বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা। মঙ্গলবার,(০২ ডিসেম্বর ২০২৫) এ তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তিনি (তারেক রহমান)।
তারেক রহমান এখনও ট্রাভেল পাস চাননি: পররাষ্ট্র উপদেষ্টা
তার দেশে ফেরা নিয়ে নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
তারেকের নাম নেই ভোটার তালিকায়: ইসি সচিব
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বিএনপির ভেরিফায়েড ফেইসবুক পেইজে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্বৃত করে দেয়া এক পোষ্টে এ তথ্য জানানো হয়।
তারেক রহমানের দেশে ফেরার জন্য ট্রাভেল পাস নিয়ে দেশে আসতে হবে, এমন আলোচনার মধ্যে তিনি এখনও ট্রাভেল পাসের জন্য আবেদনই করেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।
আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।
তারেক রহমান বাংলাদেশে ভোটার হননি বলে জানানো হয়েছে নির্বাচন কমিশন থেকে। গত শনিবার এক ফেইসবুক পোস্টে নিজের দেশে ফেরার বিষয়ে কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, দেশে ফেরার বিষয়টি তার ‘একক নিয়ন্ত্রণাধীন’ নয়। তার এমন বক্তব্যের পর সরকারের তরফ থেকে বলা হয়, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই।
ট্রাভেল পাস চাননি:
পররাষ্ট্র উপদেষ্টা
মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন, তারেক রহমান এখনও ট্রাভেল পাস চাননি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে উপদেষ্টা তৌহিদ বলেন, ‘ট্রাভেল পাসই চাননি তারেক রহমান। উনি চাইলে ইস্যু হবে।’ তখন সাংবাদিক জানতে চান, এখনও চান নাই? উত্তরে উপদেষ্টা বলেন, ‘আমার জানা মতে এখনও চান নাই।’
এর আগে গত রোববার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন, তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যেই তাকে ‘ওয়ান টাইম পাস’ দিতে পারবে সরকার। ওইদিন সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘এটার নিয়ম হচ্ছে যে, যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদোত্তীর্ণ হয়েছে বলে, তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দেব একবার দেশে আসার জন্য। এটাতে একদিন লাগে। কাজেই এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল হয়তো আমরা এটা দিলে পরশুদিন প্লেনে উঠতে পারবেন। কোনো অসুবিধা নাই। এটা আমরা দিতে পারবো।’
তারেক রহমানের কোনো পাসপোর্ট আছে কিনা, মঙ্গলবার এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, ‘এটা বলতে পারবো না আমি। আরেক প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমানের ফেরার বিষয়ে ‘সুনির্দিষ্ট কোনো তথ্য’ তার কাছে নেই।
চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা প্রসঙ্গে মঙ্গলবার এক প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ওটার প্রস্তুতি আছে, যদি প্রয়োজন (হয়), ডাক্তাররা বললে তো নিয়ে যাওয়া হবে।’
তাকে বিদেশ যাওয়ার বিষয়ে নিশ্চিত হতে কতো সময় লাগতে পারে, এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, ‘এটা তো আমরা কনফার্ম হব না। এটা উনার আত্মীয়-স্বজন আর পার্টির লোকজন কনফার্ম করবেন যে, বাইরে নিয়ে যাওয়া হবে। অ্যারেঞ্জমেন্ট আছে।’
কোনো রকম নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে কোনো নিরাপত্তা সমস্য হবে কিনা সে সম্পর্কে মঙ্গলবার সচিবালয়ে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, তারেক রহমানের নিরাপত্তা বিষয়ে কোনো প্রকার ঝুঁকি নেই। তিনি আরও বলেন, সরকার সবার নিরাপত্তা রক্ষার্থে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে বাংলাদেশে কারোই কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।
তারেকের নাম নেই ভোটার তালিকায়: ইসি সচিব
বাংলাদেশের ভোটার তালিকায় তারেক রহমানের নাম না থাকার বিষয়টি উল্লেখ করেছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে গত ১৮ নভেম্বর নির্বাচন কমিশন (ইসি) যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে, তাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম নেই বলে জানান ইসি সচিব। গতকাল সোমবার তিনি বলেছেন, ইসি চাইলে তারেক রহমান ভোটার হয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনেই প্রার্থী হতে পারবেন।
তারেক রহমান ভোটার হয়েছেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ‘না, আমার জানা মতে ভোটার হননি। কমিশন সিদ্ধান্ত দিলে নিবন্ধন করতে পারেন, প্রার্থী হতে পারেন। আইনগতভাবে কমিশনের এই এখতিয়ার রয়েছে।’
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান লন্ডন থেকে বাংলাদেশে এসে ভোটার তালিকায় নাম লেখান।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা। মঙ্গলবার,(০২ ডিসেম্বর ২০২৫) এ তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তিনি (তারেক রহমান)।
তারেক রহমান এখনও ট্রাভেল পাস চাননি: পররাষ্ট্র উপদেষ্টা
তার দেশে ফেরা নিয়ে নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
তারেকের নাম নেই ভোটার তালিকায়: ইসি সচিব
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বিএনপির ভেরিফায়েড ফেইসবুক পেইজে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্বৃত করে দেয়া এক পোষ্টে এ তথ্য জানানো হয়।
তারেক রহমানের দেশে ফেরার জন্য ট্রাভেল পাস নিয়ে দেশে আসতে হবে, এমন আলোচনার মধ্যে তিনি এখনও ট্রাভেল পাসের জন্য আবেদনই করেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।
আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।
তারেক রহমান বাংলাদেশে ভোটার হননি বলে জানানো হয়েছে নির্বাচন কমিশন থেকে। গত শনিবার এক ফেইসবুক পোস্টে নিজের দেশে ফেরার বিষয়ে কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, দেশে ফেরার বিষয়টি তার ‘একক নিয়ন্ত্রণাধীন’ নয়। তার এমন বক্তব্যের পর সরকারের তরফ থেকে বলা হয়, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই।
ট্রাভেল পাস চাননি:
পররাষ্ট্র উপদেষ্টা
মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন, তারেক রহমান এখনও ট্রাভেল পাস চাননি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে উপদেষ্টা তৌহিদ বলেন, ‘ট্রাভেল পাসই চাননি তারেক রহমান। উনি চাইলে ইস্যু হবে।’ তখন সাংবাদিক জানতে চান, এখনও চান নাই? উত্তরে উপদেষ্টা বলেন, ‘আমার জানা মতে এখনও চান নাই।’
এর আগে গত রোববার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন, তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যেই তাকে ‘ওয়ান টাইম পাস’ দিতে পারবে সরকার। ওইদিন সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘এটার নিয়ম হচ্ছে যে, যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদোত্তীর্ণ হয়েছে বলে, তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দেব একবার দেশে আসার জন্য। এটাতে একদিন লাগে। কাজেই এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল হয়তো আমরা এটা দিলে পরশুদিন প্লেনে উঠতে পারবেন। কোনো অসুবিধা নাই। এটা আমরা দিতে পারবো।’
তারেক রহমানের কোনো পাসপোর্ট আছে কিনা, মঙ্গলবার এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, ‘এটা বলতে পারবো না আমি। আরেক প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমানের ফেরার বিষয়ে ‘সুনির্দিষ্ট কোনো তথ্য’ তার কাছে নেই।
চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা প্রসঙ্গে মঙ্গলবার এক প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ওটার প্রস্তুতি আছে, যদি প্রয়োজন (হয়), ডাক্তাররা বললে তো নিয়ে যাওয়া হবে।’
তাকে বিদেশ যাওয়ার বিষয়ে নিশ্চিত হতে কতো সময় লাগতে পারে, এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, ‘এটা তো আমরা কনফার্ম হব না। এটা উনার আত্মীয়-স্বজন আর পার্টির লোকজন কনফার্ম করবেন যে, বাইরে নিয়ে যাওয়া হবে। অ্যারেঞ্জমেন্ট আছে।’
কোনো রকম নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে কোনো নিরাপত্তা সমস্য হবে কিনা সে সম্পর্কে মঙ্গলবার সচিবালয়ে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, তারেক রহমানের নিরাপত্তা বিষয়ে কোনো প্রকার ঝুঁকি নেই। তিনি আরও বলেন, সরকার সবার নিরাপত্তা রক্ষার্থে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে বাংলাদেশে কারোই কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।
তারেকের নাম নেই ভোটার তালিকায়: ইসি সচিব
বাংলাদেশের ভোটার তালিকায় তারেক রহমানের নাম না থাকার বিষয়টি উল্লেখ করেছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে গত ১৮ নভেম্বর নির্বাচন কমিশন (ইসি) যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে, তাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম নেই বলে জানান ইসি সচিব। গতকাল সোমবার তিনি বলেছেন, ইসি চাইলে তারেক রহমান ভোটার হয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনেই প্রার্থী হতে পারবেন।
তারেক রহমান ভোটার হয়েছেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ‘না, আমার জানা মতে ভোটার হননি। কমিশন সিদ্ধান্ত দিলে নিবন্ধন করতে পারেন, প্রার্থী হতে পারেন। আইনগতভাবে কমিশনের এই এখতিয়ার রয়েছে।’
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান লন্ডন থেকে বাংলাদেশে এসে ভোটার তালিকায় নাম লেখান।