গত বছর জুলাই অভুত্থানের সময় পুলিশের বিভিন্ন স্থাপনা থেকে লুট হওয়া ২ লাখ ৫৭ হ্জার ১৮৯টি গোলাবারুদ ও ১৩৩৭টি আগ্নেয়াস্ত্র এখনও উদ্ধার হয়নি। এসব অস্ত্র উদ্ধারে পুলিশ তৎপর আছে বলে পুলিশ সদর দপ্তর থেকে জানিয়েছেন। অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের গত রোববার পর্যন্ত প্রাপ্ত হিসাবে জানা গেছে, লুটকৃত পুলিশের চায়না রাইফেল ১১৩টি, রাইফেল ১টি, চায়না এসএমজি ৩১টি, চায়না এলএমজি ৩টি, চায়না পিস্তল ২০৭টি, পিস্তল ৪৫৪টি, ১২ বোরের শটগান ৩৯০টি, টিয়ার গ্যাস লাঞ্চার ১২৯টি, গ্যাস লাঞ্চার ৭টি, সিগনাল পিস্তল ২টিসহ মোট ১৩৩৭টি আগ্নেয়াস্ত্র এখনও উদ্ধার হয়নি। এছাড়াও বিভিন্ন বোরের গুলি ২ লাখ ৪৩ হাজার ৮৭৬টি, বিভিন্ন ধরনের টিয়ারগ্যাস সেল ১১,৩৯১টি, বিভিন্ন ধরনের টিয়ারগ্যাস গ্রেনেড ২৯১টি, সাউন্ড গ্রেনেড ১১৬৮টি, কালার স্মোক গ্রেনেড ৪১টি, সেভেন মাল্টিপল ব্যাংক স্টান গ্রেনেড ২২টি, ফ্ল্যাশ ব্যাংক ২৮৪টি, হ্যান্ড হেল্ড টিয়ারগ্যাস স্প্রে ১১৬টিসহ মোট ২,৫৭,১৮৯টি গোলাবারুদের এখনও হদিস নেই।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা