ডেঙ্গুতে আরও ৪২১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে মঙ্গলবার,( ০৯ ডিসেম্বর ২০২৫) পর্যন্ত মোট আক্রান্ত ৯৮ হাজার ৭০৫ জন। তার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ৪০১ জনের মৃত্যু হয়েছে।
২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে বরিশাল বিভাগে ৬৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬৩ জন, ঢাকা বিভাগে ৭৩ জন, ঢাকা উত্তর সিটিতে ৭৫ জন, ঢাকা দক্ষিণে ৭২ জন, খুলনা বিভাগে ৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৩১ জন, রাজশাহী বিভাগে ১২ জন, রংপুর বিভাগে ১ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
নিহত ৩ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ২ জন ও বরিশাল বিভাগে ১ জন মারা গেছেন।
হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে ৫ বছর বয়সের শিশু ১৩ জন, ৬-১০ বছর বয়সের ২০ জন, ১১-১৫ বছর বয়সের ৩৩ জন, ১৬-২০ বছর বয়সের ৫০ জন, ২১-২৫ বছর বয়সের ৬৬ জন, ২৫-৩০ বছর বয়সের ৬২ জন, ৩১-৩৫ বছর বয়সের ৩৯ জন, ৩৬-৪০ বছর বয়সের ৪৮ জন, ৭১-৭৫ বছর বয়সের ১ জন ও ৮০ বছর বয়সের ১ জনসহ বিভিন্ন বয়সের ৪২১ জন ভর্তি হয়েছে। এ নিয়ে সারাদেশের হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে এখনো ১,৫৪৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এখনও এডিস মশার উপদ্রব আছে। চলতি ডিসেম্বর মাস পর্যন্ত ডেঙ্গুর বাহক এডিস মশার উপদ্রব থাকবে। আগামী জানুয়ারি পর্যন্ত এর প্রভাব থাকতে পারে। এরপর এডিস মশা কিছুটা কমবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কিউলেক্স মশার উপদ্রব বাড়ছে। তাই এখনই কিউলেক্স মশার বিস্তার ঠেকাতে এখনই পদক্ষেপ নেয়া দরকার বলে কীটতত্ত্ব বিশেষজ্ঞরা মন্তব্য করেন।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা