রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ’র উল্টোদিকের দেয়ালে লাগানো খবরের কাগজ পড়ছেন কয়েকজন রিকশাচালক -সংবাদ
রোববার,(১৮ মে ২০২৫) দুপুর ৩টা। রাজধানীর সেগুন বাগিচা ঢাকা রিপোর্টাস ইউনিটির উল্টোদিকের প্রাচীরে সাঁটানো খবরের কাগজ পড়ছেন বেশ কয়েকজন পায়ে চালিত রিকশার চালক। এক সঙ্গে অনেক রিকশা চালককে পত্রিকা পড়তে দেখে কৌতুহল জাগলো কী পড়ছেন তারা।
এই গমমেন্ট যে সংস্কার করবে, হবে না; অটোরিকশা বন্ধ করতে পারে নাই’
‘এ সরকার তো দলীয় না। এরা আজ আছে কাল নাই, ছাড়ি
দিলেই শ্যাষ’
‘নির্বাচিত সরকার হলে দেশ ভালো চলবো’
দেয়ালে দেশের প্রথম সারির জাতীয় দৈনিকগুলো না থাকলেও যে পত্রিকা সাঁটানো আছে তাই মনোযোগ দিয়ে পড়ছেন তারা। সেখানে প্রায় ৩০টি পত্রিকা সাঁটানো ছিল।
সেখানেই একজনকে জিজ্ঞেস করলাম, কী পড়ছেন? উত্তরে তিনি বললেন, ‘পড়তেছি, অটো-রিকশার ব্যাপারটা। অটোরিকশা তো বন্ধ হলো না। অটো রিকশা বন্ধ করার জন্য গেছে, এটাই পারে নাই। পারবো না তো, একদিন নামছে তার পরের দিন আউট। সরকার পারলো না, ব্যর্থ।’ অটোরিকশা বলতে ব্যাটারি চালিত রিকশা বুঝিয়েছেন।
তার নাম মো. আনোয়ার হোসেন। বাড়ি মূলত কুমিল্লায়। বহু বছর ধরে ঢাকায় রিকশা চালান। থাকেন শাজাহানপুরে। কী পড়ছেন জানতে চাইলে তিনি বলেন, ‘গমমেন্ট (সরকার) হলো ভিতু। গমমেন্ট স্বচ্ছল না, গমমেন্ট যদি স্বচ্ছল হতো..। ইউনূস হলো ভদ্রলোক, এইসব লোক দিয়া দেশ চলে না। দ্যাশটা হলো বি ক্লাস, দ্যাশ চালাতে হলে যদি বি ক্লাস লোক লাগবো। এই দ্যাশের মানুষকে সে সোজা করতে পারবে না।’ ‘এই গমমেন্ট যে সংস্কার করবে, হবে না; জিন্দেগিতেও হবে না,’ বলেন তিনি।
আয়-রোজগার কেমন জানতে চাইলে তিনি সংবাদকে বলেন, ‘আয় কম, আয় কম হোক..। সাত দিনের জন্যে আমারে দিক (ক্ষমতা) না, এ দ্যাশে দুর্নীতি থাকবে না। কলম উঠানো থাকবে না, কলম চলতেই থাকবে।’ পাশেই নিমগ্নচিত্তে দেওয়ালের পত্রিকা পড়ছেন আরেক পায়ে চালিত রিকশা চালক চান মিয়া। তার জেলা জামালপুর, থাকেন রাজধানীর যাত্রাবাড়ীতে। তিনি বললেন, ‘ইনকাম আগের চেয়ে অনেক কম হয়, ৫শ’-৬শ’ থাকে আর কী। রেগুলার কো আর চালাই না, মাসে ২০ দিন হয়।’
অনেকক্ষন ধরে পেপার পড়ছেন, কোন খবর পড়লেন জানতে চাইলে তিনি বলেন, ‘রাজনীতির এখন কোনো নিউজ আছে? কিছুই নাই। নির্বাচন দিলে না রোঝা যাবে। এ সরকারের তো কিছু নাই, এ সরকার কি করবে? এ সরকার তো দলীয় না। এরা আজ আছে, কাল নাই ছাড়ি দিলেই শ্যাষ।’
অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন থাকুক চান কিনা এই প্রশ্নে? তিনি কলেন, ‘এরা থাকলে তো আর দেশ চলবে না। দেশ চলবো? নির্বাচিত সরকার হলে দেশ ভালাভাবে চলবো।’
সময় পেলে মাঝে মাঝে এখানে পত্রিকা পড়তে আসেন রিকশা চালক মো. সেলিম মিয়া। তার নিজ জেলা নারায়ণগঞ্জ। তার কাছে জানতে চাই কী খবর পড়লেন? ‘ দেখতাছি একজনের শুধু সাজা হলো, চারজনের সাজা হলে ভালো হতো।’ ( মাগুরার শিশু ধর্ষণ ও হত্যার বিচারের প্রসঙ্গে কথা বলছিলেন তিনি।
আয়-রোজগার কেমন হচ্ছে? এ প্রশ্নে, ‘না বাজান ব্যাটারি গাড়ির জন্য অবস্থা খুব খারাপ। এখন ৩শ’-৪শ’ টাকা আয় হয়, আগে ৭শ’-৮শ’ টাকা কামাই হতো।’
রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ’র উল্টোদিকের দেয়ালে লাগানো খবরের কাগজ পড়ছেন কয়েকজন রিকশাচালক -সংবাদ
রোববার, ১৮ মে ২০২৫
রোববার,(১৮ মে ২০২৫) দুপুর ৩টা। রাজধানীর সেগুন বাগিচা ঢাকা রিপোর্টাস ইউনিটির উল্টোদিকের প্রাচীরে সাঁটানো খবরের কাগজ পড়ছেন বেশ কয়েকজন পায়ে চালিত রিকশার চালক। এক সঙ্গে অনেক রিকশা চালককে পত্রিকা পড়তে দেখে কৌতুহল জাগলো কী পড়ছেন তারা।
এই গমমেন্ট যে সংস্কার করবে, হবে না; অটোরিকশা বন্ধ করতে পারে নাই’
‘এ সরকার তো দলীয় না। এরা আজ আছে কাল নাই, ছাড়ি
দিলেই শ্যাষ’
‘নির্বাচিত সরকার হলে দেশ ভালো চলবো’
দেয়ালে দেশের প্রথম সারির জাতীয় দৈনিকগুলো না থাকলেও যে পত্রিকা সাঁটানো আছে তাই মনোযোগ দিয়ে পড়ছেন তারা। সেখানে প্রায় ৩০টি পত্রিকা সাঁটানো ছিল।
সেখানেই একজনকে জিজ্ঞেস করলাম, কী পড়ছেন? উত্তরে তিনি বললেন, ‘পড়তেছি, অটো-রিকশার ব্যাপারটা। অটোরিকশা তো বন্ধ হলো না। অটো রিকশা বন্ধ করার জন্য গেছে, এটাই পারে নাই। পারবো না তো, একদিন নামছে তার পরের দিন আউট। সরকার পারলো না, ব্যর্থ।’ অটোরিকশা বলতে ব্যাটারি চালিত রিকশা বুঝিয়েছেন।
তার নাম মো. আনোয়ার হোসেন। বাড়ি মূলত কুমিল্লায়। বহু বছর ধরে ঢাকায় রিকশা চালান। থাকেন শাজাহানপুরে। কী পড়ছেন জানতে চাইলে তিনি বলেন, ‘গমমেন্ট (সরকার) হলো ভিতু। গমমেন্ট স্বচ্ছল না, গমমেন্ট যদি স্বচ্ছল হতো..। ইউনূস হলো ভদ্রলোক, এইসব লোক দিয়া দেশ চলে না। দ্যাশটা হলো বি ক্লাস, দ্যাশ চালাতে হলে যদি বি ক্লাস লোক লাগবো। এই দ্যাশের মানুষকে সে সোজা করতে পারবে না।’ ‘এই গমমেন্ট যে সংস্কার করবে, হবে না; জিন্দেগিতেও হবে না,’ বলেন তিনি।
আয়-রোজগার কেমন জানতে চাইলে তিনি সংবাদকে বলেন, ‘আয় কম, আয় কম হোক..। সাত দিনের জন্যে আমারে দিক (ক্ষমতা) না, এ দ্যাশে দুর্নীতি থাকবে না। কলম উঠানো থাকবে না, কলম চলতেই থাকবে।’ পাশেই নিমগ্নচিত্তে দেওয়ালের পত্রিকা পড়ছেন আরেক পায়ে চালিত রিকশা চালক চান মিয়া। তার জেলা জামালপুর, থাকেন রাজধানীর যাত্রাবাড়ীতে। তিনি বললেন, ‘ইনকাম আগের চেয়ে অনেক কম হয়, ৫শ’-৬শ’ থাকে আর কী। রেগুলার কো আর চালাই না, মাসে ২০ দিন হয়।’
অনেকক্ষন ধরে পেপার পড়ছেন, কোন খবর পড়লেন জানতে চাইলে তিনি বলেন, ‘রাজনীতির এখন কোনো নিউজ আছে? কিছুই নাই। নির্বাচন দিলে না রোঝা যাবে। এ সরকারের তো কিছু নাই, এ সরকার কি করবে? এ সরকার তো দলীয় না। এরা আজ আছে, কাল নাই ছাড়ি দিলেই শ্যাষ।’
অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন থাকুক চান কিনা এই প্রশ্নে? তিনি কলেন, ‘এরা থাকলে তো আর দেশ চলবে না। দেশ চলবো? নির্বাচিত সরকার হলে দেশ ভালাভাবে চলবো।’
সময় পেলে মাঝে মাঝে এখানে পত্রিকা পড়তে আসেন রিকশা চালক মো. সেলিম মিয়া। তার নিজ জেলা নারায়ণগঞ্জ। তার কাছে জানতে চাই কী খবর পড়লেন? ‘ দেখতাছি একজনের শুধু সাজা হলো, চারজনের সাজা হলে ভালো হতো।’ ( মাগুরার শিশু ধর্ষণ ও হত্যার বিচারের প্রসঙ্গে কথা বলছিলেন তিনি।
আয়-রোজগার কেমন হচ্ছে? এ প্রশ্নে, ‘না বাজান ব্যাটারি গাড়ির জন্য অবস্থা খুব খারাপ। এখন ৩শ’-৪শ’ টাকা আয় হয়, আগে ৭শ’-৮শ’ টাকা কামাই হতো।’