alt

জাতীয়

আইটিইউ নির্বাচন: ভোট কাকে দিবে, ‘সিদ্ধান্ত নেয়নি’ বাংলাদেশ

সংবাদ অনলাইন রিপোর্ট : সোমবার, ০৮ আগস্ট ২০২২

আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) নির্বাচনে নিজেদের প্রার্থীর পক্ষে ভোট চেয়েছে যুক্তরাষ্ট্র; যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী রাশিয়া। এই অবস্থায় কাকে ভোট দেবে, সেই সিদ্ধান্ত এখনও বাংলাদেশ নেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

সোমবার (৮ আগস্ট) ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল সিসনের সঙ্গে বৈঠকের পর এনিয়ে কথা বলেন তিনি।

বাংলাদেশ কাকে ভোট দেবে- এমন প্রশ্নে পররাষ্ট্র সচিব বলেন, এটা এখনও সময় আছে। আমরা এখনও সিদ্ধান্ত নিই নাই, আমরা দেখি যে কে ভালো করছে, কার জেতার সম্ভাবনা আছে।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি নিয়ে কাজ করা জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আইটিইউর শীর্ষ পর্যায়ের প্লেনিপটেনশিয়ারি কনফারেন্স ২৬ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর রোমানিয়ার রাজধানী বুখারেস্টে অনুষ্ঠিত হবে। চার বছর পরপর আসা এমন সম্মেলনে পরবর্তী সময়ের জন্য নীতি ও কৌশল প্রণয়ন এবং আর্থিক পরিকল্পনা গ্রহণের পাশাপাশি জ্যেষ্ঠ পর্যায়ের ব্যবস্থাপকদের নির্বাচন করা হয়। শীর্ষ ব্যবস্থাপকদের তালিকায় প্রথমে থাকা মহাসচিব পদে এবার নির্বাচনে প্রার্থী হয়েছেন যুক্তরাষ্ট্রের ডরিন বগড্যান-মার্টিন ও রাশিয়ার রাশিদ ইসমাইলভ। স্নায়ুযুদ্ধ কালের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়া এখন ইউক্রেইন যুদ্ধ নিয়ে পরস্পরের মুখোমুখি।

নির্বাচনে ব্যাপক প্রচার চলার মধ্যে ২ থেকে ১০ আগস্ট ভারত, বাংলাদেশ ও কুয়েত সফর করছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল সিসন। অন্যান্য বিষয়ের সঙ্গে আইটিইউ নির্বাচনে ডরিনের পক্ষে সমর্থন চাওয়ার বিষয়টিও তার সফরের আলোচ্যসূচিতে থাকবে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগেই জানিয়েছিল।

গত শনিবার বিকালে তিন দিনের সফরে ঢাকায় আসেন সিসন। ঢাকা থেকে উপসাগরীয় দেশ কুয়েতে যাওয়ার কথা রয়েছে তার।

আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর দুপুরে ফরেইন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র সচিব মাসুদের সঙ্গে বসেন সিসন।

ভোটে প্রচারের বিষয়টিকে ‘স্বাভাবিক’ হিসেবে তুলে ধরে এক প্রশ্নে পররাষ্ট্র সচিব বলেন, “তারা তুলেছে। আমরাও বলেছি, আমাদেরও নির্বাচন আছে হিউম্যান রাইটস কাউন্সিলে, সেখানে আমরাও তাদের কাছে ভোট চেয়েছি। এটা স্বাভাবিক ঘটনা।”

ডিজিটাল নিরাপত্তা আইনের ‘সঠিক’ প্রয়োগ নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা সাংবাদিকদের জানান পররাষ্ট্র সচিব মাসুদ। তিনি বলেন, মানবাধিকারের যে বিষয়গুলো আছে, সেগুলো নিয়েও সাধারণ আলোচনা হয়েছে। আমাদের যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যে সমস্ত লুপহোলসগুলো আছে, সেগুলো নিয়ে আমরা বর্তমানে কাজ করছি এবং তারা আমাদের অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গেও আলোচনা করেছে। আমরা চাই, এই ডিজিটাল সিকিউটিরি অ্যাক্টের যে প্রয়োগটা সেখানে যেন কোনো রকমের অসঙ্গতি না থাকে। এতে করে কাউকে যাতে ক্ষতির মুখে পড়তে না হয়। এ ব্যাপারে আমরা অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছি। তারাও (যুক্তরাষ্ট্র) উনাদের সাথে কথা বলেছে।

বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন মত প্রকাশের সুযোগ ‘খর্ব’ করছে বলে দেশে যেমন সমালোচনা রয়েছে, তেমনি তা নিয়ে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহলেরও উদ্বেগ রয়েছে।

পররাষ্ট্র সচিব বলেন, “আমরাও বলেছি, এ ব্যাপারে আমরা সজাগ আছি। আমরাও চেষ্টা করব, যদি কোনো ধরনের অ্যাবিউসড থাকে, সেটাকে মিনিমাইজ করতে চাই এবং আমাদের কিছু কিছু রিভিউর কাজও হচ্ছে। জার্মান সরকারের কনসালটেন্টের সাথেও আলাপ করছি যে, তাদের অভিজ্ঞতার আলোকে আমরা কীভাবে প্রয়োগের ক্ষেত্রে আরও কী উন্নতি করা যায়, সেটা আমরা দেখছি।”

র‌্যাবের নিষেধাজ্ঞার প্রত্যাহারের দাবি ঢাকার পক্ষ থেকে তোলার কথা জানিয়ে মাসুদ বিন মোমেন বলেন, “তারা বলেছে, এটা পররাষ্ট্র দপ্তর নয়, অর্থ মন্ত্রণালয় দেখে। র‌্যাব ইস্যু, এটা একটা আইনি প্রক্রিয়া। আমরা বলেছি, তাদের সিস্টেমের মাধ্যমে কাজ করতে চাই এবং ইতোমধ্যে আমরা অন দ্যা গ্রাউন্ড অনেক ইমপ্রুভমেন্টও দেখেছি। যুক্তরাষ্ট্রের যে আইনি ফার্ম আছে, তাদের সঙ্গে আমরা অ্যানগেজমেন্টে আছি। আইনি প্রক্রিয়ার মাধ্যমে এ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে আমরা কাজ করছি। এ ব্যাপারে আমরা স্টেট ডিপার্টমেন্টের সহযোগিতা চেয়েছি।”

র‌্যাবের নিষেধাজ্ঞার প্রত্যাহারের দাবি ঢাকার পক্ষ থেকে তোলার কথা জানিয়ে মাসুদ বিন মোমেন বলেন, ‘তারা বলেছে, এটা একটা আইনি প্রক্রিয়ার বিষয়। এটা নিয়ে ট্রেজারি ডিপার্টমেন্ট কাজ করে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এখানে সরাসরি কোনো যুক্ততা নেই। তবে আমরা বলেছি, তাদের সিস্টেমের মধ্যেই আমরা কাজ করতে চাই। ইতোমধ্যে আমরা অনেক ইম্প্রুভও দেখেছি। আমরা ফার্মও নিয়োগ দিয়েছি। ওদের আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নিষেধাজ্ঞা প্রত্যাহারে কাজ করছি।’

তাইওয়ান নিয়ে কোনো আলোচনা যুক্তরাষ্ট্র সরাসরি উঠায়নি জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, “তবে তারা বলেছে যে জাতিসংঘের সনদের মূল যে বিষয় আছে, তাতে যেন আমাদের সমর্থন থাকে। আমরা তো এটা আমাদের বিবৃতিতেও বলেছি, জাতিসংঘ সনদের মূল নীতির বিষয়ে আমাদের অঙ্গীকার আছে। আমরা চাই যে ওয়ার্ল্ড অর্ডার নিয়ে জাতিসংঘের যে মূলনীতি, তা যেন সকলেই মেনে চলে। আলাদা করে তাইওয়ান ইসুতে তারা কিছু বলেনি এবং আমরাও বলিনি।”

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়ে বেইজিং-ওয়াশিংটন চাপান-উতর চলছে। চীন তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে। বাংলাদেশ ইতোমধ্যে বিবৃতি দিয়ে ‘এক চীন নীতি’তে সমর্থনের কথা জানিয়েছে।

সিসনের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, খাদ্য নিরাপত্তা, মানবাধিকার, রোহিঙ্গা ইস্যু, স্বাস্থ্য ব্যবস্থা, র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার, শান্তিরক্ষা, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে বৈঠকে আলোচনার হওয়ার কথা জানান পররাষ্ট্র সচিব।

তিনি আরও বলেন, বহু বিষয়ে আলোচনা হয়েছে। তবে আলোচনায় বহুপক্ষীয় বিষয় গুরুত্ব পেয়েছে। সামনে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠক আছে। সেখানকার বিভিন্ন ইভেন্ট নিয়ে আলোচনা হয়েছে; সেখানে দুইপক্ষের মধ্যে কোন কোন ইস্যুতে সম্পর্ক আরও শক্তিশালী করা যায়, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।

জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, এ ব্যাপারে তারা আরও সক্রিয় ভূমিকা পালন করবে। এ ব্যাপারে সামনে আরও কীভাবে সহযোগিতা করা যায়, সেটা নিয়ে আলোচনা হয়েছে।

রোহিঙ্গাদের বিষয়ে কী আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, রোহিঙ্গাদের বিষয়ে তারা জানিয়েছে ভাসানচরে সহযোগিতার হাত তারা বাড়িয়ে দেবে। রোহিঙ্গা গণহত্যার স্বীকৃতিতে আমরা তাদের ধন্যবাদ জানিয়েছি। তৃতীয় দেশে স্থানান্তরের বিষয়েও আলোচনা হয়েছে। তবে আমরা বলেছি, এ বিশাল সংখ্যক জনগোষ্ঠীর মিয়ানমারে ফিরে যাওয়াটাই একমাত্র সমাধান।

ছবি

বাংলাদেশ ও কাতারের মধ্যে ৫টি চুক্তি ও ৫টি সমঝোতা স্মারক সই

ছবি

ঢাকা ছাড়লেন কাতারের আমির

ছবি

সোমালি জলদস্যুদের দ্বারা জব্দ করা জাহাজ সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে; ২৩ জন বাংলাদেশি নাবিকের সবাই নিরাপদ

ছবি

পদে থেকেই ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন

ছবি

পদত্যাগ না করেই ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন

ছবি

বান্দরবানের তিন উপজেলায় ভোট স্থগিত : ইসি সচিব

ছবি

তীব্র দাবদাহের মধ্যেও বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড , আছে লোড শেডিংও

ছবি

বাংলাদেশ-কাতার ১০ চুক্তি সই

ছবি

ঢাকা থেকে প্রধান ১৫টি রুটে ট্রেনের ভাড়া যত বাড়ল

ছবি

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কাতারের আমির

ছবি

তাপপ্রবাহের সতর্কবার্তা বাড়লো আরও ৩ দিন, দুর্ভোগে সাধারণ মানুষ

ছবি

বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড এর যৌথ অংশগ্রহণে টিএল-২০২৪ উদ্বোধন

ছবি

শিশু অধিকার বিষয়ক সচেতনতা সৃষ্টিতে মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ--স্পীকার

ছবি

দু’দিনের সফরে কাতারের আমির ঢাকায়

ছবি

পাঁচ দিনের সফরে বুধবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

ছবি

৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া

ছবি

আনু মুহাম্মদের পায়ে ‌‘কম্বাইন্ড অপারেশন’ দরকার: স্বাস্থ্যমন্ত্রী

ছবি

আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা

ছবি

তাপপ্রবাহের সতর্কবার্তা, বাড়লো আরও ৩ দিন

ছবি

জলবায়ু পরিবর্তনের কারণেই কি এত তাপ?

ছবি

ভারতের উজানে পানি প্রত্যাহার করে নেয়ায় তিস্তা মরা খালে পরিনত হয়েছে

ছবি

তাপদাহ : হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ছবি

পিছিয়ে নেই নারীরাও তামিলনাড়ু থেকে ট্রাক নিয়ে বেনাপোল এলেন অন্নপূর্ণা

ছবি

দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা আসছেন কাতারের আমির, ১১ টি চুক্তি-সমঝোতা

ছবি

অন্যায় আবদারের কাছে মাথানত করবো না: ইসি আলমগীর

ছবি

তীব্র গরম : হাসপাতালগুলো প্রস্তুত রাখতে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ

ছবি

দাবদাহ : হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ছবি

বোরো মৌসুমে ৩২ টাকা কেজি দরে ধান কিনবে সরকার

ছবি

ব্যারিস্টার খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অব্যাহতি

ছবি

‘মুজিব ব্যাটারি’ কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবি

দীর্ঘ ছুটি শেষে খুলেছে সুপ্রিম কোর্ট

ছবি

হিট অ্যালার্টের মধ্যেই ৬০ কি.মি. বেগে ঝড় বয়ে যেতে পারে

দাবদাহে ‘কপাল পোড়ার’ শঙ্কায় কৃষক, শুকিয়ে যাচ্ছে ধান ক্ষেত, মরছে সবজির গাছ

ছবি

সোমবার থেকে ৪ দিনব্যাপী ন্যাপ এক্সপো, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করে দেয়া হবে:প্রতিমন্ত্রী

ছবি

গরমের কারণে সব সরকারি স্কুল, কলেজ আরও ৭ দিন বন্ধ

tab

জাতীয়

আইটিইউ নির্বাচন: ভোট কাকে দিবে, ‘সিদ্ধান্ত নেয়নি’ বাংলাদেশ

সংবাদ অনলাইন রিপোর্ট

সোমবার, ০৮ আগস্ট ২০২২

আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) নির্বাচনে নিজেদের প্রার্থীর পক্ষে ভোট চেয়েছে যুক্তরাষ্ট্র; যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী রাশিয়া। এই অবস্থায় কাকে ভোট দেবে, সেই সিদ্ধান্ত এখনও বাংলাদেশ নেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

সোমবার (৮ আগস্ট) ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল সিসনের সঙ্গে বৈঠকের পর এনিয়ে কথা বলেন তিনি।

বাংলাদেশ কাকে ভোট দেবে- এমন প্রশ্নে পররাষ্ট্র সচিব বলেন, এটা এখনও সময় আছে। আমরা এখনও সিদ্ধান্ত নিই নাই, আমরা দেখি যে কে ভালো করছে, কার জেতার সম্ভাবনা আছে।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি নিয়ে কাজ করা জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আইটিইউর শীর্ষ পর্যায়ের প্লেনিপটেনশিয়ারি কনফারেন্স ২৬ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর রোমানিয়ার রাজধানী বুখারেস্টে অনুষ্ঠিত হবে। চার বছর পরপর আসা এমন সম্মেলনে পরবর্তী সময়ের জন্য নীতি ও কৌশল প্রণয়ন এবং আর্থিক পরিকল্পনা গ্রহণের পাশাপাশি জ্যেষ্ঠ পর্যায়ের ব্যবস্থাপকদের নির্বাচন করা হয়। শীর্ষ ব্যবস্থাপকদের তালিকায় প্রথমে থাকা মহাসচিব পদে এবার নির্বাচনে প্রার্থী হয়েছেন যুক্তরাষ্ট্রের ডরিন বগড্যান-মার্টিন ও রাশিয়ার রাশিদ ইসমাইলভ। স্নায়ুযুদ্ধ কালের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়া এখন ইউক্রেইন যুদ্ধ নিয়ে পরস্পরের মুখোমুখি।

নির্বাচনে ব্যাপক প্রচার চলার মধ্যে ২ থেকে ১০ আগস্ট ভারত, বাংলাদেশ ও কুয়েত সফর করছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল সিসন। অন্যান্য বিষয়ের সঙ্গে আইটিইউ নির্বাচনে ডরিনের পক্ষে সমর্থন চাওয়ার বিষয়টিও তার সফরের আলোচ্যসূচিতে থাকবে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগেই জানিয়েছিল।

গত শনিবার বিকালে তিন দিনের সফরে ঢাকায় আসেন সিসন। ঢাকা থেকে উপসাগরীয় দেশ কুয়েতে যাওয়ার কথা রয়েছে তার।

আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর দুপুরে ফরেইন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র সচিব মাসুদের সঙ্গে বসেন সিসন।

ভোটে প্রচারের বিষয়টিকে ‘স্বাভাবিক’ হিসেবে তুলে ধরে এক প্রশ্নে পররাষ্ট্র সচিব বলেন, “তারা তুলেছে। আমরাও বলেছি, আমাদেরও নির্বাচন আছে হিউম্যান রাইটস কাউন্সিলে, সেখানে আমরাও তাদের কাছে ভোট চেয়েছি। এটা স্বাভাবিক ঘটনা।”

ডিজিটাল নিরাপত্তা আইনের ‘সঠিক’ প্রয়োগ নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা সাংবাদিকদের জানান পররাষ্ট্র সচিব মাসুদ। তিনি বলেন, মানবাধিকারের যে বিষয়গুলো আছে, সেগুলো নিয়েও সাধারণ আলোচনা হয়েছে। আমাদের যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যে সমস্ত লুপহোলসগুলো আছে, সেগুলো নিয়ে আমরা বর্তমানে কাজ করছি এবং তারা আমাদের অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গেও আলোচনা করেছে। আমরা চাই, এই ডিজিটাল সিকিউটিরি অ্যাক্টের যে প্রয়োগটা সেখানে যেন কোনো রকমের অসঙ্গতি না থাকে। এতে করে কাউকে যাতে ক্ষতির মুখে পড়তে না হয়। এ ব্যাপারে আমরা অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছি। তারাও (যুক্তরাষ্ট্র) উনাদের সাথে কথা বলেছে।

বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন মত প্রকাশের সুযোগ ‘খর্ব’ করছে বলে দেশে যেমন সমালোচনা রয়েছে, তেমনি তা নিয়ে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহলেরও উদ্বেগ রয়েছে।

পররাষ্ট্র সচিব বলেন, “আমরাও বলেছি, এ ব্যাপারে আমরা সজাগ আছি। আমরাও চেষ্টা করব, যদি কোনো ধরনের অ্যাবিউসড থাকে, সেটাকে মিনিমাইজ করতে চাই এবং আমাদের কিছু কিছু রিভিউর কাজও হচ্ছে। জার্মান সরকারের কনসালটেন্টের সাথেও আলাপ করছি যে, তাদের অভিজ্ঞতার আলোকে আমরা কীভাবে প্রয়োগের ক্ষেত্রে আরও কী উন্নতি করা যায়, সেটা আমরা দেখছি।”

র‌্যাবের নিষেধাজ্ঞার প্রত্যাহারের দাবি ঢাকার পক্ষ থেকে তোলার কথা জানিয়ে মাসুদ বিন মোমেন বলেন, “তারা বলেছে, এটা পররাষ্ট্র দপ্তর নয়, অর্থ মন্ত্রণালয় দেখে। র‌্যাব ইস্যু, এটা একটা আইনি প্রক্রিয়া। আমরা বলেছি, তাদের সিস্টেমের মাধ্যমে কাজ করতে চাই এবং ইতোমধ্যে আমরা অন দ্যা গ্রাউন্ড অনেক ইমপ্রুভমেন্টও দেখেছি। যুক্তরাষ্ট্রের যে আইনি ফার্ম আছে, তাদের সঙ্গে আমরা অ্যানগেজমেন্টে আছি। আইনি প্রক্রিয়ার মাধ্যমে এ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে আমরা কাজ করছি। এ ব্যাপারে আমরা স্টেট ডিপার্টমেন্টের সহযোগিতা চেয়েছি।”

র‌্যাবের নিষেধাজ্ঞার প্রত্যাহারের দাবি ঢাকার পক্ষ থেকে তোলার কথা জানিয়ে মাসুদ বিন মোমেন বলেন, ‘তারা বলেছে, এটা একটা আইনি প্রক্রিয়ার বিষয়। এটা নিয়ে ট্রেজারি ডিপার্টমেন্ট কাজ করে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এখানে সরাসরি কোনো যুক্ততা নেই। তবে আমরা বলেছি, তাদের সিস্টেমের মধ্যেই আমরা কাজ করতে চাই। ইতোমধ্যে আমরা অনেক ইম্প্রুভও দেখেছি। আমরা ফার্মও নিয়োগ দিয়েছি। ওদের আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নিষেধাজ্ঞা প্রত্যাহারে কাজ করছি।’

তাইওয়ান নিয়ে কোনো আলোচনা যুক্তরাষ্ট্র সরাসরি উঠায়নি জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, “তবে তারা বলেছে যে জাতিসংঘের সনদের মূল যে বিষয় আছে, তাতে যেন আমাদের সমর্থন থাকে। আমরা তো এটা আমাদের বিবৃতিতেও বলেছি, জাতিসংঘ সনদের মূল নীতির বিষয়ে আমাদের অঙ্গীকার আছে। আমরা চাই যে ওয়ার্ল্ড অর্ডার নিয়ে জাতিসংঘের যে মূলনীতি, তা যেন সকলেই মেনে চলে। আলাদা করে তাইওয়ান ইসুতে তারা কিছু বলেনি এবং আমরাও বলিনি।”

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়ে বেইজিং-ওয়াশিংটন চাপান-উতর চলছে। চীন তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে। বাংলাদেশ ইতোমধ্যে বিবৃতি দিয়ে ‘এক চীন নীতি’তে সমর্থনের কথা জানিয়েছে।

সিসনের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, খাদ্য নিরাপত্তা, মানবাধিকার, রোহিঙ্গা ইস্যু, স্বাস্থ্য ব্যবস্থা, র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার, শান্তিরক্ষা, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে বৈঠকে আলোচনার হওয়ার কথা জানান পররাষ্ট্র সচিব।

তিনি আরও বলেন, বহু বিষয়ে আলোচনা হয়েছে। তবে আলোচনায় বহুপক্ষীয় বিষয় গুরুত্ব পেয়েছে। সামনে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠক আছে। সেখানকার বিভিন্ন ইভেন্ট নিয়ে আলোচনা হয়েছে; সেখানে দুইপক্ষের মধ্যে কোন কোন ইস্যুতে সম্পর্ক আরও শক্তিশালী করা যায়, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।

জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, এ ব্যাপারে তারা আরও সক্রিয় ভূমিকা পালন করবে। এ ব্যাপারে সামনে আরও কীভাবে সহযোগিতা করা যায়, সেটা নিয়ে আলোচনা হয়েছে।

রোহিঙ্গাদের বিষয়ে কী আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, রোহিঙ্গাদের বিষয়ে তারা জানিয়েছে ভাসানচরে সহযোগিতার হাত তারা বাড়িয়ে দেবে। রোহিঙ্গা গণহত্যার স্বীকৃতিতে আমরা তাদের ধন্যবাদ জানিয়েছি। তৃতীয় দেশে স্থানান্তরের বিষয়েও আলোচনা হয়েছে। তবে আমরা বলেছি, এ বিশাল সংখ্যক জনগোষ্ঠীর মিয়ানমারে ফিরে যাওয়াটাই একমাত্র সমাধান।

back to top