সাবেক দুই সামরিক কর্মকর্তার নেতৃত্বে ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’ (বিআরপি) নামে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দলটির প্রধান উপদেষ্টা করা হয়েছে অনলাইন ক্যাসিনো–কাণ্ডে আলোচিত সেলিম প্রধানকে।
শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানের মাধ্যমে দলের আত্মপ্রকাশ ঘটে। দলটির কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করেন ‘জুলাই গণ-অভ্যুত্থানে’ নিহত শহীদ আনাসের মা সানজিদা খান দীপ্তি।
নতুন এই দলের সভাপতি হয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মো. মেহেদী হাসান। আর সাধারণ সম্পাদক পদে আছেন মেজর (অব.) মো. রাজিবুল হাসান। প্রধান উপদেষ্টা মো. সেলিম প্রধান। সিনিয়র সহসভাপতি সাঈদ আলী সিকদার, সহসভাপতি ক্যাপ্টেন (অব.) শফিকুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) ইমরান, মো. আয়াজ আহমেদ, অ্যাডভোকেট নাসির উদ্দিন ও মো. বায়েজিদ।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান, সাজ্জাদ হোসেন ইউনুস ও মো. আহসানুল্লাহ। সাংগঠনিক সম্পাদক মেজর (অব.) রাকিবুল হাসান ও মঞ্জুর হোসেন, সহসাংগঠনিক সম্পাদক হাফেজ আবুল হাসানাত, মো. জাহিদুল ইসলাম, মুশফিকুর রহিম রনি, কামরুল হাসান, আইনবিষয়ক সম্পাদক অলিদ আহমেদ, নারী ও শিশুবিষয়ক সম্পাদক আনিকা তাসনীম খান, সহসম্পাদক মৌসুমী আক্তার সুমি, শ্রমবিষয়ক সম্পাদক শাহাদাত হোসাইন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক সম্পাদক মেজর (অব.) শাহেদুল ইসলাম, সহসম্পাদক (সহপরিচালক) মো. জহিরুল হক, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত, আপ্যায়নবিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, সহসম্পাদক মোছা. শারমিন আক্তার মুক্তা, শিক্ষাবিষয়ক সম্পাদক মো. রাহুল আমিন, স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক সৌরভ চন্দ্র মজুমদার।
দলের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘সবার উপরে দেশ’। এ বিষয়ে দলের সভাপতি লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মো. মেহেদী হাসান বলেন, ‘ভোটের রাজনীতি নয়, আমরা জনগণের রাজনীতি করতে এসেছি। আমরা বাংলাদেশপন্থী হতে চাই। আমরা কোনো দিল্লিপন্থী না, পিন্ডিপন্থী না, নিউইয়র্কপন্থী না, আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই। যাঁরা আমাদের সাথে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক স্থাপন করবে, সকলেই আমাদের বন্ধু। আমরা ন্যায্যতার ভিত্তিতে সকলের সাথে সম্পর্ক স্থাপন করতে চাই।’
আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের ঘোষণাপত্র পাঠ করেন যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ইউনুস। তিনি বলেন, “ঐতিহাসিক ‘৪৭, ‘৭১ ও ’২৪-এর গণ-অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যেই বিআরপি প্রতিষ্ঠা করেছি।”
ঘোষণাপত্রে আরও বলা হয়, দলটি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও মর্যাদার ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।
প্রধান উপদেষ্টা হিসেবে যুক্ত হওয়া সেলিম প্রধান আলোচনায় আসেন ২০১৯ সালে, অনলাইন ক্যাসিনো পরিচালনার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর। ক্যাসিনোবিরোধী অভিযানে তাঁকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমানের ভেতর থেকে নামিয়ে গ্রেপ্তার করে র্যাব। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চার বছরের সাজা ভোগ করে ২০২৪ সালে তিনি কারামুক্ত হন।
শনিবার, ২১ জুন ২০২৫
সাবেক দুই সামরিক কর্মকর্তার নেতৃত্বে ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’ (বিআরপি) নামে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দলটির প্রধান উপদেষ্টা করা হয়েছে অনলাইন ক্যাসিনো–কাণ্ডে আলোচিত সেলিম প্রধানকে।
শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানের মাধ্যমে দলের আত্মপ্রকাশ ঘটে। দলটির কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করেন ‘জুলাই গণ-অভ্যুত্থানে’ নিহত শহীদ আনাসের মা সানজিদা খান দীপ্তি।
নতুন এই দলের সভাপতি হয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মো. মেহেদী হাসান। আর সাধারণ সম্পাদক পদে আছেন মেজর (অব.) মো. রাজিবুল হাসান। প্রধান উপদেষ্টা মো. সেলিম প্রধান। সিনিয়র সহসভাপতি সাঈদ আলী সিকদার, সহসভাপতি ক্যাপ্টেন (অব.) শফিকুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) ইমরান, মো. আয়াজ আহমেদ, অ্যাডভোকেট নাসির উদ্দিন ও মো. বায়েজিদ।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান, সাজ্জাদ হোসেন ইউনুস ও মো. আহসানুল্লাহ। সাংগঠনিক সম্পাদক মেজর (অব.) রাকিবুল হাসান ও মঞ্জুর হোসেন, সহসাংগঠনিক সম্পাদক হাফেজ আবুল হাসানাত, মো. জাহিদুল ইসলাম, মুশফিকুর রহিম রনি, কামরুল হাসান, আইনবিষয়ক সম্পাদক অলিদ আহমেদ, নারী ও শিশুবিষয়ক সম্পাদক আনিকা তাসনীম খান, সহসম্পাদক মৌসুমী আক্তার সুমি, শ্রমবিষয়ক সম্পাদক শাহাদাত হোসাইন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক সম্পাদক মেজর (অব.) শাহেদুল ইসলাম, সহসম্পাদক (সহপরিচালক) মো. জহিরুল হক, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত, আপ্যায়নবিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, সহসম্পাদক মোছা. শারমিন আক্তার মুক্তা, শিক্ষাবিষয়ক সম্পাদক মো. রাহুল আমিন, স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক সৌরভ চন্দ্র মজুমদার।
দলের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘সবার উপরে দেশ’। এ বিষয়ে দলের সভাপতি লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মো. মেহেদী হাসান বলেন, ‘ভোটের রাজনীতি নয়, আমরা জনগণের রাজনীতি করতে এসেছি। আমরা বাংলাদেশপন্থী হতে চাই। আমরা কোনো দিল্লিপন্থী না, পিন্ডিপন্থী না, নিউইয়র্কপন্থী না, আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই। যাঁরা আমাদের সাথে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক স্থাপন করবে, সকলেই আমাদের বন্ধু। আমরা ন্যায্যতার ভিত্তিতে সকলের সাথে সম্পর্ক স্থাপন করতে চাই।’
আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের ঘোষণাপত্র পাঠ করেন যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ইউনুস। তিনি বলেন, “ঐতিহাসিক ‘৪৭, ‘৭১ ও ’২৪-এর গণ-অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যেই বিআরপি প্রতিষ্ঠা করেছি।”
ঘোষণাপত্রে আরও বলা হয়, দলটি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও মর্যাদার ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।
প্রধান উপদেষ্টা হিসেবে যুক্ত হওয়া সেলিম প্রধান আলোচনায় আসেন ২০১৯ সালে, অনলাইন ক্যাসিনো পরিচালনার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর। ক্যাসিনোবিরোধী অভিযানে তাঁকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমানের ভেতর থেকে নামিয়ে গ্রেপ্তার করে র্যাব। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চার বছরের সাজা ভোগ করে ২০২৪ সালে তিনি কারামুক্ত হন।