চলতি বিশ্বকাপে ভালো ফর্মে রয়েছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া, নিউফজল্যান্ডের মতো দলকে হারিয়েছে তারা। ৫ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ। সেই ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী দলের ব্যাটার রাসি ভ্যান ডার ডাসেন। ২৪ ঘণ্টা আগেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান করেছেন তিনি। ভারতকে হারানোর ক্ষমতা তাদের রয়েছে বলে জানিয়েছেন ডাসেন।
ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে তিনি বলেন, ‘আমরা এই বিশ্বকাপে ভালো খেলেছি। আশা করছি পরের ম্যাচগুলোতেও ভালো খেলব। আমরা একটা করে ম্যাচ ধরে এগোচ্ছি। ভারত ভাল দল। কিন্তু এমন নয় যে হারানো যাবে না। সব দলেরই ক্ষমতা আছে প্রতিপক্ষকে হারানোর। শুধু নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে হবে।’
বিশ্বকাপের রাউন্ড রবিন পর্বে ভারতের সামনেই তারা সব থেকে কঠিন পরীক্ষার সামনে পড়তে চলেছেন বলে জানিয়ে ডাসেন বলেন, ‘ভারতের বিরুদ্ধে কঠিন লড়াই। কিন্তু আমরা ওদের আগেও এই দেশে হারিয়েছি। তাই আবারও হারাতে পারি। ওদের দল খুব শক্তিশালী। কিন্তু আমাদের দলেও সবাই ভালো ফর্মে আছে। আত্মবিশ্বাস নিয়ে খেলব আমরা।’
চলতি আসরে প্রথম ছয়টি ম্যাচেই জিতেছে ভারত।
দক্ষিণ আফ্রিকা সাতটি ম্যাচের মধ্যে ছয়টিতে জিতেছে। কিন্তু তাদের নেট রানরেট ভারতের থেকে ভালো। অর্থাৎ, ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচই ঠিক করে দেবে যেকোনো দল শীর্ষে শেষ করবে। তার আগে আত্মবিশ্বাসী দলের ব্যাটার।
বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩
চলতি বিশ্বকাপে ভালো ফর্মে রয়েছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া, নিউফজল্যান্ডের মতো দলকে হারিয়েছে তারা। ৫ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ। সেই ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী দলের ব্যাটার রাসি ভ্যান ডার ডাসেন। ২৪ ঘণ্টা আগেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান করেছেন তিনি। ভারতকে হারানোর ক্ষমতা তাদের রয়েছে বলে জানিয়েছেন ডাসেন।
ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে তিনি বলেন, ‘আমরা এই বিশ্বকাপে ভালো খেলেছি। আশা করছি পরের ম্যাচগুলোতেও ভালো খেলব। আমরা একটা করে ম্যাচ ধরে এগোচ্ছি। ভারত ভাল দল। কিন্তু এমন নয় যে হারানো যাবে না। সব দলেরই ক্ষমতা আছে প্রতিপক্ষকে হারানোর। শুধু নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে হবে।’
বিশ্বকাপের রাউন্ড রবিন পর্বে ভারতের সামনেই তারা সব থেকে কঠিন পরীক্ষার সামনে পড়তে চলেছেন বলে জানিয়ে ডাসেন বলেন, ‘ভারতের বিরুদ্ধে কঠিন লড়াই। কিন্তু আমরা ওদের আগেও এই দেশে হারিয়েছি। তাই আবারও হারাতে পারি। ওদের দল খুব শক্তিশালী। কিন্তু আমাদের দলেও সবাই ভালো ফর্মে আছে। আত্মবিশ্বাস নিয়ে খেলব আমরা।’
চলতি আসরে প্রথম ছয়টি ম্যাচেই জিতেছে ভারত।
দক্ষিণ আফ্রিকা সাতটি ম্যাচের মধ্যে ছয়টিতে জিতেছে। কিন্তু তাদের নেট রানরেট ভারতের থেকে ভালো। অর্থাৎ, ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচই ঠিক করে দেবে যেকোনো দল শীর্ষে শেষ করবে। তার আগে আত্মবিশ্বাসী দলের ব্যাটার।