গত বুধবার মরক্কোর মুখোমুখি হওয়ার আগে চুরির শিকার হয়েছে অলিম্পিকে অংশ নেওয়া আর্জেন্টিনা দল। এতে টাকা-পয়সার পাশাপাশি মূল্যবান ব্যবহার্য জিনিস খোয়া গেছে। এবার প্যারিসে চুরির ঘটনা ঘটেছে জিকোর সঙ্গে।
গাড়িতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলেন জিকো। গাড়ির জানালা দিয়ে ব্রাজিলিয়ান এই কিংবদন্তির ব্যাগ চুরি গেছে। যেখানে নগদ অর্থ, ঘড়ি ও হীরার অলংকার ছিল। এ নিয়ে ফ্রেঞ্চ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, জিকোর হারানো সম্পদের পরিমাণ ৫ লাখ ইউরো। তবে এএফপি তাদের এক সূত্রের বরাতে জানিয়েছে, সংখ্যাটা এত বেশি নয়। ব্রাজিলের অলিম্পিক দলের অতিথি হিসেবে প্যারিসে এসেছিলেন জিকো।
এদিকে গতকাল রাতে পর্দা উঠেছে প্যারিস অলিম্পিকের। শিল্প-সংস্কৃতি আর ঐতিহ্যের বড় এক বিজ্ঞাপন প্যারিস। সাংস্কৃতিক রাজধানী খ্যাত এই শহরে আরও একবার জ্বলেছে অলিম্পিকের মশাল। ফলে বিশ্ব ক্রীড়াঙ্গনের সর্ববৃহৎ এই আসর সর্বোচ্চ তিন বার আয়োজনে লন্ডনের সমকক্ষ এখন প্যারিস।
আধুনিক অলিম্পিকের যাত্রা ১৮৯৬ সালে। প্রথম অলিম্পিকের পরের আসরই হয়েছিল ফ্রান্সের প্যারিসে। ১৯০০ সালের পর অলিম্পিক আয়োজনে ফ্রান্সকে অপেক্ষা করতে হয়েছিল দুই যুগ। ১৯২৪ সালের পর তৃতীয় বারের মতো প্যারিসে অলিম্পিক আয়োজন, তাতে এবার অপেক্ষা ঘুচেছে ১০০ বছরের।
শনিবার, ২৭ জুলাই ২০২৪
গত বুধবার মরক্কোর মুখোমুখি হওয়ার আগে চুরির শিকার হয়েছে অলিম্পিকে অংশ নেওয়া আর্জেন্টিনা দল। এতে টাকা-পয়সার পাশাপাশি মূল্যবান ব্যবহার্য জিনিস খোয়া গেছে। এবার প্যারিসে চুরির ঘটনা ঘটেছে জিকোর সঙ্গে।
গাড়িতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলেন জিকো। গাড়ির জানালা দিয়ে ব্রাজিলিয়ান এই কিংবদন্তির ব্যাগ চুরি গেছে। যেখানে নগদ অর্থ, ঘড়ি ও হীরার অলংকার ছিল। এ নিয়ে ফ্রেঞ্চ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, জিকোর হারানো সম্পদের পরিমাণ ৫ লাখ ইউরো। তবে এএফপি তাদের এক সূত্রের বরাতে জানিয়েছে, সংখ্যাটা এত বেশি নয়। ব্রাজিলের অলিম্পিক দলের অতিথি হিসেবে প্যারিসে এসেছিলেন জিকো।
এদিকে গতকাল রাতে পর্দা উঠেছে প্যারিস অলিম্পিকের। শিল্প-সংস্কৃতি আর ঐতিহ্যের বড় এক বিজ্ঞাপন প্যারিস। সাংস্কৃতিক রাজধানী খ্যাত এই শহরে আরও একবার জ্বলেছে অলিম্পিকের মশাল। ফলে বিশ্ব ক্রীড়াঙ্গনের সর্ববৃহৎ এই আসর সর্বোচ্চ তিন বার আয়োজনে লন্ডনের সমকক্ষ এখন প্যারিস।
আধুনিক অলিম্পিকের যাত্রা ১৮৯৬ সালে। প্রথম অলিম্পিকের পরের আসরই হয়েছিল ফ্রান্সের প্যারিসে। ১৯০০ সালের পর অলিম্পিক আয়োজনে ফ্রান্সকে অপেক্ষা করতে হয়েছিল দুই যুগ। ১৯২৪ সালের পর তৃতীয় বারের মতো প্যারিসে অলিম্পিক আয়োজন, তাতে এবার অপেক্ষা ঘুচেছে ১০০ বছরের।