রফিকুল ইসলাম, শিবালয় (মানিকগঞ্জ)

রোববার, ১০ আগস্ট ২০২৫

পাটুরিয়া ফেরিঘাটে ভেসে গেছে পন্টুন-জেটি, জনদুর্ভোগ

বালু-মাটি তোলার কারণেই গভীর গর্ত নদীতে

image
পাটুরিয়ায় নদীর প্রবল স্রোতে ভেসে গেছে জেটি ও পন্টুন, ঝুঁকি নিয়ে লঞ্চে উঠছেন যাত্রীরা -সংবাদ

পাটুরিয়া ফেরিঘাটে ভেসে গেছে পন্টুন-জেটি, জনদুর্ভোগ

বালু-মাটি তোলার কারণেই গভীর গর্ত নদীতে

রোববার, ১০ আগস্ট ২০২৫
রফিকুল ইসলাম, শিবালয় (মানিকগঞ্জ)

ঘাটের সঙ্গেই নদীতে ড্রেজার বসিয়ে নদী হতে বালু তোলার কারণেই পাটুরিয়ায় ভেঙে গেছে যাত্রী তোলার জেটি ও লঞ্চ পন্টুন। কয়েকদিন পার হলেও বেসরকারিভাবে চলা লঞ্চ ঘাট ও পন্টুন এখনও ঠিক করা হয়নি। লঞ্চ মালিকরাও এই ব্যাপারে কোনো কার্যকরী ব্যবস্থা না নিয়েই তাদের ব্যবসা অব্যাহত রেখেছে। কাঠের সিঁড়িঁ ও মাটির ঘাট দিয়েই যাত্রী তোলা হচ্ছে লঞ্চে। এতে যাত্রী হয়রানিসহ তাদের জীবনের আশঙ্কা করছেন অনেকেই।

এলাকাবাসী জানান, যেখানে ঘাট করা হয়েছে সেখানে প্রচ- স্রোত ও পানির গভীরতা অনেক বেশি। নদীতে ড্রেজার বসিয়ে বালু তোলার কারণেই সেখানে গভীরতা বেশি এবং এর ফলে পানির ঘুর্ণায়মান স্রোতও সেখানে অনেক বেশি। যার ফলে এই স্রোতে ও ভাঙনে পাটুরিয়া ঘাট চরম হুমকির মধ্যে পড়েছে। এখনই কার্যকরী কোনো ব্যবস্থা না নিলে ঘাটটিও বিলীন হয়ে যেতে পারে।

সরজমিনে দেখা গেছে, ঘাটের এমন নাজুক পরিস্থিতিতেও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি ও টারমিনালের জমি হতে পাটুরিয়ায় চলছে অবৈধ বালু মাটির ব্যবসা। নদীর পাড় ঘেঁষে মাটি কাটার ফলে ঘাটটি পড়েছে চরম ঝুঁকিতে। যে কোনো সময় সম্পূর্ণ ঘাটটি ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের।

এদিকে এলাকার জনসাধারণের মধ্যে দেখা দিচ্ছে এলার্জিসহ নানাবিধ রোগ ব্যাধি। পাটুরিয়া ঘাটে যাওয়ার বিকল্প রাস্তাটিও ভেঙে পড়েছে। তাছাড়াও অত্যাধিক বালু উজাড় কারণে এলাকাবাসী তাদের খাবারে নিয়মিত বালু পাচ্ছে। এতে তাদের খাবারও নষ্ট হচ্ছে। এসব রোধে প্রশাসনের তরফ হতে মাঝে মধ্যে অভিযান পরিচালনা করা হলেও তা নিয়ে বিতর্ক উঠেছে।

খবর নিয়ে জানা গেছে, শিবালয়ের পাটুরিয়া ঘাটে বিআইডব্লিউএর এবং নদী তীরবর্তী এলাকা থেকে বালু-মাটি কাটার মহোৎসব চলছে। রাতের আধারে পদ্মা নদীতে কাটার বসিয়ে বাল্কহেডে ফোরসোর জায়গা দখল করে বালু মাটির ব্যবসা করছে স্থানীয় একটি দুর্বৃত্ত চক্র। এরা সিন্ডিকেট করে এই বালু মাটি কেটে দেদারছে বাণিজ্য করলেও সরকার কোনো রাজস্ব পাচ্ছে না। এভাবে অবৈধভাবে বালু-মাটি কাটা অব্যহত থাকলে চলতি বর্ষা মৌসুমে পাটুরিয়া ফেরি ঘাট ও নৌ-বন্দরসহ আশপাশের এলাকা নদী ভাঙনের কবলে পড়বে। ইতোমধ্যেই একটি জেটি ভেঙে গেছে। একই কারণে পাটুরিয়া ফেরিঘাট ও নদীবন্দর হুমকির মুখে পরেছে বলেও জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

এলাকাবাসী জানিয়েছেন, প্রভাবশালী নেতাদের যোগসাজসেই চলছে অবৈধ এসব বালু-মাটির ব্যবসা। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পরও চলছে বালু-মাটির ব্যবসা। হাত বদলে বর্তমান প্রভাবশালীদের সহযোগিতায় আগের বালুচক্রের সদস্যরাই অবৈধভাবে বালু উত্তোলন ও মাটির ব্যবসা শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। অবৈধ বালু-মাটি ব্যবসার সঙ্গে সংযুক্ত একাধিক সূত্র জানিয়েছে, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও শিবালয়ের বিভিন্ন জায়গায় অবৈধভাবে বালু ও মাটি ব্যবসায়ীরা সক্রিয় হয়ে উঠেছে। রাত হলেই শুরু হয় তাদের কর্মযজ্ঞ।

সরজমিনে পাটুরিয়া ঘাট ঘুরে দেখা গেছে, পাটুরিয়া ফেরি ঘাটের আশপাশে বিআইডব্লিউটিএর ফোরসোর জায়গায় অন্তত পাঁচটি স্থানে অবৈধ বালুর চাতাল রয়েছে। নদীর তীরে এসব জায়গা থেকে বালু মাটি কেটে নেয়ার ধুম পড়েছে। সরকারি জায়গা অবৈধভবে দখল করে (এক্সক্যাভেটর) ভেকু মেশিনের সাহায্যে সরারাত নদী তীরবর্তী এলাকা থেকে বালু-মাটি কেটে বিক্রি করা হচ্ছে। অভিযোগ উঠেছে, অসাধু ব্যবসায়ীরা প্রশাসনকে ম্যানেজ করেই অবৈধভাবে বালু-মাটির ব্যাবসা করছে। বেপরোয়াভাবে বালু মাটি কেটে নেয়ায় চলতি বর্ষা মৌসুমে ব্যাপকভাবে নদী ভাঙনের শুরু হয়েছে।

বর্তমান পাটুরিয়া লঞ্চঘাট পরিস্থিতি নিয়ে ম্যানেজার পান্নু লাল নন্দী বলেছেন, বর্তমানে আমাদের খুবই অসুবিধা হচ্ছে যাত্রী উঠানামা করানোসহ নানাবিধ বিষয়ে। বর্তমান যেখানে যাত্রী উঠানামা করানো হচ্ছে সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় নিরাপত্তার ঘাটতি দেখা দিয়েছে। তাছাড়া এখানে যাত্রীদের বিশ্রামাগার এবং পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় আরও অসস্থিরকর অবস্থার মধ্যে পড়তে হচ্ছে আমাদের। আমরা বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের অনুরোধ করেছিল মিনি টারমিনালে আমাদের লঞ্চ পল্টুন স্থাপন করার জন্য। কিন্তু রহস্যজনক কারণে তারা সেটা করছে না। এতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

মিনি টারমিনাল এলাকায় দেখা গেছে, পুরো এলাকাজুড়ে বালুর চাতাল করা হয়েছে। বিআইডব্লিউটিএ সেগুলো সরানোর ব্যাপারে কোনো ভূমিকা রাখছেন তা চোখে পড়েনি। টারমিনালের সরকারী জমি জুড়ে বালুর ব্যাবসা ও নদীর মাঝে ঘাটের সঙ্গেই দেশীয় ড্রেজিং ব্যবসার সাথে বিআইডব্লিউটিএর কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারী জড়িত রয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

এসব বিষয়ে বিআইডব্লিউএর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা, পরিচালক, বন্দর ও পরিবহন বিভাগ এর আরিফ হাসনাত কল রিসিভ করেননি এবং তাদের হোয়াটসঅ্যাপে পাঠানো প্রশ্নের কোনো উত্তর দেননি।

এসব বিষয়ে কথা বললে শিবালয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেছেন, পাটুরিয়ায় অবৈধ বালু কাটা এবং তা বাজারজাত করার জন্য আমার ইউনিয়নের রাস্তাটি ব্যবহার করে ভেঙ্গে ফেলা হচ্ছে। এখন এই রাস্তা দিয়ে চলাচল দুর্বিসহ হয়ে উঠেছে এবং সরকারি সম্পত্তিরও ক্ষতি হচ্ছে। এখনতো লঞ্চে যাত্রী উঠানামায়ও ভোগান্তি হচ্ছে। আমি এসব বিষয়ে বারবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেও কোনো ফল পাচ্ছি না।

এ বিষয়ে আরিচা ও পাটুরিয়া নদীবন্দর কর্মকর্তা শেখ সেলিমকে একাধিকবার ফোন করেও সাড়া মেলেনি। তার হোয়াটসঅ্যাপে পাঠানো প্রশ্নেরও কোনো উত্তর দেননি।

শিবালয়ে উপজেলা নির্বাহী অফিসার জানান, পাটুরিয়া ঘাটে অবৈধ মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা মাঝে মধ্যেই মোবাইল কোর্ট পরিচালনা করে আসছি এবং আমাদের এই মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

ছবি ক্যাপশন॥ পাটুরিয়ায় ফোরসোর জায়গায় বালুর স্তুপ। নদীর প্রবল স্রোতে ভেসে গেছে জেটি ও পল্টুন নদীর মধ্যেই বালু তোলার দৃশ্য

‘জাতীয়’ : আরও খবর

» ‘সঞ্জীবন প্রকল্পে’ উৎপাদনমুখী সামাজিক বিনিয়োগ আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে মাইলফলক: আনসার প্রধান

» সিইসির আগামীকালের ভাষণ রেকর্ডের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনের চিঠি

» প্রবাসী ভোটার নিবন্ধন ২ লাখ ৫৯ হাজার ছাড়ালো

» বেগম রোকেয়া দিবস

» কিছু ব্যবসায়ী ও আমলা নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে বাধা: জ্বালানি উপদেষ্টা

» ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ৯৮ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ৩৯৮ জন

» খালেদা জিয়ার লন্ডন যাত্রা অনিশ্চিত

» কারাগারে শওকত মাহমুদ, রিমান্ড শুনানি বৃহস্পতিবার

» বেক্সিমকো এভিয়েশনের সালমান ও সোহেলসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা

» রোজা ও পূজা বিতর্ক : শিশির মনিরের বিরুদ্ধে মামলা

» মার্কিন নাগরিকের মামলায় শওকত মাহমুদ গ্রেপ্তার

» ডেঙ্গু: আরও ৫১৬ জন হাসপাতালে, মৃত্যু ২

» খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান

» ‘মিনেসোটা প্রটোকল’ মেনেই জুলাই শহীদদের শনাক্ত করা হবে: সিআইডি

» দুর্নীতি আছে, দখল-চাঁদাবাজিও চলছে, সরকারের অভ্যন্তরেও দুর্নীতি হয়েছে

» প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠী মারাত্মক বৈষম্যের শিকার

» গুম: ট্রাইব্যুনালে অভিযোগ গঠন নিয়ে আসামিপক্ষের শুনানি কাল

» বিদেশে নেয়ার অবস্থায় নেই খালেদা জিয়া

» ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য ‘সম্পূর্ণ প্রস্তুত’ ইসি, ‘সন্তুষ্ট’ প্রধান উপদেষ্টা

» বাংলাদেশে আমরা ভিন্ন মতকে প্রতিষ্ঠা করতে চাই-উপদেষ্টা ফাওজুল কবির খান