রাজধানীর পল্টনে ঝটিকা মিছিলের ঘটনায় গ্রেপ্তার রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন বাবু, নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাঈম ভূঁইয়াসহ ১৪ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২০ মে) ঢাকার মহানগর হাকিম আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ শুনানি শেষে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্তদের মধ্যে ছাত্রলীগ নেতা রিপন বাবু, মো. নাঈম ভূঁইয়া, মো. রবিউল ইসলাম ও দিপু মোল্লা; যুবলীগ নেতা মিরাজ হোসাইন; স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসান সোহাগ; কুমিল্লা জেলা উত্তর শ্রমিক লীগের সাবেক সদস্য সচিব মো. আল-আমিন; মো. আব্দুল আলিম ওরফে সোহাগ সিকদার; আরিফ হোসেন ও মো. রবিউল করিম কনক— এ ১০ জনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
অন্যদিকে, মোজাম্মেল হোসেন রিপন, জাকির হোসেন ব্যাপারী, শফিকুল ইসলাম শফিক ও মহিউদ্দিনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেছেন পল্টন মডেল থানার এসআই নূর মোহাম্মদ খান। মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে আছেন থানার এসআই মো. আবুল কালাম আজাদ। তিনি শুনানিতে আসামিদের প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর কাইয়ুম হোসেন নয়ন রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে ফারজানা ইয়াসমিন রাখিসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, রোববার বিকেলে ছাত্রলীগের একদল সদস্য বায়তুল মোকাররম ও আশপাশ এলাকায় নাশকতার উদ্দেশ্যে প্রচারণা চালায়। এ সময় পুলিশ আটজনকে ঘটনাস্থল থেকে আটক করে। তাদের দেওয়া তথ্যে পরে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার, ২০ মে ২০২৫
রাজধানীর পল্টনে ঝটিকা মিছিলের ঘটনায় গ্রেপ্তার রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন বাবু, নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাঈম ভূঁইয়াসহ ১৪ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২০ মে) ঢাকার মহানগর হাকিম আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ শুনানি শেষে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্তদের মধ্যে ছাত্রলীগ নেতা রিপন বাবু, মো. নাঈম ভূঁইয়া, মো. রবিউল ইসলাম ও দিপু মোল্লা; যুবলীগ নেতা মিরাজ হোসাইন; স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসান সোহাগ; কুমিল্লা জেলা উত্তর শ্রমিক লীগের সাবেক সদস্য সচিব মো. আল-আমিন; মো. আব্দুল আলিম ওরফে সোহাগ সিকদার; আরিফ হোসেন ও মো. রবিউল করিম কনক— এ ১০ জনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
অন্যদিকে, মোজাম্মেল হোসেন রিপন, জাকির হোসেন ব্যাপারী, শফিকুল ইসলাম শফিক ও মহিউদ্দিনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেছেন পল্টন মডেল থানার এসআই নূর মোহাম্মদ খান। মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে আছেন থানার এসআই মো. আবুল কালাম আজাদ। তিনি শুনানিতে আসামিদের প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর কাইয়ুম হোসেন নয়ন রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে ফারজানা ইয়াসমিন রাখিসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, রোববার বিকেলে ছাত্রলীগের একদল সদস্য বায়তুল মোকাররম ও আশপাশ এলাকায় নাশকতার উদ্দেশ্যে প্রচারণা চালায়। এ সময় পুলিশ আটজনকে ঘটনাস্থল থেকে আটক করে। তাদের দেওয়া তথ্যে পরে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়।