সুষ্ঠু ও নিরপেক্ষতা বজায় রাখতে নির্বাচনে রেফারির ভূমিকায় ইসি থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত যাবতীয় কাজ এগিয়ে চলছে বলে জানান তিনি। সিইসি বলেন, ‘আমাদের শপথ জাতিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া।’ আগামী নির্বাচনে ব্যালট বাক্স লুট ও কেন্দ্র দখল হতে দেবেন না বলেও হুঁশিয়ারি করেছেন প্রধান নির্বাচন কমিশনার।
ঈদুল আজহার পর রোববার,(১৫ জুন ২০২৫) প্রথম কর্মদিবসে ইসি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সিইসি এসব কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে বা এপ্রিলে যখনই হোক কমিশন প্রস্তুত থাকবে। সংসদ নির্বাচনকে সামনে রেখে অনেক কাজ ইতোমধ্যে শেষ করা হয়েছে এবং যেসব কাজ বাকি আছে, তা সবাই মিলে শেষ করতে পারবেন বলে আশা করেন সিইসি। ভোটের তারিখ নির্ধারণের দুইমাস আগে শিডিউল দেয়া হবে বলেও জানান সিইসি। তিনি বলেন, ‘নির্বাচনে ইসি থাকবে রেফারির ভূমিকায়। যারা খেলবে খেলুক, যারা জিতবে জিতুক। কিন্তু আমাদের কাজ হবে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেয়া। সেই দায়িত্ব পালনে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’
সংসদ নির্বাচনে কোনো দলের পক্ষে লেজুড়বৃত্তি না করে, নিরপেক্ষভাবে কাজ করতে ইসি কর্মকর্তাদের নির্দেশ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘রমজানে আপনারা নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার করেছিলেন। আজ আবারও বলছি, আমাদের শপথ হোক কোনো দলের প্রতি পক্ষপাত না করে, কোনো লেজুড়বৃত্তির সুযোগ না দিয়ে, আইন ও ন্যায়ের ভিত্তিতে কাজ করার।’
সিইসি নাসির উদ্দিন বলেন, ‘জাতির উদ্দেশে বলতে চাই, কেউ
যদি মনে করেন ব্যালট বাক্স লুট করে নিয়ে যাবেন, কেন্দ্র দখল করে জিতে যাব, তারা দিবাস্বপ্নে আছে। এটা এবার হতে দেব না ইনশাআল্লাহ। সবাই সুন্দর নির্বাচন চায় বলছে। তাহলে আমাদের দ্বিধাদ্বন্দ্ব কেন? কিছু লোক আছে যারা মতলববাজ, নির্বাচন এলে পথ থেকে ভোটারদের সরিয়ে দেবে, ভোট বাক্স লুট করে নিয়ে যাবে, সেই সুযোগ এবার পাবে না। এটার নিশ্চয়তা দিচ্ছি আমি।’
প্রধান নির্বাচন কমিশনার গর্বের সঙ্গে বলেন, ‘এই কমিশনের উপর সরকারের আস্থা আছে। এ জন্যই সরকার লন্ডন, জাপানসহ বিভিন্ন দেশে গিয়ে বিশ্বনেতাদের কাছে বলতে পারছে, বিশ্বব্যাপী ওয়াদা দিচ্ছে, আমরা একটা ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দিতে চাই।’
রোববার, ১৫ জুন ২০২৫
সুষ্ঠু ও নিরপেক্ষতা বজায় রাখতে নির্বাচনে রেফারির ভূমিকায় ইসি থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত যাবতীয় কাজ এগিয়ে চলছে বলে জানান তিনি। সিইসি বলেন, ‘আমাদের শপথ জাতিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া।’ আগামী নির্বাচনে ব্যালট বাক্স লুট ও কেন্দ্র দখল হতে দেবেন না বলেও হুঁশিয়ারি করেছেন প্রধান নির্বাচন কমিশনার।
ঈদুল আজহার পর রোববার,(১৫ জুন ২০২৫) প্রথম কর্মদিবসে ইসি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সিইসি এসব কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে বা এপ্রিলে যখনই হোক কমিশন প্রস্তুত থাকবে। সংসদ নির্বাচনকে সামনে রেখে অনেক কাজ ইতোমধ্যে শেষ করা হয়েছে এবং যেসব কাজ বাকি আছে, তা সবাই মিলে শেষ করতে পারবেন বলে আশা করেন সিইসি। ভোটের তারিখ নির্ধারণের দুইমাস আগে শিডিউল দেয়া হবে বলেও জানান সিইসি। তিনি বলেন, ‘নির্বাচনে ইসি থাকবে রেফারির ভূমিকায়। যারা খেলবে খেলুক, যারা জিতবে জিতুক। কিন্তু আমাদের কাজ হবে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেয়া। সেই দায়িত্ব পালনে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’
সংসদ নির্বাচনে কোনো দলের পক্ষে লেজুড়বৃত্তি না করে, নিরপেক্ষভাবে কাজ করতে ইসি কর্মকর্তাদের নির্দেশ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘রমজানে আপনারা নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার করেছিলেন। আজ আবারও বলছি, আমাদের শপথ হোক কোনো দলের প্রতি পক্ষপাত না করে, কোনো লেজুড়বৃত্তির সুযোগ না দিয়ে, আইন ও ন্যায়ের ভিত্তিতে কাজ করার।’
সিইসি নাসির উদ্দিন বলেন, ‘জাতির উদ্দেশে বলতে চাই, কেউ
যদি মনে করেন ব্যালট বাক্স লুট করে নিয়ে যাবেন, কেন্দ্র দখল করে জিতে যাব, তারা দিবাস্বপ্নে আছে। এটা এবার হতে দেব না ইনশাআল্লাহ। সবাই সুন্দর নির্বাচন চায় বলছে। তাহলে আমাদের দ্বিধাদ্বন্দ্ব কেন? কিছু লোক আছে যারা মতলববাজ, নির্বাচন এলে পথ থেকে ভোটারদের সরিয়ে দেবে, ভোট বাক্স লুট করে নিয়ে যাবে, সেই সুযোগ এবার পাবে না। এটার নিশ্চয়তা দিচ্ছি আমি।’
প্রধান নির্বাচন কমিশনার গর্বের সঙ্গে বলেন, ‘এই কমিশনের উপর সরকারের আস্থা আছে। এ জন্যই সরকার লন্ডন, জাপানসহ বিভিন্ন দেশে গিয়ে বিশ্বনেতাদের কাছে বলতে পারছে, বিশ্বব্যাপী ওয়াদা দিচ্ছে, আমরা একটা ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দিতে চাই।’