আদালতের নির্দেশে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) রাজনৈতিক দল হিসেবে আবারও নিবন্ধন ফিরে পেয়েছে। দলটির পুরোনো প্রতীক ‘হুক্কা’ পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার ইসি সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন প্রথমবারের মতো জাতীয় গণতান্ত্রিক পার্টিকে নিবন্ধন দেয়। তবে নির্ধারিত শর্ত পূরণ না করায় ২০২১ সালের ২৮ জানুয়ারি দলটির নিবন্ধন বাতিল করে কমিশন এবং সে সময় গেজেট প্রকাশ করা হয়।
নিবন্ধন বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে সে বছরই হাই কোর্টে রিট আবেদন করেন দলটির সভাপতি তাসমিয়া প্রধান। এ বছরের মার্চে আদালত দলটির নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন।
দলটির প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধান ২০১৭ সালের ২১ মে মৃত্যুবরণ করেন। পরে ২০১৮ সালের ২২ অক্টোবর মারা যান তৎকালীন সভানেত্রী রেহানা প্রধান। এরপর তাঁদের কন্যা তাসমিয়া প্রধান ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নেন।
ইসি প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০০৮ সালের ২০ নভেম্বর আরপিও অনুযায়ী জাতীয় গণতান্ত্রিক পার্টিকে (নিবন্ধন নম্বর-০৩৬, প্রতীক ‘হুক্কা’) নিবন্ধন দেওয়া হয়। পরবর্তীতে ২০১৪ সালের ২৪ জুলাই দলটির নাম পরিবর্তন করে ‘জাতীয় গণতান্ত্রিক পার্টি–জাগপা’ নামে সংশোধিত সনদ দেওয়া হয়।
পরে ২০২১ সালের ২৮ জানুয়ারি দলটির নিবন্ধন বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়। তবে ২০২৫ সালের ১৯ মার্চ হাই কোর্ট সেই প্রজ্ঞাপন বাতিল করে দেয়। আদালতের সেই রায়ের ভিত্তিতে নির্বাচন কমিশন ২০২১ সালের প্রজ্ঞাপনটি বাতিল করেছে এবং জাগপার নিবন্ধন ও ‘হুক্কা’ প্রতীক পুনর্বহাল করেছে।
২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে থেকেই দেশে রাজনৈতিক দল নিবন্ধনের নিয়ম চালু হয়। বর্তমানে দেশে নিবন্ধিত দলের সংখ্যা ৫৭টি। এর মধ্যে ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও পিডিপির নিবন্ধন বাতিল হয়েছে, আর আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে।
এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে। ২২টি দলের সরেজমিন তদন্ত শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া এক ডজন দলের বিষয়ে পুনঃতদন্ত চলছে এবং শর্ত পূরণ হলে তাদের নিবন্ধন দেওয়ার প্রস্তুতি চলছে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
রোববার, ০২ নভেম্বর ২০২৫
আদালতের নির্দেশে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) রাজনৈতিক দল হিসেবে আবারও নিবন্ধন ফিরে পেয়েছে। দলটির পুরোনো প্রতীক ‘হুক্কা’ পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার ইসি সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন প্রথমবারের মতো জাতীয় গণতান্ত্রিক পার্টিকে নিবন্ধন দেয়। তবে নির্ধারিত শর্ত পূরণ না করায় ২০২১ সালের ২৮ জানুয়ারি দলটির নিবন্ধন বাতিল করে কমিশন এবং সে সময় গেজেট প্রকাশ করা হয়।
নিবন্ধন বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে সে বছরই হাই কোর্টে রিট আবেদন করেন দলটির সভাপতি তাসমিয়া প্রধান। এ বছরের মার্চে আদালত দলটির নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন।
দলটির প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধান ২০১৭ সালের ২১ মে মৃত্যুবরণ করেন। পরে ২০১৮ সালের ২২ অক্টোবর মারা যান তৎকালীন সভানেত্রী রেহানা প্রধান। এরপর তাঁদের কন্যা তাসমিয়া প্রধান ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নেন।
ইসি প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০০৮ সালের ২০ নভেম্বর আরপিও অনুযায়ী জাতীয় গণতান্ত্রিক পার্টিকে (নিবন্ধন নম্বর-০৩৬, প্রতীক ‘হুক্কা’) নিবন্ধন দেওয়া হয়। পরবর্তীতে ২০১৪ সালের ২৪ জুলাই দলটির নাম পরিবর্তন করে ‘জাতীয় গণতান্ত্রিক পার্টি–জাগপা’ নামে সংশোধিত সনদ দেওয়া হয়।
পরে ২০২১ সালের ২৮ জানুয়ারি দলটির নিবন্ধন বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়। তবে ২০২৫ সালের ১৯ মার্চ হাই কোর্ট সেই প্রজ্ঞাপন বাতিল করে দেয়। আদালতের সেই রায়ের ভিত্তিতে নির্বাচন কমিশন ২০২১ সালের প্রজ্ঞাপনটি বাতিল করেছে এবং জাগপার নিবন্ধন ও ‘হুক্কা’ প্রতীক পুনর্বহাল করেছে।
২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে থেকেই দেশে রাজনৈতিক দল নিবন্ধনের নিয়ম চালু হয়। বর্তমানে দেশে নিবন্ধিত দলের সংখ্যা ৫৭টি। এর মধ্যে ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও পিডিপির নিবন্ধন বাতিল হয়েছে, আর আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে।
এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে। ২২টি দলের সরেজমিন তদন্ত শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া এক ডজন দলের বিষয়ে পুনঃতদন্ত চলছে এবং শর্ত পূরণ হলে তাদের নিবন্ধন দেওয়ার প্রস্তুতি চলছে।