alt

জাতীয়

গোপালগঞ্জে পুলিশের ৪ মামলায় আসামি ৫ হাজারের বেশি

কারফিউ, ১৪৪ ধারা প্রত্যাহার

প্রতিনিধি, গোপালগঞ্জ : রোববার, ২০ জুলাই ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় সেদিনই চারজন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

এ নিয়ে চারটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার রাতে এসব মামলা দায়েরের তথ্য রোববার,(২০ জুলাই ২০২৫) নিশ্চিত করেন গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান। এ ঘটনায় আরও একটি হত্যা মামলা হবে বলে জানা গেছে।

পুলিশ সূত্র জানায়, গোপালগঞ্জ সদর থানার এসআই আইয়ুব হোসেন বাদী হয়ে কিশোর রমজান কাজী (১৭) হত্যার ঘটনায় মামলা করেছেন। এজাহারে বলা হয়েছে, এনসিপি নেতাকর্মীরা গত বুধবার দুপুরে শান্তিপূর্ণ সমাবেশ শেষে পৌর পার্ক থেকে দুপুরে মাদারীপুরের উদ্দেশে গাড়িবহর নিয়ে রওনা দেন। তারা গোপালগঞ্জ শহরের এসকে সালেহিয়া মাদ্রাসার কাছে পৌঁছালে সাড়ে ৪ হাজার আওয়ামী লীগ নেতাকর্মী ব্যারিকেড দেয়। সেখানে আগে থেকে ওঁৎপেতে থাকা ৮শ’ থেকে ৯শ’ দুষ্কৃতিকারী গাড়িবহরে দেশীয় অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। পুলিশ ও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি চালায়। এ সময় রমজান কাজী গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপর ৩ মামলার বর্ণনা ও আসামি সংখ্যা ১ হাজার ৪ শ’ থেকে ৫শ’ জন করে । দীপ্ত সাহার (২৭) মৃত্যুর ঘটনায় সদর থানার এসআই শামীম হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ জন দুষ্কৃতকারীকে আসামি করে হত্যা মামলা করেছেন। এজাহারে বলা হয়েছে, কতিপয় দুষ্কৃতিকারীরা বেলা আড়াইটার দিকে সেনাবাহিনী ও পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় কলেজ মসজিদের পাশে মিলন ফার্মেসির সামনের দীপ্ত সাহা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে সোহেল রানা মোল্লা (৩০) হত্যার ঘটনায় মামলা করেন। এজাহারে বলা হয়েছে, লঞ্চঘাট এলাকায় দুষ্কৃতিকারীদের গুলিতে সোহেল রানা আহত হন। তাকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করা হয়। একইদিন লঞ্চঘাট এলাকার পুরাতন সোনালী ব্যাংকের সামনে দুষ্কৃতিকারীদের গুলিতে ইমন তালুকদার (১৭) নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা করেছেন এসআই শেখ মিজানুর রহমান। ওই দুই মামলাতেই ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে।

এছাড়া গত বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিকশাচালক রমজান মুন্সী (৩২)। এই ঘটনাতেও পরে একটি হত্যা মামলা দায়ের হবে বলে জানা গেছে। রমজান মুন্সী ছাড়া অন্য চারজনের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি বা ময়নাতদন্ত করা হয়নি।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির সাহজদুর রহমান বলেন, হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিলম্বে হলেও ময়নাতদন্ত করা হবে বলে জানান ওই কর্মকর্তা ।

এ পর্যন্ত গোপালগঞ্জে এ ঘটনায় হত্যাসহ ৮টি মামলা দায়ের করা করা হয়েছে। প্রতিটি মামলায় পুলিশ বাদী হয়েছে। ৮ মামলায় ৮ হজার ৪শ’ ৮ জনকে আসামি করা হয়েছে। রোববার পুলিশ ২৪ জনকে গ্রেপ্তার করে। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ৩০১ জন।

গোপালগঞ্জে হামলা-সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা কারফিউ শিথিলের পর ১৪৪ ধারাও বলবৎ না থাকার কথা জানিয়েছে জেলা প্রশাসন। রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ‘আজ রাত আটটার পর গোপালগঞ্জ জেলায় ১৪৪ ধারা ও কারফিউ বলবৎ থাকবে না। সার্বিক অবস্থা পর্যালোচনা করা হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনাপূর্বক পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া অপরাধীদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।’

এর আগে শনিবার রাতে জারি করা বিজ্ঞপ্তিতে কারফিউ শিথিল করে রোববার সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছিল জেলা প্রশাসন।

গত বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচিতে হামলা করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় সহিংসতার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে ১৪৪ ধারা জারি করেন জেলা ম্যাজিস্ট্রেট। পরে পরিস্থিতি অবনতির কারণে ওই দিন সন্ধ্যা ছয়টা থেকে কারফিউ জারি করা হয়। পরদিন বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন

আহমেদ চৌধুরী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রথম দফায় কারফিউয়ের মেয়াদ বাড়িয়ে গত শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত করেন। এর মধ্যে শুক্রবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল ছিল। শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় দফায় কারফিউর মেয়াদ বাড়িয়ে রোববার সকাল ছয়টা পর্যন্ত কার্যকর রাখা হয়। এরপর ১৪ ঘণ্টা শিথিল রেখে রাত আটটা থেকে রোববার সকাল ছয়টা পর্যন্ত কারফিউর মেয়াদ বাড়ানো হয়।

হাতিরঝিলে চক্রাকার বাস সার্ভিসে র‌্যাপিড পাস চালু

ছবি

বান্দরবানে পররাষ্ট্র উপদেষ্টা: পার্বত্যাঞ্চলে পরিপূর্ণ শান্তি ফেরাতে বর্তমান সরকার গুরুত্বসহকারে দেখছে

পটিয়ায় গৃহবধূর আত্মহত্যা: পরিবারের দাবি নির্যাতনে মৃত্যু

কদমতলীতে মা ও মেয়ে খুন : দুইজনের মৃত্যুদণ্ড

ছবি

জাফলংয়ের পিয়াইন নদীতে চাঁদাবাজদের দৌরাত্ম্য

ছবি

কৃষি: আবহাওয়ার সঠিক পূর্বাভাস বদলে দিচ্ছে কৃষকের জীবন

ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫: তফসিল ঘোষণা ২৯ জুলাই

ডিমলায় মধ্যযুগীয় কায়দায় গাছে উল্টো করে বেঁধে যুবককে নির্যাতন

বিএমইউতে ক্যান্সার রোগীদের চিকিৎসায় রেডিওথেরাপির দ্বিতীয় শিফট চালু

ছবি

সেনাবাহিনীতে পদোন্নতিতে পেশাগত দক্ষতার ওপর জোর দেন প্রধান উপদেষ্টা

নিবন্ধনে তথ্য ঘাটতি: দ্বিতীয় ধাপে এনসিপিসহ ৮২ দলকে চিঠি দিচ্ছে ইসি

ছবি

দিন দিন রেলপথে আমদানি কমছে বেনাপোলে

আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘অনেক উন্নত’, ভোটে সমস্যা ‘হবে না’: স্বরাষ্ট্র উপদেষ্টা

এসএসসির ভুয়া প্রশ্ন সরবরাহের ১৭টি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট শনাক্ত : সিআইডি

সংশোধিত ফৌজদারি কার্যবিধি: প্রথম অব্যাহতি পেল তরুণ ফাইয়াজ

কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর

কোটালীপাড়ায় ‘গণগ্রেপ্তার-হয়রানির’ অভিযোগ বিএনপির

প্রধানমন্ত্রী ও দলীয়প্রধান একই ব্যক্তি: বিএনপি ও জামায়াত-এনসিপির ভিন্নমত

ছবি

২০ বছরের মেয়াদউত্তীর্ন বাস ও ২৫ বছরের ট্রাকের বিরুদ্ধে অভিযানে বিআরটিএ

ছবি

পদোন্নতি প্রক্রিয়ায় নেতৃত্ব ও সততার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

ছবি

ইস্পাতের পাখির উড়াল শেষ, ভাস্কর হামিদুজ্জামান খানের বিদায়

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সর্বোচ্চ ৪০ শতাংশ বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে

মিটফোর্ডে সোহাগ হত্যা: রিমান্ড শেষে কারাগারে দুই ভাই

এডিস মশার উপদ্রব সারাদেশে ছড়িয়ে পড়েছে

একাত্তর ও গণতন্ত্র প্রশ্নে ছাড় নয়: মির্জা ফখরুল

ছবি

মাশরুম উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ

ছবি

দেবিদ্বারে ঘুমন্ত নারীকে হত্যার অভিযোগে প্রেমিক ও স্বামী গ্রেপ্তার

ছবি

চাপাতি হাতে পুলিশের সামনে দিয়ে চলে গেল ছিনতাইকারী

ছবি

ইবি শিক্ষার্থী মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তার দাবিতে দিনভর উত্তাল ক্যাম্পাস

‘গণঅভ্যুত্থানের পর নারীর ভূমিকা অবমূল্যায়ন করা হয়’

ট্যারিফ অনুমোদন ছাড়াই চলছে রামপালসহ ৯টি বিদ্যুৎকেন্দ্র

গোপালগঞ্জে কারফিউ বাড়লো

এনসিপির নিবন্ধন আবেদনে ছয় ঘাটতি, সংশোধনের জন্য ইসির চিঠি

গোপালগঞ্জে হতাহতের ঘটনায় নিন্দা ও তদন্তের দাবি জানিয়ে ২১ নাগরিকের বিবৃতি

ছবি

চকরিয়ায় এনসিপির পথসভা পণ্ড: উত্তপ্ত কক্সবাজার

গোপালগঞ্জের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চায় এইচআরএফবি

tab

জাতীয়

গোপালগঞ্জে পুলিশের ৪ মামলায় আসামি ৫ হাজারের বেশি

কারফিউ, ১৪৪ ধারা প্রত্যাহার

প্রতিনিধি, গোপালগঞ্জ

রোববার, ২০ জুলাই ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় সেদিনই চারজন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

এ নিয়ে চারটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার রাতে এসব মামলা দায়েরের তথ্য রোববার,(২০ জুলাই ২০২৫) নিশ্চিত করেন গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান। এ ঘটনায় আরও একটি হত্যা মামলা হবে বলে জানা গেছে।

পুলিশ সূত্র জানায়, গোপালগঞ্জ সদর থানার এসআই আইয়ুব হোসেন বাদী হয়ে কিশোর রমজান কাজী (১৭) হত্যার ঘটনায় মামলা করেছেন। এজাহারে বলা হয়েছে, এনসিপি নেতাকর্মীরা গত বুধবার দুপুরে শান্তিপূর্ণ সমাবেশ শেষে পৌর পার্ক থেকে দুপুরে মাদারীপুরের উদ্দেশে গাড়িবহর নিয়ে রওনা দেন। তারা গোপালগঞ্জ শহরের এসকে সালেহিয়া মাদ্রাসার কাছে পৌঁছালে সাড়ে ৪ হাজার আওয়ামী লীগ নেতাকর্মী ব্যারিকেড দেয়। সেখানে আগে থেকে ওঁৎপেতে থাকা ৮শ’ থেকে ৯শ’ দুষ্কৃতিকারী গাড়িবহরে দেশীয় অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। পুলিশ ও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি চালায়। এ সময় রমজান কাজী গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপর ৩ মামলার বর্ণনা ও আসামি সংখ্যা ১ হাজার ৪ শ’ থেকে ৫শ’ জন করে । দীপ্ত সাহার (২৭) মৃত্যুর ঘটনায় সদর থানার এসআই শামীম হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ জন দুষ্কৃতকারীকে আসামি করে হত্যা মামলা করেছেন। এজাহারে বলা হয়েছে, কতিপয় দুষ্কৃতিকারীরা বেলা আড়াইটার দিকে সেনাবাহিনী ও পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় কলেজ মসজিদের পাশে মিলন ফার্মেসির সামনের দীপ্ত সাহা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে সোহেল রানা মোল্লা (৩০) হত্যার ঘটনায় মামলা করেন। এজাহারে বলা হয়েছে, লঞ্চঘাট এলাকায় দুষ্কৃতিকারীদের গুলিতে সোহেল রানা আহত হন। তাকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করা হয়। একইদিন লঞ্চঘাট এলাকার পুরাতন সোনালী ব্যাংকের সামনে দুষ্কৃতিকারীদের গুলিতে ইমন তালুকদার (১৭) নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা করেছেন এসআই শেখ মিজানুর রহমান। ওই দুই মামলাতেই ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে।

এছাড়া গত বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিকশাচালক রমজান মুন্সী (৩২)। এই ঘটনাতেও পরে একটি হত্যা মামলা দায়ের হবে বলে জানা গেছে। রমজান মুন্সী ছাড়া অন্য চারজনের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি বা ময়নাতদন্ত করা হয়নি।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির সাহজদুর রহমান বলেন, হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিলম্বে হলেও ময়নাতদন্ত করা হবে বলে জানান ওই কর্মকর্তা ।

এ পর্যন্ত গোপালগঞ্জে এ ঘটনায় হত্যাসহ ৮টি মামলা দায়ের করা করা হয়েছে। প্রতিটি মামলায় পুলিশ বাদী হয়েছে। ৮ মামলায় ৮ হজার ৪শ’ ৮ জনকে আসামি করা হয়েছে। রোববার পুলিশ ২৪ জনকে গ্রেপ্তার করে। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ৩০১ জন।

গোপালগঞ্জে হামলা-সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা কারফিউ শিথিলের পর ১৪৪ ধারাও বলবৎ না থাকার কথা জানিয়েছে জেলা প্রশাসন। রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ‘আজ রাত আটটার পর গোপালগঞ্জ জেলায় ১৪৪ ধারা ও কারফিউ বলবৎ থাকবে না। সার্বিক অবস্থা পর্যালোচনা করা হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনাপূর্বক পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া অপরাধীদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।’

এর আগে শনিবার রাতে জারি করা বিজ্ঞপ্তিতে কারফিউ শিথিল করে রোববার সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছিল জেলা প্রশাসন।

গত বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচিতে হামলা করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় সহিংসতার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে ১৪৪ ধারা জারি করেন জেলা ম্যাজিস্ট্রেট। পরে পরিস্থিতি অবনতির কারণে ওই দিন সন্ধ্যা ছয়টা থেকে কারফিউ জারি করা হয়। পরদিন বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন

আহমেদ চৌধুরী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রথম দফায় কারফিউয়ের মেয়াদ বাড়িয়ে গত শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত করেন। এর মধ্যে শুক্রবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল ছিল। শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় দফায় কারফিউর মেয়াদ বাড়িয়ে রোববার সকাল ছয়টা পর্যন্ত কার্যকর রাখা হয়। এরপর ১৪ ঘণ্টা শিথিল রেখে রাত আটটা থেকে রোববার সকাল ছয়টা পর্যন্ত কারফিউর মেয়াদ বাড়ানো হয়।

back to top