alt

জাতীয়

ভারত-পাকিস্তান যুদ্ধ: জয় দেখাতে ক্ষয় আড়াল

নিউজ ডেস্ক : সোমবার, ১২ মে ২০২৫

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ভারতের একটি টেলিভিশন চ্যানেল পর্দাজুড়ে প্রচার করতে থাকে ‘পাকিস্তানের আত্মসমর্পণ’। এর কিছুক্ষণ পর ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক পদক্ষেপ সন্ত্রাসীদের প্রতি একটি জোরালো বার্তা দিয়েছে। অন্যদিকে, পাকিস্তানের জনতা ইসলামাবাদের রাস্তায় নেমে ‘ভারতের বিরুদ্ধে সামরিক বিজয়’ উদযাপন করে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, তাঁদের ‘সাহসী সেনাবাহিনী এক দর্শনীয় সামরিক ইতিহাস রচনা করেছে।’

শরিফ আরও বলেন, “মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আমাদের যুদ্ধবিমানগুলো যেভাবে ভারতের কামানগুলো স্তব্ধ করে দিয়েছে, ইতিহাস তা সহজে ভুলবে না।” এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল পোড়ানো হচ্ছিল।

তবে বাস্তবতা হলো, পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশীর সহিংসতায় উভয় পক্ষই প্রবলভাবে আঘাত করেছে এবং একই সঙ্গে প্রবল ক্ষয়ক্ষতির সম্মুখীনও হয়েছে।

পাকিস্তান দাবি করেছে, তারা আকাশযুদ্ধে ফ্রান্সের তৈরি তিনটি রাফালসহ পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যদি এ দাবি সত্য হয়, তবে তা ভারতীয় বিমানবাহিনীর জন্য এক বড় ধাক্কা।

সিএনএনের খবরে বলা হয়, পাকিস্তানের এই দাবি ওঠার সময় ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোতে দুটি বিমান বিধ্বস্ত হয়। ফ্রান্সের গোয়েন্দা সংস্থার এক সূত্র সিএনএনকে জানায়, অন্তত একটি রাফাল পাকিস্তান ভূপাতিত করেছে।

ভারতীয় কর্তৃপক্ষ যদিও এখনো কোনো যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করেনি। তবে ভারত নতুন স্যাটেলাইট ছবি প্রকাশ করে দাবি করেছে, তাদের হামলায় পাকিস্তানের বেশ কয়েকটি বিমানঘাঁটি এবং রাডার স্টেশন ধ্বংস হয়েছে।

‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড়’ আকাশযুদ্ধে পাঁচটি যুদ্ধবিমান হারানোর পাকিস্তানের দাবির জবাবে ভারতীয় বিমানবাহিনী জানায়, “ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ।”

রোববার দি????তে এক সংবাদ সম্মেলনে এয়ার মার্শাল এ. কে. ভারতী বলেন, “আমরা যুদ্ধ পরিস্থিতিতে আছি এবং ক্ষয়ক্ষতি এতে অন্তর্ভুক্ত।” তিনি জানান, সব পাইলট নিরাপদে ফিরে এসেছেন, তবে বিস্তারিত কিছু জানাননি।

পাকিস্তানের সামরিক মুখপাত্র জানান, তাদের পাইলটরা ভারতের তিনটি রাফাল, একটি এসইউ-৩০ ও একটি মিগ-২৯ ভূপাতিত করেছে। তবে ভারত এসব দাবি নিশ্চিত করেনি।

রয়টার্সকে কাশ্মীরের চারজন ভারতীয় সরকারি কর্মকর্তা জানান, তাঁদের অঞ্চলে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে এবং ধ্বংসাবশেষ তিনটি ভিন্ন এলাকায় পাওয়া গেছে। এই বিমানের সব পাইলটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারত জানিয়েছে, বুধবার রাত ১টা ৫ মিনিটে তারা পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের ‘সন্ত্রাসী অবকাঠামোগুলোতে’ হামলা শুরু করে।

বুধবারই যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা রয়টার্সকে জানান, পাকিস্তানি পাইলটরা চীনের তৈরি জে-১০ যুদ্ধবিমান ব্যবহার করে ভারতের দুটি ফ্রান্সের তৈরি রাফালকে আকাশ থেকে গুলি করে নামিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই সংঘর্ষ চীনের আধুনিক যুদ্ধবিমান প্রযুক্তির

কার্যকারিতা দেখিয়েছে। ভবিষ্যতের যুদ্ধ পরিস্থিতি নির্ধারণে বিভিন্ন দেশের সামরিক বাহিনী এই লড়াই গভীরভাবে বিশ্লেষন করছে?।

এবারের সংঘর্ষে উভয় পক্ষই আগের চেয়ে কঠোর অবস্থানে ছিল। বিশেষ করে ভারত পূর্ববর্তী সংঘাতগুলোর চেয়ে ভিন্ন ফলাফল অর্জনের চেষ্টা করছিল। তবে এই দুই দেশের রাজনৈতিক বাস্তবতা বদলায়নি। বরং সংঘাত আরও নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

রোববার পর্যন্ত কোনো পক্ষই কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ নেয়নি। এমনকি পরস্পরের নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞাও বহাল ছিল। ভারতের পক্ষ থেকে সিন্ধু পানিচুক্তি মেনে চলারও কোনো প্রতিশ্রুতি পাওয়া যায়নি—যা পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ। ইসলামাবাদ জানিয়ে দিয়েছে, নদীর পানি আটকে দেওয়া হলে তারা তা যুদ্ধ ঘোষণার শামিল মনে করবে।

এই উত্তেজনার সূচনা হয়েছিল ২২ এপ্রিল, কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নিহত হওয়ার পর। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে, যদিও পাকিস্তান তা প্রত্যাখ্যান করেছে।

এই সংঘর্ষে ৬ বছরের তুলনামূলক শান্তিপূর্ণ সম্পর্কের অবসান ঘটে। মোদি সরকার এই সময় পাকিস্তানের সঙ্গে ন্যূনতম কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে কাশ্মীরে সামরিকীকরণ জোরদার করে। ২০১৬ ও ২০১৯ সালের হামলার পর ভারত যে কড়া সামরিক প্রতিক্রিয়ার ধারা শুরু করে, তারই ধারাবাহিকতায় এবারও তাৎক্ষণিক জবাব আসে।

তবে ভারতের জন্য প্রতিক্রিয়া জানানো সহজ ছিল না। ২০১৯ সালের সংঘাতে ভারতের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল এবং পাকিস্তান একটি যুদ্ধবিমান গুলি করে নামিয়ে তার পাইলটকে আটক করেছিল।

সেই পর থেকে ভারতের সেনাবাহিনীকে আধুনিকীকরণে বিলিয়ন ডলারের প্রকল্প হাতে নেওয়া হয়, কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সরবরাহ–সংকটে তা বাধাগ্রস্ত হয়। একই সঙ্গে চীনের সঙ্গে সীমান্তে উত্তেজনা ভারতকে চাপে ফেলে।

বিশ্লেষকেরা বলছেন, যুদ্ধ পরিস্থিতি যত এগিয়েছে, কৌশলগত বা কার্যকর কোনো অগ্রগতির ইঙ্গিত মেলেনি। ভারত প্রথম ধাপের হামলায় শত্রু ভূখে এমন সব লক্ষ্যবস্তুতে আঘাত হানে, যা আগে কখনো করা হয়নি। এসব হামলা সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটির কাছাকাছি হলেও, পুরোপুরি সফল বলা যাচ্ছে না।

উভয় পক্ষই প্রতিদিন তাদের বক্তব্যে নিজেদের বিজয়ী দেখাতে চেয়েছে। তবে বাস্তবতা ছিল প্রতিরাতে চলা হানাহানি ও ক্রমবর্ধমান গোলাবর্ষণ। সবচেয়ে বেশি প্রাণহানি হয় সীমান্তবর্তী এলাকায়।

ড্রোন ও বিমান হামলা বাড়তে বাড়তে সংবেদনশীল সামরিক স্থাপনাগুলো পর্যন্ত পৌঁছায়। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপ তখন তীব্র হয়ে ওঠে, যাতে সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোরও ভূমিকা ছিল।

এই চাপের পেছনে কারণ শুধু হামলার লক্ষ্যবস্তু নয়, বরং আশঙ্কা ছিল—উত্তেজনা বাড়তে থাকলে পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি প্রবল হয়ে উঠবে।

যুদ্ধবিরতির আগের শনিবার রাতে ভারত স্পষ্ট করে দেয়, আরেকটি সন্ত্রাসী হামলা হলে জবাব হবে আরও কঠোর।

ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল বেদ প্রকাশ মালিক বলেন, “আদৌ কোনো রাজনৈতিক বা কৌশলগত সুবিধা পাওয়া গেছে কি না, সেটি ভারতের ভবিষ্যৎ ইতিহাসই নির্ধারণ করবে।”

সরকারি হাসপাতালে আইসিইউ সংকট

ছবি

ঈদের ছুটি শেষে খুলেছে কুয়েট, ক্লাস শুরু নিয়ে অনিশ্চয়তা

ছবি

এনটিআরসিএ সনদধারীদের সচিবালয়মুখী মিছিলে সাউন্ড গ্রেনেড ও লাঠিপেটা

পাচার অর্থ ফেরাতে আইনি প্রক্রিয়ায় ধাপে ধাপে এগোতে হবে: গভর্নর

ছবি

নিরপেক্ষতা বজায় রাখতে নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে ইসি: সিইসি

ডেঙ্গু : আরও আক্রান্ত ২৪৯, মৃত্যু ১

ফটকে তালা রেখেই নগর সেবা চালিয়ে নেয়ার ঘোষণা ইশরাকের

ছবি

ট্রাম্পের সঙ্গে পুতিনের ফোনালাপ, ইরানে ইসরায়েলের হামলার নিন্দা

ছবি

‘হতাশ আমার হওয়া উচিত, নাকি তার’: ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাওয়া প্রসঙ্গে বিবিসিকে মুহাম্মদ ইউনূস

ছবি

পাল্টাপাল্টি হামলা ও হুমকি অব্যাহত, উত্তেজনা প্রশমনে যুক্তরাজ্য ও ফ্রান্সের আহ্বান

ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ আসছে নেপাল থেকে

ছবি

চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩০, হাসপাতালে ৬৫৯ জন

নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে ইসি: সিইসি

ছবি

ইশরাক সমর্থকরা ফের নগর ভবনে

মামলার অভিশাপ থেকে মুক্তি দিতে তিন লক্ষ্য নির্ধারণ

মামলার অভিশাপ থেকে মুক্তি দিতে তিন লক্ষ্য নির্ধারণ

ছবি

ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা মানুষের ঢল, যানজটে দুর্ভোগ

ছবি

দাবদাহ কাটিয়ে আসছে টানা বৃষ্টি, থাকতে পারে ভূমিধস ও বজ্রপাতের শঙ্কা

ছবি

চার দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ইউনূস

ছবি

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২৮ ছাড়াল, আক্রান্ত ৫ হাজার ৫৭০ জন

ছবি

দেশে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে দুজনের মৃত্যু, শনাক্ত ১৫

ছবি

তারেক রহমান-ইউনূস বৈঠক শুরু

ছবি

আসন্ন বৈঠক ঘিরে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল, আলোচনায় নির্বাচনী প্রসঙ্গ

ছবি

শোকবার্তা পাঠালেন মুহাম্মদ ইউনূস এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্তে প্রাণহানি

ছবি

দেশের কিছু অঞ্চলে মৃদু তাপপ্রবাহ, কোথাও কোথাও হতে পারে বৃষ্টি

ছবি

এক মাসেই ৬৫৮ জন নিহত, দুর্ঘটনায় শীর্ষে ঢাকা বিভাগ

ছবি

২৫ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশের প্রস্তুতি

ছবি

দুই সপ্তাহ পর আংশিক চালু চক্ষুবিজ্ঞান হাসপাতালের চিকিৎসাসেবা, শনিবার থেকে পুরোপুরি চালুর সম্ভাবনা

ছবি

ইউনূসকে সাক্ষাৎ দিচ্ছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

ছবি

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী জাবেদের সম্পত্তি জব্দ

ছবি

‘দেশ ও রাজনীতির নিরাপত্তার স্বার্থে’ আ.লীগের কার্যক্রম ‘স্থগিত’, দল নিষিদ্ধ নয় : মুহাম্মদ ইউনূস

ছবি

নির্বাচন শেষেই বিদায়—পরবর্তী সরকারের অংশ হওয়ার ইচ্ছা নেই: মুহাম্মদ ইউনূস

ছবি

বাড়ছে করোনার সংক্রমণ, প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ১১ নির্দেশনা

ছবি

বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে আগ্রহী এয়ারবাস ও মেনজিস

ছবি

তাপপ্রবাহ কিছুটা কমতে পারে, ভ্যাপসা গরম থাকবে: আবহাওয়া অফিস

ছবি

মেট্রোরেলে যাত্রীদের মাস্ক পরার অনুরোধ

tab

জাতীয়

ভারত-পাকিস্তান যুদ্ধ: জয় দেখাতে ক্ষয় আড়াল

নিউজ ডেস্ক

সোমবার, ১২ মে ২০২৫

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ভারতের একটি টেলিভিশন চ্যানেল পর্দাজুড়ে প্রচার করতে থাকে ‘পাকিস্তানের আত্মসমর্পণ’। এর কিছুক্ষণ পর ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক পদক্ষেপ সন্ত্রাসীদের প্রতি একটি জোরালো বার্তা দিয়েছে। অন্যদিকে, পাকিস্তানের জনতা ইসলামাবাদের রাস্তায় নেমে ‘ভারতের বিরুদ্ধে সামরিক বিজয়’ উদযাপন করে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, তাঁদের ‘সাহসী সেনাবাহিনী এক দর্শনীয় সামরিক ইতিহাস রচনা করেছে।’

শরিফ আরও বলেন, “মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আমাদের যুদ্ধবিমানগুলো যেভাবে ভারতের কামানগুলো স্তব্ধ করে দিয়েছে, ইতিহাস তা সহজে ভুলবে না।” এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল পোড়ানো হচ্ছিল।

তবে বাস্তবতা হলো, পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশীর সহিংসতায় উভয় পক্ষই প্রবলভাবে আঘাত করেছে এবং একই সঙ্গে প্রবল ক্ষয়ক্ষতির সম্মুখীনও হয়েছে।

পাকিস্তান দাবি করেছে, তারা আকাশযুদ্ধে ফ্রান্সের তৈরি তিনটি রাফালসহ পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যদি এ দাবি সত্য হয়, তবে তা ভারতীয় বিমানবাহিনীর জন্য এক বড় ধাক্কা।

সিএনএনের খবরে বলা হয়, পাকিস্তানের এই দাবি ওঠার সময় ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোতে দুটি বিমান বিধ্বস্ত হয়। ফ্রান্সের গোয়েন্দা সংস্থার এক সূত্র সিএনএনকে জানায়, অন্তত একটি রাফাল পাকিস্তান ভূপাতিত করেছে।

ভারতীয় কর্তৃপক্ষ যদিও এখনো কোনো যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করেনি। তবে ভারত নতুন স্যাটেলাইট ছবি প্রকাশ করে দাবি করেছে, তাদের হামলায় পাকিস্তানের বেশ কয়েকটি বিমানঘাঁটি এবং রাডার স্টেশন ধ্বংস হয়েছে।

‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড়’ আকাশযুদ্ধে পাঁচটি যুদ্ধবিমান হারানোর পাকিস্তানের দাবির জবাবে ভারতীয় বিমানবাহিনী জানায়, “ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ।”

রোববার দি????তে এক সংবাদ সম্মেলনে এয়ার মার্শাল এ. কে. ভারতী বলেন, “আমরা যুদ্ধ পরিস্থিতিতে আছি এবং ক্ষয়ক্ষতি এতে অন্তর্ভুক্ত।” তিনি জানান, সব পাইলট নিরাপদে ফিরে এসেছেন, তবে বিস্তারিত কিছু জানাননি।

পাকিস্তানের সামরিক মুখপাত্র জানান, তাদের পাইলটরা ভারতের তিনটি রাফাল, একটি এসইউ-৩০ ও একটি মিগ-২৯ ভূপাতিত করেছে। তবে ভারত এসব দাবি নিশ্চিত করেনি।

রয়টার্সকে কাশ্মীরের চারজন ভারতীয় সরকারি কর্মকর্তা জানান, তাঁদের অঞ্চলে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে এবং ধ্বংসাবশেষ তিনটি ভিন্ন এলাকায় পাওয়া গেছে। এই বিমানের সব পাইলটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারত জানিয়েছে, বুধবার রাত ১টা ৫ মিনিটে তারা পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের ‘সন্ত্রাসী অবকাঠামোগুলোতে’ হামলা শুরু করে।

বুধবারই যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা রয়টার্সকে জানান, পাকিস্তানি পাইলটরা চীনের তৈরি জে-১০ যুদ্ধবিমান ব্যবহার করে ভারতের দুটি ফ্রান্সের তৈরি রাফালকে আকাশ থেকে গুলি করে নামিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই সংঘর্ষ চীনের আধুনিক যুদ্ধবিমান প্রযুক্তির

কার্যকারিতা দেখিয়েছে। ভবিষ্যতের যুদ্ধ পরিস্থিতি নির্ধারণে বিভিন্ন দেশের সামরিক বাহিনী এই লড়াই গভীরভাবে বিশ্লেষন করছে?।

এবারের সংঘর্ষে উভয় পক্ষই আগের চেয়ে কঠোর অবস্থানে ছিল। বিশেষ করে ভারত পূর্ববর্তী সংঘাতগুলোর চেয়ে ভিন্ন ফলাফল অর্জনের চেষ্টা করছিল। তবে এই দুই দেশের রাজনৈতিক বাস্তবতা বদলায়নি। বরং সংঘাত আরও নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

রোববার পর্যন্ত কোনো পক্ষই কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ নেয়নি। এমনকি পরস্পরের নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞাও বহাল ছিল। ভারতের পক্ষ থেকে সিন্ধু পানিচুক্তি মেনে চলারও কোনো প্রতিশ্রুতি পাওয়া যায়নি—যা পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ। ইসলামাবাদ জানিয়ে দিয়েছে, নদীর পানি আটকে দেওয়া হলে তারা তা যুদ্ধ ঘোষণার শামিল মনে করবে।

এই উত্তেজনার সূচনা হয়েছিল ২২ এপ্রিল, কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নিহত হওয়ার পর। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে, যদিও পাকিস্তান তা প্রত্যাখ্যান করেছে।

এই সংঘর্ষে ৬ বছরের তুলনামূলক শান্তিপূর্ণ সম্পর্কের অবসান ঘটে। মোদি সরকার এই সময় পাকিস্তানের সঙ্গে ন্যূনতম কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে কাশ্মীরে সামরিকীকরণ জোরদার করে। ২০১৬ ও ২০১৯ সালের হামলার পর ভারত যে কড়া সামরিক প্রতিক্রিয়ার ধারা শুরু করে, তারই ধারাবাহিকতায় এবারও তাৎক্ষণিক জবাব আসে।

তবে ভারতের জন্য প্রতিক্রিয়া জানানো সহজ ছিল না। ২০১৯ সালের সংঘাতে ভারতের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল এবং পাকিস্তান একটি যুদ্ধবিমান গুলি করে নামিয়ে তার পাইলটকে আটক করেছিল।

সেই পর থেকে ভারতের সেনাবাহিনীকে আধুনিকীকরণে বিলিয়ন ডলারের প্রকল্প হাতে নেওয়া হয়, কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সরবরাহ–সংকটে তা বাধাগ্রস্ত হয়। একই সঙ্গে চীনের সঙ্গে সীমান্তে উত্তেজনা ভারতকে চাপে ফেলে।

বিশ্লেষকেরা বলছেন, যুদ্ধ পরিস্থিতি যত এগিয়েছে, কৌশলগত বা কার্যকর কোনো অগ্রগতির ইঙ্গিত মেলেনি। ভারত প্রথম ধাপের হামলায় শত্রু ভূখে এমন সব লক্ষ্যবস্তুতে আঘাত হানে, যা আগে কখনো করা হয়নি। এসব হামলা সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটির কাছাকাছি হলেও, পুরোপুরি সফল বলা যাচ্ছে না।

উভয় পক্ষই প্রতিদিন তাদের বক্তব্যে নিজেদের বিজয়ী দেখাতে চেয়েছে। তবে বাস্তবতা ছিল প্রতিরাতে চলা হানাহানি ও ক্রমবর্ধমান গোলাবর্ষণ। সবচেয়ে বেশি প্রাণহানি হয় সীমান্তবর্তী এলাকায়।

ড্রোন ও বিমান হামলা বাড়তে বাড়তে সংবেদনশীল সামরিক স্থাপনাগুলো পর্যন্ত পৌঁছায়। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপ তখন তীব্র হয়ে ওঠে, যাতে সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোরও ভূমিকা ছিল।

এই চাপের পেছনে কারণ শুধু হামলার লক্ষ্যবস্তু নয়, বরং আশঙ্কা ছিল—উত্তেজনা বাড়তে থাকলে পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি প্রবল হয়ে উঠবে।

যুদ্ধবিরতির আগের শনিবার রাতে ভারত স্পষ্ট করে দেয়, আরেকটি সন্ত্রাসী হামলা হলে জবাব হবে আরও কঠোর।

ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল বেদ প্রকাশ মালিক বলেন, “আদৌ কোনো রাজনৈতিক বা কৌশলগত সুবিধা পাওয়া গেছে কি না, সেটি ভারতের ভবিষ্যৎ ইতিহাসই নির্ধারণ করবে।”

back to top