জাতীয় পার্টিকে ডাকার প্রসঙ্গে ইসি সচিব জানান, আলোচনা করে সিদ্ধান্ত
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার থেকে এ সংলাপ শুরু হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক বলেন, বৃহস্পতিবার (আজ) সকাল ১০-১২টায় লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি-এলডিপি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সংলাপে বসবে।
আর দুপুর ২টা-৪টা পর্যন্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএমের সঙ্গে বসবে ইসি।বর্তমানে ৫৩টি নিবন্ধিত দল রয়েছে; এছাড়া আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও তিনটি দলের নিবন্ধন বাতিল রয়েছে।
এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোটের লক্ষ্যে অংশীজনের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে এবার রাজনৈতিক দলের সঙ্গে বসতে যাচ্ছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ বাহক মারফত দলের প্রধানের কাছে সংলাপের চিঠি পাঠাননো হয়। আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সংলাপে সংশ্লিষ্ট দলের সর্বোচ্চ তিনজন করে প্রতিনিধিকে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে ইসি। ইতোমধ্যে ভোট প্রস্তুতির কাজ শেষ করে এনেছে। অংশীজনের মধ্যে নির্বাচন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, নারী নেত্রী, গণমাধ্যমসহ নানা শ্রেণীপেশার মানুষের সঙ্গে সংলাপ করেছে। শেষ ধাপে এসে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে ইসি। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), আচরণবিধিসহ সুষ্ঠু নির্বাচনের বিষয়েই দলগুলোর সঙ্গে এ সংলাপ করা হচ্ছে বলে ইসি সচিব জানান।
‘আওয়ামী লীগের দোসর’ হিসেবে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের শরিকদের নিবন্ধন বাতিলের দাবি নিয়ে কয়েকটি দল সোচ্চার রয়েছে। এছাড়া জাতীয় পার্টির প্রতীক ও দলের বিভক্তি নিয়ে ইসিতে দুয়েকটি পক্ষের আবেদন রয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনও জাতীয় পার্টিকে সংলাপে ডাকেনি।
জাতীয় পার্টিকে ইসির সংলাপে ডাকা হবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গতকাল মঙ্গলবার নির্বাচন ভবনে ইসি সচিব বলেন, ‘কাদের কাদের ডাকবো এখনও ঠিক করিনি। আলোচনা করে আমরা এটার ব্যাপারে সিদ্ধান্ত নেবো। কাদের ডাকা হবে আপনারা ধাপে ধাপে জানতে পারবেন।’
জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে দাবিদার দুপক্ষের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত বা নিষ্পত্তি হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব সাংবাদিকদের বলেন, ‘এখনও সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে তো অবশ্যই জানতেন, হলে জানানো হবে।’
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
জাতীয় পার্টিকে ডাকার প্রসঙ্গে ইসি সচিব জানান, আলোচনা করে সিদ্ধান্ত
বুধবার, ১২ নভেম্বর ২০২৫
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার থেকে এ সংলাপ শুরু হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক বলেন, বৃহস্পতিবার (আজ) সকাল ১০-১২টায় লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি-এলডিপি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সংলাপে বসবে।
আর দুপুর ২টা-৪টা পর্যন্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএমের সঙ্গে বসবে ইসি।বর্তমানে ৫৩টি নিবন্ধিত দল রয়েছে; এছাড়া আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও তিনটি দলের নিবন্ধন বাতিল রয়েছে।
এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোটের লক্ষ্যে অংশীজনের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে এবার রাজনৈতিক দলের সঙ্গে বসতে যাচ্ছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ বাহক মারফত দলের প্রধানের কাছে সংলাপের চিঠি পাঠাননো হয়। আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সংলাপে সংশ্লিষ্ট দলের সর্বোচ্চ তিনজন করে প্রতিনিধিকে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে ইসি। ইতোমধ্যে ভোট প্রস্তুতির কাজ শেষ করে এনেছে। অংশীজনের মধ্যে নির্বাচন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, নারী নেত্রী, গণমাধ্যমসহ নানা শ্রেণীপেশার মানুষের সঙ্গে সংলাপ করেছে। শেষ ধাপে এসে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে ইসি। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), আচরণবিধিসহ সুষ্ঠু নির্বাচনের বিষয়েই দলগুলোর সঙ্গে এ সংলাপ করা হচ্ছে বলে ইসি সচিব জানান।
‘আওয়ামী লীগের দোসর’ হিসেবে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের শরিকদের নিবন্ধন বাতিলের দাবি নিয়ে কয়েকটি দল সোচ্চার রয়েছে। এছাড়া জাতীয় পার্টির প্রতীক ও দলের বিভক্তি নিয়ে ইসিতে দুয়েকটি পক্ষের আবেদন রয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনও জাতীয় পার্টিকে সংলাপে ডাকেনি।
জাতীয় পার্টিকে ইসির সংলাপে ডাকা হবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গতকাল মঙ্গলবার নির্বাচন ভবনে ইসি সচিব বলেন, ‘কাদের কাদের ডাকবো এখনও ঠিক করিনি। আলোচনা করে আমরা এটার ব্যাপারে সিদ্ধান্ত নেবো। কাদের ডাকা হবে আপনারা ধাপে ধাপে জানতে পারবেন।’
জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে দাবিদার দুপক্ষের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত বা নিষ্পত্তি হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব সাংবাদিকদের বলেন, ‘এখনও সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে তো অবশ্যই জানতেন, হলে জানানো হবে।’