alt

জাতীয়

বিআইজিডির ‘স্টেট অব গভর্ন্যান্স ইন বাংলাদেশ ২০২০-২০২১” শীর্ষক রিপোর্ট প্রকাশ

সংবাদ অনলাইন রিপোর্ট : শনিবার, ৩১ জুলাই ২০২১

বিশ্বের বিভিন্ন দেশের শাসনব্যবস্থা (governance) ঠিক কতখানি চাপ নিতে পারে করোনা মহামারী এসে সেই পরীক্ষাটিই নিচ্ছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষার মত গুরুত্বপূর্ণ খাতগুলোর অবস্থা আগে থেকেই নড়বড়ে। ফলে এসব দেশে করোনাউদ্ভূত ‘জীবন বনাম জীবিকা’র টানাপোড়েন গোড়া থেকেই কঠিন হয়ে উঠেছে। ব্র্যাক ইন্সটিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকান ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং রিসার্চ সেন্টার বাংলাদেশের করোনাকালীন শাসনব্যবস্থা নিয়ে একটি গবেষণা করেছে, যার ফলাফল গত ২৯ জুলাই একটি ওয়েবিনারে তুলে ধরা হয়। এই গবেষণা ও গবেষণার ফলাফল বিআইজিডির ফ্ল্যাগশিপ রিপোর্ট ‘স্টেট অব গভর্ন্যান্স ইন বাংলাদেশ ২০২০-২০২১’ এ স্থান পেয়েছে।

বাংলাদেশে করোনা ব্যবস্থাপনা সংক্রান্ত শাসন ব্যবস্থা, এর দুর্বলতা এবং এ ধরণের দুর্যোগ কিংবা মহামারী পরিস্থিতিতে ভবিষ্যতে কিভাবে আরো কার্যকর হওয়া যায়, এসব বিষয়ে গবেষকরা তাঁদের বিশ্লেষণ তুলে ধরেছেন। গবেষকরা একটি “প্রতি-ভঙ্গুর” (antifragile) শাসনব্যবস্থার ধারণার কথা বলেছেন। এটি হল এমন একটি ব্যবস্থা যা দুর্যোগ মোকাবিলা করতে করতে ক্রমশ আরো শক্তিশালী হয়ে উঠে। দুর্যোগ পরিস্থিতিতে সব ধরণের সম্ভাব্য সমাধান বিবেচনায় এনে, এর সাথে সহযোগিতা এবং উদ্ভাবনের সমন্বয় ঘটিয়ে, দুর্যোগ মোকাবিলার পথ বের করে, এবং এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শাসনব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলা যায়।

বন্যা এবং ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশের ক্ষমতা (resilience) আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত। তবে একবিংশ শতাব্দীতে বিশ^ায়ন এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ঘন ঘন করোনার মতো ভয়াবহ জাতীয় দুর্যোগে পড়তে পারে। তখন শুধু দুর্যোগ সামলানোর ক্ষমতাই যথেষ্ট হবে না। তাতে উন্নয়নের ধারা ব্যহত হবে। বাংলাদেশে উন্নয়নের ধারা বজায় রাখতে গেলে এমন একটি শাসনব্যবস্থা প্রয়োজন, যা দুঃসময়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও কার্যকর হয়ে উঠতে পারে।

বিআইজিডির প্রতিবেদনে মহামারীকালীন নীতিনির্ধারণ এবং এর প্রয়োগ, স্বাস্থ্য ও সাধারণ মানুষের রুটি রুজির ওপর এই নীতির প্রভাব নিয়ে আলোকপাত করা হয়েছে। একইসাথে সরকারের করোনা ব্যবস্থাপনা সম্পর্কে জনগণের ধারনা বিষয়ে জাতীয় পর্যায়ে একটি জরিপ চালানো হয়েছে। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি থাকলেও সরকারের লকডাউন ব্যবস্থাপনা, করোনা পরীক্ষা এবং ত্রাণ কার্যক্রমের কার্যকারিতা নিয়ে জনগণের অসন্তুষ্টি প্রকাশ পেয়েছে এই জরিপে।

রিপোর্টে বলা হয়, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এই মুহুর্তে তেমন বড় কোনো বিরোধিতা আশংকা করছে না। ফলে দেশকে সবদিকে থেকে উন্নত করতে, বিশেষত অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর। লকডাউন অর্থনীতি ও মানুষের জীবনে কি ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তা অনুধাবণ করেই ২০২০ সালে লকডাউন প্রয়োগে সরকারের দ্বিধাগ্রস্থ ছিল। ধারণার চেয়ে আক্রান্তের হার কম হওয়ায় গতবছর এই ঢিলেঢালা লকডাউনের কৌশল উৎরে গিয়েছিলো। কিন্তু তারপরও আর্থিকভাবে দুর্বল, স্বল্প-সঞ্চয়ী মানুষ এবং অসময়ে সাহায্য করার মতো যাদের কেউ নেই, তাদের জীবন ও জীবিকা লকডাউন আর সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে হুমকির মুখে পড়েছে।

অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা সরকারের একটি সুস্পষ্ট ও দীর্ঘমেয়াদি উন্নয়নকৌশল। এই প্রবৃদ্ধি সুরক্ষিত রাখার প্রচেষ্টা ঘোষিত প্রণোদনায় স্পষ্টভাবে ফুটে উঠেছে। বৃহৎ, মাঝারি এবং রপ্তানিমুখী শিল্পের জন্য জিডিপির তিন শতাংশ পর্যন্ত বরাদ্দ ছিলো। সেই তুলনায় আর্থিকভাবে দুর্বল জনগোষ্ঠী, তাঁদের খাদ্য ও কর্ম নিরাপত্তার জন্য বরাদ্দ ছিলো এক শতাংশেরও কম। তৈরি পোশাকশিল্পের মালিক ও তাদের সংগঠনগুলো তাদের প্রভাব খাটিয়ে প্রণোদনার মাধ্যমে নিজেদের ক্ষতি পুষিয়ে নিতে সরব ছিলো। অন্যদিকে তুলনামূলকভাবে দূর্বল শ্রমিক ইউনিয়ন, তৃণমূল জনগণ ও তাদের সংগঠনগুলো সেভাবে সরব হতে পারে নি। এই ব্যাপারটিও প্রণোদনা নীতি তৈরিতে ভূমিকা রেখেছে। এর ফলে ত্রাণ বা সামাজিক সুরক্ষা সহায়তা প্রয়োজনের তুলনায় কম ছিলো। তার ওপওে প্রশাসনিক দুর্বলতা ও স্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাবে ত্রাণ কার্যক্রম ব্যহত হয়েছে। ত্রাণ যাদের সবচেয়ে প্রয়োজন ছিলো, তাদের কাছে তথ্য ঠিকমত পৌঁছেনি। জরিপে অংশগ্রহণকারী অধিকাংশই বিশ^াস করেন যে ত্রাণ ব্যবস্থাপনায় কিছু না কিছু দুর্নীতি অবশ্যই হয়েছে। অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ মানুষ উপযুক্ত সহযোগিতা না পেয়ে বাধ্য হয়েছে সামাজিক দূরত্ব না মেনে কর্মক্ষেত্রে ফিরতে, যা তাদের সংক্রমণের ঝুঁকি আরও বাড়িয়েছে৷

এই পরিস্থিতিতে স্বাস্থ ব্যবস্থার দুর্বলতা হয়েছে মড়ার উপর খাড়ার ঘা। জনস্বাস্থ্য ব্যবস্থাপনা মহামারীকালীন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে মোটামুটি ব্যর্থ হয়েছে। মহামারীর দুইমাস পার হয়ে যাওয়ার পরও প্রতিটি উপজেলায় গড়ে মাত্র পাঁচটি করে অক্সিজেন সিলিন্ডার ছিলো। সাড়ে ষোলো কোটি মানুষের জন্য ভেন্টিলেটরের সংখ্যা ছিল মাত্র ২,২৬৭টি। ব্যক্তিগত নিরাপত্তার উপকরণ (পিপিই) এবং অন্যান্য প্রয়োজনীয় উপরকণের সরবরাহ প্রয়োজনের তুলনায় ছিলো খুবই কম এবং এসব উপকরণ ক্রয়েও ছিল ঢিলেমি। করোনা মোকাবিলার কোনো নীতি, কৌশল বা প্রাক-প্রস্তুতি বাংলাদেশের ছিল না। ২০১১ সালের পর থেকে “জাতীয় বায়ুবাহিত এবং ইনফ্লয়েঞ্জা মহামারী প্রস্তুতি ও সাড়াদান পরিকল্পনা” হালনাগাদ করা হয়নি। ২০২০ সালের মার্চ থেকে জুলাইয়ের মধ্যে আক্রান্তের হার যখন খুব বেশি ছিলো, সেসময়ে করোনা মোকাবেলার সর্বোচ্চ কমিটি মাত্র তিনবার সভা আয়োজন করেছে। করোনা মোকাবেলায় বাংলাদেশের স্বাস্থব্যবস্থার দুর্বলতা ফুটে উঠেছে পরীক্ষাসংক্রান্ত উপাত্তে; বাংলাদেশে করোনা পরীক্ষার হার দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশের চেয়ে অনেক কম।

চলমান ডেল্টা ভ্যারিয়েন্ট মোকাবেলায় বিগত বছরের অভিজ্ঞতা কতটা কাজে লেগেছে? আপাতদৃষ্টিতে কিছুটা অভিজ্ঞতা কাজে লেগেছে বলে মনে হচ্ছে। যেমন, লকডাউন কঠোরভাবে পালিত হয়েছে এবং এই সংক্রান্ত নির্দেশনা এবার আগের চেয়ে স্পষ্ট। স্বাস্থ্যখাতেও সমন্বয় আগের চেয়ে বেড়েছে। যেমন, প্রস্তুতির অংশ হিসেবে স্বাস্থ্যসেবা মহাপরিচালকের কার্যালয়ের সাথে সমন্বিতভাবে সরকারি হাসপাতালগুলো এখন কাজ করছে।

তবে আর কতদিন এমন কঠোর লকডাউন বহাল থাকবে কিংবা কত দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরত যাওয়া যাবে তা স্বাস্থ্যসেবা এবং সামাজিক সুরক্ষা এই দুইটি খাতের উপর নির্ভর করবে। সরকারের উচিৎ দ্রুত স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানো এবং এখাতে ব্যবস্থাপনার উন্নয়ন করা। একইসাথে জিডিপি প্রবৃদ্ধির পরিবর্তে জনসুরক্ষা কেন্দ্রিক অর্থনৈতিক নীতিমালা তৈরি করতে হবে।

এজন্য সরকারের উচিৎ আমাদের শক্তিশালী দিকগুলোকে কাজে লাগানো। বাংলাদেশের সামাজিক সুরক্ষা খাত গত এক দশকে ব্যপক বিস্তার লাভ করেছে। একে আরো শক্তিশালী করে তোলা দরকার, যাতে এ ধরণের বিপর্যয়ে জনসুরক্ষা নিশ্চিত করা যায়। এই খাতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা বাড়াতে প্রয়োজন নিরপেক্ষ ও স্বাধীন পর্যবেক্ষণের ব্যবস্থা করা, নীতিনির্ধারণে এসব পর্যবেক্ষণের প্রতিফলন নিশ্চিত করা এবং জনগণের দাবী ও অভিযোগ জানা ও সেগুলো মেটানোর কার্যকর ব্যবস্থা করা। এখানে রাষ্ট্র ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর (যেমন এনজিও) মধ্যে সফল অংশীদারীত্বের প্রচুর উদাহরণ রয়েছে। এ ধরণের অংশিদারিত্বগুলোকে ভালোভাবে কাজে লাগাতে হবে।

সরকারের উচিৎ একবিংশ শতাব্দীর রাষ্ট্র পরিচালনা-নীতি অনুশীলন করা, যার মূলনীতি হল উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা। নীতিনির্ধারণ, পর্যবেক্ষণ এবং মতামত প্রদানে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারের কার্যকরী পদক্ষেপ নেয়া উচিত। বিশেষজ্ঞ ও জনগণের সমালোচনা যে কার্যকর জনমুখী শাসনব্যবস্থার জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেটা সরকারের অনুধাবণ করা উচিত।

স্থানীয় সরকার, সংগঠন এবং মন্ত্রণালয়সমূহকে শক্তিশালী হতে হবে। স্থানীয় প্রয়োজন এবং অবস্থার ভিত্তিতে নিজেদের স্বাধীনভাবে পরিচালনার সক্ষমতা থাকতে হবে এসব প্রতিষ্ঠানের। সকল ক্ষেত্রে এক নীতি- এমন মনোভাব থেকে সরকারকে সরে আসতে হবে। সক্ষম প্রশাসন এবং বিকেন্দ্রীভূত কর্তৃপক্ষ স্থানীয় প্রয়োজন মেটাতে বেশি কার্যকর হতে পারে। করোনার মত বিপর্যয় মোকাবেলায় প্রয়োজন শক্তিশালী জনপ্রশাসন, দায়িত্বশীল ও বিচক্ষণ রাজনীতিবিদ, মতামত গ্রহণের একটি কার্যকর প্রক্রিয়া, অভিজ্ঞতা থেকে শেখা ও সেই জ্ঞানকে সত্যিকারে কাজে লাগানোর ক্ষমতা।

এবার ৭টি ট্রেনিং সেন্টারের ৩ হাজারেরও বেশি পুলিশ সদস্যদের কুচকাওয়াজ স্থগিত

সুনামগঞ্জে হিন্দুদের বাড়িঘরে হামলার অভিযোগে গ্রেপ্তার ৪

ছবি

শ্রদ্ধাভরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

গুমের ঘটনায় শেখ হাসিনার ‘সম্পৃক্ততা’ পেয়েছে কমিশন, র‌্যাব বিলুপ্তির সুপারিশ

নারায়ণগঞ্জে হত্যা চেষ্টার মামলায় আসামি শামীম ওসমান-জিএম কাদের-মুজিবুল চুন্ন

ছবি

আলোচনায় বক্তারা, ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারে ভর করে বলা যায় না, সংখ্যালঘু নির্যাতন হয়নি

ছবি

গুম: ‘নির্দেশ দাতা’ শেখ হাসিনা, ‘প্রমাণ পেয়েছে’ কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ

ছবি

‘এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’- কবি হেলাল হাফিজ চিরনিদ্রায় শায়িত

ছবি

মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মানুষের ঢল

ছবি

মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় জুলাইয়ের গণঅভ্যুত্থান: আসিফ নজরুল

ছবি

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ছবি

সেন্টমার্টিন নৌ-পথে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ওপারে আবার গুলির শব্দ

ছবি

একাত্তরের স্বাধীনতাবিরোধী অপশক্তির ‘চক্রান্ত’ প্রতিহতের আহ্বান ইউনূসের

ছবি

১৮ ডিসেম্বর ১৯৭১: রায়েরবাজার বধ্যভূমি, প্রত্যক্ষদর্শীর বিবরণ

ছবি

১৯৭১ এ পরিকল্পিত তালিকা করে বুদ্ধিজীবী হত্যা: শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

ছবি

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে চক্রান্ত প্রতিহতের আহ্বান প্রধান উপদেষ্টার

ছবি

রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ: রিজওয়ানা হাসান

ছবি

হজের প্রাথমিক নিবন্ধনের শেষ দিন: ব্যাংক খোলা রাখতে ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধ

ছবি

কবি হেলাল হাফিজ আর নেই

ছবি

বাংলাদেশ-ভারত সম্পর্কে যে ‘ছায়া’ পড়েছে, দুই দেশের স্বার্থেই তা দূর করতে হবে: রিজওয়ানা

ছবি

যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবস পালনের আহ্বান মহিলা পরিষদের

ছবি

কুয়াশার চাদরে ঢাকা দেশজুড়ে শীতের দাপট

ছবি

আর কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে চাই না: ডিবিপ্রধান

ছবি

ঢাকা-জয়দেবপুর রুটে চালু হচ্ছে ৪ জোড়া ট্রেন

ছবি

ছুটির দিনেও বায়ুদূষণের শীর্ষে ঢাকা

সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ ফিলিস্তিন, তৃতীয় বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারকে নিয়ে হাসিনার সমালোচনায় ভারতের সায় নেই : বিক্রম মিশ্রি

ছবি

আয়নাঘরের অস্তিত্ব স্বীকার, ক্ষমা চাইলেন র‌্যাবের ডিজি

ছবি

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচারে ৫৪ নাগরিকের উদ্বেগ

ছবি

আলোচনার মাধ্যমে ভারতে আটক বাংলাদেশী ৭৮ নাবিককে ফেরানোর আশা

ছবি

এবার কিছু এলাকাকে ‘নো ব্রিকফিল্ড জোন’ করার ঘোষণা রিজওয়ানার

ছবি

ভারত-পাকিস্তানের ‘সমস্যা’ অন্যদের প্রভাবিত করা উচিত না: সার্ক নিয়ে ইউনূস

ছবি

ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক ৭৯ নাবিক শিগগিরই দেশে ফিরবে : পররাষ্ট্র সচিব

ছবি

আয়নাঘর, গুম-খুন স্বীকার করে ক্ষমা চাইলেন র‌্যাব মহাপরিচালক

ছবি

শীতের শুরুতেই শৈত্যপ্রবাহের সম্ভাবনা, সাগরে সুস্পষ্ট লঘুচাপ

ছবি

উত্তরায় ইসকন সদস্যের ওপর হামলার খবরটি ভুয়া: সিএ প্রেস উইং

tab

জাতীয়

বিআইজিডির ‘স্টেট অব গভর্ন্যান্স ইন বাংলাদেশ ২০২০-২০২১” শীর্ষক রিপোর্ট প্রকাশ

সংবাদ অনলাইন রিপোর্ট

শনিবার, ৩১ জুলাই ২০২১

বিশ্বের বিভিন্ন দেশের শাসনব্যবস্থা (governance) ঠিক কতখানি চাপ নিতে পারে করোনা মহামারী এসে সেই পরীক্ষাটিই নিচ্ছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষার মত গুরুত্বপূর্ণ খাতগুলোর অবস্থা আগে থেকেই নড়বড়ে। ফলে এসব দেশে করোনাউদ্ভূত ‘জীবন বনাম জীবিকা’র টানাপোড়েন গোড়া থেকেই কঠিন হয়ে উঠেছে। ব্র্যাক ইন্সটিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকান ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং রিসার্চ সেন্টার বাংলাদেশের করোনাকালীন শাসনব্যবস্থা নিয়ে একটি গবেষণা করেছে, যার ফলাফল গত ২৯ জুলাই একটি ওয়েবিনারে তুলে ধরা হয়। এই গবেষণা ও গবেষণার ফলাফল বিআইজিডির ফ্ল্যাগশিপ রিপোর্ট ‘স্টেট অব গভর্ন্যান্স ইন বাংলাদেশ ২০২০-২০২১’ এ স্থান পেয়েছে।

বাংলাদেশে করোনা ব্যবস্থাপনা সংক্রান্ত শাসন ব্যবস্থা, এর দুর্বলতা এবং এ ধরণের দুর্যোগ কিংবা মহামারী পরিস্থিতিতে ভবিষ্যতে কিভাবে আরো কার্যকর হওয়া যায়, এসব বিষয়ে গবেষকরা তাঁদের বিশ্লেষণ তুলে ধরেছেন। গবেষকরা একটি “প্রতি-ভঙ্গুর” (antifragile) শাসনব্যবস্থার ধারণার কথা বলেছেন। এটি হল এমন একটি ব্যবস্থা যা দুর্যোগ মোকাবিলা করতে করতে ক্রমশ আরো শক্তিশালী হয়ে উঠে। দুর্যোগ পরিস্থিতিতে সব ধরণের সম্ভাব্য সমাধান বিবেচনায় এনে, এর সাথে সহযোগিতা এবং উদ্ভাবনের সমন্বয় ঘটিয়ে, দুর্যোগ মোকাবিলার পথ বের করে, এবং এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শাসনব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলা যায়।

বন্যা এবং ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশের ক্ষমতা (resilience) আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত। তবে একবিংশ শতাব্দীতে বিশ^ায়ন এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ঘন ঘন করোনার মতো ভয়াবহ জাতীয় দুর্যোগে পড়তে পারে। তখন শুধু দুর্যোগ সামলানোর ক্ষমতাই যথেষ্ট হবে না। তাতে উন্নয়নের ধারা ব্যহত হবে। বাংলাদেশে উন্নয়নের ধারা বজায় রাখতে গেলে এমন একটি শাসনব্যবস্থা প্রয়োজন, যা দুঃসময়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও কার্যকর হয়ে উঠতে পারে।

বিআইজিডির প্রতিবেদনে মহামারীকালীন নীতিনির্ধারণ এবং এর প্রয়োগ, স্বাস্থ্য ও সাধারণ মানুষের রুটি রুজির ওপর এই নীতির প্রভাব নিয়ে আলোকপাত করা হয়েছে। একইসাথে সরকারের করোনা ব্যবস্থাপনা সম্পর্কে জনগণের ধারনা বিষয়ে জাতীয় পর্যায়ে একটি জরিপ চালানো হয়েছে। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি থাকলেও সরকারের লকডাউন ব্যবস্থাপনা, করোনা পরীক্ষা এবং ত্রাণ কার্যক্রমের কার্যকারিতা নিয়ে জনগণের অসন্তুষ্টি প্রকাশ পেয়েছে এই জরিপে।

রিপোর্টে বলা হয়, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এই মুহুর্তে তেমন বড় কোনো বিরোধিতা আশংকা করছে না। ফলে দেশকে সবদিকে থেকে উন্নত করতে, বিশেষত অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর। লকডাউন অর্থনীতি ও মানুষের জীবনে কি ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তা অনুধাবণ করেই ২০২০ সালে লকডাউন প্রয়োগে সরকারের দ্বিধাগ্রস্থ ছিল। ধারণার চেয়ে আক্রান্তের হার কম হওয়ায় গতবছর এই ঢিলেঢালা লকডাউনের কৌশল উৎরে গিয়েছিলো। কিন্তু তারপরও আর্থিকভাবে দুর্বল, স্বল্প-সঞ্চয়ী মানুষ এবং অসময়ে সাহায্য করার মতো যাদের কেউ নেই, তাদের জীবন ও জীবিকা লকডাউন আর সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে হুমকির মুখে পড়েছে।

অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা সরকারের একটি সুস্পষ্ট ও দীর্ঘমেয়াদি উন্নয়নকৌশল। এই প্রবৃদ্ধি সুরক্ষিত রাখার প্রচেষ্টা ঘোষিত প্রণোদনায় স্পষ্টভাবে ফুটে উঠেছে। বৃহৎ, মাঝারি এবং রপ্তানিমুখী শিল্পের জন্য জিডিপির তিন শতাংশ পর্যন্ত বরাদ্দ ছিলো। সেই তুলনায় আর্থিকভাবে দুর্বল জনগোষ্ঠী, তাঁদের খাদ্য ও কর্ম নিরাপত্তার জন্য বরাদ্দ ছিলো এক শতাংশেরও কম। তৈরি পোশাকশিল্পের মালিক ও তাদের সংগঠনগুলো তাদের প্রভাব খাটিয়ে প্রণোদনার মাধ্যমে নিজেদের ক্ষতি পুষিয়ে নিতে সরব ছিলো। অন্যদিকে তুলনামূলকভাবে দূর্বল শ্রমিক ইউনিয়ন, তৃণমূল জনগণ ও তাদের সংগঠনগুলো সেভাবে সরব হতে পারে নি। এই ব্যাপারটিও প্রণোদনা নীতি তৈরিতে ভূমিকা রেখেছে। এর ফলে ত্রাণ বা সামাজিক সুরক্ষা সহায়তা প্রয়োজনের তুলনায় কম ছিলো। তার ওপওে প্রশাসনিক দুর্বলতা ও স্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাবে ত্রাণ কার্যক্রম ব্যহত হয়েছে। ত্রাণ যাদের সবচেয়ে প্রয়োজন ছিলো, তাদের কাছে তথ্য ঠিকমত পৌঁছেনি। জরিপে অংশগ্রহণকারী অধিকাংশই বিশ^াস করেন যে ত্রাণ ব্যবস্থাপনায় কিছু না কিছু দুর্নীতি অবশ্যই হয়েছে। অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ মানুষ উপযুক্ত সহযোগিতা না পেয়ে বাধ্য হয়েছে সামাজিক দূরত্ব না মেনে কর্মক্ষেত্রে ফিরতে, যা তাদের সংক্রমণের ঝুঁকি আরও বাড়িয়েছে৷

এই পরিস্থিতিতে স্বাস্থ ব্যবস্থার দুর্বলতা হয়েছে মড়ার উপর খাড়ার ঘা। জনস্বাস্থ্য ব্যবস্থাপনা মহামারীকালীন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে মোটামুটি ব্যর্থ হয়েছে। মহামারীর দুইমাস পার হয়ে যাওয়ার পরও প্রতিটি উপজেলায় গড়ে মাত্র পাঁচটি করে অক্সিজেন সিলিন্ডার ছিলো। সাড়ে ষোলো কোটি মানুষের জন্য ভেন্টিলেটরের সংখ্যা ছিল মাত্র ২,২৬৭টি। ব্যক্তিগত নিরাপত্তার উপকরণ (পিপিই) এবং অন্যান্য প্রয়োজনীয় উপরকণের সরবরাহ প্রয়োজনের তুলনায় ছিলো খুবই কম এবং এসব উপকরণ ক্রয়েও ছিল ঢিলেমি। করোনা মোকাবিলার কোনো নীতি, কৌশল বা প্রাক-প্রস্তুতি বাংলাদেশের ছিল না। ২০১১ সালের পর থেকে “জাতীয় বায়ুবাহিত এবং ইনফ্লয়েঞ্জা মহামারী প্রস্তুতি ও সাড়াদান পরিকল্পনা” হালনাগাদ করা হয়নি। ২০২০ সালের মার্চ থেকে জুলাইয়ের মধ্যে আক্রান্তের হার যখন খুব বেশি ছিলো, সেসময়ে করোনা মোকাবেলার সর্বোচ্চ কমিটি মাত্র তিনবার সভা আয়োজন করেছে। করোনা মোকাবেলায় বাংলাদেশের স্বাস্থব্যবস্থার দুর্বলতা ফুটে উঠেছে পরীক্ষাসংক্রান্ত উপাত্তে; বাংলাদেশে করোনা পরীক্ষার হার দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশের চেয়ে অনেক কম।

চলমান ডেল্টা ভ্যারিয়েন্ট মোকাবেলায় বিগত বছরের অভিজ্ঞতা কতটা কাজে লেগেছে? আপাতদৃষ্টিতে কিছুটা অভিজ্ঞতা কাজে লেগেছে বলে মনে হচ্ছে। যেমন, লকডাউন কঠোরভাবে পালিত হয়েছে এবং এই সংক্রান্ত নির্দেশনা এবার আগের চেয়ে স্পষ্ট। স্বাস্থ্যখাতেও সমন্বয় আগের চেয়ে বেড়েছে। যেমন, প্রস্তুতির অংশ হিসেবে স্বাস্থ্যসেবা মহাপরিচালকের কার্যালয়ের সাথে সমন্বিতভাবে সরকারি হাসপাতালগুলো এখন কাজ করছে।

তবে আর কতদিন এমন কঠোর লকডাউন বহাল থাকবে কিংবা কত দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরত যাওয়া যাবে তা স্বাস্থ্যসেবা এবং সামাজিক সুরক্ষা এই দুইটি খাতের উপর নির্ভর করবে। সরকারের উচিৎ দ্রুত স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানো এবং এখাতে ব্যবস্থাপনার উন্নয়ন করা। একইসাথে জিডিপি প্রবৃদ্ধির পরিবর্তে জনসুরক্ষা কেন্দ্রিক অর্থনৈতিক নীতিমালা তৈরি করতে হবে।

এজন্য সরকারের উচিৎ আমাদের শক্তিশালী দিকগুলোকে কাজে লাগানো। বাংলাদেশের সামাজিক সুরক্ষা খাত গত এক দশকে ব্যপক বিস্তার লাভ করেছে। একে আরো শক্তিশালী করে তোলা দরকার, যাতে এ ধরণের বিপর্যয়ে জনসুরক্ষা নিশ্চিত করা যায়। এই খাতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা বাড়াতে প্রয়োজন নিরপেক্ষ ও স্বাধীন পর্যবেক্ষণের ব্যবস্থা করা, নীতিনির্ধারণে এসব পর্যবেক্ষণের প্রতিফলন নিশ্চিত করা এবং জনগণের দাবী ও অভিযোগ জানা ও সেগুলো মেটানোর কার্যকর ব্যবস্থা করা। এখানে রাষ্ট্র ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর (যেমন এনজিও) মধ্যে সফল অংশীদারীত্বের প্রচুর উদাহরণ রয়েছে। এ ধরণের অংশিদারিত্বগুলোকে ভালোভাবে কাজে লাগাতে হবে।

সরকারের উচিৎ একবিংশ শতাব্দীর রাষ্ট্র পরিচালনা-নীতি অনুশীলন করা, যার মূলনীতি হল উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা। নীতিনির্ধারণ, পর্যবেক্ষণ এবং মতামত প্রদানে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারের কার্যকরী পদক্ষেপ নেয়া উচিত। বিশেষজ্ঞ ও জনগণের সমালোচনা যে কার্যকর জনমুখী শাসনব্যবস্থার জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেটা সরকারের অনুধাবণ করা উচিত।

স্থানীয় সরকার, সংগঠন এবং মন্ত্রণালয়সমূহকে শক্তিশালী হতে হবে। স্থানীয় প্রয়োজন এবং অবস্থার ভিত্তিতে নিজেদের স্বাধীনভাবে পরিচালনার সক্ষমতা থাকতে হবে এসব প্রতিষ্ঠানের। সকল ক্ষেত্রে এক নীতি- এমন মনোভাব থেকে সরকারকে সরে আসতে হবে। সক্ষম প্রশাসন এবং বিকেন্দ্রীভূত কর্তৃপক্ষ স্থানীয় প্রয়োজন মেটাতে বেশি কার্যকর হতে পারে। করোনার মত বিপর্যয় মোকাবেলায় প্রয়োজন শক্তিশালী জনপ্রশাসন, দায়িত্বশীল ও বিচক্ষণ রাজনীতিবিদ, মতামত গ্রহণের একটি কার্যকর প্রক্রিয়া, অভিজ্ঞতা থেকে শেখা ও সেই জ্ঞানকে সত্যিকারে কাজে লাগানোর ক্ষমতা।

back to top