বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৪ জন।
চলতি বছর হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের মধ্যে এ পর্যন্ত ৬২ জনের মৃত্যু হয়েছে। মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৮৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের শনিবার প্রকাশিত বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
জুলাই মাসে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২০ জন, যা এ বছরের মাসওয়ারি হিসাবে সবচেয়ে বেশি। জুনে মারা গেছেন ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিল ও মে মাসে সাতজন ও তিনজন করে মারা গেছেন। মার্চে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও জুলাই মাসে সবচেয়ে বেশি, ৬৪৯৩ জন। জুনে ভর্তি হয়েছিলেন ৫৯৫১ জন, জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন এবং মে মাসে ১৭৭৩ জন রোগী ভর্তি হন।
গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে, ১৬১ জন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ভর্তি হয়েছেন ৬৫ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ৫৮ জন, ময়মনসিংহে পাঁচ জন, চট্টগ্রামে ৩৮ জন, খুলনায় নয় জন ও রাজশাহীতে ৫৭ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২৩৯ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকায় ৩৩০ জন এবং ঢাকার বাইরে ৯০৯ জন হাসপাতালে ভর্তি আছেন।
২০২৪ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৫৭৫ জনের। এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা তৃতীয় সর্বোচ্চ, আর মৃত্যুর সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।
শনিবার, ১৯ জুলাই ২০২৫
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৪ জন।
চলতি বছর হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের মধ্যে এ পর্যন্ত ৬২ জনের মৃত্যু হয়েছে। মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৮৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের শনিবার প্রকাশিত বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
জুলাই মাসে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২০ জন, যা এ বছরের মাসওয়ারি হিসাবে সবচেয়ে বেশি। জুনে মারা গেছেন ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিল ও মে মাসে সাতজন ও তিনজন করে মারা গেছেন। মার্চে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও জুলাই মাসে সবচেয়ে বেশি, ৬৪৯৩ জন। জুনে ভর্তি হয়েছিলেন ৫৯৫১ জন, জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন এবং মে মাসে ১৭৭৩ জন রোগী ভর্তি হন।
গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে, ১৬১ জন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ভর্তি হয়েছেন ৬৫ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ৫৮ জন, ময়মনসিংহে পাঁচ জন, চট্টগ্রামে ৩৮ জন, খুলনায় নয় জন ও রাজশাহীতে ৫৭ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২৩৯ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকায় ৩৩০ জন এবং ঢাকার বাইরে ৯০৯ জন হাসপাতালে ভর্তি আছেন।
২০২৪ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৫৭৫ জনের। এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা তৃতীয় সর্বোচ্চ, আর মৃত্যুর সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।