গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, টাকা দিয়ে ভোট কিনে ক্ষমতায় আসা রাজনৈতিক নেতারা জনগণের সমর্থন না পাওয়ায় দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। এই পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে গণফোরামের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. কামাল হোসেন বলেন, ‘ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচারকারীরা জনগণের দ্বারা ক্ষমতায় থাকতে পারেননি। সততা আমাদের টিকিয়ে রেখেছে।’
তিনি উল্লেখ করেন, ‘টাকা দিয়ে ভোট কিনে ক্ষমতায় গেলে পালাতে হয়। আমরা পালাতে চাই না, জনগণের জন্য রাজনীতি করি।’ সভায় তিনি ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের কথা স্মরণ করে বলেন, এই অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটে এবং জনগণ নতুন মুক্তি লাভ করে।
ড. কামাল হোসেন জানান, গণফোরামের দুই অংশ এক হওয়ার ঘোষণা দিয়েছে এবং এই ঐক্যের নেতৃত্বে হবে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার। সভায় বক্তারা সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪
গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, টাকা দিয়ে ভোট কিনে ক্ষমতায় আসা রাজনৈতিক নেতারা জনগণের সমর্থন না পাওয়ায় দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। এই পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে গণফোরামের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. কামাল হোসেন বলেন, ‘ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচারকারীরা জনগণের দ্বারা ক্ষমতায় থাকতে পারেননি। সততা আমাদের টিকিয়ে রেখেছে।’
তিনি উল্লেখ করেন, ‘টাকা দিয়ে ভোট কিনে ক্ষমতায় গেলে পালাতে হয়। আমরা পালাতে চাই না, জনগণের জন্য রাজনীতি করি।’ সভায় তিনি ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের কথা স্মরণ করে বলেন, এই অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটে এবং জনগণ নতুন মুক্তি লাভ করে।
ড. কামাল হোসেন জানান, গণফোরামের দুই অংশ এক হওয়ার ঘোষণা দিয়েছে এবং এই ঐক্যের নেতৃত্বে হবে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার। সভায় বক্তারা সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।