জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় ভোগড়া বাইপাস চৌরাস্তা থেকে ঢাকামুখী সড়কে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাজীপুর মহানগরের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
ভোগড়া বাইপাস এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গাজীপুর-ঢাকা মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে ঢাকা গাজীপুর সড়কের মালেকের বাড়ি এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে পুরো সড়ক এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমেই দেশে সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে। জনগণের মতামত যাচাইয়ের জন্য গণভোট অপরিহার্য। শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়া অক্ষুণœ রেখে এই দাবি বাস্তবায়ন করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর জামায়াতের নায়েবে আমির মো. খাইরুল হাসান। তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় সনদের বাস্তবায়ন জরুরি। জনগণের প্রত্যাশা পূরণে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন- গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও মহানগর জামায়াতের নায়েবে আমির মো. হোসেন আলী। তিনি বলেন, গণভোট আয়োজন ছাড়া রাজনৈতিক সংকট নিরসনের পথ নেই। জনগণের সিদ্ধান্তই সর্বোচ্চ কর্তৃত্ব।
গাজীপুর নতুন-৬ আসনের জামায়াত প্রার্থী ড. হাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে বলেন, ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় জাতীয় সনদ বাস্তবায়ন অত্যাবশ্যক। জনগণ আজ পরিবর্তনের পক্ষে- এ শক্তিকে সংগঠিত করেই আমরা সামনে এগোতে চাই। গণমানুষের দাবি গাজীপুরের নতুন-৬ আসন আমরা জনগণকে সঙ্গে নিয়ে পুনরুদ্ধার করবো।
গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আ. স. ম. ফারুকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আফজাল হোসাইন, টঙ্গী পূর্ব থানা আমির মো. নজরুল ইসলাম, গাছা থানা আমির মো. মিয়াজ উদ্দিন, গাজীপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি মো. রেজাউল ইসলাম প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন মহানগর দপ্তর সম্পাদক আবুসীনা মামুন, মহানগর যুব ও ক্রীড়া সম্পাদক নেয়ামত উল্লাহ সাকের, টঙ্গী পশ্চিম থানা আমির মোহাম্মদ আনোয়ার হোসেন, বাসন থানা আমির আকরাম হোসেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ মন্ডল, সদর থানা জামায়াতের নায়েবে আমির এডভোকেট সাদিকুজ্জামান খান, মহানগর যুব জামায়াতের সেক্রেটারি মো. মাসুম বিল্লাহ, মেডিকেল সেক্টরের দপ্তর ও প্রকাশনা সম্পাদক শামীম হাসানসহ অন্যান্য নেতাকর্মী।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় ভোগড়া বাইপাস চৌরাস্তা থেকে ঢাকামুখী সড়কে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাজীপুর মহানগরের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
ভোগড়া বাইপাস এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গাজীপুর-ঢাকা মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে ঢাকা গাজীপুর সড়কের মালেকের বাড়ি এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে পুরো সড়ক এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমেই দেশে সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে। জনগণের মতামত যাচাইয়ের জন্য গণভোট অপরিহার্য। শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়া অক্ষুণœ রেখে এই দাবি বাস্তবায়ন করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর জামায়াতের নায়েবে আমির মো. খাইরুল হাসান। তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় সনদের বাস্তবায়ন জরুরি। জনগণের প্রত্যাশা পূরণে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন- গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও মহানগর জামায়াতের নায়েবে আমির মো. হোসেন আলী। তিনি বলেন, গণভোট আয়োজন ছাড়া রাজনৈতিক সংকট নিরসনের পথ নেই। জনগণের সিদ্ধান্তই সর্বোচ্চ কর্তৃত্ব।
গাজীপুর নতুন-৬ আসনের জামায়াত প্রার্থী ড. হাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে বলেন, ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় জাতীয় সনদ বাস্তবায়ন অত্যাবশ্যক। জনগণ আজ পরিবর্তনের পক্ষে- এ শক্তিকে সংগঠিত করেই আমরা সামনে এগোতে চাই। গণমানুষের দাবি গাজীপুরের নতুন-৬ আসন আমরা জনগণকে সঙ্গে নিয়ে পুনরুদ্ধার করবো।
গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আ. স. ম. ফারুকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আফজাল হোসাইন, টঙ্গী পূর্ব থানা আমির মো. নজরুল ইসলাম, গাছা থানা আমির মো. মিয়াজ উদ্দিন, গাজীপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি মো. রেজাউল ইসলাম প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন মহানগর দপ্তর সম্পাদক আবুসীনা মামুন, মহানগর যুব ও ক্রীড়া সম্পাদক নেয়ামত উল্লাহ সাকের, টঙ্গী পশ্চিম থানা আমির মোহাম্মদ আনোয়ার হোসেন, বাসন থানা আমির আকরাম হোসেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ মন্ডল, সদর থানা জামায়াতের নায়েবে আমির এডভোকেট সাদিকুজ্জামান খান, মহানগর যুব জামায়াতের সেক্রেটারি মো. মাসুম বিল্লাহ, মেডিকেল সেক্টরের দপ্তর ও প্রকাশনা সম্পাদক শামীম হাসানসহ অন্যান্য নেতাকর্মী।