প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে ঢাকার এক কলেজ গেইট থেকে সহপাঠীকে তুলে নিয়ে দল বেঁধে ধর্ষণের দায়ে তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার(১৫-০৫-২০২৫) এ রায় ঘোষণা করেন ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গোলাম কবির। দণ্ডিতরা হলেন- শামীম হোসেন, তার দুই সহযোগী নাজমুল ও জিলকদ।
আদালতের কৌঁসুলি সাজ্জাদ হোসেন সবুজ জানান, দণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও ছয় মাস করে কারাভোগ করতে হবে। রায় ঘোষণার আগে আসামিরা ট্রাইব্যুনালে হাজির হন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
৯ বছর আগে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল হাজী আ. লতিফ ভূঁইয়া কলেজ গেইট থেকে তুলে নিয়ে ওই ধর্ষণের ঘটনা ঘটে। মামলার বিবরণ অনুযায়ী, কলেজে ভর্তির পর থেকে এক সহপাঠীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল শামীম। সেই সহপাঠী তাতে সায় দেননি।
২০১৬ সালের ১৫ মার্চ বেলা ১১টার দিকে ভুক্তভোগী কলেজে প্রবেশ করছিলেন। ওই সময় দুই সহযোগীর সহায়তায় ওই ছাত্রীকে মাইক্রোবাসে তুলে নেয় শামীম। পরে মাতুয়াইলে নিয়ে তারা দল বেঁধে নির্যাতন চালায়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা ১৭ মার্চ যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন। তদন্ত করে ওই বছরই তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। এরপর বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রায় দেয়া হলো।
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে ঢাকার এক কলেজ গেইট থেকে সহপাঠীকে তুলে নিয়ে দল বেঁধে ধর্ষণের দায়ে তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার(১৫-০৫-২০২৫) এ রায় ঘোষণা করেন ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গোলাম কবির। দণ্ডিতরা হলেন- শামীম হোসেন, তার দুই সহযোগী নাজমুল ও জিলকদ।
আদালতের কৌঁসুলি সাজ্জাদ হোসেন সবুজ জানান, দণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও ছয় মাস করে কারাভোগ করতে হবে। রায় ঘোষণার আগে আসামিরা ট্রাইব্যুনালে হাজির হন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
৯ বছর আগে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল হাজী আ. লতিফ ভূঁইয়া কলেজ গেইট থেকে তুলে নিয়ে ওই ধর্ষণের ঘটনা ঘটে। মামলার বিবরণ অনুযায়ী, কলেজে ভর্তির পর থেকে এক সহপাঠীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল শামীম। সেই সহপাঠী তাতে সায় দেননি।
২০১৬ সালের ১৫ মার্চ বেলা ১১টার দিকে ভুক্তভোগী কলেজে প্রবেশ করছিলেন। ওই সময় দুই সহযোগীর সহায়তায় ওই ছাত্রীকে মাইক্রোবাসে তুলে নেয় শামীম। পরে মাতুয়াইলে নিয়ে তারা দল বেঁধে নির্যাতন চালায়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা ১৭ মার্চ যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন। তদন্ত করে ওই বছরই তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। এরপর বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রায় দেয়া হলো।