alt

জাতীয়

খুমেক : অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসেবা, সংক্রামক রোগের ঝুঁকি

নিজস্ব বার্তা পরিবেশক, খুলনা : বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের গ্রিল ভাঙা, বারান্দায় রোগীদের বিছানা -সংবাদ

দক্ষিণাঞ্চলে বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল একটি। এ অঞ্চলে উন্নত চিকিৎসার লক্ষ্যে ১৯৮৯ সালের ১৭ জানুয়ারি নগরীর বয়রা এলাকায় প্রতিষ্ঠিত হয় ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা হাসপাতাল। ১৯৯২ সালে যা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তরিত হয়।

রোগীর অত্যধিক চাপে ২০০৮ সালে হাসপাতালটিকে ৫শ’ শয্যায় উন্নীত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। ১৬টি বিভাগের অধীনে ৩১ ওয়ার্ডে রোগীদের চিকিৎসা দেয়া হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ৫০০ শয্যা থাকলেও প্রতিদিন রোগী ভর্তি থাকছে প্রায় দেড় হাজার। বহির্বিভাগে ৭০০-৮০০ রোগী আসছে। এ অবস্থায় সক্ষমতার তিন গুণ রোগীর কাক্সিক্ষত সেবা দেয়া যাচ্ছে না।

রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ সংক্রামক রোগের ঝুঁকি তৈরি করেছে। রান্নাঘরের পরিবেশ ও খাবারের মান নিয়েও অভিযোগ রয়েছে রোগীদের।

হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের অভিযোগ, শয্যা সংকটে বিভিন্ন ওয়ার্ডে গাদাগাদি করে রাখা হচ্ছে তাদের। অনেকেরই ঠাঁই হচ্ছে বারান্দা অথবা মেঝেতে। শয্যার পাশাপাশি ওষুধ, জনবল ও চিকিৎসা সরঞ্জাম সংকট তীব্র আকার ধারণ করেছে। হাসপাতালের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে অপরিচ্ছন্ন শৌচাগার আর আবর্জনার দুর্গন্ধ। অধিকাংশ সময় ট্যাপে থাকছে না পানি।

হাসপাতালসংশ্লিষ্টরা বলছেন, ওপর তলাগুলোর বিভিন্ন ওয়ার্ড থেকে খাবারের উচ্ছিষ্ট, ময়লা নিচে ফেলা হয়। ফেলে রাখা এসব ময়লার স্তূপ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারপাশে। এসব আবর্জনা হাসপাতালের অভ্যন্তরের নালা ও আশপাশে জমে থাকছে। পাশাপাশি সীমানা প্রাচীরেও ছড়িয়ে-ছিটিয়ে থাকছে ময়লার স্তূপ। সেখান থেকেও বের হচ্ছে দুর্গন্ধ। এগুলো কম-বেশি সংক্রামক, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে বলে মনে করেন চিকিৎসকরা।

হাসপাতালের নোংরা পরিবেশে রোগীদের কী ধরনের ঝুঁকি থাকে সে বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর রোগীর সুস্থতা অনেকাংশ নির্ভর করে। কোনো কারণে হাসপাতালের পরিবেশ দূষিত হলে রোগীর শ্বাসতন্ত্র ও কিডনি আক্রান্ত হতে পারে। এছাড়া যক্ষ্মা, কলেরা, ডায়রিয়াসহ অন্য রোগে সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে।

হাসপাতালের নিচতলায় গাইনি ইউনিট-১ ওয়ার্ডে ভর্তি রোগীর স্বজনরা জানান, ওপর তলাগুলো থেকে খাবারের উচ্ছিষ্ট ও হাসপাতালের বর্জ্য সময় মতো পরিষ্কার করা হয় না। জমে থাকা বর্জ্যের গন্ধ ছড়িয়ে পড়ছে বাতাসে। এতে ওয়ার্ডের মধ্যে টিকে থাকা মুশকিল। একই অবস্থা মেডিসিন ইউনিট-২ ওয়ার্ডেও। পুরুষ ওয়ার্ডের তিনটি শৌচাগারের দুটিই অকেজো। শৌচাগারের ভেতরের পরিবেশ অস্বাস্থ্যকর। তিন-চারটা লাইট নষ্ট দীর্ঘদিন ধরে।

ওয়ার্ডের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স নিপা মল্লিক বলেন, ‘তিন-চার মাস ধরে শৌচাগার পরিষ্কারের স্যানিটারি সামগ্রী সংকট রয়েছে। গত ৩০ জানুয়ারি একটি হারপিক ও একটি ভিক্সল সরবরাহ করা হয়েছে। এরপর থেকে আর পাইনি। সরবরাহ কম থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ এগুলো দিতে পারছে না বলে আমাদের জানানো হয়েছে।’

এ ব্যাপারে হাসপাতালের জেনারেল স্টোর ইনচার্জ অবনী বিশ্বাস বলেন, ‘সরবরাহ কম থাকায় চাহিদার তুলনায় স্যানিটারী সামগ্রী দেয়া যাচ্ছে না। তবে এ ব্যাপারে টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে, কিছু দিনের মধ্যে এ সমস্যা আর থাকবে না।’

ডক্টরস শৌচাগারগুলোর অধিকাংশের পরিবেশও নোংরা। কোনোটির সিটকিনি নেই, লাইট নষ্ট। আবার কোনোটির দরজার নিচের অংশ নষ্ট হয়ে গেছে। কয়েকজন ইন্টার্ন চিকিৎসক জানান, উপযোগী না থাকায় তারা হাসপাতালের শৌচাগার ব্যবহার করেন না।

হাসপাতালের শৌচাগার ও বাইরে পাইপগুলো মেরামতের বিষয়ে জানতে চাইলে হাসপাতালের গণপূর্ত বিভাগের প্রতিনিধি সাইফুল ইসলাম বলেন, ‘যেটুকু বাজেট আছে, তা দিয়েই কাজ করছি।’

পানির সমস্যার বিষয়ে তিনি বলেন, ‘হাসপাতালের দুটি পাম্পের মধ্যে একটি দীর্ঘদিন ধরে অকেজো। পানির লেয়ার নিচে নেমে যাওয়ায় ওই মোটর থেকে পানি ওঠে না। তার পরও একটা পাম্প দিয়েও পানি দেয়া সম্ভব। কিন্তু অপারেটর না থাকায় এ সংকট সৃষ্টি হয়েছে। আগে আমাদের নিজস্ব পাম্প অপারেটর ছিল। এখন অপারেট করা হয় আউটসোর্সিং কর্মী দিয়ে। হাসপাতালে ওয়াসার পাইপলাইন থাকলে ভালো হয়। হাসপাতাল কর্তৃপক্ষকে ওয়াসার লাইনের জন্য বলা হয়েছে।’

হাসপাতালের রান্নাঘরের পরিবেশও অস্বাস্থ্যকর। মেঝে, রান্নার পাত্র সবই অপরিষ্কার। অপরিশোধিত পানি দিয়ে চলে রান্নার কাজ। খোলা অবস্থায় রেখে দেয়া ভাতের পাশেই দেখা গেছে ঝাড়ু দিতে। আশপাশে ইঁদুর, বিড়ালেরও বিচরণ ছিল।

ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ ঠিকাদারদের সঙ্গে ভাগ-বাঁটোয়ারার কারণে তালিকায় থাকলেও অনেক খাবার সরবরাহ করে না। সরবরাহ করা খাবার পরিমাণে কম এবং মানহীন। আবার অতিরিক্ত রোগী দেখিয়ে খাবারের বিল লোপাট করা হয়। কয়েক মাস আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর অভিযানে যা ধরা পড়ে।

এ বিষয়ে হাসপাতালের স্টুয়ার্ড মো. হাবিবুর রহমান বলেন, ‘কিছু সমস্যা রয়েছে। ঘরটাও অনেক পুরনো।’ তবে অন্য আর কোনো বিষয়ে কথা বলতে রাজি হননি তিনি।

হাসপাতালের পরিচালক ডা. মহাসীন আলী ফরাজী বলেন, হাসপাতালে জনবল সংকটও রয়েছে। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানানো হয়েছে। বেশ কিছু চিকিৎসাযন্ত্র অচল। সেগুলো দ্রুত মেরামতের চেষ্টা করা হচ্ছে। শৌচাগার, পানির লাইনসহ বিভিন্ন সংস্কারের কাজগুলো করার দায়িত্ব গণপূর্ত ও ওয়াসার। তাদের এ ব্যাপারে একাধিকবার চিঠি দিয়ে জানানো হয়েছে। তারা বলছে, বাজেট কম, তাই কাজ করতে একটু দেরি হচ্ছে। তবে রোগীদের খাবারের মান আগের চেয়ে ভালো।

কেরাণীগঞ্জে ধর্ষণের দায়ে সৎবাবার মৃত্যুদণ্ড

যশোরে নগদের টাকা ছিনতাই: গাড়িচালকসহ ৭ জন গ্রেপ্তার

‘হতাশা’ রোহিঙ্গাদের সশস্ত্র বিদ্রোহে ঠেলে দিতে পারে -ক্রাইসিস গ্রুপ

ছবি

চান্দিনার মাধাইয়া-নবাবপুর সড়ক যেন মরণফাঁদ

নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ডিএমপিকে প্রস্তুত থাকার নির্দেশ আইজিপির

বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় সহায়তা করবে অস্ট্রেলিয়া

তেহরানে ইসরায়েলি হামলায় বাংলাদেশের কূটনীতিকের বাসভবন বিধ্বস্ত

ছবি

ডেঙ্গুর বিস্তার সারাদেশে, বরগুনায় মহামারী

সাধারণ স্কুলে কমছে শিক্ষার্থী মাদ্রাসায় বাড়ছে ভর্তি

ছবি

সরকার নাগরিক সেবায় ব্যাঘাত ঘটিয়ে আমাদের ওপর দায় চাপাচ্ছেন : ইশরাক

‘নিরপেক্ষ থাকার প্রতিশ্রুতিতে’ প্রধান উপদেষ্টার ‘ফোন’, ‘আশ্বস্ত’ জামায়াত ফের সংলাপে

ছবি

গুরুত্ব হারানোর ভয়ে একটি দল নির্বাচনের সময় নিয়ে নারাজ : মির্জা ফখরুল

চাকরি আইন বাতিলের দাবিতে রোববার কঠোর কর্মসূচি ‘ঘোষণা’ সচিবালয় কর্মচারীদের

মিথ্যা তথ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের সুবিধা নিলে জেল-জরিমানা: অধ্যাদেশ জারি

ছবি

ট্রাম্পের ডাক প্রত্যাখ্যান করে খামেনি বললেন, ইরানিরা আত্মসমর্পণ করে না

সাংবিধানিক কাউন্সিলের বিপক্ষে বিএনপি, পক্ষে জামায়াত-এনসিপি

ছবি

তেহরানে ইসরায়েলি হামলায় গুঁড়িয়ে গেল বাংলাদেশি কূটনীতিকের বাসভবন

ছবি

তেহরান থেকে বাংলাদেশিদের সরাতে জটিল পরিস্থিতির মুখে সরকার

ছবি

‘জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ’ এর গেজেট প্রকাশ

কুলাউড়ায় স্কুলছাত্রীকে হত্যা, গ্রেপ্তার ১

ছবি

আমের মৌ মৌ গন্ধে ভরে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের বাজার

সিংগাইরে দেড় হাজার টাকায়ও মিলছে না ধান কাটার শ্রমিক

ছবি

নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি

তেহরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সরকার

ডেঙ্গুতে আরও ২৪৪ জন হাসপাতালে ভর্তি

ছবি

মৌসুমের প্রথম বৃষ্টিতেই খুলনায় জলজট, বেকার ৮২৩ কোটির প্রকল্প

দুদকের ৬ মামলায় শেখ হাসিনাসহ ১২ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

ছবি

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সচিবালয় কর্মচারীদের

মারা গেছেন হার্ট অ্যাটাকে, ১০ মাস পর হত্যা মামলা হলো হাসিনাসহ ৫৪ জনের নামে

উপদেষ্টা আসিফের পদত্যাগ চান ইশরাক, আন্দোলন রাজপথে নেয়ার হুঁশিয়ারি

ঠিকাদারদের নামে ‘অগ্রিম’ ও ‘অতিরিক্ত’ বিল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ৬ প্রকৌশলীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা

এখনই জ্বালানি তেলের দাম বাড়ানোর চিন্তাভাবনা নেই: অর্থ উপদেষ্টা

অসমাপ্ত আলোচনা শেষ করতে চায় ঐকমত্য কমিশন, বৈঠকে যোগ দেয়নি জামায়াত

ভিসা, নির্বাচন ও রোহিঙ্গা ইস্যুতে অস্ট্রেলিয়ার সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টার

ছবি

ইসরায়েলি হামলার ঝুঁকিতে তেহরানের বাংলাদেশ দূতাবাস ও নাগরিকদের নিরাপত্তা উদ্যোগ

ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার হচ্ছেন ইমরান হায়দার

tab

জাতীয়

খুমেক : অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসেবা, সংক্রামক রোগের ঝুঁকি

নিজস্ব বার্তা পরিবেশক, খুলনা

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের গ্রিল ভাঙা, বারান্দায় রোগীদের বিছানা -সংবাদ

বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

দক্ষিণাঞ্চলে বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল একটি। এ অঞ্চলে উন্নত চিকিৎসার লক্ষ্যে ১৯৮৯ সালের ১৭ জানুয়ারি নগরীর বয়রা এলাকায় প্রতিষ্ঠিত হয় ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা হাসপাতাল। ১৯৯২ সালে যা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তরিত হয়।

রোগীর অত্যধিক চাপে ২০০৮ সালে হাসপাতালটিকে ৫শ’ শয্যায় উন্নীত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। ১৬টি বিভাগের অধীনে ৩১ ওয়ার্ডে রোগীদের চিকিৎসা দেয়া হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ৫০০ শয্যা থাকলেও প্রতিদিন রোগী ভর্তি থাকছে প্রায় দেড় হাজার। বহির্বিভাগে ৭০০-৮০০ রোগী আসছে। এ অবস্থায় সক্ষমতার তিন গুণ রোগীর কাক্সিক্ষত সেবা দেয়া যাচ্ছে না।

রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ সংক্রামক রোগের ঝুঁকি তৈরি করেছে। রান্নাঘরের পরিবেশ ও খাবারের মান নিয়েও অভিযোগ রয়েছে রোগীদের।

হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের অভিযোগ, শয্যা সংকটে বিভিন্ন ওয়ার্ডে গাদাগাদি করে রাখা হচ্ছে তাদের। অনেকেরই ঠাঁই হচ্ছে বারান্দা অথবা মেঝেতে। শয্যার পাশাপাশি ওষুধ, জনবল ও চিকিৎসা সরঞ্জাম সংকট তীব্র আকার ধারণ করেছে। হাসপাতালের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে অপরিচ্ছন্ন শৌচাগার আর আবর্জনার দুর্গন্ধ। অধিকাংশ সময় ট্যাপে থাকছে না পানি।

হাসপাতালসংশ্লিষ্টরা বলছেন, ওপর তলাগুলোর বিভিন্ন ওয়ার্ড থেকে খাবারের উচ্ছিষ্ট, ময়লা নিচে ফেলা হয়। ফেলে রাখা এসব ময়লার স্তূপ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারপাশে। এসব আবর্জনা হাসপাতালের অভ্যন্তরের নালা ও আশপাশে জমে থাকছে। পাশাপাশি সীমানা প্রাচীরেও ছড়িয়ে-ছিটিয়ে থাকছে ময়লার স্তূপ। সেখান থেকেও বের হচ্ছে দুর্গন্ধ। এগুলো কম-বেশি সংক্রামক, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে বলে মনে করেন চিকিৎসকরা।

হাসপাতালের নোংরা পরিবেশে রোগীদের কী ধরনের ঝুঁকি থাকে সে বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর রোগীর সুস্থতা অনেকাংশ নির্ভর করে। কোনো কারণে হাসপাতালের পরিবেশ দূষিত হলে রোগীর শ্বাসতন্ত্র ও কিডনি আক্রান্ত হতে পারে। এছাড়া যক্ষ্মা, কলেরা, ডায়রিয়াসহ অন্য রোগে সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে।

হাসপাতালের নিচতলায় গাইনি ইউনিট-১ ওয়ার্ডে ভর্তি রোগীর স্বজনরা জানান, ওপর তলাগুলো থেকে খাবারের উচ্ছিষ্ট ও হাসপাতালের বর্জ্য সময় মতো পরিষ্কার করা হয় না। জমে থাকা বর্জ্যের গন্ধ ছড়িয়ে পড়ছে বাতাসে। এতে ওয়ার্ডের মধ্যে টিকে থাকা মুশকিল। একই অবস্থা মেডিসিন ইউনিট-২ ওয়ার্ডেও। পুরুষ ওয়ার্ডের তিনটি শৌচাগারের দুটিই অকেজো। শৌচাগারের ভেতরের পরিবেশ অস্বাস্থ্যকর। তিন-চারটা লাইট নষ্ট দীর্ঘদিন ধরে।

ওয়ার্ডের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স নিপা মল্লিক বলেন, ‘তিন-চার মাস ধরে শৌচাগার পরিষ্কারের স্যানিটারি সামগ্রী সংকট রয়েছে। গত ৩০ জানুয়ারি একটি হারপিক ও একটি ভিক্সল সরবরাহ করা হয়েছে। এরপর থেকে আর পাইনি। সরবরাহ কম থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ এগুলো দিতে পারছে না বলে আমাদের জানানো হয়েছে।’

এ ব্যাপারে হাসপাতালের জেনারেল স্টোর ইনচার্জ অবনী বিশ্বাস বলেন, ‘সরবরাহ কম থাকায় চাহিদার তুলনায় স্যানিটারী সামগ্রী দেয়া যাচ্ছে না। তবে এ ব্যাপারে টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে, কিছু দিনের মধ্যে এ সমস্যা আর থাকবে না।’

ডক্টরস শৌচাগারগুলোর অধিকাংশের পরিবেশও নোংরা। কোনোটির সিটকিনি নেই, লাইট নষ্ট। আবার কোনোটির দরজার নিচের অংশ নষ্ট হয়ে গেছে। কয়েকজন ইন্টার্ন চিকিৎসক জানান, উপযোগী না থাকায় তারা হাসপাতালের শৌচাগার ব্যবহার করেন না।

হাসপাতালের শৌচাগার ও বাইরে পাইপগুলো মেরামতের বিষয়ে জানতে চাইলে হাসপাতালের গণপূর্ত বিভাগের প্রতিনিধি সাইফুল ইসলাম বলেন, ‘যেটুকু বাজেট আছে, তা দিয়েই কাজ করছি।’

পানির সমস্যার বিষয়ে তিনি বলেন, ‘হাসপাতালের দুটি পাম্পের মধ্যে একটি দীর্ঘদিন ধরে অকেজো। পানির লেয়ার নিচে নেমে যাওয়ায় ওই মোটর থেকে পানি ওঠে না। তার পরও একটা পাম্প দিয়েও পানি দেয়া সম্ভব। কিন্তু অপারেটর না থাকায় এ সংকট সৃষ্টি হয়েছে। আগে আমাদের নিজস্ব পাম্প অপারেটর ছিল। এখন অপারেট করা হয় আউটসোর্সিং কর্মী দিয়ে। হাসপাতালে ওয়াসার পাইপলাইন থাকলে ভালো হয়। হাসপাতাল কর্তৃপক্ষকে ওয়াসার লাইনের জন্য বলা হয়েছে।’

হাসপাতালের রান্নাঘরের পরিবেশও অস্বাস্থ্যকর। মেঝে, রান্নার পাত্র সবই অপরিষ্কার। অপরিশোধিত পানি দিয়ে চলে রান্নার কাজ। খোলা অবস্থায় রেখে দেয়া ভাতের পাশেই দেখা গেছে ঝাড়ু দিতে। আশপাশে ইঁদুর, বিড়ালেরও বিচরণ ছিল।

ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ ঠিকাদারদের সঙ্গে ভাগ-বাঁটোয়ারার কারণে তালিকায় থাকলেও অনেক খাবার সরবরাহ করে না। সরবরাহ করা খাবার পরিমাণে কম এবং মানহীন। আবার অতিরিক্ত রোগী দেখিয়ে খাবারের বিল লোপাট করা হয়। কয়েক মাস আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর অভিযানে যা ধরা পড়ে।

এ বিষয়ে হাসপাতালের স্টুয়ার্ড মো. হাবিবুর রহমান বলেন, ‘কিছু সমস্যা রয়েছে। ঘরটাও অনেক পুরনো।’ তবে অন্য আর কোনো বিষয়ে কথা বলতে রাজি হননি তিনি।

হাসপাতালের পরিচালক ডা. মহাসীন আলী ফরাজী বলেন, হাসপাতালে জনবল সংকটও রয়েছে। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানানো হয়েছে। বেশ কিছু চিকিৎসাযন্ত্র অচল। সেগুলো দ্রুত মেরামতের চেষ্টা করা হচ্ছে। শৌচাগার, পানির লাইনসহ বিভিন্ন সংস্কারের কাজগুলো করার দায়িত্ব গণপূর্ত ও ওয়াসার। তাদের এ ব্যাপারে একাধিকবার চিঠি দিয়ে জানানো হয়েছে। তারা বলছে, বাজেট কম, তাই কাজ করতে একটু দেরি হচ্ছে। তবে রোগীদের খাবারের মান আগের চেয়ে ভালো।

back to top