এক উপদেষ্টার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস), আরেক উপদেষ্টার একজন বর্তমান ও একজন সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক এক নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চার জনের বিষয়ে বৃহস্পতিবার(১৫-০৫-২০২৫) দুপুরে দুদক মহা-পরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, ‘তুহিন ফারাবি এবং মাহমুদুল হাসানকে আগামী ২০ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে ২১ মে এবং মোয়াজ্জেম হোসেনকে ডাকা হয়েছে ২২ মে।’
মোয়াজ্জেম হোসেন ছিলেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস। আর তুহিন ফারাবি ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও। দু’জনই দুর্নীতির অভিযোগে সম্প্রতি অব্যাহতি পেয়েছেন। বাকি দু’জনের মধ্যে দুর্নীতির অভিযোগে এনসিপির যুগ্ম সদস্যসচিব পদ থেকে সাময়িক অব্যাহতি পেয়েছেন এ বি এম গাজী সালাউদ্দিন আহমেদ তানভীর। স্বাস্থ্য উপদেষ্টার আরেক পিও মাহমুদুল হাসানের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে।
তাদের বিরুদ্ধে কেনাকাটায় অনিয়ম, বদলি বাণিজ্য এবং পাঠ্যবইয়ের কাগজ কেনায় ‘কমিশন বাণিজ্য’ করার অভিযোগ রয়েছে। গত ২২ এপ্রিল জারি করা এক প্রজ্ঞাপনে মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেয়া হয়। যদিও উপদেষ্টা নিজেই তাকে ৮ এপ্রিল অব্যাহতির নির্দেশ দিয়েছিলেন।
এর আগে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও তুহিন ফারাবিকেও অব্যাহতি দেয়া হয়। অন্যদিকে গত ২১ এপ্রিল এনসিপি থেকে গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়। এনসিটিবির পাঠ্যবই ছাপানোর কাগজ কেনা নিয়ে দুর্নীতির অভিযোগে তার নাম উঠে আসে।
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
এক উপদেষ্টার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস), আরেক উপদেষ্টার একজন বর্তমান ও একজন সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক এক নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চার জনের বিষয়ে বৃহস্পতিবার(১৫-০৫-২০২৫) দুপুরে দুদক মহা-পরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, ‘তুহিন ফারাবি এবং মাহমুদুল হাসানকে আগামী ২০ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে ২১ মে এবং মোয়াজ্জেম হোসেনকে ডাকা হয়েছে ২২ মে।’
মোয়াজ্জেম হোসেন ছিলেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস। আর তুহিন ফারাবি ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও। দু’জনই দুর্নীতির অভিযোগে সম্প্রতি অব্যাহতি পেয়েছেন। বাকি দু’জনের মধ্যে দুর্নীতির অভিযোগে এনসিপির যুগ্ম সদস্যসচিব পদ থেকে সাময়িক অব্যাহতি পেয়েছেন এ বি এম গাজী সালাউদ্দিন আহমেদ তানভীর। স্বাস্থ্য উপদেষ্টার আরেক পিও মাহমুদুল হাসানের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে।
তাদের বিরুদ্ধে কেনাকাটায় অনিয়ম, বদলি বাণিজ্য এবং পাঠ্যবইয়ের কাগজ কেনায় ‘কমিশন বাণিজ্য’ করার অভিযোগ রয়েছে। গত ২২ এপ্রিল জারি করা এক প্রজ্ঞাপনে মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেয়া হয়। যদিও উপদেষ্টা নিজেই তাকে ৮ এপ্রিল অব্যাহতির নির্দেশ দিয়েছিলেন।
এর আগে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও তুহিন ফারাবিকেও অব্যাহতি দেয়া হয়। অন্যদিকে গত ২১ এপ্রিল এনসিপি থেকে গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়। এনসিটিবির পাঠ্যবই ছাপানোর কাগজ কেনা নিয়ে দুর্নীতির অভিযোগে তার নাম উঠে আসে।