সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সিলেট-২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা। সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সিলেট-২ আসনে লুনার নাম ঘোষিত হয়। সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৪টিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এরমধ্যে তাহসীনা রুশদীর লুনা একমাত্র নারী প্রার্থী। সিলেট-২ আসনে থেকে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন- এই প্রশ্ন ঘুরছিলো বেশ কিছুদিন ধরেই। এই বিতর্ককে সম্প্রতি উসকে দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মন্তব্য। সম্প্রতি বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতিসংঘের ঢাকার আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠককালে পরিচয় পর্বে মির্জা ফখরুল জানান, হুমায়ুন কবির আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট থেকে নির্বাচন করবেন। এরপর হুমায়ুন কবিরও জানিয়েছিলেন, নির্বাচন করলে তিনি সিলেট-২ আসন থেকেই করবেন।তাদের এমন মন্তব্যের পর আলোচনা শুরু হয়- হুমায়ুনই কি সিলেট-২ আসনে বিএনপির মনোনয়ন পেতে যাচ্ছেন? তবে সোমবার বিএনপির মহাসচিবই লুনার নাম ঘোষণা করেন। এ আসনে দীর্ঘদিন থেকেই মাঠে সক্রিয় রয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা।
লুনা এই আসনের সাবেক এমপি ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী। সিলেট-২ আসনে ইলিয়াস আলীর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। বিশেষত তার রহস্যজনক নিখোঁজের পর থেকেই এ আসনটি ইলিয়াস আলীর আসন হিসেবে পরিচিতি পেয়েছে।
ইলিয়াসের অনুপস্থিতিতে তার স্ত্রীকে কাছে টেনে নিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। ইলিয়াসের রহস্যজনক নিখোঁজের কারণে সাধারণ কর্মীদের আবেগও রয়েছে তার পক্ষে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সিলেট-২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা। সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সিলেট-২ আসনে লুনার নাম ঘোষিত হয়। সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৪টিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এরমধ্যে তাহসীনা রুশদীর লুনা একমাত্র নারী প্রার্থী। সিলেট-২ আসনে থেকে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন- এই প্রশ্ন ঘুরছিলো বেশ কিছুদিন ধরেই। এই বিতর্ককে সম্প্রতি উসকে দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মন্তব্য। সম্প্রতি বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতিসংঘের ঢাকার আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠককালে পরিচয় পর্বে মির্জা ফখরুল জানান, হুমায়ুন কবির আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট থেকে নির্বাচন করবেন। এরপর হুমায়ুন কবিরও জানিয়েছিলেন, নির্বাচন করলে তিনি সিলেট-২ আসন থেকেই করবেন।তাদের এমন মন্তব্যের পর আলোচনা শুরু হয়- হুমায়ুনই কি সিলেট-২ আসনে বিএনপির মনোনয়ন পেতে যাচ্ছেন? তবে সোমবার বিএনপির মহাসচিবই লুনার নাম ঘোষণা করেন। এ আসনে দীর্ঘদিন থেকেই মাঠে সক্রিয় রয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা।
লুনা এই আসনের সাবেক এমপি ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী। সিলেট-২ আসনে ইলিয়াস আলীর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। বিশেষত তার রহস্যজনক নিখোঁজের পর থেকেই এ আসনটি ইলিয়াস আলীর আসন হিসেবে পরিচিতি পেয়েছে।
ইলিয়াসের অনুপস্থিতিতে তার স্ত্রীকে কাছে টেনে নিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। ইলিয়াসের রহস্যজনক নিখোঁজের কারণে সাধারণ কর্মীদের আবেগও রয়েছে তার পক্ষে।