alt

জাতীয়

মারা গেছেন হার্ট অ্যাটাকে, ১০ মাস পর হত্যা মামলা হলো হাসিনাসহ ৫৪ জনের নামে

এজাহারে অভিযোগ করা হয়েছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে ,আসামিদের মধ্যে বিএনপি নেতারাও আছেন

লিয়াকত আলী বাদল, রংপুর : মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

রংপুর নগরীর রাধাকৃষ্ণপুর এলাকায় হার্ট অ্যাটাকে মারা যাওয়া মুদি দোকানদার সমেছ উদ্দিনকে ১০ মাস পর জুলাই আন্দোলনের যোদ্ধা বানিয়ে তাকে জাতীয় বীর দেখিয়ে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মামলায় এজাহারে ৫৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বাকি ৫২ জনই স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ। এদের মধ্যে ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীনকেও আসামি করা হয়।

শুধু তাই নয়, জাতীয় বীর দেখিয়ে ১০ লাখ টাকার ফিক্সড ডিপোজিড আর ৫ লাখ টাকা জুলাই ফাউন্ডেশন থেকে নেয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনা জানাজানি হয়ে রংপুরজুড়ে তোলপাড় শুরু হয়েছে। মজার ব্যাপার নিহত কথিত জাতীয় বীর সমেছ উদ্দিনের স্ত্রী আমেনা বেগম, তার ছেলে আশিকুর রহমান স্বীকার করেছে তাদের বাবা পুলিশের ধাওয়া খেয়ে হার্ট অ্যাটাকে মারা গেছে। তারা মামলা করেছে পুলিশের কথামতো। মামলায় কারা আসামি হয়েছে তা তারা জানে না, শুধু স্বাক্ষর নিয়েছে কাগজে। (পুরো বক্তব্যের ভিডিও এ প্রতিনিধির কাছে সংরক্ষিত আছে)।

সরেজমিন ঘুরে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ২ আগস্ট তারিখে মুদি দোকানদার সমেছ উদ্দিন দোকানে বসে থাকা অবস্থায় জামায়াত নেতা হাজি নাছির উদ্দিনকে পুলিশ আটক করতে ওই এলাকায় এলে সমেছ উদ্দিন ভয়ে দোকান থেকে নেমে দৌড় দেয়। এরপর কিছুদূর যাওয়ার পর রাস্তায় শুয়ে পড়ে জ্ঞান হারায়। স্বজন ও এলাকাবাসী তাকে উদ্ধার করে বাড়ির কাছে বেসরকারি প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার জানান তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। অথচ ১০ মাস পর স্থানীয় প্রশাসন পুরো ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে একটি হত্যা মামলা দায়ের করায়। সেখানে উল্লেখ করা হয়, সমেছ উদ্দিনকে বাড়ির কাছে নজিরের হাট এলাকায় কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অথচ তার ডেড বডির কোনো ময়নাতদন্ত হয় নাই। হত্যা মামলা দায়ের করার পরেও লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করার কোনো উদ্যেগ নেই পুলিশের।

কবরে যা লেখা রয়েছে: জাতীয় বীর সমেছ উদ্দিন। গত ২ আগস্ট ২০২৪ পুলিশ বিভাগের একটি দল তার বাড়িতে প্রবেশ করলে তিনি পুলিশ দেখে দৌড় দিতে গিয়ে পড়ে যান এবং তিনি সেখানেই মারা যান। সেটি নিশ্চিত করেন প্রাইম মেডিকেল কলেজের ডাক্তার।

হত্যা মামলার এজাহারে যা উল্লেখ করা হয়েছে: গত ৩ জুন তারিখে রংপুর মেট্রোপলিটান হাজিরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার বাদী হচ্ছেন হার্ট অ্যাটাকে মারা যাওয়া মুদি দোকানদার সমেছ উদ্দিনের স্ত্রী আমেনা বেগম। যার মামলা নম্বর ২ তারিখ ৩.০৬.২৫ইং। ধারা ১৪৩/১৪৮/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০২/৫০৬ /১১৪এবং ১০৯ দ-বিধি।

মামলার এজাহারে বাদী সমেছ উদ্দিনের স্ত্রী আমেনা বেগম অভিযোগ করেন তৎকালীন ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈষম্যবিরোধী আন্দোলন দমন করার নির্দেশ দিলে

রংপুরের স্থানীয় পুলিশ প্রশাসন, জেলা প্রশাসক ও স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সংগঠনের চিহ্নিত সন্ত্রাসীরা গত ২/০৮/২৪ইং তারিখে সন্ধ্যা অনুমান ৬টার দিকে রংপুর মহানগরের হাজিরহাট মেট্রোপলিটান থানাধীন রাধাকৃষ্ণপুর এলাকার বাদিনীর বসতভিটাসংলগ্ন মুদি দোকানে সমেছ উদ্দিনকে আসামিরা নেমে আসতে বলে। এ সময় মুদি দোকানদার সমেছ উদ্দিন টের পেয়ে দোকান থেকে পালানোর চেষ্টা করে। এ আসামিরা দেশীয় মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করে। এ সময় সমেছ উদ্দিন গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় পুলিশ ও আসামিরা তাকে ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়। এ সময় আসামিরা বাদিনী আমেনা বেগমকে বলে তোর স্বামীকে জামায়াত শিবির ও সরকারবিরোধী আন্দোলন করার সাধ মিটিয়ে দিলাম। এরপর এলাকাবাসী ও স্বজনরা সমেছ উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় অটোরিকশা যোগে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রাত ৮ টার দিকে সমেছ উদ্দিনের পাল্স দেখে জানায় তিনি মারা গেছেন। পরে অজ্ঞাত একটি অ্যাম্বুলেন্সে করে বাড়িতে লাশ নিয়ে আসা হয়। এ সময় মৃত সমেছ উদ্দিনের মাথার পেছনে ছুরি দিয়ে আঘাতের চিহ্ন ও শরীরের বিভিন্ন জায়গায় রক্ত জমাট বাঁধা দেখতে পাওয়া যায়। পরে নজিরের হাট মসজিদের ইমাম মমিনুল ইসলাম জানাজা পড়ান। ১০ মাস পর মামলা করার বিষয়ে এজাহারে উল্লেখ করেন সে সময় পুলিশের ভয়ে মামলা করা হয়নি। পরে কাগজ সংগ্রহ করে নাকি মামলা করতে দেরি হয়েছে।

মামলাটি দায়ের করার পর হাজিরহাট থানার ওসি আব্দুল আল মামুন শাহ মামলাটি নিজেই রেকর্ড করে তিনি নিজেই তদন্তকারী পুলিশ কর্মকর্তা হিসেবে মামলাটি তদন্তের দায়িত্ব গ্রহণ করেন।

মামলার বাদী ও এলাকাবাসী যা বলেন: ১০ মাস পর হত্যা মামলা দায়ের করার বিষয়টি জানাজানি হলে নজিরের হাট এলাকায় তোলপাড় শুরু হয়। ২ আগস্ট ওই এলাকায় কোনো ঘটনাই ঘটে নাই। মুদি দোকানদার সমেছ উদ্দিন হার্ট অ্যাটাকে মারা যাওয়ার পর কীভাবে এতদিন পর তাকে হত্যা করার অভিযোগ করা হচ্ছে এ বিষয়ে জানতে মামলার বাদী সমেছ উদ্দিনের স্ত্রী আমেনা বেগমের বাড়িতে গেলে তিনি বলেন, তার স্বামী সমেছ উদ্দিনকে ধরতে ২ আগস্ট পুলিশ এলে তিনি দোকান থেকে নেমে পালানোর চেষ্টা করে একপর্যায়ে মাটিতে পড়ে জ্ঞান হারান। তাকে হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। কেন হত্যা মামলা করলেন এমন প্রশ্নের উত্তরে বলেন, প্রশাসন তাকে ডেকে নিয়ে গিয়ে কাগজে সই করতে বলেছে সে সই করেছে। সে কারও নামে হত্যা মামলা করে নাই বলে জানায়।

অপরদিকে মৃত সমেছ উদ্দনের ছেলে আশিকুর রহমান জানায় ঘটনার সময় সে রংপুরের বাইরে ছিল। তার বাবাকে পুলিশ ধরতে এলে তিনি দোকান থেকে নেমে পালানোর চেষ্টা করলে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তবে যারা তার বাবাকে ধরতে এসেছিল তাদের বিচার দাবি করেন তিনি। তবে অকপটে স্বীকার করেন তার বাবা হার্ট অ্যাটাকে মারা গেছে।

প্রত্যক্ষদর্শী জামায়াত নেতা যা বলেন: স্থানীয় ওয়ার্ড জামায়াতের আমির হাজি নাছির উদ্দিন জানান, মূল ঘটনা হচ্ছে ২ আগস্ট তারিখে কয়েকজন পুলিশ তাকে গ্রেফতার করার জন্য তার বাসা ঘেরাও করে। সে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ওই সময় মুদি দোকানদার সমেছ উদ্দিন ভয়ে দোকান থেকে নেমে পালানোর চেষ্টা করে কিন্তু হার্ট অ্যাটাকে মারা গেছে। তাকে পুলিশ গ্রেপ্তার করতে আসে নাই। পুলিশ এসেছিল আমাকে গ্রেপ্তার করতে। হার্ট অ্যাটাকের রোগী কীভাবে জাতীয় বীর হয়। সে কীভাবে সরকার থেকে জুলাই আন্দোলনে শহীদ বলে দুই দফায় ১৫ লাখ টাকা পায়? তিনি বলেন, পুরো ঘটনা সাজানো। এই ঘটনাকে হত্যা মামলা হিসেবে দায়ের করা অন্যায়। নিরীহ মানুষকে আসামি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

মামলার আসামিদের স্বজনরা যা বলেন: সমেছ উদ্দিন হত্যা মামলা দায়ের হওয়ার পর স্থানীয় সাধারণ মানুষকেও আসামি করা হয়েছে। এ ঘটনায় মেহেদী হাসান ও আখতারুল ইসলামের স্বজন মমতাজ বেগম ও সালমা বেগম বলেন, সমেছ উদ্দিন হার্ট অ্যাটাকে মারা গেছে। এটাই শত ভাগ সত্য। অথচ এ ঘটনাকে কালার করে মিথ্যা হত্যা মামলা দায়ের করে তাদের স্বজনসহ এলাকার নিরীহ মানুষকে আসামি করা সম্পূর্ণ অন্যায়।

বিএনপি রংপুর মহানগর আহ্বায়ক যা বলেন: এ ব্যাপারে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু জানান, সমেছ উদ্দিন হার্ট অ্যাটাকে মারা গেছেন। একজন হার্ট অ্যাটাকে মারা যাওয়া ব্যক্তি কীভাবে জাতীয় বীর হয় আমি কল্পনাও করতে পারছি না। এ ঘটনায় ২৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা জয়নালসহ স্থানীয় নিরীহ ব্যক্তির নামে হত্যা মামলা দায়ের করা সত্যিই দুঃজনক। তিনি বলেন, সমেছ উদ্দিনের ময়নাতদন্তের রিপোর্ট কই? ১০ মাস পর মামলা করা হলো এখনও লাশ উত্তোলন করার ব্যবস্থা নেয়া হচ্ছে না কেন? পুরো ঘটনা তদন্ত করা উচিত বলে মনে করেন তিনি।

অন্যদিকে ২৮ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আলমগীর বলেন, আমি হাজিরহাট থানায় গিয়ে ওসির সঙ্গে দেখা করে জিজ্ঞাসা করি হার্ট অ্যাটাকে মারা যাওয়া ব্যক্তিকে কীভাবে হত্যা করার গল্প সাজানো হয়। পুলিশ কোনো সদুত্তর দিতে পারেনি। তিনি অভিযোগ করেন, নিরীহ লোকদের আসামি করে মামলাবাণিজ্য করা হচ্ছে।

স্থানীয় লোকজন যা বলেন: সমেছ উদ্দিনের মরদেহ জানাজায় ইমামতি করা স্থানীয় মসজিদের ইমাম মমিনুল ইসলাম বলেন, তিনি জানাজা পড়েছেন নিহতের শরীরে কোনো জখম দেখেননি। হার্ট অ্যাটাকে মারা যাওয়ার কথা শুনেছি। হত্যা করার কথা শুনি নাই। এলাকাবাসী শরীফুল, আলমাছ আলীসহ অনেকেই বিস্ময় প্রকাশ করে বলল, হার্ট অ্যাটাকে মারা যাওয়া ব্যক্তি কীভাবে জাতীয় বীর হয়? এটা নিয়ে হত্যা মামলা কে করালো সব বিষয় তদন্ত করা প্রয়োজন বলে দাবি করেন তারা।

থানার ওসি ও তদন্তকারী পুলিশ কর্মকর্তা যা বলেন: সার্বিক বিষয়ে জানতে রংপুর মেট্রোপলিটন হাজিরহাট থানার ওসি মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল আল মামুন শাহের সঙ্গে কথা বলার জন্য হাজিরহাট থানায় গেলে দু’ঘণ্টা বসিয়ে রেখে অন্য কাজে বাইরে আছেন জানান। দু’ঘণ্টা পর থানায় এসে বলেন, কোনো কথা বলবেন না তিনি।

পরে এ ব্যাপারে মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে প্রশ্ন করা হয় ময়নাতদন্ত প্রতিবেদন নাই, করার কোনো পদক্ষেপ নাই, তাহলে কীভাবে হত্যা মামলা রেকর্ড করলেন। মামলায় আসামিদের গ্রেপ্তারের নামে হয়রানি করার অভিযোগ করা হলে তিনি বার বার বলেন, উপর মহলের সঙ্গে কথা বলেন। মামলার বাদী স্বয়ং বলেছেন আপনি (ওসি) ডেকে নিয়ে হত্যা মামলা নিয়েছেন। কোনো উত্তর দেননি ওসি।

ছেলের ‘পরকীয়া ঠেকাতে’ ফ্লাইটে ‘বোমা’ থাকার উড়ো ফোন

পুলিশকে কার্যকর করার প্রশ্নে ‘অসন্তুষ্ট’ আইজিপি

সিন্ডিকেটের কবজায় বিমানের টিকেট, অভিযোগ আটাবের

মতলবে সেপটিক ট্যাংক থেকে উদ্ধার গৃহবধূর লাশ, স্বামী পলাতক

চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

২৮ মাসে ১৪ হাজার ধর্ষণের মামলা

ভাটারা থানা হেফাজতে ‘বিষপানে’ নারীর মৃত্যু, তিন পুলিশ বরখাস্ত

ছবি

মোরেলগঞ্জে ১০ বছরে আলোর মুখ দেখেনি সেলাই প্রশিক্ষণ কেন্দ্রটি

ছবি

প্রশাসনকে ম্যানেজ করে অবৈধভাবে বালু উত্তোলন

পুতুলকে ‘অনির্দিষ্টকালের ছুটিতে পাঠালো’ বিশ্ব স্বাস্থ্য সংস্থা: হেলথ পলিসি ওয়াচ

ছবি

ডেঙ্গুতে এ বছর ২৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণে

চট্টগ্রামে ৩৯ দখলদারের বিরুদ্ধে অভিযানে নামছে পাউবো

ছবি

নতুন শহর পূর্বাচল: এখনও সব সুবিধা নেই

শেষ হয়েছে শুল্ক নিয়ে আলোচনা, আবার হবে জানানো হলো বিজ্ঞপ্তিতে

বিএনপির পরিণতি হবে আওয়ামী লীগের মতো: যুবশক্তির আহ্বায়ক

‘সম্পূর্ণ সত্য প্রকাশের’ শর্তে রাজসাক্ষী মামুনকে ক্ষমা, লিখিত আদেশে ট্রাইব্যুনাল

অন্যায়কারীদের সরকার প্রশ্রয় দিচ্ছে কিনা, প্রশ্ন তারেক রহমানের

ব্যবসায়ী সোহাগ হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা

ছবি

ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদ সারাদেশে, চাঁদাবাজির বিরুদ্ধে ক্ষোভ

ভয়ে নীরব, স্তব্ধ হয়ে গিয়েছিলাম, নৃশংস হত্যার বর্ণনায় প্রত্যক্ষদর্শী

ছবি

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মিনারে সোমবার কনসার্ট ও ড্রোন শো’র আয়োজন

ছবি

চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৫৫, হাসপাতালে চিকিৎসাধীন ১৩০২ জন

ছবি

মিটফোর্ডে ব্যবসায়ী খুন: নিহত লাল চাঁদের পরিবার বলছে, ‘এখনো হুমকি পাচ্ছি’

ছবি

পুলিশকে পুরোপুরি কার্যকর করার বিষয়ে ‘অসন্তুষ্ট’ আইজিপি বাহারুল

ছবি

সাবেক আইজিপি মামুনকে শর্তসাপেক্ষে ক্ষমার বিষয়ে ট্রাইব্যুনালের আদেশ প্রকাশ

ছবি

‘সঙ্গে সঙ্গে অ্যাকশন’ তো হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি

ছেলের ‘পরকীয়া ঠেকাতে’ বিমানে বোমার ভুয়া খবর দিলেন মা: র‍্যাব

ছবি

মিটফোর্ডের সামনে লাল চাঁদ হত্যার বিচার দ্রুতবিচার ট্রাইব্যুনালে: আসিফ নজরুল

ছবি

দেড় মাস পর ক্লাসে ফিরলেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা

ছবি

সায়মা ওয়াজেদকে ছুটিতে পাঠালো ডব্লিউএইচও: হেলথ পলিসি ওয়াচ

ডেমরায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

শেরপুর সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১০ জনকে পুশইন

চাঁদপুরে খতিবকে হত্যার চেষ্টা, হামলাকারী আটক

ছবি

শার্শায় বাগআঁচড়া-কায়বা সড়কের বেহাল দশা : চরম দুর্ভোগে মানুষ

ছবি

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ১৩৮ রোগী, বেশিরভাগই বরিশালের

সূত্রাপুরে ‘গ্যাসের’ আগুনে একই পরিবারে দগ্ধ ৫

tab

জাতীয়

মারা গেছেন হার্ট অ্যাটাকে, ১০ মাস পর হত্যা মামলা হলো হাসিনাসহ ৫৪ জনের নামে

এজাহারে অভিযোগ করা হয়েছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে ,আসামিদের মধ্যে বিএনপি নেতারাও আছেন

লিয়াকত আলী বাদল, রংপুর

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

রংপুর নগরীর রাধাকৃষ্ণপুর এলাকায় হার্ট অ্যাটাকে মারা যাওয়া মুদি দোকানদার সমেছ উদ্দিনকে ১০ মাস পর জুলাই আন্দোলনের যোদ্ধা বানিয়ে তাকে জাতীয় বীর দেখিয়ে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মামলায় এজাহারে ৫৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বাকি ৫২ জনই স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ। এদের মধ্যে ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীনকেও আসামি করা হয়।

শুধু তাই নয়, জাতীয় বীর দেখিয়ে ১০ লাখ টাকার ফিক্সড ডিপোজিড আর ৫ লাখ টাকা জুলাই ফাউন্ডেশন থেকে নেয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনা জানাজানি হয়ে রংপুরজুড়ে তোলপাড় শুরু হয়েছে। মজার ব্যাপার নিহত কথিত জাতীয় বীর সমেছ উদ্দিনের স্ত্রী আমেনা বেগম, তার ছেলে আশিকুর রহমান স্বীকার করেছে তাদের বাবা পুলিশের ধাওয়া খেয়ে হার্ট অ্যাটাকে মারা গেছে। তারা মামলা করেছে পুলিশের কথামতো। মামলায় কারা আসামি হয়েছে তা তারা জানে না, শুধু স্বাক্ষর নিয়েছে কাগজে। (পুরো বক্তব্যের ভিডিও এ প্রতিনিধির কাছে সংরক্ষিত আছে)।

সরেজমিন ঘুরে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ২ আগস্ট তারিখে মুদি দোকানদার সমেছ উদ্দিন দোকানে বসে থাকা অবস্থায় জামায়াত নেতা হাজি নাছির উদ্দিনকে পুলিশ আটক করতে ওই এলাকায় এলে সমেছ উদ্দিন ভয়ে দোকান থেকে নেমে দৌড় দেয়। এরপর কিছুদূর যাওয়ার পর রাস্তায় শুয়ে পড়ে জ্ঞান হারায়। স্বজন ও এলাকাবাসী তাকে উদ্ধার করে বাড়ির কাছে বেসরকারি প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার জানান তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। অথচ ১০ মাস পর স্থানীয় প্রশাসন পুরো ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে একটি হত্যা মামলা দায়ের করায়। সেখানে উল্লেখ করা হয়, সমেছ উদ্দিনকে বাড়ির কাছে নজিরের হাট এলাকায় কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অথচ তার ডেড বডির কোনো ময়নাতদন্ত হয় নাই। হত্যা মামলা দায়ের করার পরেও লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করার কোনো উদ্যেগ নেই পুলিশের।

কবরে যা লেখা রয়েছে: জাতীয় বীর সমেছ উদ্দিন। গত ২ আগস্ট ২০২৪ পুলিশ বিভাগের একটি দল তার বাড়িতে প্রবেশ করলে তিনি পুলিশ দেখে দৌড় দিতে গিয়ে পড়ে যান এবং তিনি সেখানেই মারা যান। সেটি নিশ্চিত করেন প্রাইম মেডিকেল কলেজের ডাক্তার।

হত্যা মামলার এজাহারে যা উল্লেখ করা হয়েছে: গত ৩ জুন তারিখে রংপুর মেট্রোপলিটান হাজিরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার বাদী হচ্ছেন হার্ট অ্যাটাকে মারা যাওয়া মুদি দোকানদার সমেছ উদ্দিনের স্ত্রী আমেনা বেগম। যার মামলা নম্বর ২ তারিখ ৩.০৬.২৫ইং। ধারা ১৪৩/১৪৮/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০২/৫০৬ /১১৪এবং ১০৯ দ-বিধি।

মামলার এজাহারে বাদী সমেছ উদ্দিনের স্ত্রী আমেনা বেগম অভিযোগ করেন তৎকালীন ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈষম্যবিরোধী আন্দোলন দমন করার নির্দেশ দিলে

রংপুরের স্থানীয় পুলিশ প্রশাসন, জেলা প্রশাসক ও স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সংগঠনের চিহ্নিত সন্ত্রাসীরা গত ২/০৮/২৪ইং তারিখে সন্ধ্যা অনুমান ৬টার দিকে রংপুর মহানগরের হাজিরহাট মেট্রোপলিটান থানাধীন রাধাকৃষ্ণপুর এলাকার বাদিনীর বসতভিটাসংলগ্ন মুদি দোকানে সমেছ উদ্দিনকে আসামিরা নেমে আসতে বলে। এ সময় মুদি দোকানদার সমেছ উদ্দিন টের পেয়ে দোকান থেকে পালানোর চেষ্টা করে। এ আসামিরা দেশীয় মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করে। এ সময় সমেছ উদ্দিন গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় পুলিশ ও আসামিরা তাকে ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়। এ সময় আসামিরা বাদিনী আমেনা বেগমকে বলে তোর স্বামীকে জামায়াত শিবির ও সরকারবিরোধী আন্দোলন করার সাধ মিটিয়ে দিলাম। এরপর এলাকাবাসী ও স্বজনরা সমেছ উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় অটোরিকশা যোগে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রাত ৮ টার দিকে সমেছ উদ্দিনের পাল্স দেখে জানায় তিনি মারা গেছেন। পরে অজ্ঞাত একটি অ্যাম্বুলেন্সে করে বাড়িতে লাশ নিয়ে আসা হয়। এ সময় মৃত সমেছ উদ্দিনের মাথার পেছনে ছুরি দিয়ে আঘাতের চিহ্ন ও শরীরের বিভিন্ন জায়গায় রক্ত জমাট বাঁধা দেখতে পাওয়া যায়। পরে নজিরের হাট মসজিদের ইমাম মমিনুল ইসলাম জানাজা পড়ান। ১০ মাস পর মামলা করার বিষয়ে এজাহারে উল্লেখ করেন সে সময় পুলিশের ভয়ে মামলা করা হয়নি। পরে কাগজ সংগ্রহ করে নাকি মামলা করতে দেরি হয়েছে।

মামলাটি দায়ের করার পর হাজিরহাট থানার ওসি আব্দুল আল মামুন শাহ মামলাটি নিজেই রেকর্ড করে তিনি নিজেই তদন্তকারী পুলিশ কর্মকর্তা হিসেবে মামলাটি তদন্তের দায়িত্ব গ্রহণ করেন।

মামলার বাদী ও এলাকাবাসী যা বলেন: ১০ মাস পর হত্যা মামলা দায়ের করার বিষয়টি জানাজানি হলে নজিরের হাট এলাকায় তোলপাড় শুরু হয়। ২ আগস্ট ওই এলাকায় কোনো ঘটনাই ঘটে নাই। মুদি দোকানদার সমেছ উদ্দিন হার্ট অ্যাটাকে মারা যাওয়ার পর কীভাবে এতদিন পর তাকে হত্যা করার অভিযোগ করা হচ্ছে এ বিষয়ে জানতে মামলার বাদী সমেছ উদ্দিনের স্ত্রী আমেনা বেগমের বাড়িতে গেলে তিনি বলেন, তার স্বামী সমেছ উদ্দিনকে ধরতে ২ আগস্ট পুলিশ এলে তিনি দোকান থেকে নেমে পালানোর চেষ্টা করে একপর্যায়ে মাটিতে পড়ে জ্ঞান হারান। তাকে হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। কেন হত্যা মামলা করলেন এমন প্রশ্নের উত্তরে বলেন, প্রশাসন তাকে ডেকে নিয়ে গিয়ে কাগজে সই করতে বলেছে সে সই করেছে। সে কারও নামে হত্যা মামলা করে নাই বলে জানায়।

অপরদিকে মৃত সমেছ উদ্দনের ছেলে আশিকুর রহমান জানায় ঘটনার সময় সে রংপুরের বাইরে ছিল। তার বাবাকে পুলিশ ধরতে এলে তিনি দোকান থেকে নেমে পালানোর চেষ্টা করলে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তবে যারা তার বাবাকে ধরতে এসেছিল তাদের বিচার দাবি করেন তিনি। তবে অকপটে স্বীকার করেন তার বাবা হার্ট অ্যাটাকে মারা গেছে।

প্রত্যক্ষদর্শী জামায়াত নেতা যা বলেন: স্থানীয় ওয়ার্ড জামায়াতের আমির হাজি নাছির উদ্দিন জানান, মূল ঘটনা হচ্ছে ২ আগস্ট তারিখে কয়েকজন পুলিশ তাকে গ্রেফতার করার জন্য তার বাসা ঘেরাও করে। সে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ওই সময় মুদি দোকানদার সমেছ উদ্দিন ভয়ে দোকান থেকে নেমে পালানোর চেষ্টা করে কিন্তু হার্ট অ্যাটাকে মারা গেছে। তাকে পুলিশ গ্রেপ্তার করতে আসে নাই। পুলিশ এসেছিল আমাকে গ্রেপ্তার করতে। হার্ট অ্যাটাকের রোগী কীভাবে জাতীয় বীর হয়। সে কীভাবে সরকার থেকে জুলাই আন্দোলনে শহীদ বলে দুই দফায় ১৫ লাখ টাকা পায়? তিনি বলেন, পুরো ঘটনা সাজানো। এই ঘটনাকে হত্যা মামলা হিসেবে দায়ের করা অন্যায়। নিরীহ মানুষকে আসামি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

মামলার আসামিদের স্বজনরা যা বলেন: সমেছ উদ্দিন হত্যা মামলা দায়ের হওয়ার পর স্থানীয় সাধারণ মানুষকেও আসামি করা হয়েছে। এ ঘটনায় মেহেদী হাসান ও আখতারুল ইসলামের স্বজন মমতাজ বেগম ও সালমা বেগম বলেন, সমেছ উদ্দিন হার্ট অ্যাটাকে মারা গেছে। এটাই শত ভাগ সত্য। অথচ এ ঘটনাকে কালার করে মিথ্যা হত্যা মামলা দায়ের করে তাদের স্বজনসহ এলাকার নিরীহ মানুষকে আসামি করা সম্পূর্ণ অন্যায়।

বিএনপি রংপুর মহানগর আহ্বায়ক যা বলেন: এ ব্যাপারে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু জানান, সমেছ উদ্দিন হার্ট অ্যাটাকে মারা গেছেন। একজন হার্ট অ্যাটাকে মারা যাওয়া ব্যক্তি কীভাবে জাতীয় বীর হয় আমি কল্পনাও করতে পারছি না। এ ঘটনায় ২৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা জয়নালসহ স্থানীয় নিরীহ ব্যক্তির নামে হত্যা মামলা দায়ের করা সত্যিই দুঃজনক। তিনি বলেন, সমেছ উদ্দিনের ময়নাতদন্তের রিপোর্ট কই? ১০ মাস পর মামলা করা হলো এখনও লাশ উত্তোলন করার ব্যবস্থা নেয়া হচ্ছে না কেন? পুরো ঘটনা তদন্ত করা উচিত বলে মনে করেন তিনি।

অন্যদিকে ২৮ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আলমগীর বলেন, আমি হাজিরহাট থানায় গিয়ে ওসির সঙ্গে দেখা করে জিজ্ঞাসা করি হার্ট অ্যাটাকে মারা যাওয়া ব্যক্তিকে কীভাবে হত্যা করার গল্প সাজানো হয়। পুলিশ কোনো সদুত্তর দিতে পারেনি। তিনি অভিযোগ করেন, নিরীহ লোকদের আসামি করে মামলাবাণিজ্য করা হচ্ছে।

স্থানীয় লোকজন যা বলেন: সমেছ উদ্দিনের মরদেহ জানাজায় ইমামতি করা স্থানীয় মসজিদের ইমাম মমিনুল ইসলাম বলেন, তিনি জানাজা পড়েছেন নিহতের শরীরে কোনো জখম দেখেননি। হার্ট অ্যাটাকে মারা যাওয়ার কথা শুনেছি। হত্যা করার কথা শুনি নাই। এলাকাবাসী শরীফুল, আলমাছ আলীসহ অনেকেই বিস্ময় প্রকাশ করে বলল, হার্ট অ্যাটাকে মারা যাওয়া ব্যক্তি কীভাবে জাতীয় বীর হয়? এটা নিয়ে হত্যা মামলা কে করালো সব বিষয় তদন্ত করা প্রয়োজন বলে দাবি করেন তারা।

থানার ওসি ও তদন্তকারী পুলিশ কর্মকর্তা যা বলেন: সার্বিক বিষয়ে জানতে রংপুর মেট্রোপলিটন হাজিরহাট থানার ওসি মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল আল মামুন শাহের সঙ্গে কথা বলার জন্য হাজিরহাট থানায় গেলে দু’ঘণ্টা বসিয়ে রেখে অন্য কাজে বাইরে আছেন জানান। দু’ঘণ্টা পর থানায় এসে বলেন, কোনো কথা বলবেন না তিনি।

পরে এ ব্যাপারে মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে প্রশ্ন করা হয় ময়নাতদন্ত প্রতিবেদন নাই, করার কোনো পদক্ষেপ নাই, তাহলে কীভাবে হত্যা মামলা রেকর্ড করলেন। মামলায় আসামিদের গ্রেপ্তারের নামে হয়রানি করার অভিযোগ করা হলে তিনি বার বার বলেন, উপর মহলের সঙ্গে কথা বলেন। মামলার বাদী স্বয়ং বলেছেন আপনি (ওসি) ডেকে নিয়ে হত্যা মামলা নিয়েছেন। কোনো উত্তর দেননি ওসি।

back to top