রাষ্ট্রপতি নির্বাচন কীভাবে হবে—তা নির্ধারণে জাতীয় ঐক্যমত্য কমিশন বৃহস্পতিবার এক বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে।
বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির দোয়েল মাল্টিপারপাস হলে সকাল সাড়ে ১১টায় এই বৈঠক শুরু হয়। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া এবং ক্ষমতা কাঠামো ঘিরেই মূলত আলোচনা হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, “আমাদের হাতে সময় খুবই কম। জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদের একটি চূড়ান্ত খসড়া তৈরি করতে হবে।”
তিনি আরও জানান, আলোচনার সূত্রপাত হয়েছে রাষ্ট্রপতির নির্বাচন নিয়ে আগের দিনের অমীমাংসিত বিষয়গুলো থেকে।
কোন দলগুলো অংশ নিয়েছে?
বৈঠকে অন্তত ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন বিএনপির সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, সিপিবির রুহিন হোসেন প্রিন্স, বাসদের বজলুর রশীদ, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি এবং এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু।
কমিশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, আইয়ুর মিয়া, ইফতেখারুজ্জামান ও সফর রাজ হোসেন।
ঈদুল আজহার ছুটির পর দ্বিতীয় দফার এই আলোচনা শুরু হয় গত মঙ্গলবার থেকে। এর আগে ২ জুন অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় ধাপের সূচনা বৈঠক। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
কমিশন জানায়, সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমনসহ ছয়টি সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশ নিয়ে ৩৩টি দলের মতামতের ভিত্তিতে আলোচনা চলছে।
প্রথম দফার আলোচনায় আংশিক ও পূর্ণ ঐকমত্যের কিছু জায়গা তৈরি হলেও এখনো একাধিক বিষয়ে মতভেদ রয়ে গেছে।
সামনে কী?
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী রোববার থেকে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে ফের আলোচনা শুরু হবে। কমিশনের লক্ষ্য—জাতীয় সনদ চূড়ান্ত করে আগামী মাসেই তা উপস্থাপন করা।
---
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
রাষ্ট্রপতি নির্বাচন কীভাবে হবে—তা নির্ধারণে জাতীয় ঐক্যমত্য কমিশন বৃহস্পতিবার এক বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে।
বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির দোয়েল মাল্টিপারপাস হলে সকাল সাড়ে ১১টায় এই বৈঠক শুরু হয়। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া এবং ক্ষমতা কাঠামো ঘিরেই মূলত আলোচনা হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, “আমাদের হাতে সময় খুবই কম। জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদের একটি চূড়ান্ত খসড়া তৈরি করতে হবে।”
তিনি আরও জানান, আলোচনার সূত্রপাত হয়েছে রাষ্ট্রপতির নির্বাচন নিয়ে আগের দিনের অমীমাংসিত বিষয়গুলো থেকে।
কোন দলগুলো অংশ নিয়েছে?
বৈঠকে অন্তত ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন বিএনপির সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, সিপিবির রুহিন হোসেন প্রিন্স, বাসদের বজলুর রশীদ, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি এবং এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু।
কমিশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, আইয়ুর মিয়া, ইফতেখারুজ্জামান ও সফর রাজ হোসেন।
ঈদুল আজহার ছুটির পর দ্বিতীয় দফার এই আলোচনা শুরু হয় গত মঙ্গলবার থেকে। এর আগে ২ জুন অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় ধাপের সূচনা বৈঠক। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
কমিশন জানায়, সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমনসহ ছয়টি সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশ নিয়ে ৩৩টি দলের মতামতের ভিত্তিতে আলোচনা চলছে।
প্রথম দফার আলোচনায় আংশিক ও পূর্ণ ঐকমত্যের কিছু জায়গা তৈরি হলেও এখনো একাধিক বিষয়ে মতভেদ রয়ে গেছে।
সামনে কী?
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী রোববার থেকে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে ফের আলোচনা শুরু হবে। কমিশনের লক্ষ্য—জাতীয় সনদ চূড়ান্ত করে আগামী মাসেই তা উপস্থাপন করা।
---