alt

জাতীয়

একদিনে আরও শতাধিক ব্যক্তিকে ঠেলে দিল ভারত

নারী, শিশুসহ পাঁচশ’র বেশি ‘পুশইন’ গত কয়েকদিনে

নিজস্ব বার্তা পরিবেশক,ঢাকা ও স্থানীয় প্রতিনিধি : বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

বৃহস্পতিবার,(২২ মে ২০২৫) আরও ১০৯ জনকে জোর করে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত। এ নিয়ে এই কদিনে ‘পুশইনের’ সংখ্যা ৫শ ছাড়িয়েছে। বৃহস্পতিবার বর্ডার গার্ড-বিজিবি সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।

বিজিবির সদর দপ্তর থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার ফেনী, কুমিল্লা ওমৌলভী বাজার সীমান্ত দিয়ে ৫৯ জনকে পুশ ইন করা হয়েছে। পঞ্চগড় লালমনিরহাট পাটগ্রাম দিয়ে আরও ৪১ জনকে।

একই ভাবে খাঁগড়াছড়ি, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়সহ বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশি আখ্যা দিয়ে ‘পুশ ইন’ করা হচ্ছে।

পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, পাটগ্রামে সীমান্ত দিয়ে বৃহস্পতিবার ২০ জনকে পুশ ইন করা হয়েছে। এর মধ্যে রাত সাড়ে ১১টার দিকে ১১ জনকে পুশ ইন করা হয়েছে। ভোরের দিকে ৯ জনকে পুশ ইন করা হয়েছে। পুশ ইনের শিকার ব্যক্তিদের মধ্যে ১১জন নারী ও ৭টি শিশু।

স্থানীয় ওসি জানান এরা বাংলাদেশ নাগরিক কিনা তা নিশ্চিত হওয়ার জন্য তাদের নাম ঠিকানা , ভোটার আইডি কার্ড নিশ্চিত করে স্থানীয়দের জিম্মায় হস্তান্তর করা হবে।

সংবাদের খাগড়াছড়ি প্রতিনিধি জানান, বিজিবি রামগড় সীমান্ত থেকে ৫জনকে উদ্ধার করছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে রামগড় এলাকা থেকে বিজিবি তাদেরকে আটক করেছে। এর আগে গতকাল বুধবার রামগড় সার্রুম সীমান্তের ফেনীরকুল কাজীরচর এলাকার সীমান্ত দিয়ে তাদেরকে পুশইন করা হয়েছে। তারা হলেন,উমেদ আলী, তার স্ত্রী সেলিনা বেগম ও তাদের তিন সন্তান। তারা কুড়িগ্রামের চরসুপার কুটি গ্রামের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুশ ইন করা উমেদ আলী উপস্থিত সাংবাদিকদেরকে জানিয়েছে, ভারতের হরিয়ানা রাজ্যে তারা ইটভাটার শ্রমিক হিসাবে কাজ করতেন। তাদেরকে আটক করে হাত-পা বেঁধে প্রথমে সীমান্তের কাছে আনা হয়। এরপর তাদের কাছে থাকা টাকা পয়সা ও মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়।

গতকাল বুধবার রাত ১২টার দিকে তাদেরকে মারধর করে জোরপূর্বক নদীতে ভাসিয়ে দেয়। নদীতে ফেলার আগে তাদের কোমরে প্লাস্টিকের খালি বোতল বেঁধে দেয়া হয়। এতে তারা পানিতে ভাসতে ভাসতে ভোর ৫টার দিকে বাংলাদেশের নদীর কিনারায় ভেড়েন। পরে নদীর তীরবর্তী গ্রামবাসীর সহায়তায় তারা সোনাইপুল এলাকায় পৌছান। সেখান থেকে বিজিবি তাদেরকে আটক করে।

রামগড় উপজেল্রা নির্বাহী কর্মকর্তা ইসমত জাহান জানান, মানবিক কারণে তাদেরকে রামগড় হাইস্কুলে বিজিবি ও পুলিশের হেফাজতে রাখে। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে খাবারের ব্যবস্থা করা হয়েছে। পরিচয় শনাক্তের পর তাদেরকে হস্তান্তর করা হবে।

গত ৭ই মে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে ৮৯ জনকে পুশ ইন করা হয়। এর মধ্যে শান্তিপুর দিয়ে ২৭জন, তাইন্দং দিয়ে ১৫ জন, পানছড়ির উপজেলার লোগাং সীমান্ত

দিয়ে ৩০জনকে বাংলাদেশের সীমান্তে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এদের অধিকাংশই নারী ও শিশু।

খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার ও দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা স্থানীয় সাংবাদিকদেরকে জানিয়েছেন, বিষয়টি নিয়ে বিজিবি,উপজেলা প্রশাসন ও রামগড় থানা সম্বনিতভাবে কাজ করছেন।

সংবাদের শ্রীমঙ্গল প্রতিনিধি জানান, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্ত দিয়ে শিশুসহ ৭ বাংলাদেশিকে ফের পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, পুশইনের পর তুতবাড়ি সংলগ্ন এলাকায় স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে বিজিবির সদস্যরা ওই সাতজনকে আটক করেন। আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৩ শিশু রয়েছে। তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

এ বিষয়ে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, আটক ব্যক্তিরা ‘সবাই বাংলাদেশি নাগরিক। তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আমরা তাদের কুলাউড়া থানায় হস্তান্তর করবো।’

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, বিজিবি আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত ১৫ মে একই সীমান্ত এলাকা দিয়ে পুশইনের শিকার হয়ে ১৪ জন বাংলাদেশিকে আটক করা হয়েছিলো।

কুমিল্লা ও ফেনীতে ৫২ জনকে পুশইন

সংবাদের কুমিল্লা জেলা বার্তা পরিবেশক জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কুমিল্লা ও ফেনী সীমান্ত দিয়ে ৫২ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করেছে বলে জানিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। গতকাল বুধবার মধ্য রাত থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত তাদের পুশইন করা হয়।

বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবি ৪, ১০ ও ৬০ ব্যাটালিয়নের টহল দল তাদেরকে আটক করে। ৫২ জনের মধ্যে ১৯ জন পুরুষ, ১৫ জন নারী ও ১৮ জন শিশু রয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এসব তথ্য জানান বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।

কুমিল্লা সীমান্ত দিয়ে যাদের বাংলাদেশে পুশইন করা হয়েছে, তাদের মধ্যে জাহিদুল ইসলামের পরিবার ৬ বছর আগে, মাহাবুবুর রহমানের পরিবার ১১ বছর আগে, শাহজালালের পরিবার ১২ বছর আগে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে ভারতে যায়। তারা ভারতের হরিয়ানার শনিপথ এলাকায় একটি ইট ভাটায় কাজ করতেন। গত ১০ থেকে ১৫ দিন আগে তাদেরকে আটক করে বিমানে আগরতলায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদেরকে কুমিল্লা ও ফেনীর বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, জেলার ৬০ বিজিবির আওতাধীন গোলাবাড়ি এলাকা দিয়ে ১৩ জন, ১০ বিজিবির ফেনীর নোয়াপাড়া দিয়ে ১৫ জন এবং ৪ বিজিবির ফেনীর সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশইন করা হয়েছে।

কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা বলেন, কুমিল্লা দিয়ে যে তিন পরিবারের ১৩ জনকে পুশইন করা হয়েছে তাদেরকে আপাতত বিজিবির তত্ত্বাবধানে সদর উপজেলায় রাখা হয়েছে। তাদের সকল নাম-ঠিকানা যাচাই-বাছাই চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, বিএসএফ তাদেরকে বাংলাদেশে পুশইন করেছে। বর্তমানে তাদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে।

ডেঙ্গু: অ্যান্টিবায়োটিকের দরকার নেই

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় অভিযোগ দাখিল ২ জুলাই

করোনা: আরও ২১ জন আক্রান্ত

ছবি

নীলফামারীর কিশোরগঞ্জে রকমারি আবাদে স্বাবলম্বী অমল

ছবি

মৃত আরিফুলের মরদেহ ফিরলো ১৬ দিন পর

ছবি

বেনাপোল বন্দর: স্বাস্থ্যবিধি মানছেন না ভারতীয় ট্রাকচালকের অনেকেই

টিউলিপের বিরুদ্ধে ব্যবস্থা উদ্দেশ্য-প্রণোদিত নয়: দুদক চেয়ারম্যান

আইএমএফের দুই কিস্তির ১৩০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

ছবি

এনবিআর কর্মকর্তাদের কলম বিরতি চলবে বুধবার-বৃহস্পতিবার

নূরুল হুদাকে ‘হেনস্তায়’ গ্রেপ্তার ১, ‘মব’ প্রশ্রয় দেয়া হবে না, ডিএমপি কমিশনার

দেশীয়ভাবে নির্ধারণ করা হবে মুদ্রার মান : গভর্নর

শ্রেণীকক্ষে ফিরছেন না ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা

নিবন্ধন ফিরে পেল জামায়াত, সঙ্গে দাঁড়িপাল্লা

জুলাই যোদ্ধারা আগামী মাস থেকে ভাতা পাবেন: উপদেষ্টা ফারুক-ই-আজম

৩০ নাগরিকের বিবৃতি: সরকারের নিষ্ক্রিয়তায় মানবাধিকারের অঙ্গীকার লঙ্ঘিত হচ্ছে

ছবি

নূরুল হুদার বিরুদ্ধে দুই অভিযোগের অনুসন্ধানে দুদক

ছবি

ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ‘শান্তি’র নাটক

ছবি

দেশে ৫ বছরে লেবুজাতীয় ফসলের ‘আবাদ’ বেড়েছে ৪০ শতাংশ ও উৎপাদন ২৫ শতাংশ

ছবি

সক্রিয় মৌসুমি বায়ু, বৃষ্টি বাড়ার আভাস

ছবি

অর্থবছরের শেষ একনেক সভা, ১৫টি প্রকল্প অনুমোদনের প্রস্তাব

ছবি

গুম কমিশনের মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত

ছবি

বাজারভিত্তিক বিনিময় হারে সম্মতির পর ছাড় হচ্ছে আইএমএফের চতুর্থ-পঞ্চম কিস্তি

খোলা ড্রেনে পড়ে শিশুর মৃত্যু: ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

এক ডিজিটাল প্ল্যাটফর্মে মিলবে সব নাগরিক সেবা: উপদেষ্টা

এক সপ্তাহে হালদা নদী থেকে চারটি মৃত মা মাছ উদ্ধার

ভোটার তালিকায় নাম উঠছে জুবাইদার

বিদেশে থাকা হাছান মাহমুদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছবি

মিসাইল সিস্টেমের মিলিটারি ড্রোন উদ্ভাবন, প্রশংসায় সিক্ত রাফি ও তার বন্ধুরা

আলিম পরীক্ষায় প্রবেশপত্রের জন্য বাড়তি টাকা নেয়ার অভিযোগ

গেট খুলছে, তবে আন্দোলন থামেনি

আলোচনা ফলপ্রসূ: তবে ঢামেক শিক্ষার্থীদের ক্লাসে ফেরার সিদ্ধান্ত মঙ্গলবার

ছবি

জুলাই বিপ্লবে স্কাউট সদস্যের আত্মাহুতি, বিশ্বে আর নেই: প্রধান উপদেষ্টা

ইরান থেকে করাচি হয়ে দেশে ফিরছেন ৩৫ বাংলাদেশি

ছবি

ইউনূস ও দুদক ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করছেন, অভিযোগ টিউলিপের

মঙ্গলবার সচিবালয়ে ‘গণসংযোগ কর্মসূচি’ পালন করবেন কর্মচারীরা

ছবি

নির্বাচন বিতর্কিত হয়েছে, সেজন্য কমিশনারের দোষ নেই: নূরুল হুদা

tab

জাতীয়

একদিনে আরও শতাধিক ব্যক্তিকে ঠেলে দিল ভারত

নারী, শিশুসহ পাঁচশ’র বেশি ‘পুশইন’ গত কয়েকদিনে

নিজস্ব বার্তা পরিবেশক,ঢাকা ও স্থানীয় প্রতিনিধি

বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

বৃহস্পতিবার,(২২ মে ২০২৫) আরও ১০৯ জনকে জোর করে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত। এ নিয়ে এই কদিনে ‘পুশইনের’ সংখ্যা ৫শ ছাড়িয়েছে। বৃহস্পতিবার বর্ডার গার্ড-বিজিবি সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।

বিজিবির সদর দপ্তর থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার ফেনী, কুমিল্লা ওমৌলভী বাজার সীমান্ত দিয়ে ৫৯ জনকে পুশ ইন করা হয়েছে। পঞ্চগড় লালমনিরহাট পাটগ্রাম দিয়ে আরও ৪১ জনকে।

একই ভাবে খাঁগড়াছড়ি, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়সহ বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশি আখ্যা দিয়ে ‘পুশ ইন’ করা হচ্ছে।

পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, পাটগ্রামে সীমান্ত দিয়ে বৃহস্পতিবার ২০ জনকে পুশ ইন করা হয়েছে। এর মধ্যে রাত সাড়ে ১১টার দিকে ১১ জনকে পুশ ইন করা হয়েছে। ভোরের দিকে ৯ জনকে পুশ ইন করা হয়েছে। পুশ ইনের শিকার ব্যক্তিদের মধ্যে ১১জন নারী ও ৭টি শিশু।

স্থানীয় ওসি জানান এরা বাংলাদেশ নাগরিক কিনা তা নিশ্চিত হওয়ার জন্য তাদের নাম ঠিকানা , ভোটার আইডি কার্ড নিশ্চিত করে স্থানীয়দের জিম্মায় হস্তান্তর করা হবে।

সংবাদের খাগড়াছড়ি প্রতিনিধি জানান, বিজিবি রামগড় সীমান্ত থেকে ৫জনকে উদ্ধার করছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে রামগড় এলাকা থেকে বিজিবি তাদেরকে আটক করেছে। এর আগে গতকাল বুধবার রামগড় সার্রুম সীমান্তের ফেনীরকুল কাজীরচর এলাকার সীমান্ত দিয়ে তাদেরকে পুশইন করা হয়েছে। তারা হলেন,উমেদ আলী, তার স্ত্রী সেলিনা বেগম ও তাদের তিন সন্তান। তারা কুড়িগ্রামের চরসুপার কুটি গ্রামের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুশ ইন করা উমেদ আলী উপস্থিত সাংবাদিকদেরকে জানিয়েছে, ভারতের হরিয়ানা রাজ্যে তারা ইটভাটার শ্রমিক হিসাবে কাজ করতেন। তাদেরকে আটক করে হাত-পা বেঁধে প্রথমে সীমান্তের কাছে আনা হয়। এরপর তাদের কাছে থাকা টাকা পয়সা ও মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়।

গতকাল বুধবার রাত ১২টার দিকে তাদেরকে মারধর করে জোরপূর্বক নদীতে ভাসিয়ে দেয়। নদীতে ফেলার আগে তাদের কোমরে প্লাস্টিকের খালি বোতল বেঁধে দেয়া হয়। এতে তারা পানিতে ভাসতে ভাসতে ভোর ৫টার দিকে বাংলাদেশের নদীর কিনারায় ভেড়েন। পরে নদীর তীরবর্তী গ্রামবাসীর সহায়তায় তারা সোনাইপুল এলাকায় পৌছান। সেখান থেকে বিজিবি তাদেরকে আটক করে।

রামগড় উপজেল্রা নির্বাহী কর্মকর্তা ইসমত জাহান জানান, মানবিক কারণে তাদেরকে রামগড় হাইস্কুলে বিজিবি ও পুলিশের হেফাজতে রাখে। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে খাবারের ব্যবস্থা করা হয়েছে। পরিচয় শনাক্তের পর তাদেরকে হস্তান্তর করা হবে।

গত ৭ই মে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে ৮৯ জনকে পুশ ইন করা হয়। এর মধ্যে শান্তিপুর দিয়ে ২৭জন, তাইন্দং দিয়ে ১৫ জন, পানছড়ির উপজেলার লোগাং সীমান্ত

দিয়ে ৩০জনকে বাংলাদেশের সীমান্তে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এদের অধিকাংশই নারী ও শিশু।

খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার ও দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা স্থানীয় সাংবাদিকদেরকে জানিয়েছেন, বিষয়টি নিয়ে বিজিবি,উপজেলা প্রশাসন ও রামগড় থানা সম্বনিতভাবে কাজ করছেন।

সংবাদের শ্রীমঙ্গল প্রতিনিধি জানান, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্ত দিয়ে শিশুসহ ৭ বাংলাদেশিকে ফের পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, পুশইনের পর তুতবাড়ি সংলগ্ন এলাকায় স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে বিজিবির সদস্যরা ওই সাতজনকে আটক করেন। আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৩ শিশু রয়েছে। তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

এ বিষয়ে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, আটক ব্যক্তিরা ‘সবাই বাংলাদেশি নাগরিক। তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আমরা তাদের কুলাউড়া থানায় হস্তান্তর করবো।’

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, বিজিবি আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত ১৫ মে একই সীমান্ত এলাকা দিয়ে পুশইনের শিকার হয়ে ১৪ জন বাংলাদেশিকে আটক করা হয়েছিলো।

কুমিল্লা ও ফেনীতে ৫২ জনকে পুশইন

সংবাদের কুমিল্লা জেলা বার্তা পরিবেশক জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কুমিল্লা ও ফেনী সীমান্ত দিয়ে ৫২ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করেছে বলে জানিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। গতকাল বুধবার মধ্য রাত থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত তাদের পুশইন করা হয়।

বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবি ৪, ১০ ও ৬০ ব্যাটালিয়নের টহল দল তাদেরকে আটক করে। ৫২ জনের মধ্যে ১৯ জন পুরুষ, ১৫ জন নারী ও ১৮ জন শিশু রয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এসব তথ্য জানান বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।

কুমিল্লা সীমান্ত দিয়ে যাদের বাংলাদেশে পুশইন করা হয়েছে, তাদের মধ্যে জাহিদুল ইসলামের পরিবার ৬ বছর আগে, মাহাবুবুর রহমানের পরিবার ১১ বছর আগে, শাহজালালের পরিবার ১২ বছর আগে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে ভারতে যায়। তারা ভারতের হরিয়ানার শনিপথ এলাকায় একটি ইট ভাটায় কাজ করতেন। গত ১০ থেকে ১৫ দিন আগে তাদেরকে আটক করে বিমানে আগরতলায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদেরকে কুমিল্লা ও ফেনীর বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, জেলার ৬০ বিজিবির আওতাধীন গোলাবাড়ি এলাকা দিয়ে ১৩ জন, ১০ বিজিবির ফেনীর নোয়াপাড়া দিয়ে ১৫ জন এবং ৪ বিজিবির ফেনীর সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশইন করা হয়েছে।

কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা বলেন, কুমিল্লা দিয়ে যে তিন পরিবারের ১৩ জনকে পুশইন করা হয়েছে তাদেরকে আপাতত বিজিবির তত্ত্বাবধানে সদর উপজেলায় রাখা হয়েছে। তাদের সকল নাম-ঠিকানা যাচাই-বাছাই চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, বিএসএফ তাদেরকে বাংলাদেশে পুশইন করেছে। বর্তমানে তাদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে।

back to top