alt

উদ্বেগ-উৎকণ্ঠা, জোরদার নিরাপত্তা

মাসুদ রানা : বুধবার, ১২ নভেম্বর ২০২৫

কয়েকদিনের মতো বুধবারও বিভিন্ন জায়গায় বোমাবাজি ও যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এক মামলায় ট্রাইব্যুনালের রায়ের তারিখ ঘোষণার কথা বৃহস্পতিবার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিও বৃহস্পতিবার। বিভিন্ন এলাকায় যানবাহন এবং হোটেলে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। আদালত ও শহরের গুরুত্বপূর্ণ মোড় এবং প্রবেশপথে বিজিবি ও পুলিশের বাড়তি সতর্কতা -সংবাদ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় বৃহস্পতিবার ঘোষণা করবে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। রায়কে ঘিরে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। পাশাপাশি বৃহস্পতিবার ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি দেয় দলটি। সাম্প্রতিক সহিংসতা, ভীতি সৃষ্টির চেষ্টা ও সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক কর্মকাণ্ডও চলছে। গত সোমবার রাজধানীর একাধিক স্থানে বাসে আগুন দেয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। এসব ঘটনার ফলে রাজধানীজুড়ে বাড়ানো হয়েছে পুলিশের টহল ও নজরদারি। বুধবার,(১২ নভেম্বর ২০২৫)ও বেশ কয়েকটি স্থানে বাসে আগুন দেয়ার খবর পাওয়া গেছে। তবে নাশকতা ঠেকাতে ঢাকা ৮টি জোনে বিভক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীকে মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও মাঠে আছে।

ট্রাইব্যুনালে বৃহস্পতিবার শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণার কথা

নিষিদ্ধ আওয়ামী লীগ ডেকেছে ঢাকা ‘লকডাউন’

দোকানপাট খোলা থাকবে, ঘোষণা মালিক সমিতির

অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের ঘোষণা

বুধবারও রাজধানীতে চার স্থানে যানবাহনে আগুন

দলীয় কর্মী জড়ো হওয়ার খবরে নওফেলের বাসায় পুলিশের অভিযান

হোটেলে-মেসে আওয়ামী লীগ কর্মীদের খোঁজে তল্লাশি

ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন

ধোলাইপাড়ে মাওয়া এক্সপ্রেসওয়ের মুখে বাসে আগুন

রাজধানীর ধোলাইপাড়ে মাওয়া এক্সপ্রেসওয়ের মুখে সড়কে একটি বাস আগুনে পুড়েছে। বুধবার সন্ধ্যায় ওই বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তা নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার জানান, সন্ধ্যা ৬টা ৩৮মিনিটে বাসে আগুনের খবর পেয়ে সেখানে দুটো ইউনিট গিয়েছে। এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, ধোলাইপাড় ইয়ানজিন রেস্তোঁরার সামনে এক্সপ্রেসওয়ের লেনে বাসটি আগুনে জ্বলছে। ভিডিওতে বলতে শোনা যায়, বাসটিতে ‘অগ্নিসংযোগ’ করা হয়েছে। এ নিয়ে বুধবার রাজধানীতে চার স্থানে যানবাহনে আগুন লাগার ঘটনা ঘটলো।

এরমধ্যে মিরপুরে সনি সিনেমার সামনে শতাব্দী পরিবহন নামের একটি বাসে আগুন দেয়া হয়। অন্যদিকে কাকরাইলে রমনা থানার সামনে আগুনে পোড়ে পুলিশের একটি পিকআপ ভ্যান। এছাড়া উত্তরায় পুড়েছে একটি মাইক্রোবাস। দুটি ঘটনাই যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে বলে পুলিশ ও ফায়ার সার্ভিসের তরফে জানানো হয়েছে। আগুনের এসব ঘটনায় এখন পর্যন্ত কারও হতাহতের খবর মেলেনি।

### গাজীপুরে তিন বাসে আগুন

গাজীপুর থেকে আমাদের জেলা বার্তা পরিবেশক জানান, গাজীপুরে পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দেয়া হয়েছে। বুধবার ভোরে নগরীর ভোগড়া পেয়ারা বাগান এলাকায় ও শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকায় এবং গতকাল মঙ্গলবার রাতে নগরীর কাশিমপুর থানাধীন চক্রবর্তী এলাকায় এসব ঘটনা ঘটে। এতে কারও হতাহতের খবর পাওয়া যায়নি। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন বলেন, ‘ভোরে ভোগড়া পেয়ারা বাগান এলাকায় দাঁড়িয়ে থাকা ‘ভিআইপি পরিবহনের’ বাসে অগ্নিসংযোগ করা হয়। এ সময় আশপাশের লোকজন আগুন নেভাতে চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। ‘পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।’ তিনি বলেন, ‘শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ‘প্রভাতী পরিবহনের’ একটি বাসেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর আগে নগরীর চক্রবর্তী এলাকায় কালিয়াকৈর-নবীনগর সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয়ার খবর জানান কাশিমপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান।

### আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

আমাদের সাভার প্রতিনিধি জানান, ঢাকার আশুলিয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয়ার খবর পাওয়া গেছে। এ সময় তাড়াহুড়ো করে বাস থেকে নামতে গিয়ে আহত হয়েছেন চালক। বুধবার ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে বলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বলছে, একটি মোটরসাইকেলে করে দুইজন ব্যক্তি এসে বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন দিলে একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বাসের ভেতরে সব পুড়ে যায়। বাসের চালক আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেন, ‘বাসের ভেতরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আগুন দেখে আমি জানালা দিয়ে লাফ দিয়ে নেমে যাই। বাস থেকে নেমে দেখি চারজন দুইটি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তারা হেলমেট পড়া ছিল। ‘তাদের দেখে যখন আমি চিল্লানি শুরু করি তখন তারা ফাঁকা গুলি ছুঁড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। বাস থেকে নামার সময় আমি হাঁটুতেও আঘাত পাই।’

### এবার মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে পেট্রোলবোমা

মোহাম্মদপুরের ইকবাল রোডের প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা ছোড়া হয়েছে এবার। সেন্ট যোসেফ স্কুলের ফটকে হাতবোমা বিস্ফোরণের তিনদিনের মাথায় গতকাল মঙ্গলবার রাতে কাছের প্রিপারেটরি স্কুলে এ হামলায় আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও আতঙ্ক ছড়িয়েছে। মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ বলেন, ‘প্রিপারেটরি স্কুল লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা, তবে কেউ হতাহত হননি।’ সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, রাত ১২টার দিকে দুটি মোটরসাইকেলে চারজন এসে পরপর দুটি পেট্রোল বোমা স্কুলের ভেতরে ছুঁড়ে দিয়ে পালিয়ে যায়। তার আগে মোটরসাইকেল দুটিকে ওই এলাকায় একবার ঘুরতে দেখা যায়। দুই মোটরসাইকেলের চালকদের মাথায় হেলমেট ছিল। আর পেছনের আরোহীর মাথায় ছিল ক্যাপ, মুখে মাস্ক। মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউর এক সড়কেই পাঁচটি স্কুল। গত রোববার সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজের ফটকে ককটেল বিস্ফোরণের পর আতঙ্ক ছড়ায়।

### ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন

আমাদের ব্রাক্ষণবাড়িয়া জেলা বার্তা পরিবেশক জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের আমতলী নামক স্থানে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এতে আসবাবসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। তবে টাকার ভল্টের কোনো ধরনের ক্ষতি হয়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোর ২টার দিকে উপজেলার আমতলী বাজারে চান্দুরা গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন লেগে অফিসের ফ্যান ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। অফিসের লোকজন ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আসে। ব্যাংকের চান্দুরা ব্রাঞ্চের ম্যানেজার মো. কলিম উদ্দিন জানান, নাশকতার উদ্দেশ্যে জানালার গ্লাস ভেঙে দুষ্কৃতিকারীরা পেট্রোল দিয়ে কাঠের টুকরোর সঙ্গে কাপড় পেঁচিয়ে ভেতরে আগুন লাগিয়ে দেয়। এতে অফিসের ৩টি ফ্যান, সেলফসহ অনেক প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়।

### মেহেরপুর পুলিশ সুপারের বাসভবনে আগুন

আমাদের মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুর পুলিশ সুপারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল ৪টার দিকে শহরের কোর্ট মোড় এলাকায় অবস্থিত পুলিশ সুপারের বাসভবনের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। এ সময় আশপাশের লোকজন জড়ো হয় সেখানে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়। প্রাথমিকভাবে জানা যায়, বাসভবনে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রটির বিস্ফোরণের ফলে এ ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় বাসভবনের ডাইনিং স্পেসটিতে রাখা ফ্রিজ, সোফা সেট, চেয়ার, টেবিলসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে গিয়েছে বলে জানিয়েছে দমকলের দল। বাসভবনে নিজে একা থাকেন বলে জানিয়ে পুলিশ সুপার বলেন, খবর পাওয়া মাত্রই বাসভবনে এসে দেখি আগুন জ্বলছে। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারিত হয়নি বলেও জানিয়েছে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। আগুন নিয়ন্ত্রণ নিতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সাকরিয়া হায়দার।

### ফরিদপুরে পেট্রোল বোমা, ককটেল, গান পাউডার উদ্ধার, আটক ৩

আমাদের ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পেট্রোল বোমা, ককটেল ও গান পাউডারসহ বিপুল বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়েছে। যেগুলো নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য প্রস্তুত করা হচ্ছিল বলে দাবি পুলিশের। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার দুপুর ৩টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মনপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন।

### দলীয় কর্মী জড়ো হওয়ার খবরে নওফেলের বাসায় পুলিশের অভিযান

আমাদের চট্টগ্রাম ব্যুরো জানান, চট্টগ্রামের চশমাহিলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় তল্লাশি চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে নগরীর ষোলশহর এলাকার ওই বাসায় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। আটকদের থানায় নিয়ে যাওয়ার কথা বলেছেন পাঁচলাইশ থানার ওসি মো. সোলায়মান।

### হোটেলে-মেসে আওয়ামী লীগ কর্মীদের খোঁজ ও তল্লাশি, গ্রেপ্তার ৪৪

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে সামনে রেখে গতকাল মঙ্গলবার রাতভর রাজধানীর বিভিন্ন হোটেল ও মেসে তল্লাশি চালিয়েছে পুলিশ। অভিযানে ঢাকা মহানগর ডিবি আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। এর বাইরেও ডিএমপির আটটি অপরাধ বিভাগ পৃথক অভিযানে আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের খোঁজে গতকাল মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ফকিরাপুল, কাকরাইল, এলিফ্যান্ট রোডসহ নগরীর বিভিন্ন এলাকার আবাসিক হোটেলগুলোতে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানের সময় হোটেলের অতিথিদের জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে পেশা, কেন ঢাকায় এসেছেন- এমন সব প্রশ্নের মুখে পড়তে হয়। আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রয়েছে কিনা তা যাচাই করতে মোবাইল তল্লাশি করা হয়। পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই আমরা হোটেলে ও মেসে অভিযান চালাচ্ছি।

### ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে বোমাবাজি ও জ্বালাও-পোড়াওয়ের মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন করেছে সরকার। বুধবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এক বার্তায় এ তথ্য জানান। ওই বার্তায় বলা হয়, ‘রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবি মোতায়েন করা হয়েছে।’ তবে কোথায় কত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, তা ওই বার্তায় বলা হয়নি।

### দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: ডিবি

রাজধানীতে সাম্প্রতিক সহিংসতা, ভীতি সৃষ্টির চেষ্টা ও সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবি বলছে, আইন প্রয়োগের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে এসব কার্যক্রম দমন করা হবে। বুধবার রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, আমরা নগরবাসীর সহযোগিতা চেয়েছি। যারা ভীতি সৃষ্টির চেষ্টা করছে বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আইনের যতটুকু প্রয়োগের ক্ষমতা আমাদের আছে, সেটার সর্বোচ্চ প্রয়োগ করবো। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের নজরদারি অব্যাহত আছে। কাউকেই ছাড় দেয়া হবে না।

সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ‘ডেডলাইন’ ঘিরে উসকানিমূলক বক্তব্য ও সহিংসতার আহ্বান সংক্রান্ত পোস্টের বিষয়ে প্রশ্নে তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে দেখছি- কিছু ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ভুয়া প্রচারণা চালাচ্ছে, ভয়ভীতি ছড়াচ্ছে। তাদের অনেকেই দেশের বাইরে অবস্থান করছে এবং এখানকার কিছু সরল মানুষকে ব্যবহার করছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, আমরা দেখেছি কয়েকজন প্ররোচণাকারী রিকশাচালক বা সাধারণ পথচারীদের ৫০০ টাকা দিয়ে স্লোগান দিতে বলছে, ভিডিও করছে এবং তা অনলাইনে ছড়িয়ে দিচ্ছে। এক রিকশাচালককে জিজ্ঞেস করলে সে জানায়, সে কিছুই বোঝে না, কেবল টাকার বিনিময়ে কাজটা করেছে।

ডিবি কর্মকর্তা বলেন, আমরা তদন্ত করে দেখেছি, ওই রিকশাচালক নিজের এলাকায় নিয়মিত রিকশা চালায়, তার একটি সাধারণ বাটন মোবাইল আছে, সে কোনো রাজনৈতিক বা সহিংস কর্মকাণ্ডে যুক্ত নয়। অর্থাৎ এভাবে নিরীহ মানুষকে ব্যবহার করে অনেকে বিভ্রান্তিকর ভিডিও তৈরি করছে।

### বৃহস্পতিবার সারাদেশে বিপনিবিতান খোলা থাকবে: দোকান মালিক সমিতি

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির দিনে রাজধানীসহ সারাদেশের বিপনিবিতান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বুধবার ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির সঙ্গে অনুষ্ঠিত যৌথ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, ‘বৃহস্পতিবার বৃহস্পতিবার ঢাকাসহ দেশের সকল দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল যথারীতি খোলা থাকবে।’ বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি নাজমুল হাসান মাহমুদ বলেন, ‘একটা দলের তো লকডাউন কর্মসূচি ছিল, হরতাল ঘোষণা হলে তো অনেকে বন্ধ রাখে। ‘তাই ভুল বোঝাবুঝি যাতে না হয়, সেজন্য সবাই সিদ্ধান্ত নিয়েছে একযোগে খোলা রাখার।’

### অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত বিভিন্ন বেসরকারি স্কুল ও বিশ্ববিদ্যালয়ের

কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুল (ইংরেজি মাধ্যম) বুধবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আবার কোনো কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রথমে অনলাইনে ক্লাস নেবে বলে জানালেও পরে তা প্রত্যাহার করে নিয়মিত ক্লাস নেয়ার কথা জানায়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বৃহস্পতিবার ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে জনমনে সৃষ্ট আতঙ্কের মধ্যে এমন সিদ্ধান্ত নিচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। অবশ্য সবাই লিখিত নোটিশে বলেছে, ‘অনিবার্য কারণে’ এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ওয়েবসাইটে বলা হয়, ১২ ও ১৩ নভেম্বর অনলাইনে ক্লাস হবে। নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রথমে অনলাইনে ক্লাস নেয়ার কথা বললেও পরে তা প্রত্যাহার করে। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি গতকাল মঙ্গলবার এক জরুরি নোটিশে বলেছে, পরীক্ষাসহ ১২ ও ১৩ নভেম্বরের সব ক্লাস ও পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। মোহাম্মদপুরের সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয় বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেবে। অনলাইনে ক্লাস নেয়ার সময়সূচিও ঘোষণা করেছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। নিউ ইস্কাটনের এজি চার্চ স্কুল নিরাপত্তাজনিত সমস্যার কথা উল্লেখ করে বৃহস্পতিবার স্কুল বন্ধ ঘোষণা করেছে। ইংরেজি মাধ্যম স্কুল সানিডেইল বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই রকম সিদ্ধান্ত নিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল।

ছবি

আত্মসমর্পণ, পরে জামিন সাবেক বিচারপতিসহ তিনজনের

ছবি

প্রধান উপদেষ্টা আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন

ছবি

বারোটি রাজনৈতিক দল নিয়ে ইসির সংলাপ শুরু বৃহস্পতিবার

ছবি

ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডার অংশ: প্রসিকিউটর

ছবি

ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমের সঙ্গে হাসিনার কথা বলা বন্ধের আহ্বান

ছবি

কানাডীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টা ইউনূসের সাক্ষাৎ

ছবি

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

ছবি

ফেব্রুয়ারিতেই নির্বাচন, কোনো শক্তিই ঠেকাতে পারবে না: প্রেস সচিব

ছবি

ট্রাইব্যুনাল ফেইস না করে যানবাহনে আগুন মানুষ ‘ভালোভাবে নিচ্ছে না’: প্রসিকিউটর

কিউকম সিইও রিপন কারাগারে, রিমান্ড শুনানি বুধবার

বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নানের সহযোগীর দুই ফ্ল্যাট জব্দের আদেশ

ছবি

১ ফেব্রুয়ারি থেকে একুশে বইমেলার দাবি, প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি

ছবি

পাচারের শিকার শান্তনা দীর্ঘ ১১ বছর পর দেশে ফিরলো

মালয়েশিয়ায় কর্মী পাঠানো: আরও ৪ এজেন্সির বিরুদ্ধে মামলা করছে দুদক

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর

ছবি

ডেঙ্গুতে আরও ৯১২ জন হাসপাতালে, মৃত্যু ৩ জনের

ইসির সংলাপ শুরু কাল থেকে, ধাপে ধাপে ডাকা হবে দলগুলোকে

ছবি

জুলাই সনদ নিয়ে ‘৩ থেকে ৪ দিনের মধ্যে’ সিদ্ধান্ত নেবে সরকার

ছবি

তৌহিদ হোসেন বললেন, দিল্লির বিস্ফোরণে বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমের সংবাদ ভিত্তিহীন

ছবি

বিমানবন্দরগুলোকে নিরাপত্তা ও নজরদারি বাড়াতে কয়েকটি নির্দেশ : বেবিচক

ছবি

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিচার প্রস্তুত, আদালত বদল

সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সাক্ষ্যগ্রহণ শেষ, রায়ের অপেক্ষা, হাসিনার বিরুদ্ধে ‘প্লট দুর্নীতি’ মামলা

এটা ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়, এটা নতুন বাংলাদেশ: আওয়ামী লীগকে হুঁশিয়ারি প্রেস সচিবের

লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলমের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

শক্তিশালী বোমা মেশিন বসিয়ে বালু অপসারণ, ঝুঁকিতে তিস্তা ব্যারেজ

বন্দরকে আন্তর্জাতিক মানের করতে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন: নৌ-পরিবহন উপদেষ্টা

সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের ‘জিহাদ’ ঘোষণা

প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ বাদের বিধান কেন অবৈধ নয়: হাইকোর্ট

ছবি

সনদ ও গণভোটের বিষয়ে এখন সিদ্ধান্ত নেবে সরকার: উপদেষ্টা রিজওয়ানা

ছবি

ইসির সিদ্ধান্ত অবৈধ: বাগেরহাটে ৪ ও গাজীপুরে ৫ আসনই বহাল

ছবি

দুদকের অভিযোগ: বেনজীর আহমেদের বিরুদ্ধে ১১ কোটি টাকা আয়বহির্ভূত সম্পদ

ছবি

প্লট বরাদ্দ মামলায় সাক্ষ্যগ্রহণ সম্পন্ন, ১৭ নভেম্বর আত্মপক্ষ সমর্থনের দিন

প্রাথমিক শিক্ষকদের সিদ্ধান্ত বদল, ফের কর্মবিরতি ঘোষণা

ছবি

প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, অবস্থান কর্মসূচি চলবে

ছবি

ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এবং জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি

tab

উদ্বেগ-উৎকণ্ঠা, জোরদার নিরাপত্তা

মাসুদ রানা

কয়েকদিনের মতো বুধবারও বিভিন্ন জায়গায় বোমাবাজি ও যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এক মামলায় ট্রাইব্যুনালের রায়ের তারিখ ঘোষণার কথা বৃহস্পতিবার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিও বৃহস্পতিবার। বিভিন্ন এলাকায় যানবাহন এবং হোটেলে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। আদালত ও শহরের গুরুত্বপূর্ণ মোড় এবং প্রবেশপথে বিজিবি ও পুলিশের বাড়তি সতর্কতা -সংবাদ

বুধবার, ১২ নভেম্বর ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় বৃহস্পতিবার ঘোষণা করবে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। রায়কে ঘিরে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। পাশাপাশি বৃহস্পতিবার ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি দেয় দলটি। সাম্প্রতিক সহিংসতা, ভীতি সৃষ্টির চেষ্টা ও সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক কর্মকাণ্ডও চলছে। গত সোমবার রাজধানীর একাধিক স্থানে বাসে আগুন দেয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। এসব ঘটনার ফলে রাজধানীজুড়ে বাড়ানো হয়েছে পুলিশের টহল ও নজরদারি। বুধবার,(১২ নভেম্বর ২০২৫)ও বেশ কয়েকটি স্থানে বাসে আগুন দেয়ার খবর পাওয়া গেছে। তবে নাশকতা ঠেকাতে ঢাকা ৮টি জোনে বিভক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীকে মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও মাঠে আছে।

ট্রাইব্যুনালে বৃহস্পতিবার শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণার কথা

নিষিদ্ধ আওয়ামী লীগ ডেকেছে ঢাকা ‘লকডাউন’

দোকানপাট খোলা থাকবে, ঘোষণা মালিক সমিতির

অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের ঘোষণা

বুধবারও রাজধানীতে চার স্থানে যানবাহনে আগুন

দলীয় কর্মী জড়ো হওয়ার খবরে নওফেলের বাসায় পুলিশের অভিযান

হোটেলে-মেসে আওয়ামী লীগ কর্মীদের খোঁজে তল্লাশি

ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন

ধোলাইপাড়ে মাওয়া এক্সপ্রেসওয়ের মুখে বাসে আগুন

রাজধানীর ধোলাইপাড়ে মাওয়া এক্সপ্রেসওয়ের মুখে সড়কে একটি বাস আগুনে পুড়েছে। বুধবার সন্ধ্যায় ওই বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তা নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার জানান, সন্ধ্যা ৬টা ৩৮মিনিটে বাসে আগুনের খবর পেয়ে সেখানে দুটো ইউনিট গিয়েছে। এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, ধোলাইপাড় ইয়ানজিন রেস্তোঁরার সামনে এক্সপ্রেসওয়ের লেনে বাসটি আগুনে জ্বলছে। ভিডিওতে বলতে শোনা যায়, বাসটিতে ‘অগ্নিসংযোগ’ করা হয়েছে। এ নিয়ে বুধবার রাজধানীতে চার স্থানে যানবাহনে আগুন লাগার ঘটনা ঘটলো।

এরমধ্যে মিরপুরে সনি সিনেমার সামনে শতাব্দী পরিবহন নামের একটি বাসে আগুন দেয়া হয়। অন্যদিকে কাকরাইলে রমনা থানার সামনে আগুনে পোড়ে পুলিশের একটি পিকআপ ভ্যান। এছাড়া উত্তরায় পুড়েছে একটি মাইক্রোবাস। দুটি ঘটনাই যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে বলে পুলিশ ও ফায়ার সার্ভিসের তরফে জানানো হয়েছে। আগুনের এসব ঘটনায় এখন পর্যন্ত কারও হতাহতের খবর মেলেনি।

### গাজীপুরে তিন বাসে আগুন

গাজীপুর থেকে আমাদের জেলা বার্তা পরিবেশক জানান, গাজীপুরে পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দেয়া হয়েছে। বুধবার ভোরে নগরীর ভোগড়া পেয়ারা বাগান এলাকায় ও শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকায় এবং গতকাল মঙ্গলবার রাতে নগরীর কাশিমপুর থানাধীন চক্রবর্তী এলাকায় এসব ঘটনা ঘটে। এতে কারও হতাহতের খবর পাওয়া যায়নি। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন বলেন, ‘ভোরে ভোগড়া পেয়ারা বাগান এলাকায় দাঁড়িয়ে থাকা ‘ভিআইপি পরিবহনের’ বাসে অগ্নিসংযোগ করা হয়। এ সময় আশপাশের লোকজন আগুন নেভাতে চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। ‘পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।’ তিনি বলেন, ‘শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ‘প্রভাতী পরিবহনের’ একটি বাসেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর আগে নগরীর চক্রবর্তী এলাকায় কালিয়াকৈর-নবীনগর সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয়ার খবর জানান কাশিমপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান।

### আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

আমাদের সাভার প্রতিনিধি জানান, ঢাকার আশুলিয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয়ার খবর পাওয়া গেছে। এ সময় তাড়াহুড়ো করে বাস থেকে নামতে গিয়ে আহত হয়েছেন চালক। বুধবার ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে বলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বলছে, একটি মোটরসাইকেলে করে দুইজন ব্যক্তি এসে বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন দিলে একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বাসের ভেতরে সব পুড়ে যায়। বাসের চালক আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেন, ‘বাসের ভেতরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আগুন দেখে আমি জানালা দিয়ে লাফ দিয়ে নেমে যাই। বাস থেকে নেমে দেখি চারজন দুইটি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তারা হেলমেট পড়া ছিল। ‘তাদের দেখে যখন আমি চিল্লানি শুরু করি তখন তারা ফাঁকা গুলি ছুঁড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। বাস থেকে নামার সময় আমি হাঁটুতেও আঘাত পাই।’

### এবার মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে পেট্রোলবোমা

মোহাম্মদপুরের ইকবাল রোডের প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা ছোড়া হয়েছে এবার। সেন্ট যোসেফ স্কুলের ফটকে হাতবোমা বিস্ফোরণের তিনদিনের মাথায় গতকাল মঙ্গলবার রাতে কাছের প্রিপারেটরি স্কুলে এ হামলায় আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও আতঙ্ক ছড়িয়েছে। মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ বলেন, ‘প্রিপারেটরি স্কুল লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা, তবে কেউ হতাহত হননি।’ সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, রাত ১২টার দিকে দুটি মোটরসাইকেলে চারজন এসে পরপর দুটি পেট্রোল বোমা স্কুলের ভেতরে ছুঁড়ে দিয়ে পালিয়ে যায়। তার আগে মোটরসাইকেল দুটিকে ওই এলাকায় একবার ঘুরতে দেখা যায়। দুই মোটরসাইকেলের চালকদের মাথায় হেলমেট ছিল। আর পেছনের আরোহীর মাথায় ছিল ক্যাপ, মুখে মাস্ক। মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউর এক সড়কেই পাঁচটি স্কুল। গত রোববার সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজের ফটকে ককটেল বিস্ফোরণের পর আতঙ্ক ছড়ায়।

### ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন

আমাদের ব্রাক্ষণবাড়িয়া জেলা বার্তা পরিবেশক জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের আমতলী নামক স্থানে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এতে আসবাবসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। তবে টাকার ভল্টের কোনো ধরনের ক্ষতি হয়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোর ২টার দিকে উপজেলার আমতলী বাজারে চান্দুরা গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন লেগে অফিসের ফ্যান ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। অফিসের লোকজন ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আসে। ব্যাংকের চান্দুরা ব্রাঞ্চের ম্যানেজার মো. কলিম উদ্দিন জানান, নাশকতার উদ্দেশ্যে জানালার গ্লাস ভেঙে দুষ্কৃতিকারীরা পেট্রোল দিয়ে কাঠের টুকরোর সঙ্গে কাপড় পেঁচিয়ে ভেতরে আগুন লাগিয়ে দেয়। এতে অফিসের ৩টি ফ্যান, সেলফসহ অনেক প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়।

### মেহেরপুর পুলিশ সুপারের বাসভবনে আগুন

আমাদের মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুর পুলিশ সুপারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল ৪টার দিকে শহরের কোর্ট মোড় এলাকায় অবস্থিত পুলিশ সুপারের বাসভবনের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। এ সময় আশপাশের লোকজন জড়ো হয় সেখানে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়। প্রাথমিকভাবে জানা যায়, বাসভবনে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রটির বিস্ফোরণের ফলে এ ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় বাসভবনের ডাইনিং স্পেসটিতে রাখা ফ্রিজ, সোফা সেট, চেয়ার, টেবিলসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে গিয়েছে বলে জানিয়েছে দমকলের দল। বাসভবনে নিজে একা থাকেন বলে জানিয়ে পুলিশ সুপার বলেন, খবর পাওয়া মাত্রই বাসভবনে এসে দেখি আগুন জ্বলছে। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারিত হয়নি বলেও জানিয়েছে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। আগুন নিয়ন্ত্রণ নিতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সাকরিয়া হায়দার।

### ফরিদপুরে পেট্রোল বোমা, ককটেল, গান পাউডার উদ্ধার, আটক ৩

আমাদের ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পেট্রোল বোমা, ককটেল ও গান পাউডারসহ বিপুল বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়েছে। যেগুলো নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য প্রস্তুত করা হচ্ছিল বলে দাবি পুলিশের। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার দুপুর ৩টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মনপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন।

### দলীয় কর্মী জড়ো হওয়ার খবরে নওফেলের বাসায় পুলিশের অভিযান

আমাদের চট্টগ্রাম ব্যুরো জানান, চট্টগ্রামের চশমাহিলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় তল্লাশি চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে নগরীর ষোলশহর এলাকার ওই বাসায় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। আটকদের থানায় নিয়ে যাওয়ার কথা বলেছেন পাঁচলাইশ থানার ওসি মো. সোলায়মান।

### হোটেলে-মেসে আওয়ামী লীগ কর্মীদের খোঁজ ও তল্লাশি, গ্রেপ্তার ৪৪

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে সামনে রেখে গতকাল মঙ্গলবার রাতভর রাজধানীর বিভিন্ন হোটেল ও মেসে তল্লাশি চালিয়েছে পুলিশ। অভিযানে ঢাকা মহানগর ডিবি আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। এর বাইরেও ডিএমপির আটটি অপরাধ বিভাগ পৃথক অভিযানে আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের খোঁজে গতকাল মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ফকিরাপুল, কাকরাইল, এলিফ্যান্ট রোডসহ নগরীর বিভিন্ন এলাকার আবাসিক হোটেলগুলোতে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানের সময় হোটেলের অতিথিদের জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে পেশা, কেন ঢাকায় এসেছেন- এমন সব প্রশ্নের মুখে পড়তে হয়। আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রয়েছে কিনা তা যাচাই করতে মোবাইল তল্লাশি করা হয়। পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই আমরা হোটেলে ও মেসে অভিযান চালাচ্ছি।

### ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে বোমাবাজি ও জ্বালাও-পোড়াওয়ের মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন করেছে সরকার। বুধবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এক বার্তায় এ তথ্য জানান। ওই বার্তায় বলা হয়, ‘রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবি মোতায়েন করা হয়েছে।’ তবে কোথায় কত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, তা ওই বার্তায় বলা হয়নি।

### দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: ডিবি

রাজধানীতে সাম্প্রতিক সহিংসতা, ভীতি সৃষ্টির চেষ্টা ও সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবি বলছে, আইন প্রয়োগের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে এসব কার্যক্রম দমন করা হবে। বুধবার রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, আমরা নগরবাসীর সহযোগিতা চেয়েছি। যারা ভীতি সৃষ্টির চেষ্টা করছে বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আইনের যতটুকু প্রয়োগের ক্ষমতা আমাদের আছে, সেটার সর্বোচ্চ প্রয়োগ করবো। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের নজরদারি অব্যাহত আছে। কাউকেই ছাড় দেয়া হবে না।

সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ‘ডেডলাইন’ ঘিরে উসকানিমূলক বক্তব্য ও সহিংসতার আহ্বান সংক্রান্ত পোস্টের বিষয়ে প্রশ্নে তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে দেখছি- কিছু ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ভুয়া প্রচারণা চালাচ্ছে, ভয়ভীতি ছড়াচ্ছে। তাদের অনেকেই দেশের বাইরে অবস্থান করছে এবং এখানকার কিছু সরল মানুষকে ব্যবহার করছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, আমরা দেখেছি কয়েকজন প্ররোচণাকারী রিকশাচালক বা সাধারণ পথচারীদের ৫০০ টাকা দিয়ে স্লোগান দিতে বলছে, ভিডিও করছে এবং তা অনলাইনে ছড়িয়ে দিচ্ছে। এক রিকশাচালককে জিজ্ঞেস করলে সে জানায়, সে কিছুই বোঝে না, কেবল টাকার বিনিময়ে কাজটা করেছে।

ডিবি কর্মকর্তা বলেন, আমরা তদন্ত করে দেখেছি, ওই রিকশাচালক নিজের এলাকায় নিয়মিত রিকশা চালায়, তার একটি সাধারণ বাটন মোবাইল আছে, সে কোনো রাজনৈতিক বা সহিংস কর্মকাণ্ডে যুক্ত নয়। অর্থাৎ এভাবে নিরীহ মানুষকে ব্যবহার করে অনেকে বিভ্রান্তিকর ভিডিও তৈরি করছে।

### বৃহস্পতিবার সারাদেশে বিপনিবিতান খোলা থাকবে: দোকান মালিক সমিতি

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির দিনে রাজধানীসহ সারাদেশের বিপনিবিতান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বুধবার ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির সঙ্গে অনুষ্ঠিত যৌথ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, ‘বৃহস্পতিবার বৃহস্পতিবার ঢাকাসহ দেশের সকল দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল যথারীতি খোলা থাকবে।’ বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি নাজমুল হাসান মাহমুদ বলেন, ‘একটা দলের তো লকডাউন কর্মসূচি ছিল, হরতাল ঘোষণা হলে তো অনেকে বন্ধ রাখে। ‘তাই ভুল বোঝাবুঝি যাতে না হয়, সেজন্য সবাই সিদ্ধান্ত নিয়েছে একযোগে খোলা রাখার।’

### অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত বিভিন্ন বেসরকারি স্কুল ও বিশ্ববিদ্যালয়ের

কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুল (ইংরেজি মাধ্যম) বুধবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আবার কোনো কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রথমে অনলাইনে ক্লাস নেবে বলে জানালেও পরে তা প্রত্যাহার করে নিয়মিত ক্লাস নেয়ার কথা জানায়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বৃহস্পতিবার ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে জনমনে সৃষ্ট আতঙ্কের মধ্যে এমন সিদ্ধান্ত নিচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। অবশ্য সবাই লিখিত নোটিশে বলেছে, ‘অনিবার্য কারণে’ এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ওয়েবসাইটে বলা হয়, ১২ ও ১৩ নভেম্বর অনলাইনে ক্লাস হবে। নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রথমে অনলাইনে ক্লাস নেয়ার কথা বললেও পরে তা প্রত্যাহার করে। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি গতকাল মঙ্গলবার এক জরুরি নোটিশে বলেছে, পরীক্ষাসহ ১২ ও ১৩ নভেম্বরের সব ক্লাস ও পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। মোহাম্মদপুরের সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয় বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেবে। অনলাইনে ক্লাস নেয়ার সময়সূচিও ঘোষণা করেছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। নিউ ইস্কাটনের এজি চার্চ স্কুল নিরাপত্তাজনিত সমস্যার কথা উল্লেখ করে বৃহস্পতিবার স্কুল বন্ধ ঘোষণা করেছে। ইংরেজি মাধ্যম স্কুল সানিডেইল বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই রকম সিদ্ধান্ত নিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল।

back to top