নিজস্ব বার্তা পরিবেশক

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের গাড়িসহ ১৯০ শতাংশ জমি জব্দের আদেশ

image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের গাড়িসহ ১৯০ শতাংশ জমি জব্দের আদেশ

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫
নিজস্ব বার্তা পরিবেশক

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দুটি গাড়িসহ ১৯০ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার, (০৯ ডিসেম্বর ২০২৫) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।

এসব জমির অবস্থান আশুলিয়া, দোহার ও রূপগঞ্জে

সাবেক এমপি জয়সহ ৫ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

অসীম কুমার উকিলের ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক প্রতিমন্ত্রী এনামুরের আয়কর নথি জব্দের আদেশ

দুদকের জনসংযোগ কর্মকর্তা উপ-পরিচালক আখতারুল ইসলাম বলেন, এসব জমির অবস্থান ঢাকার আশুলিয়া, দোহার ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে। জমির মূল্য ৩ কোটি ১৮ লাখ ১৪ হাজার ৭০০ টাকা। একটি গাড়ির মূল্য ৭৩ লাখ টাকা। আরেকটি গাড়ির মূল্য ৮৮ লাখ ২২ হাজার ৫২৮ টাকা, এই গাড়িটি ধানমন্ডি থানা পুলিশের হেফাজতে রয়েছে।

দুদকের পক্ষে সংস্থার উপ-পরিচালক আফরোজা হক খান জমি ও গাড়ি জব্দ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ‘অসাধু উপায়ে’ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৬ কোটি ৪১ লাখ ৫৭ হাজার ৫৭৪ টাকার সম্পদের মালিকানা অর্জন করে দখলে রাখা এবং আটটি ব্যাংক হিসাবে ‘সন্দেহজনকভাবে’ ৫৫ কোটি ৯২ লাখ ৪৪ হাজার ৪৩৬ টাকা লেনদেনের অভিযোগে দুদক মামলা করেছে। তদন্তে দেখা গেছে, কামাল ‘অবৈধ পন্থায় অর্জিত’ সম্পদ অন্যত্র বিক্রয়/হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ জব্দ করা প্রয়োজন। জব্দ করা না গেলে সম্পদ বিক্রি বা হস্তান্তর হয়ে যেতে পারে এবং বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাবেক এমপি জয়সহ ৫ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সিরাজগঞ্জ-১ আসনের সাবেক এমপি তানভির শাকিল জয়, তার পরিবারের তিন সদস্য ও স্বার্থ সংশ্লিষ্ট আরেক ব্যক্তির নামে থাকা ৮৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ আদেশ দেন। জয় ছাড়া অন্যরা হলেন- তার স্ত্রী সাবরিনা সুলতানা চৌধুরী, মা লায়লা আরজুমান্দ, ভাই তমাল মনসুর এবং মীর মোশাররফ হোসেন নামে আরেকজন। জয়ের বাবা সাবেক মন্ত্রী মো. নাসিমের একান্ত সচিব ছিলেন মোশাররফ। দুদক বলছে, এসব হিসাবে ১৭ কোটি ৭৭ লাখ টাকা রয়েছে।

সাবেক এমপি অসীম কুমার উকিলের ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল ও সাবেক এমপি অসীম কুমার উকিলের ৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন। নেত্রকোনা-৩ আসনের সাবেক এমপি অসীম কুমারের বিরুদ্ধে ‘দুর্নীতির’ অভিযোগ থাকায় তার ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেয়ার তথ্য দিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা উপ-পরিচালক আখতারুল ইসলাম। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার, সাবেক মন্ত্রী-এমপি, দলের নেতাদের কয়েকজনের বিরুদ্ধে ‘দুর্নীতি ও অবৈধ’ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নামে দুদক।

এ তালিকায় আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল ও তার স্ত্রী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিলও রয়েছেন। গত ২০ আগস্ট তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধান শুরুর কথা জানায় দুদক। সেদিন দুদক জানায়, অসীম কুমারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অর্থে ঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টরে ১৮ নম্বর রোডের ১৫ নম্বর বাড়িতে দুই ইউনিটের সাততলা ভবন, তথা ১৪টি ফ্ল্যাটের মালিক হওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া ঢাকার ধানমন্ডির ১১ নম্বর রোডের ৪০ নম্বর বাড়িতে তিনটি ফ্ল্যাট, নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার সাউদপাড়ায় বাড়ি রয়েছে।

অসীম কুমারের ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে দুদকের পক্ষে সংস্থার রাসেল রনি আবেদন করেন। তার দাখিল করা সম্পদ বিবরণী যাচাই বা অনুসন্ধান করা হচ্ছে তুলে ধরে সে আবেদনে বলা হয়, অনুসন্ধানকালে অসীম কুমার উকিলের নামে এসব ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে। দুদক বলেছে, সংস্থা জানতে পেরেছে যে অসীম কুমারের নামে থাকা এসব ব্যাংক হিসাব থেকে অর্থ অন্যত্র ‘স্থানান্তর, হস্তান্তর বা বেহাত’ করার চেষ্টা করছেন।

স্থানান্তর, হস্তান্তর বা বেহাত হয়ে গেলে পরবর্তীতে তা উদ্ধার করা দুরূহ হয়ে পড়বে। এমতাবস্থায় এসব ব্যাংক হিসাব সমূহ অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক মনে করছে দুদক। নেত্রকোনা-৩ আসন থেকে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পান অসীম কুমার। তবে ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান তিনি। অন্যদিকে তার স্ত্রী অপু উকিল নবম সংসদের সংরক্ষিত আসনের সদস্য ছিলেন। চলতি বছরের ২৫ মে অসীম কুমার ও অপু উকিলের জব্দ করা ১৪টি ফ্ল্যাট ও পাঁচটি দোকান দেখভালের জন্য রিসিভার নিয়োগের আদেশ দিয়েছে আদালত। রিসিভার নিয়োগে দুদকের আবেদনে বলা হয়, অসীম কুমার উকিল ও তার স্ত্রী সংসদের সংরক্ষিত আসনের সাবেক সদস্য অপু উকিলের নিজ নামে অর্জিত ধানমন্ডির দুটি ফ্ল্যাটসহ এসব স্থাবর সম্পদ সমূহের ওপর আদালত গত ১৫ অক্টোবর জব্দের আদেশ দেন।

সাবেক প্রতিমন্ত্রী এনামুরের

আয়কর নথি জব্দের আদেশ

দুর্নীতির মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন। দুদক প্রসিকিউটর দেলোয়ার জাহার রুমি এ তথ্য নিশ্চিত করেন। দুদকের পক্ষে মামলার তদন্ত কর্মকর্তা, সংস্থার সহকারী পরিচালক পাপন কুমার সরকার আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, ‘এনামুর রহমানের বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৫০ লাখ ৯২ হাজার ৭৮৫ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখার অভিযোগ আছে। তার নামে থাকা ৫টি ব্যাংক হিসাবে মোট ৬ কোটি ৪৩ লাখ ৪৯ হাজার ১৮ টাকা সন্দেহজনক জমা ও মোট ৬ কোটি ২৬ লাখ ৮ হাজার ৪৮৭ টাকা সন্দেহজনক উত্তোলনসহ সর্বমোট ১২ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার ৫০৫ টাকা মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরপূর্বক আয়ের উৎস আড়াল করার অপরাধে মামলা দায়ের করা হয়েছে।’ মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে এনামুর রহমানের শুরু থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথি জব্দপূর্বক পর্যালোচনা করা প্রয়োজন। যা ঢাকার কর অঞ্চল-১০ এ রাখা আছে। মামলার তদন্তের স্বার্থে এনামুর রহমানের আয়কর নথি জব্দ করার জন্য আদালতের আদেশ প্রয়োজন বলেও দুদকের আবেদনে বলা হয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

» ডেঙ্গু: আরও ৪২১ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ৩ জন: মোট হাসপাতালে ভর্তি ৯৮,৭০৫ জন, মৃত্যু ৪০১ জন

» পুলিশের লুট হওয়া আড়াই লাখ গোলাবারুদ ও ১৩৩৭টি অস্ত্রের হদিস নেই

» মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: ১৩ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

» জেআইসিতে ‘গুম-নির্যাতন’: সেনা কর্মকর্তাদের বিচারের আদেশ রোববার

» ‘আইন প্রণয়নে গোপনীয়তা!’ অন্তর্বর্তী সরকারের সমালোচনা করলেন টিআইবি’র ইফতেখারুজ্জামান

» বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বিশ্ব রেকর্ড গড়ার প্রস্তুতি

» তফসিলের পর ‘অনুমোদনহীন’ জনসমাবেশ-আন্দোলনে ‘কঠোর নিয়ন্ত্রণ’

» নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া রোগী বাড়ছে: আক্রান্ত ৫০ হাজার, মৃত্যু ২৪

» আরপিও সংশোধন: বিচার কমিটিকে নতুন ক্ষমতা

» শত বছরেও কেন আরেকজন রোকেয়া তৈরি হলো না, আক্ষেপ প্রধান উপদেষ্টার

» ‘সঞ্জীবন প্রকল্পে’ উৎপাদনমুখী সামাজিক বিনিয়োগ আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে মাইলফলক: আনসার প্রধান

» সিইসির আগামীকালের ভাষণ রেকর্ডের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনের চিঠি

» প্রবাসী ভোটার নিবন্ধন ২ লাখ ৫৯ হাজার ছাড়ালো

» বেগম রোকেয়া দিবস

» কিছু ব্যবসায়ী ও আমলা নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে বাধা: জ্বালানি উপদেষ্টা

» ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ৯৮ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ৩৯৮ জন

» খালেদা জিয়ার লন্ডন যাত্রা অনিশ্চিত

» কারাগারে শওকত মাহমুদ, রিমান্ড শুনানি বৃহস্পতিবার

» বেক্সিমকো এভিয়েশনের সালমান ও সোহেলসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা

» রোজা ও পূজা বিতর্ক : শিশির মনিরের বিরুদ্ধে মামলা