রাজশাহীতে ভারতীয় পণ্য বর্জনের আহ্বানে এবার বিছানার চাদর পুড়িয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরের ভুবন মোহন পার্কে এক অনুষ্ঠানে তিনি এই কর্মসূচিতে অংশ নেন। এর আগে তিনি স্ত্রীর শাড়ি ও নিজের শাল পুড়িয়ে আলোচনায় এসেছিলেন।
‘দেশীয় পণ্য কিনে হও ধন্য’ স্লোগানে আয়োজিত এই অনুষ্ঠানে ভারতীয় একটি বিছানার চাদরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন রিজভী ও বিএনপি নেতাকর্মীরা। এরপর দেশীয় লুঙ্গি ও শাড়ি স্বল্পমূল্যে বিক্রি করা হয়।
রিজভী বলেন, ‘‘ভারত আমাদের অবমূল্যায়ন করছে, আমাদের স্বাধীনতাকে সম্মান দিতে জানে না। তাদের শাসকগোষ্ঠী বাংলাদেশের জনগণকে দ্বিতীয় শ্রেণির নাগরিক মনে করে। ভারতীয় পণ্য বর্জন করে আমরা আমাদের আত্মমর্যাদা রক্ষা করব।’’
তিনি আরও অভিযোগ করেন, ‘‘ভারত বাংলাদেশের বাজারকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়। পেঁয়াজ, আলু, চালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের রপ্তানি বন্ধের হুমকি দেয়। অথচ আমরা নিজেরাই এই পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারি। ভারতের ওপর নির্ভরতার দিন শেষ।’’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকার, মহানগরের সদস্যসচিব মো. মামুন-অর-রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
রাজশাহীতে ভারতীয় পণ্য বর্জনের আহ্বানে এবার বিছানার চাদর পুড়িয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরের ভুবন মোহন পার্কে এক অনুষ্ঠানে তিনি এই কর্মসূচিতে অংশ নেন। এর আগে তিনি স্ত্রীর শাড়ি ও নিজের শাল পুড়িয়ে আলোচনায় এসেছিলেন।
‘দেশীয় পণ্য কিনে হও ধন্য’ স্লোগানে আয়োজিত এই অনুষ্ঠানে ভারতীয় একটি বিছানার চাদরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন রিজভী ও বিএনপি নেতাকর্মীরা। এরপর দেশীয় লুঙ্গি ও শাড়ি স্বল্পমূল্যে বিক্রি করা হয়।
রিজভী বলেন, ‘‘ভারত আমাদের অবমূল্যায়ন করছে, আমাদের স্বাধীনতাকে সম্মান দিতে জানে না। তাদের শাসকগোষ্ঠী বাংলাদেশের জনগণকে দ্বিতীয় শ্রেণির নাগরিক মনে করে। ভারতীয় পণ্য বর্জন করে আমরা আমাদের আত্মমর্যাদা রক্ষা করব।’’
তিনি আরও অভিযোগ করেন, ‘‘ভারত বাংলাদেশের বাজারকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়। পেঁয়াজ, আলু, চালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের রপ্তানি বন্ধের হুমকি দেয়। অথচ আমরা নিজেরাই এই পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারি। ভারতের ওপর নির্ভরতার দিন শেষ।’’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকার, মহানগরের সদস্যসচিব মো. মামুন-অর-রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।