দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি তার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন বাংলাদেশ গঠনের শপথ নিয়েছে। দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এই শপথ নেন নেতাকর্মীরা।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নের জন্য দলটি নতুন বাংলাদেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, "আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, নতুন করে গড়ে তোলবার জন্য নিজে কাজ করছেন; সেই বাংলাদেশকে গড়ে তোলবার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, শপথ নিয়েছি।"
রবিবার সকালে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির শীর্ষ নেতারা, যেখানে মির্জা ফখরুলের সঙ্গে মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ দলের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। সেখানে তারা জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
এবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে এমন এক সময়ে, যখন গণআন্দোলনের মুখে আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের শাসনের পতন ঘটে। এই সময়ের মধ্যে বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকলেও রাজপথে সংগ্রাম করে দলটি তার রাজনীতি ধরে রেখেছে।
মির্জা ফখরুল বলেন, “যে কোনো বালাই আসুক না কেন, সব চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা, মুক্তবাজার অর্থনীতিকে প্রতিষ্ঠিত করা এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাব।” তিনি আরও উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন, সেই আদর্শ বাস্তবায়নের জন্য দলটি কাজ করবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে নেতাকর্মীরা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে আসেন। হাজারো নেতাকর্মীর উপস্থিতি চন্দ্রিমা উদ্যানকে সরব করে তোলে।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালে তার মৃত্যুর পর খালেদা জিয়া দলের নেতৃত্ব নেন এবং দীর্ঘ ৪১ বছর ধরে দলের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বর্তমান সময়েও বিএনপি তার প্রতিষ্ঠাকালীন আদর্শের পথে অগ্রসর হচ্ছে, নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে।
রোববার, ০১ সেপ্টেম্বর ২০২৪
দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি তার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন বাংলাদেশ গঠনের শপথ নিয়েছে। দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এই শপথ নেন নেতাকর্মীরা।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নের জন্য দলটি নতুন বাংলাদেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, "আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, নতুন করে গড়ে তোলবার জন্য নিজে কাজ করছেন; সেই বাংলাদেশকে গড়ে তোলবার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, শপথ নিয়েছি।"
রবিবার সকালে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির শীর্ষ নেতারা, যেখানে মির্জা ফখরুলের সঙ্গে মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ দলের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। সেখানে তারা জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
এবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে এমন এক সময়ে, যখন গণআন্দোলনের মুখে আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের শাসনের পতন ঘটে। এই সময়ের মধ্যে বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকলেও রাজপথে সংগ্রাম করে দলটি তার রাজনীতি ধরে রেখেছে।
মির্জা ফখরুল বলেন, “যে কোনো বালাই আসুক না কেন, সব চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা, মুক্তবাজার অর্থনীতিকে প্রতিষ্ঠিত করা এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাব।” তিনি আরও উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন, সেই আদর্শ বাস্তবায়নের জন্য দলটি কাজ করবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে নেতাকর্মীরা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে আসেন। হাজারো নেতাকর্মীর উপস্থিতি চন্দ্রিমা উদ্যানকে সরব করে তোলে।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালে তার মৃত্যুর পর খালেদা জিয়া দলের নেতৃত্ব নেন এবং দীর্ঘ ৪১ বছর ধরে দলের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বর্তমান সময়েও বিএনপি তার প্রতিষ্ঠাকালীন আদর্শের পথে অগ্রসর হচ্ছে, নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে।