দেশে গত কয়েক মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ‘অনেক উন্নত হয়েছে’ বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিস্থিতি এমন থাকলে সংসদ নির্বাচনে ‘কোনো সমস্যা হবে না’ বলেও মন্তব্য করেন তিনি। রোববার,(২০ জুলাই ২০২৫) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, সভায় জেলা প্রশাসক, র্যাব, সেনাবাহিনীকে ডাকা হয়েছিল। ‘তাদের থেকে আমরা শুনলাম তারা কীভাবে কাজ করছে এবং আগে কী পরিস্থিতি ছিল এখন কী রকম পরিস্থিতি এরকম। এদের থেকে যে ফিডব্যাক পাওয়া গেল, তারা বললেন আগের থেকে এখন পরিস্থিতি এখন অনেক উন্নত হয়েছে।’ এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘উন্নতি হয়েছে কি হয়নি তা আপনারাই বলতে পারবেন।’
গোপালগঞ্জের এনসিপির সমাবেশ ঘিরে সংর্ষের ঘটনা নিয়ে তিনি বলেন, ‘সেখানে যে ঘটনা ঘটেছে সেটা আমি অস্বীকার করছি না। এটা তো রাজনীতি, রাজনীতি করতে গেলে অনেক সময় অনেক কিছু হয়, আমরাও করছি, ঢাকা ইউনিভার্সিটি তে অনেক কিছু হয়। ঘটনার পরে
ব্যবস্থা নেয়া হচ্ছে কিনা সেটাই হচ্ছে আসল কথা। আমরা ব্যবস্থা নিচ্ছি।’
গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলি ছোঁড়া নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, ‘পরিস্থিতিতে, যে সময় যে পরিস্থিতি ওইভাবে..।’ গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় রোববার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগের ডাকা ‘সর্বাত্মক’ হরতাল প্রসঙ্গও ওঠে সেখানে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘হরতাল হয়েছে কি না এটা বলেন। হরতালে নাশকতা আরো বেশি হত। অনেকটা কমিয়ে আনতে পেরেছি কিনা আপনারাই বলেন।’ গোপালগঞ্জের ঘটনার পর এই আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নির্বাচন সম্ভব কিনা প্রশ্ন রাখা হয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে।
তিনি বলেন, ‘নির্বাচন করতে পারবে না কেন? আইনশৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি আরও অনেক সময় রয়ে গেছে। ট্রেনিং হচ্ছে আল্লাহ দিলে করতে কোনো অসুবিধা হবে না।’ এ ধরনের প্রশ্নকে মত প্রকাশের স্বাধীনতার বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি। ‘এই যে প্রশ্নটা করলেন এটা মত প্রকাশের একটি সৌন্দর্য্য, আমি আমার মত প্রকাশ করতে পারছি। একটা অনুরোধ থাকবে মত প্রকাশের সময় অশালীন কোনো ভাষা যেন ব্যবহার করা না হয় আক্রমণাত্মক ব্যবহার না করা হয়। গণতন্ত্রের সৌন্দর্য্য হলে সত্যি কথা বলা। মিথ্যা বললে গণতন্ত্র হয় না।’
অন্যায় করলে শাস্তি পেতে হবে এবং দুষ্কৃতকারীরা যেন কোনো ছাড়া না পায় সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী ‘সতর্ক রয়েছে’ বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, এখন আর গণগ্রেপ্তার ‘হচ্ছে না’, কেবল যারা অপরাধ করছেন, তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
রোববার, ২০ জুলাই ২০২৫
দেশে গত কয়েক মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ‘অনেক উন্নত হয়েছে’ বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিস্থিতি এমন থাকলে সংসদ নির্বাচনে ‘কোনো সমস্যা হবে না’ বলেও মন্তব্য করেন তিনি। রোববার,(২০ জুলাই ২০২৫) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, সভায় জেলা প্রশাসক, র্যাব, সেনাবাহিনীকে ডাকা হয়েছিল। ‘তাদের থেকে আমরা শুনলাম তারা কীভাবে কাজ করছে এবং আগে কী পরিস্থিতি ছিল এখন কী রকম পরিস্থিতি এরকম। এদের থেকে যে ফিডব্যাক পাওয়া গেল, তারা বললেন আগের থেকে এখন পরিস্থিতি এখন অনেক উন্নত হয়েছে।’ এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘উন্নতি হয়েছে কি হয়নি তা আপনারাই বলতে পারবেন।’
গোপালগঞ্জের এনসিপির সমাবেশ ঘিরে সংর্ষের ঘটনা নিয়ে তিনি বলেন, ‘সেখানে যে ঘটনা ঘটেছে সেটা আমি অস্বীকার করছি না। এটা তো রাজনীতি, রাজনীতি করতে গেলে অনেক সময় অনেক কিছু হয়, আমরাও করছি, ঢাকা ইউনিভার্সিটি তে অনেক কিছু হয়। ঘটনার পরে
ব্যবস্থা নেয়া হচ্ছে কিনা সেটাই হচ্ছে আসল কথা। আমরা ব্যবস্থা নিচ্ছি।’
গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলি ছোঁড়া নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, ‘পরিস্থিতিতে, যে সময় যে পরিস্থিতি ওইভাবে..।’ গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় রোববার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগের ডাকা ‘সর্বাত্মক’ হরতাল প্রসঙ্গও ওঠে সেখানে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘হরতাল হয়েছে কি না এটা বলেন। হরতালে নাশকতা আরো বেশি হত। অনেকটা কমিয়ে আনতে পেরেছি কিনা আপনারাই বলেন।’ গোপালগঞ্জের ঘটনার পর এই আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নির্বাচন সম্ভব কিনা প্রশ্ন রাখা হয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে।
তিনি বলেন, ‘নির্বাচন করতে পারবে না কেন? আইনশৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি আরও অনেক সময় রয়ে গেছে। ট্রেনিং হচ্ছে আল্লাহ দিলে করতে কোনো অসুবিধা হবে না।’ এ ধরনের প্রশ্নকে মত প্রকাশের স্বাধীনতার বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি। ‘এই যে প্রশ্নটা করলেন এটা মত প্রকাশের একটি সৌন্দর্য্য, আমি আমার মত প্রকাশ করতে পারছি। একটা অনুরোধ থাকবে মত প্রকাশের সময় অশালীন কোনো ভাষা যেন ব্যবহার করা না হয় আক্রমণাত্মক ব্যবহার না করা হয়। গণতন্ত্রের সৌন্দর্য্য হলে সত্যি কথা বলা। মিথ্যা বললে গণতন্ত্র হয় না।’
অন্যায় করলে শাস্তি পেতে হবে এবং দুষ্কৃতকারীরা যেন কোনো ছাড়া না পায় সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী ‘সতর্ক রয়েছে’ বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, এখন আর গণগ্রেপ্তার ‘হচ্ছে না’, কেবল যারা অপরাধ করছেন, তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।