ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে ছয় দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
শনিবার ঢাকার মহানগর হাকিম শাহিন রেজা শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া তিন আসামি হলেন—মাদারীপুর সদরের এরশাদ হাওলাদারের ছেলে তামিম হাওলাদার (৩০), কালাম সরদারের ছেলে পলাশ সরদার (৩০)এবং ডাসার থানার যতীন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক (২৮)।
শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা জিন্নাত আলী জানান, মামলার তদন্ত কর্মকর্তা তৌফিক হাসান বৃহস্পতিবার তিন আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শনিবার আসামিদের আদালতে হাজির করে রিমান্ড শুনানি হয়। শুনানি শেষে বিচারক ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিনি আরও জানান, রিমান্ড শুনানিতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
কীভাবে হত্যা হলো সাম্য?
গত মঙ্গলবার (১৩ মে) রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরদিন সকালে নিহত সাম্যের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এজাহারে ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।
শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।
হত্যার ঘটনার পরপরই রাজধানীর রাজাবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে গ্রেপ্তার করা হয় তিনজনকে। বুধবার আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদন করলে শনিবার শুনানির পর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
শনিবার, ১৭ মে ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে ছয় দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
শনিবার ঢাকার মহানগর হাকিম শাহিন রেজা শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া তিন আসামি হলেন—মাদারীপুর সদরের এরশাদ হাওলাদারের ছেলে তামিম হাওলাদার (৩০), কালাম সরদারের ছেলে পলাশ সরদার (৩০)এবং ডাসার থানার যতীন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক (২৮)।
শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা জিন্নাত আলী জানান, মামলার তদন্ত কর্মকর্তা তৌফিক হাসান বৃহস্পতিবার তিন আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শনিবার আসামিদের আদালতে হাজির করে রিমান্ড শুনানি হয়। শুনানি শেষে বিচারক ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিনি আরও জানান, রিমান্ড শুনানিতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
কীভাবে হত্যা হলো সাম্য?
গত মঙ্গলবার (১৩ মে) রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরদিন সকালে নিহত সাম্যের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এজাহারে ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।
শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।
হত্যার ঘটনার পরপরই রাজধানীর রাজাবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে গ্রেপ্তার করা হয় তিনজনকে। বুধবার আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদন করলে শনিবার শুনানির পর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।