবন প্রায় ওষ্ঠাগত হয়ে যায়। শ্রমজীবী মানুষ ছাড়া রাস্তায় কাউকে দেখা যায় না। আর রাত্রিবেলার তাপও খুব কমে না বলে সাধারণ মানুষের প্রয়োজনীয় বিশ্রাম ও ঘুম হয় না। তীব্র গরমের কারণে ডায়রিয়াসহ অন্যান্য রোগীর সংখ্যাও ক্রমশ বাড়ছে।

ঝিনাইদহের কালীগঞ্জ প্রতিনিধি জানান, চলতি সপ্তাহে চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় সারাদেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। আর এ দুই জেলা পার্শ্ববর্তী হওয়ায় এর প্রভাব পড়েছে ঝিনাইদহ কালীগঞ্জেও। এ অঞ্চলে রাতে দিনের প্রচণ্ড গরমে সমস্ত প্রাণিকুল আজ হাঁপিয়ে উঠেছে। এমন অবস্থায় খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হচ্ছেন না। এতে চরম বিপাকে পড়েছেন রিকশা-ভ্যানচালকসহ এ এলাকার শ্রমজীবী মানুষেরা। রাতে, দিনে গ্রাম কিংবা শহরে সব স্থানেই একই অবস্থা। এমন অবস্থা শহরের অস্থায়ী শরবতের দোকানগুলোতেও।

ভৈরব ও কুলিয়ারচরে বজ্রপাতে তিনজন নিহত:

কিশোরগঞ্জের ভৈরব প্রতিনিধি জানিয়েছেন, ভৈরবে দুইজন ও কুলিয়ারচরে ১ জনসহ বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে ঝড়-বৃষ্টির পূর্ব মুহূর্তে পৃথক স্থানে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তিনজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতরা হলেন, ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুর এলাকার আফসর উদ্দিন মিয়ার ছেলে ফারুক মিয়া (৬০), শ্রীনগর ইউনুছ মিয়ার ছেলে ফয়সাল মিয়া (তৌহিদ) (২৮) ও কুলিয়ারচর উপজেলার হাজারী নগর এলাকার সফিক ইসলাম সফু মিয়ার ছেলে কবির মিয়া (২৫)।

তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক ডা. উম্মে হাবীবা জুঁই বলেন, ‘তিনজনকে হাসপাতালে আনার পর মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত জেনে নিহতের স্বজনরা তাদের বাড়ি নিয়ে গেছে।’

এ বিষয়ে ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব বলেন, ‘ভৈরবে প্রচুর ঝড়-বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। বজ্রপাতের সময় আমাকেও কাজে বাইরে থাকতে হয়েছে। বজ্রপাতে ভৈরব ও কুলিয়ারচরে তিনজনের মৃত্যুর বিষয়টি জেনেছি। আমি পুলিশ পাঠিয়ে নিহতদের পরিবারের খোঁজ নিচ্ছি।’

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দিন যত যাচ্ছে আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন ঘটছে। বাড়ছে বৈশি^ক উষ্ণতা। নিচে নেমে যাচ্ছে পানির স্তর আর প্রকৃতি যেন ক্রমেই রুক্ষ আর রুষ্ট হয়ে উঠছে। এরই ধারাবাহিকতায় বিগত কয়েক দিন ধরে সারাদেশে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ।

ছবি

আসন্ন বৈঠক ঘিরে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল, আলোচনায় নির্বাচনী প্রসঙ্গ

ছবি

শোকবার্তা পাঠালেন মুহাম্মদ ইউনূস এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্তে প্রাণহানি

ছবি

দেশের কিছু অঞ্চলে মৃদু তাপপ্রবাহ, কোথাও কোথাও হতে পারে বৃষ্টি

ছবি

এক মাসেই ৬৫৮ জন নিহত, দুর্ঘটনায় শীর্ষে ঢাকা বিভাগ

ছবি

২৫ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশের প্রস্তুতি

ছবি

দুই সপ্তাহ পর আংশিক চালু চক্ষুবিজ্ঞান হাসপাতালের চিকিৎসাসেবা, শনিবার থেকে পুরোপুরি চালুর সম্ভাবনা

ছবি

ইউনূসকে সাক্ষাৎ দিচ্ছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

ছবি

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী জাবেদের সম্পত্তি জব্দ

ছবি

‘দেশ ও রাজনীতির নিরাপত্তার স্বার্থে’ আ.লীগের কার্যক্রম ‘স্থগিত’, দল নিষিদ্ধ নয় : মুহাম্মদ ইউনূস

ছবি

নির্বাচন শেষেই বিদায়—পরবর্তী সরকারের অংশ হওয়ার ইচ্ছা নেই: মুহাম্মদ ইউনূস

ছবি

বাড়ছে করোনার সংক্রমণ, প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ১১ নির্দেশনা

ছবি

বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে আগ্রহী এয়ারবাস ও মেনজিস

ছবি

তাপপ্রবাহ কিছুটা কমতে পারে, ভ্যাপসা গরম থাকবে: আবহাওয়া অফিস

ছবি

মেট্রোরেলে যাত্রীদের মাস্ক পরার অনুরোধ

ছবি

হাজিদের ফিরতি ফ্লাইট শুরু আজ, চলবে ১০ জুলাই পর্যন্ত

ছবি

লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের সম্ভাব্য বৈঠক ১৩ জুন

যুক্তরাজ্যের উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা

ছবি

করোনার নতুন ধরন নিয়ে সতর্কতা, ভারতসহ আক্রান্ত দেশগুলোতে ভ্রমণ এড়ানোর পরামর্শ

ছবি

৩৩ জেলায় তাপপ্রবাহ, বুধবার থেকে পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক হতে পারে

ছবি

ইউনূস-মোদীর মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময়

ছবি

‘নির্দোষরা যেন সাজা না পায়’—সাবেক রাষ্ট্রপতি হামিদ ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি

চার দিনের সফরে আজ যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ছবি

মধ্য রাতে দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

এ কে খন্দকারের স্ত্রী ফরিদা খন্দকারের ইন্তেকাল

ছবি

গার্ডিয়ানের প্রতিবেদন, ইউনূসের সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন টিউলিপ সিদ্দিক

ছবি

ঈদের ফিরতি যাত্রায় ট্রেনযাত্রীদের মাস্ক পরার অনুরোধ

ছবি

ঈদের ছুটিতে বৃষ্টির পরও ঢাকায় ‘অস্বাস্থ্যকর’ বাতাস

ছবি

২৪ ঘণ্টায় ঢাকায় ২৬ মিলিমিটার বৃষ্টিপাত, তাপমাত্রা ৩৩ ডিগ্রি

ছবি

ঈদের দিন প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা ও নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

ছবি

কোরবানির পশু কাটতে গিয়ে শতাধিক ব্যক্তি আহত

ছবি

উৎসবের আমেজে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

ছবি

ঢাকাসহ ৬ বিভাগে হালকা বৃষ্টির আভাস

ছবি

দেশের মঙ্গলে সবার দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

ছবি

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত, দেশ ও জাতির কল্যাণ কামনা

আজ ঈদুল আজহা

সব অংশীদারকে এই প্রক্রিয়ায় গঠনমূলকভাবে জড়িত হওয়ার আহ্বান জানিয়েছে ইইউ

tab

জাতীয়

সারাদেশে গরম চরমে, অতিষ্ঠ মানুষ ও প্রাণিকুল

শাফিউল আল ইমরান

চুয়াডাঙ্গায় তাপপ্রবাহে চরম বিপাকে শ্রমজীবী মানুষ (বামে), রাজধানীর গেন্ডারিয়ায় পানির সন্ধানে তৃষ্ণার্ত এক বানর -সংবাদ

রোববার, ১১ মে ২০২৫

প্রচণ্ড তাপপ্রবাহে বিপর্যস্ত পুরো দেশ। তীব্র গরমে পুড়ছে রাজধানী ঢাকাসহ দেশের জনজীবন। আর্দ্রতা বেশি থাকায় এমন অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে দেশজুড়ে। প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। তীব্র রোদের কারণে সাধারণ ও কর্মজীবী মানুষের ভোগান্তি আর কষ্ট বেড়েছে। সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। কেননা মাঠে মাঠে চলছে বোরো ধান কাটা, মাড়াইয়ের কাজ।

চুয়াডাঙ্গায় টানা ৪ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা

সুনামগঞ্জ, হবিগঞ্জ, ভৈরব ও কুলিয়ারচরে বজ্রপাতে ৫জন নিহত

বৈশি্বক উষ্ণতা, পানির স্তর নিচে নামার কারণে প্রকৃতি ক্রমেই রুক্ষ ও রুষ্ট হয়ে উঠছে। এরই ধারাবাহিকতায় সারাদেশে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা জানিয়েছেন, রোববার,(১১ মে ২০২৫) দেশের উত্তর ও উত্তর-পূর্বদিকের কিছু স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে। তবে কাল থেকে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পরিধি আরও বাড়তে পারে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক সংবাদকে বলেন, ‘আগামীকাল (আজ) রংপুর, ময়মনসিংহ ও উত্তর-পূর্বের সিলেটের কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। তবে পরের দিন থেকে তা আরও বাড়তে পারে।’

গতকাল শনিবার দেশের ৬২ জেলায় তাপ ছড়িয়ে পড়ে।

তাপপ্রবাহের কারণে মাঠে, কল-কারখানায় কৃষি শ্রমিক, দিনমজুর ও খেটে খাওয়া লোকজনের কাজ করা কষ্টকর হয়ে পড়েছে। গরমের মধ্যে স্কুলে যেতে নাভিশ্বাস উঠছে শিক্ষার্থীদের। ক্ষতির মুখে পড়েছে আম ও লিচু। পানি স্প্রে করে আম রক্ষার চেষ্টা করছেন চাষিরা। তীব্র গরমে সর্দি-কাশি, শ্বাসকষ্ট, ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে।

রংপুরের পীরগঞ্জের কৃষি শ্রমিক রধিন্দ্র বর্মণ জানান, গরম বেশি হওয়ায় ধান খেতে বেশিক্ষণ কাম (কাজ) করা যায় না। গরম বেশি হওয়ায় শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম বের হয়, শরীর ক্লান্ত হয়। এত গরমে বেশি মজুরি পেয়েও কাজ করতে ইচ্ছে করে না।

সেখানকার চতরা ইউনিয়নের একজন শ্রমিক জানান, রোদের কারণে খুব বেশি সময় ধরে কাজ করা যায় না। মাঠজুড়ে অধিকাংশ ধান পাকলেও ধান কাটা নিয়েও ‘সংশয়’ দেখা দিয়েছে।

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে গত কয়েকদিন ধরে বহমান মৃদু তাপপ্রবাহের তীব্রতা মাঝারি আকারে রূপ নিয়েছে। গরমের কারণে সড়কে মানুষের উপস্থিতি কমে গেছে। যাত্রী কমে যাওয়ায় আয় কমে বিপাকে পড়েছেন রিকশা-ভ্যানচালকরা। গরমের কারণে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

হিলিতে গত ৪/৫ দিন ধরেই তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। গরমের মধ্যে একটু কাজ করতেই হাঁপিয়ে উঠছেন দিনমজুররা। একটু পর পর বিশ্রাম নিতে হচ্ছে তাদের। ঠিকমতো কাজ করতে না পারায় তাদের রোজগার কমে গেছে। গরমজনিত নানা

রোগেও আক্রান্ত হচ্ছেন তারা। বৃষ্টি হলে স্বস্তি ফিরবে বলে জানিয়েছেন তারা।

রিকশাচালক জব্বার আলী বলেন, ‘গরমে ঠিকমতো রিকশা চালানো যাচ্ছে না। আয় আগের তুলনায় কমে গেছে। আগে দিনে ৫ থেকে ৭শ’ টাকা আয় হতো। এখন সারা দিনে ২ থেকে ৩শ’ টাকা আয় করাও কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। রিকশার যাত্রীই পাওয়া যাচ্ছে না এমন অবস্থা। গরমে মানুষ বের হচ্ছে না। এখন এই টাকায় রিকশার কিস্তি চালাব না পরিবারের জন্য চাল-ডাল কিনব দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছি।’

তীব্র তাপপ্রবাহের কারণে ময়মনসিংহে কৃষিশ্রমিকের সংকট চরমে। গত কয়েক দিন ধরে আগাম জাতের ২৮ ও ৮৮ ধান পাক ধরায় কৃষকরা কাটা শুরু করেছেন। গরমের কারণে কৃষি শ্রমিকের অভাবে তারা ধান ঘরে তুলতে পারছেন না।

ময়মনসিংহ সদরের পাগলা বাজার এলাকার আরমান আলী জানান, তীব্র তাপপ্রবাহের কারণে কৃষকরা মাঠে বেশি সময় কাজ করতে পারেন না। ধান খেত এমনিতে গরম থাকে আর অতিরিক্ত গরমের কারণে কৃষকরা বেশি সময় ধরে কাজ করতে পারেন না। অনেক সময় কাজ করতে গিয়ে অতিরিক্ত ঘাম বের হয়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়ছেন। অতিরিক্ত কষ্টের কারণে তারা এখন আর মাঠে কাজ করতে চান না। শ্রমিকের অভাবে তাই চরম সংকটে পড়েছেন চাষিরা।

চুয়াডাঙ্গায় টানা ৪ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা:

চুয়াডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, জেলায় একটানা চার দিনের দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। রোববার বিকেল ৪টায় জেলার ও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার ১০ মে যা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বৃহস্পতিবার ৮ মে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারে ৯ মে সন্ধ্যা ৬টায় জেলার ও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পারদ কিছুটা হ্রাস পেলেও কার্যত গরমের অনুভূতি কমেনি। বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতিও বাড়ছে অনেকাংশে। বাতাসেও বয়ে যাচ্ছে আগুনের হল্কা। স্থানীয়রা বলছে, এ যেন মরুভূমির দেশ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। টানা ৪ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় বিরাজ করছে। আগামী ১৩ মে-এর পর থেকে একটি বৃষ্টি বলয় দেখা গেছে। তার আগে এই দুদিন তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।

বরিশাল থেকে সংবাদের নিজস্ব বার্তা পরিবেশক জানিয়েছেন, গত চার দিন ধরে বরিশালসহ দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৃদু তাপপ্রবাহ। আবহাওয়া অফিস জানিয়েছে, আরও ৩/৪ দিন এই তাপপ্রবাহ চলবে। আর এ তথ্য নিশ্চিত করেছে আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাজহারুল ইসলাম।

তিনি জানান আবহাওয়া বিভাগের মতে, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি পর্যন্ত মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৪০ ডিগ্রিকে মাঝারি তাপপ্রবাহ ও ৪০ ডিগ্রির ওপরে উঠলে তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। বর্তমানে বরিশাল অঞ্চলে ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহ চলছে। তাপপ্রবাহের কারণে দুপুরের পর জনজীবন প্রায় ওষ্ঠাগত হয়ে যায়। শ্রমজীবী মানুষ ছাড়া রাস্তায় কাউকে দেখা যায় না। আর রাত্রিবেলার তাপও খুব কমে না বলে সাধারণ মানুষের প্রয়োজনীয় বিশ্রাম ও ঘুম হয় না। তীব্র গরমের কারণে ডায়রিয়াসহ অন্যান্য রোগীর সংখ্যাও ক্রমশ বাড়ছে।

ঝিনাইদহের কালীগঞ্জ প্রতিনিধি জানান, চলতি সপ্তাহে চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় সারাদেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। আর এ দুই জেলা পার্শ্ববর্তী হওয়ায় এর প্রভাব পড়েছে ঝিনাইদহ কালীগঞ্জেও। এ অঞ্চলে রাতে দিনের প্রচণ্ড গরমে সমস্ত প্রাণিকুল আজ হাঁপিয়ে উঠেছে। এমন অবস্থায় খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হচ্ছেন না। এতে চরম বিপাকে পড়েছেন রিকশা-ভ্যানচালকসহ এ এলাকার শ্রমজীবী মানুষেরা। রাতে, দিনে গ্রাম কিংবা শহরে সব স্থানেই একই অবস্থা। এমন অবস্থা শহরের অস্থায়ী শরবতের দোকানগুলোতেও।

ভৈরব ও কুলিয়ারচরে বজ্রপাতে তিনজন নিহত:

কিশোরগঞ্জের ভৈরব প্রতিনিধি জানিয়েছেন, ভৈরবে দুইজন ও কুলিয়ারচরে ১ জনসহ বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে ঝড়-বৃষ্টির পূর্ব মুহূর্তে পৃথক স্থানে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তিনজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতরা হলেন, ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুর এলাকার আফসর উদ্দিন মিয়ার ছেলে ফারুক মিয়া (৬০), শ্রীনগর ইউনুছ মিয়ার ছেলে ফয়সাল মিয়া (তৌহিদ) (২৮) ও কুলিয়ারচর উপজেলার হাজারী নগর এলাকার সফিক ইসলাম সফু মিয়ার ছেলে কবির মিয়া (২৫)।

তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক ডা. উম্মে হাবীবা জুঁই বলেন, ‘তিনজনকে হাসপাতালে আনার পর মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত জেনে নিহতের স্বজনরা তাদের বাড়ি নিয়ে গেছে।’

এ বিষয়ে ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব বলেন, ‘ভৈরবে প্রচুর ঝড়-বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। বজ্রপাতের সময় আমাকেও কাজে বাইরে থাকতে হয়েছে। বজ্রপাতে ভৈরব ও কুলিয়ারচরে তিনজনের মৃত্যুর বিষয়টি জেনেছি। আমি পুলিশ পাঠিয়ে নিহতদের পরিবারের খোঁজ নিচ্ছি।’

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দিন যত যাচ্ছে আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন ঘটছে। বাড়ছে বৈশি^ক উষ্ণতা। নিচে নেমে যাচ্ছে পানির স্তর আর প্রকৃতি যেন ক্রমেই রুক্ষ আর রুষ্ট হয়ে উঠছে। এরই ধারাবাহিকতায় বিগত কয়েক দিন ধরে সারাদেশে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ।

back to top