বাকী বিল্লাহ

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া রোগী বাড়ছে: আক্রান্ত ৫০ হাজার, মৃত্যু ২৪

শিশুরা বেশি ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে

image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া রোগী বাড়ছে: আক্রান্ত ৫০ হাজার, মৃত্যু ২৪

শিশুরা বেশি ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫
বাকী বিল্লাহ

সারাদেশে শীত জনিত রোগ, নিউমোনিয়া, শ্বাসকষ্টের সংক্রমণ ও ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। চলতি বছরের পহেলা নভেম্বর থেকে মঙ্গলবার, (০৯ ডিসেম্বর ২০২৫) পর্যন্ত এ সব রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৫০ হাজার ৬১ জন। তার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জন মারা গেছে। মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নিউমোনিয়া ও শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯ জন। তার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১ জন মারা গেছে। এ নিয়ে চলতি বছরের পহেলা নভেম্বর থেকে মঙ্গলবার, পর্যন্ত নিউমোনিয়া ও শ্বাসকষ্টে মোট ১৫ হাজার ৪০৪ জন আক্রান্ত হয়েছে এবং চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ২১ জন।

গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২,৪৬৮ জন। পহেলা জানুয়ারি থেকে মঙ্গলবার, পর্যন্ত ৩৪ হাজার ৬৫৭ জন আক্রান্ত হয়ে এবং চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৩ জন।

ঢাকা বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে নিউমোনিয়া ও শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪১৮ জন। এছাড়া ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ৫২০ জন।

এ নিয়ে মঙ্গলবার, পর্যন্ত ঢাকা বিভাগে শ্বাসতন্ত্রের সংক্রমণে মোট আক্রান্ত ৩ হাজার ৯শ’ ৭৬ জন এবং মৃত্যু ১। ডায়রিয়ায় ঢাকা বিভাগে আক্রান্ত ৪ হাজার ১৪ জন।

ময়মনসিংহ বিভাগে মঙ্গলবার, পর্যন্ত শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত ৬৫৩ জন এবং ডায়রিয়ায় আক্রান্ত ১,৩১৯ জন।

চট্টগ্রাম বিভাগে মঙ্গলবার, পর্যন্ত শ্বাসতন্ত্রের সংক্রমণে মোট আক্রান্ত ৪,৫৩১ জন এবং মৃত্যু ১৩। আর ডায়রিয়ায় আক্রান্ত ১৩ হাজার ৪৫৮ জন এবং মৃত্যু ৩।

রাজশাহী বিভাগে নিউমোনিয়া ও শ্বাসতন্ত্রের সংক্রমণে মঙ্গলবার, পর্যন্ত আক্রান্ত ৫৫৮ জন এবং ঠা-াজনিত ডায়রিয়ায় আক্রান্ত ৩ হাজার ৯শ’ ৩৫ জন।

রংপুর বিভাগে নিউমোনিয়া ও শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত ৫১৭ জন এবং ডায়রিয়ায় আক্রান্ত ১,৬১৩ জন।

খুলনা বিভাগে নিউমোনিয়া ও শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত ২,৮৪১ জন এবং মৃত্যু ৪ জনের। এছাড়া ডায়রিয়ায় আক্রান্ত ৫ হাজার ৪৮৩ জন। বরিশাল বিভাগে নিউমোনিয়া ও শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত ৪৮৬ জন এবং ডায়রিয়ায় আক্রান্ত ১,২৮৬ জন। সিলেট বিভাগে শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত ১,৮৪২ জন এবং মৃত্যু ৩ জনের। একই বিভাগে ডায়রিয়ায় আক্রান্ত ৩,৪৬৯ জন।

সবমিলিয়ে গত ৩৯ দিনে শ্বাসতন্ত্রের সংক্রমণে মোট হাসপাতালে ভর্তি ১৫ হাজার ৪০৪ জন। তার মধ্যে ২১ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

ডায়রিয়ায় আক্রান্ত ৩৪ হাজার ৬৫৭ জন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৩ জন। মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানা গেলেও যারা হাসপাতালে ভর্তি হয়নি তাদের সংখ্যা জানা গেলে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চিকিৎসকদের মতে, গত মাস থেকে জেলা পর্যায়ে শীত পড়তে শুরু করেছে। এতে শীতজনিত রোগে শিশু, কিশোর ও বয়স্করা আক্রান্ত হচ্ছে। অনেকেই চিকিৎসকের চেম্বারে বা হাসপাতালের বহিঃবিভাগে গিয়ে চিকিৎসা নিচ্ছেন। যাদের শারীরিক অবস্থা অবনতির দিকে শুধু তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।

যাদের এ্যাজমা বা শ্বাসকষ্ট, তাদের কষ্ট আরও বাড়ছে। আর শিশু ও বয়স্করা নিউমোনিয়াসহ অন্যান্য শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে।

মহাখালী ডায়রিয়া হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, শীতজনিত ডায়রিয়ায় প্রতিদিন ৬শ’ থেকে ৭শ’ রোগী হাসপাতালে ভর্তি ও চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে শতকরা ৬০-৭০ ভাগ শিশু ডায়রিয়ায় আক্রান্ত বলে হাসপাতাল থেকে জানা গেছে। আর ঢাকার বাইরে জেলা ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে এখন শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে।

‘জাতীয়’ : আরও খবর

» ডেঙ্গু: আরও ৪২১ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ৩ জন: মোট হাসপাতালে ভর্তি ৯৮,৭০৫ জন, মৃত্যু ৪০১ জন

» পুলিশের লুট হওয়া আড়াই লাখ গোলাবারুদ ও ১৩৩৭টি অস্ত্রের হদিস নেই

» মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: ১৩ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

» জেআইসিতে ‘গুম-নির্যাতন’: সেনা কর্মকর্তাদের বিচারের আদেশ রোববার

» ‘আইন প্রণয়নে গোপনীয়তা!’ অন্তর্বর্তী সরকারের সমালোচনা করলেন টিআইবি’র ইফতেখারুজ্জামান

» বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বিশ্ব রেকর্ড গড়ার প্রস্তুতি

» তফসিলের পর ‘অনুমোদনহীন’ জনসমাবেশ-আন্দোলনে ‘কঠোর নিয়ন্ত্রণ’

» আরপিও সংশোধন: বিচার কমিটিকে নতুন ক্ষমতা

» সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের গাড়িসহ ১৯০ শতাংশ জমি জব্দের আদেশ

» শত বছরেও কেন আরেকজন রোকেয়া তৈরি হলো না, আক্ষেপ প্রধান উপদেষ্টার

» ‘সঞ্জীবন প্রকল্পে’ উৎপাদনমুখী সামাজিক বিনিয়োগ আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে মাইলফলক: আনসার প্রধান

» সিইসির আগামীকালের ভাষণ রেকর্ডের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনের চিঠি

» প্রবাসী ভোটার নিবন্ধন ২ লাখ ৫৯ হাজার ছাড়ালো

» বেগম রোকেয়া দিবস

» কিছু ব্যবসায়ী ও আমলা নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে বাধা: জ্বালানি উপদেষ্টা

» ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ৯৮ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ৩৯৮ জন

» খালেদা জিয়ার লন্ডন যাত্রা অনিশ্চিত

» কারাগারে শওকত মাহমুদ, রিমান্ড শুনানি বৃহস্পতিবার

» বেক্সিমকো এভিয়েশনের সালমান ও সোহেলসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা

» রোজা ও পূজা বিতর্ক : শিশির মনিরের বিরুদ্ধে মামলা