alt

জাতীয়

ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ‘শান্তি’র নাটক

সংবাদ ডেস্ক : মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের ধ্বংসযজ্ঞ

মঙ্গলবার,(২৪ জুন ২০২৫) সকালে ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা দেয়। তবে কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে, যা ইরান অস্বীকার করে। সকাল ৬টা ৮ মিনিটে ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে জানান, দুই দেশ যুদ্ধবিরতিতে পৌঁছেছে। এক ঘণ্টা পর ইসরায়েল জানায়, তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি হয়েছে। ইরান আগেই জানিয়েছিল, ইসরায়েল হামলা বন্ধ করলে তারাও তা করবে। কিন্তু সকাল সাড়ে আটটার দিকে ইসরায়েল দাবি করে ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং তারা তা প্রতিহত করেছে। ইরান এই অভিযোগ অস্বীকার করে। ইসরায়েল জানায়, তারা শক্তি প্রয়োগ করে এর জবাব দেবে।

যুদ্ধবিরতির আগের রাতেও দুই দেশের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। ইরানের সরকারি সূত্র জানায়, ইসরায়েলি হামলায় অন্তত ৯ জন নিহত হন, যাদের মধ্যে একজন পরমাণু বিজ্ঞানী। বাসিন্দারা জানান, সংঘাত শুরুর পর এটি ছিল সবচেয়ে ভয়াবহ রাত। ইসরায়েলের বিয়েরশেবা শহরে চারজন নিহত ও ২২ জন আহত হন। ইরানের স্বাস্থ্যমন্ত্রী জানান, ১৩ জুন থেকে ইসরায়েলি হামলায় ৬০৬ জন নিহত ও পাঁচ হাজারের বেশি আহত হয়েছেন। গত ২৪ ঘণ্টার হামলায় ১০৭ জন নিহত হয়েছেন। মানবাধিকার সংস্থাগুলোর মতে, প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

একই দিনে ট্রাম্প সামাজিক মাধ্যমে লেখেন, ইরান ও ইসরায়েল প্রায় একসঙ্গে শান্তির কথা বলেছে। তিনি বলেন, এই যুদ্ধবিরতির প্রকৃত বিজয়ী বিশ্ব ও মধ্যপ্রাচ্য। তবে ইরানি সংবাদ সংস্থা ফার্স এ ঘোষণা ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করে। তারা জানায়, ইরান কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ইসরায়েল যদি ভোর ৪টার মধ্যে হামলা বন্ধ করে, তাহলে ইরানও প্রতিক্রিয়া দেখাবে না। স্থানীয় সময় ভোর ৪টার পর তেহরানে বিস্ফোরণের শব্দ থেমে যায়। তবে দিনভর রাজধানীসহ বিভিন্ন শহরে বিমান প্রতিরক্ষা ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় অনেকে সতর্কবার্তা পাননি। তেহরানের এক বাসিন্দা বলেন, এটি ছিল আরও একটি আতঙ্কিত ও নির্ঘুম রাত।

আরাঘচি সামাজিক মাধ্যমে জানান, ইসরায়েলের ‘আগ্রাসনের’ জবাবে ইরানের সামরিক অভিযান ভোর ৪টা পর্যন্ত চলেছে। তিনি সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান যারা শেষ মুহূর্ত পর্যন্ত সক্রিয় ছিলেন।

গিলান প্রদেশে ইসরায়েলি হামলায় ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত মোহাম্মদ রেজা সেদ্দিকি সাবের নিহত হন। যুক্তরাষ্ট্র তাকে দুই মাস আগে নিষেধাজ্ঞার আওতায় আনে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনায় ইরান ও ইসরায়েলের সঙ্গে আলোচনা প্রয়োজন বলে জানান তিনি।

ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম হ্রাস পায়। ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি ৬৮ ডলারে নেমে আসে, যা ১২ জুনের আগের থেকেও কম। এশিয়ার বাজারেও ইতিবাচক প্রভাব পড়ে।

ইসরায়েল দাবি করেছে, ইরান থেকে আবার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যাতে বিয়েরশেবায় চারজন নিহত ও ২২ জন আহত হন। আইডিএফ জানায়, তারা হামলা প্রতিহত করেছে এবং বাসিন্দাদের আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, যুদ্ধবিরতির আগে তারা শেষ দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েল বলছে, এরপর তারা যুদ্ধবিরতিতে রাজি হয়, কারণ লক্ষ্য অর্জিত হয়েছে। তারা আরও একজন পারমাণবিক বিজ্ঞানী হত্যার দাবি করেছে।

ইসরায়েল সরকার জানায়, যুদ্ধবিরতি লঙ্ঘিত হলে তারা কঠোর জবাব দেবে। তারা দাবি করেছে, ইরানের বহু সামরিক ও সরকারি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।

উত্তর ইরানে একটি সন্ত্রাসী হামলায় ৯ জন নিহত ও ৩৩ জন আহত হন। ইরানি গণমাধ্যম বলছে, এতে ইসরায়েলের হাত রয়েছে। নিহতদের একজন পরমাণু বিজ্ঞানী বলেও দাবি করা হয়।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, যুদ্ধবিরতির পরও ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যদিও ইরান তা অস্বীকার করেছে। এর জবাবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী তেহরানের কেন্দ্রস্থলে হামলার নির্দেশ দেন।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, যে কোনো আগ্রাসনের জবাবে তারা কঠোর, সময়োপযোগী প্রতিক্রিয়া দেখাবে। তারা ইরানিদের ঐক্য ও ধৈর্যের প্রশংসা করে।

ট্রাম্প জানান, যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যদিও উভয় পক্ষই তা লঙ্ঘন করেছে। তিনি বলেন, ইসরায়েলের পদক্ষেপ তাকে ‘খুশি’ করেনি এবং ইরানকেও নিয়ে তিনি ‘সন্তুষ্ট’ নন। তবে তিনি সরকার পরিবর্তনের পক্ষে নন, বরং দ্রুত স্থিতিশীলতা চান।

ছবি

নারীর প্রতি সহিংসতায় আশঙ্কাজনক চিত্র, সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান

ছবি

গত বছর ধর্ষণের ঘটনা ৫১৬টি, এ বছর ছয় মাসেই ৪৮১টি

ডিপজলের বিরুদ্ধে তরুণীর মামলা, মারধর-অ্যাসিড নিক্ষেপের অভিযোগ

শিবলী রুবাইয়াতের জমিসহ ১০ তলা ভবন জব্দের আদেশ

সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৪ জনের নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা

শার্শায় গণধর্ষণ: ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

টিকটকে পরিচয়, ইমোতে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ১

আবারও যমুনা, সচিবালয় ও আশপাশের এলাকায় সমাবেশ নিষিদ্ধ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোবারকের আপিল শুনানি বুধবার

ছবি

মায়ের বানানো লোহার খাঁচায় ৩ শিশু, ক্ষুধা নিবারণই লক্ষ্য

ছবি

নার্স সংকটে চমেক হাসপাতালের আইসিইউ, ঝুঁকিতে রোগীরা

ছবি

প্রথমবারের মতো অনুমোদন পেলো ছোট্ট শিশুদের ম্যালেরিয়ার ওষুধ

ছবি

খুলনায় মেলা ঘিরে চাঁদাবাজির অভিযোগ, বৈষম্যবিরোধী দুই নেতাকে শোকজ

ছবি

রাতে ভোট করে সরকারি কর্মকর্তা, পুলিশ সুনাম নষ্ট করেছে: সিইসি

হবিগঞ্জে দুই সাংবাদিকের বিরোধের জেরে সংঘর্ষ: নিহত ১, আহত শতাধিক

মালয়েশিয়ায় ‘সন্ত্রাসবাদে জড়িত’ অভিযোগে ৩৫ প্রবাসীর বিরুদ্ধে ঢাকায় মামলা

ছবি

ভর মৌসুমেও ইলিশের দেখা মিলছে না

দক্ষিণ কেরানীগঞ্জ থানা থেকে বাসায় ফেরার পথে প্রবাসীকে অপহরণের পর হত্যা 

জিএম কাদেরের সিদ্ধান্ত মানেন না আনিসুল-রুহুল-মুজিবুল

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মারা গেছে ৩ জন, নতুন আক্রান্ত ৪২৫

খসড়া টেলিযোগাযোগ নীতিমালা নিয়ে প্রধান উপদেষ্টাকে ৩ কোম্পানির চিঠি

ছবি

টানা বর্ষণে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, দুর্ভোগ

ট্রাম্পের ৩৫ শতাংশ শুল্ক, সমঝোতার আশা ছাড়েনি বাংলাদেশ

ছবি

অন্যের অপকর্মে ‘ফেঁসে গেছেন’, রিমান্ড শুনানিতে জানালেন মালয়েশিয়া ফেরত চারজন

ছবি

বিমান বাহিনী প্রধানের সাথে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব অধ্যাপক হালুক গরগুনের সৌজন্য সাক্ষাৎ

ছবি

নিউমুরিং টার্মিনাল বিদেশি পরিচালনায় দেওয়া অবৈধ কি না—রিটের শুনানি বুধবার

ছবি

ঢাকাসহ ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা

ছবি

৩৫% শুল্ক: ইউনূসকে লেখা ট্রাম্পের চিঠিতে কী আছে

ছবি

ট্রাম্পের ৩৫% শুল্কের খড়্গ: সমঝোতার আশায় বাংলাদেশ

দেশের দুই-তৃতীয়াংশ মানুষ কর্মক্ষম: ইউএনএফপিএ

ছবি

উপজেলা পর্যায়ে আদালত স্থাপনে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত

শেখ হাসিনার সাবেক এপিএস লিকুর জমি ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ

বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদে যুবককে মধ্যযুগীয় নির্যাতন

জলবায়ু পরিবর্তনের কারণে কক্সবাজারে সুপেয় পানির সংকট মেটাতে নতুন প্রকল্প

সাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

১০ জুলাই এসএসসির ফল প্রকাশ হতে পারে

tab

জাতীয়

ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ‘শান্তি’র নাটক

সংবাদ ডেস্ক

ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের ধ্বংসযজ্ঞ

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

মঙ্গলবার,(২৪ জুন ২০২৫) সকালে ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা দেয়। তবে কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে, যা ইরান অস্বীকার করে। সকাল ৬টা ৮ মিনিটে ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে জানান, দুই দেশ যুদ্ধবিরতিতে পৌঁছেছে। এক ঘণ্টা পর ইসরায়েল জানায়, তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি হয়েছে। ইরান আগেই জানিয়েছিল, ইসরায়েল হামলা বন্ধ করলে তারাও তা করবে। কিন্তু সকাল সাড়ে আটটার দিকে ইসরায়েল দাবি করে ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং তারা তা প্রতিহত করেছে। ইরান এই অভিযোগ অস্বীকার করে। ইসরায়েল জানায়, তারা শক্তি প্রয়োগ করে এর জবাব দেবে।

যুদ্ধবিরতির আগের রাতেও দুই দেশের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। ইরানের সরকারি সূত্র জানায়, ইসরায়েলি হামলায় অন্তত ৯ জন নিহত হন, যাদের মধ্যে একজন পরমাণু বিজ্ঞানী। বাসিন্দারা জানান, সংঘাত শুরুর পর এটি ছিল সবচেয়ে ভয়াবহ রাত। ইসরায়েলের বিয়েরশেবা শহরে চারজন নিহত ও ২২ জন আহত হন। ইরানের স্বাস্থ্যমন্ত্রী জানান, ১৩ জুন থেকে ইসরায়েলি হামলায় ৬০৬ জন নিহত ও পাঁচ হাজারের বেশি আহত হয়েছেন। গত ২৪ ঘণ্টার হামলায় ১০৭ জন নিহত হয়েছেন। মানবাধিকার সংস্থাগুলোর মতে, প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

একই দিনে ট্রাম্প সামাজিক মাধ্যমে লেখেন, ইরান ও ইসরায়েল প্রায় একসঙ্গে শান্তির কথা বলেছে। তিনি বলেন, এই যুদ্ধবিরতির প্রকৃত বিজয়ী বিশ্ব ও মধ্যপ্রাচ্য। তবে ইরানি সংবাদ সংস্থা ফার্স এ ঘোষণা ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করে। তারা জানায়, ইরান কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ইসরায়েল যদি ভোর ৪টার মধ্যে হামলা বন্ধ করে, তাহলে ইরানও প্রতিক্রিয়া দেখাবে না। স্থানীয় সময় ভোর ৪টার পর তেহরানে বিস্ফোরণের শব্দ থেমে যায়। তবে দিনভর রাজধানীসহ বিভিন্ন শহরে বিমান প্রতিরক্ষা ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় অনেকে সতর্কবার্তা পাননি। তেহরানের এক বাসিন্দা বলেন, এটি ছিল আরও একটি আতঙ্কিত ও নির্ঘুম রাত।

আরাঘচি সামাজিক মাধ্যমে জানান, ইসরায়েলের ‘আগ্রাসনের’ জবাবে ইরানের সামরিক অভিযান ভোর ৪টা পর্যন্ত চলেছে। তিনি সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান যারা শেষ মুহূর্ত পর্যন্ত সক্রিয় ছিলেন।

গিলান প্রদেশে ইসরায়েলি হামলায় ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত মোহাম্মদ রেজা সেদ্দিকি সাবের নিহত হন। যুক্তরাষ্ট্র তাকে দুই মাস আগে নিষেধাজ্ঞার আওতায় আনে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনায় ইরান ও ইসরায়েলের সঙ্গে আলোচনা প্রয়োজন বলে জানান তিনি।

ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম হ্রাস পায়। ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি ৬৮ ডলারে নেমে আসে, যা ১২ জুনের আগের থেকেও কম। এশিয়ার বাজারেও ইতিবাচক প্রভাব পড়ে।

ইসরায়েল দাবি করেছে, ইরান থেকে আবার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যাতে বিয়েরশেবায় চারজন নিহত ও ২২ জন আহত হন। আইডিএফ জানায়, তারা হামলা প্রতিহত করেছে এবং বাসিন্দাদের আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, যুদ্ধবিরতির আগে তারা শেষ দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েল বলছে, এরপর তারা যুদ্ধবিরতিতে রাজি হয়, কারণ লক্ষ্য অর্জিত হয়েছে। তারা আরও একজন পারমাণবিক বিজ্ঞানী হত্যার দাবি করেছে।

ইসরায়েল সরকার জানায়, যুদ্ধবিরতি লঙ্ঘিত হলে তারা কঠোর জবাব দেবে। তারা দাবি করেছে, ইরানের বহু সামরিক ও সরকারি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।

উত্তর ইরানে একটি সন্ত্রাসী হামলায় ৯ জন নিহত ও ৩৩ জন আহত হন। ইরানি গণমাধ্যম বলছে, এতে ইসরায়েলের হাত রয়েছে। নিহতদের একজন পরমাণু বিজ্ঞানী বলেও দাবি করা হয়।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, যুদ্ধবিরতির পরও ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যদিও ইরান তা অস্বীকার করেছে। এর জবাবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী তেহরানের কেন্দ্রস্থলে হামলার নির্দেশ দেন।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, যে কোনো আগ্রাসনের জবাবে তারা কঠোর, সময়োপযোগী প্রতিক্রিয়া দেখাবে। তারা ইরানিদের ঐক্য ও ধৈর্যের প্রশংসা করে।

ট্রাম্প জানান, যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যদিও উভয় পক্ষই তা লঙ্ঘন করেছে। তিনি বলেন, ইসরায়েলের পদক্ষেপ তাকে ‘খুশি’ করেনি এবং ইরানকেও নিয়ে তিনি ‘সন্তুষ্ট’ নন। তবে তিনি সরকার পরিবর্তনের পক্ষে নন, বরং দ্রুত স্থিতিশীলতা চান।

back to top