বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে তার ছবিসহ পাঁচ আঙ্গুলের ছাপ নিয়ে নিবন্ধন সম্পন্ন করা হয়েছে।
সোমবার,(২৩ জুন ২০২৫) ইসি সচিবালয় থেকে এই তথ্য জানা গেছে। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এই বিষয়ে জানান, ভোটার তালিকাভুক্ত করতে হালনাগাদ কার্যক্রমে জুবাইদা রহমানের তথ্য সংগ্রহ করা হয়েছে। তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হলেও চূড়ান্তভাবে ভোটার তালিকায় নাম ওঠে হালনাগাদ কার্যক্রম শেষ হওয়ার পর।
ভোট দেয়ার জন্য যেমন ভোটার হওয়ার বাধ্যবাধকতা রয়েছে, তেমনই সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলেও ভোটার তালিকায় নাম থাকতে হয়। কিন্তু ভোটার তালিকা কার্যক্রম শুরুর পর থেকে তিনি দেশে না থাকায় ভোটার তালিকায় এতোদিন জুবাইদা রহমানের নাম ছিলো না। যদিও সিলেটের দক্ষিণ সুরমার মেয়ে জুবাইদা রাজনীতিতে সক্রিয় নন, তবে আগামী নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে নানা গুঞ্জন রয়েছে। সম্প্রতি দেশে ফিরলে তাকে ঘিরে সিলেট বিএনপির রাজনীতিতেও বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়।
আইন অনুযায়ী, হালনাগাদ কার্যক্রম শেষে আগামী বছরের ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা এবং ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ভোটার তালিকা আইন সংশোধন করে এর আগেই তালিকা চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে ইসির। ফলে ভোট দেয়া ও আগামী নির্বাচনে প্রার্থী হতে জুবাইদা রহমানের কোনো বাধা থাকবে না বলেই মনে করা হচ্ছে।
২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা তৈরির করার কাজ শুরু হয়। ওই বছরই কারামুক্তির পর তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জায়মা রহমানও তার সঙ্গে গিয়েছিলেন। এরপর আওয়ামী লীগ সরকারের সময় তাদের আর দেশে ফেরা হয়নি। ফলে তারা এতোদিন ছবিসহ ভোটার তালিকায় নাম লেখাতে পারেননি।
১৭ বছর পর চলতি বছরের ৬ মে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে লন্ডন থেকে দেশে ফেরেন জুবাইদা। এক মাস দেশে কাটানোর পর ৫ জুন জুবাইদা রহমান আবার লন্ডন ফিরে যান। ঢাকায় ভোটার হিসেবে নিবন্ধনের জন্য ঈদুল আজহার আগে তার ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন ইসির কর্মকর্তারা।
সোমবার, ২৩ জুন ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে তার ছবিসহ পাঁচ আঙ্গুলের ছাপ নিয়ে নিবন্ধন সম্পন্ন করা হয়েছে।
সোমবার,(২৩ জুন ২০২৫) ইসি সচিবালয় থেকে এই তথ্য জানা গেছে। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এই বিষয়ে জানান, ভোটার তালিকাভুক্ত করতে হালনাগাদ কার্যক্রমে জুবাইদা রহমানের তথ্য সংগ্রহ করা হয়েছে। তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হলেও চূড়ান্তভাবে ভোটার তালিকায় নাম ওঠে হালনাগাদ কার্যক্রম শেষ হওয়ার পর।
ভোট দেয়ার জন্য যেমন ভোটার হওয়ার বাধ্যবাধকতা রয়েছে, তেমনই সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলেও ভোটার তালিকায় নাম থাকতে হয়। কিন্তু ভোটার তালিকা কার্যক্রম শুরুর পর থেকে তিনি দেশে না থাকায় ভোটার তালিকায় এতোদিন জুবাইদা রহমানের নাম ছিলো না। যদিও সিলেটের দক্ষিণ সুরমার মেয়ে জুবাইদা রাজনীতিতে সক্রিয় নন, তবে আগামী নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে নানা গুঞ্জন রয়েছে। সম্প্রতি দেশে ফিরলে তাকে ঘিরে সিলেট বিএনপির রাজনীতিতেও বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়।
আইন অনুযায়ী, হালনাগাদ কার্যক্রম শেষে আগামী বছরের ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা এবং ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ভোটার তালিকা আইন সংশোধন করে এর আগেই তালিকা চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে ইসির। ফলে ভোট দেয়া ও আগামী নির্বাচনে প্রার্থী হতে জুবাইদা রহমানের কোনো বাধা থাকবে না বলেই মনে করা হচ্ছে।
২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা তৈরির করার কাজ শুরু হয়। ওই বছরই কারামুক্তির পর তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জায়মা রহমানও তার সঙ্গে গিয়েছিলেন। এরপর আওয়ামী লীগ সরকারের সময় তাদের আর দেশে ফেরা হয়নি। ফলে তারা এতোদিন ছবিসহ ভোটার তালিকায় নাম লেখাতে পারেননি।
১৭ বছর পর চলতি বছরের ৬ মে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে লন্ডন থেকে দেশে ফেরেন জুবাইদা। এক মাস দেশে কাটানোর পর ৫ জুন জুবাইদা রহমান আবার লন্ডন ফিরে যান। ঢাকায় ভোটার হিসেবে নিবন্ধনের জন্য ঈদুল আজহার আগে তার ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন ইসির কর্মকর্তারা।