স্কোর: বাংলাদেশ ৫০ ওভারে ২৫৮/৮;ভারত ৪১.৩ ওভারে ২৬১/৩। ফল: ভারত ৭ উইকেটে জয়ী
বিরাট কোহলির অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে ভারত চলমান বিশ্বকাপে টানা চতুর্থ জয় পেয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনেতে বাংলাদেশে ছুড়ে দেওয়া ২৫৯ রানের লক্ষ্যে তাড়া করতে ভারেত অধিনায়ক রোহিত শর্মা (৪৮ রান), শুভমন গিল(৫৩ রান) ও শ্রেয়াশ আয়ারের (১৯ রান) উইকেট হারিয়ে ৪১.৩ ওভারে লক্ষ্যে পৌঁছায়।
কোহলির৯৭ বলে ১০৩ রানে করে নট আউট থাকেন। তার ইনিংসে ৬ চার ও ৪ ছক্কা বাউন্ডারি ছিল। শেষ পর্যন্ত কোহলির সঙ্গে নট আউট ছিলেন কেএল রাহুল ৩৪ রানে। বাংলাদেশের মিরাজ ৪৭ রানে ২টি ও হাসান ৬৫ রানে ১ উইটে নেন।
ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু, বলা যায় স্বপ্নের মতো কিন্তু তারপরও প্রথম ইনিংস শেষে পিছিয়েই ছিল বাংলাদেশ। তাই এই ম্যাচে পয়েন্ট পেতে বাড়তি দায়িত্ব নিতে হতো বোলারদের। কিন্তু সেটা পারলেন না কেউই। উল্টো খাপছাড়া বোলিংয়ে রোহিত-কোহলিদের সামনে দাঁড়াতেই পারেনি তারা। রীতিমতো বল ফেলার জায়গা খুঁজে পাচ্ছিলেন না হাসান-শরিফুলরা। ৭ উইকেটের বড় হারে সেমির স্বপ্ন থেকে আরো দূরে সড়ে গেল বাংলাদেশ।
বৃহস্পতিবার আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান করেছিল বাংলাদেশ। হাফ সেঞ্চুরি পেয়েছিলেন লিটন ও তামিম।
বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
স্কোর: বাংলাদেশ ৫০ ওভারে ২৫৮/৮;ভারত ৪১.৩ ওভারে ২৬১/৩। ফল: ভারত ৭ উইকেটে জয়ী
বিরাট কোহলির অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে ভারত চলমান বিশ্বকাপে টানা চতুর্থ জয় পেয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনেতে বাংলাদেশে ছুড়ে দেওয়া ২৫৯ রানের লক্ষ্যে তাড়া করতে ভারেত অধিনায়ক রোহিত শর্মা (৪৮ রান), শুভমন গিল(৫৩ রান) ও শ্রেয়াশ আয়ারের (১৯ রান) উইকেট হারিয়ে ৪১.৩ ওভারে লক্ষ্যে পৌঁছায়।
কোহলির৯৭ বলে ১০৩ রানে করে নট আউট থাকেন। তার ইনিংসে ৬ চার ও ৪ ছক্কা বাউন্ডারি ছিল। শেষ পর্যন্ত কোহলির সঙ্গে নট আউট ছিলেন কেএল রাহুল ৩৪ রানে। বাংলাদেশের মিরাজ ৪৭ রানে ২টি ও হাসান ৬৫ রানে ১ উইটে নেন।
ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু, বলা যায় স্বপ্নের মতো কিন্তু তারপরও প্রথম ইনিংস শেষে পিছিয়েই ছিল বাংলাদেশ। তাই এই ম্যাচে পয়েন্ট পেতে বাড়তি দায়িত্ব নিতে হতো বোলারদের। কিন্তু সেটা পারলেন না কেউই। উল্টো খাপছাড়া বোলিংয়ে রোহিত-কোহলিদের সামনে দাঁড়াতেই পারেনি তারা। রীতিমতো বল ফেলার জায়গা খুঁজে পাচ্ছিলেন না হাসান-শরিফুলরা। ৭ উইকেটের বড় হারে সেমির স্বপ্ন থেকে আরো দূরে সড়ে গেল বাংলাদেশ।
বৃহস্পতিবার আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান করেছিল বাংলাদেশ। হাফ সেঞ্চুরি পেয়েছিলেন লিটন ও তামিম।