ম্যাচ শুরুর আগেই কথার লড়াইয়ে ছিলো তীব্র ঝাঁঝ। আর খেলাশেষে তা সংঘর্ষে রূপ নেয়। খেলার ফল ফান্সের জন্য মধুর প্রতিশোধও বলা যায়।
খেলা শেষে আর্জেন্টাইন শিবিরের সামনে ফান্সের ফুটবলারদের অশ্লীল অঙ্গভঙ্গি, বাজে মন্তব্যের জেরে লাল কার্ড দেখেন ফরাসি ফুটবলার মিলোটে।
আর্জেন্টাইন ফুটবলাররা প্রতিবাদ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হাতাহাতি, মারামারিতে জড়ান কোচিং স্টাফরাও। সে সময় দর্শক সারিতেও তুমুল উত্তেজনা দেখা দেয়।
নিরাপত্তায় থাকা কর্মীরা বাধ্য হয়ে মাঠে প্রবেশ করে নিবৃত্ত করে খেলোয়াড়দের।
ফরাসি পুলিশ আগে থেকেই এমনটা আঁচ করতে পারায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময় লাগেনি।
ম্যাচের শুরুতেই ৫ মিনিটে কর্নার থেকে পাওয়া হেডে গোল করেন ফ্রান্সের মাতেতা, যা ফলাফল নির্ধারনী হয়ে থাকে শেষ অব্দি। ম্যাচের ফলাফল খেলার ধারার প্রতিফলন নয়।
পুরো ম্যাচে ৭০ শতাংশ বল নিয়ন্ত্রণ করেছে আর্জেন্টিনা। গোল মুখে ১৬ টির মতো শট, লক্ষ্যে ৪ টি দূর্দান্ত শট, তারপরও ফলাফল বদলাতে পারেনি আর্জেন্টাইনরা। ১-০ গোলের পরাজয় মেনেই অলিম্পিক অধ্যায় শেষ করে বিশ্বচ্যাম্পিয়নরা।
সেমিতে ফান্স মোকাবেলা করবে মিশরের, যারা ট্রাইবেকারে ৫-৪ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে।
শনিবার, ০৩ আগস্ট ২০২৪
ম্যাচ শুরুর আগেই কথার লড়াইয়ে ছিলো তীব্র ঝাঁঝ। আর খেলাশেষে তা সংঘর্ষে রূপ নেয়। খেলার ফল ফান্সের জন্য মধুর প্রতিশোধও বলা যায়।
খেলা শেষে আর্জেন্টাইন শিবিরের সামনে ফান্সের ফুটবলারদের অশ্লীল অঙ্গভঙ্গি, বাজে মন্তব্যের জেরে লাল কার্ড দেখেন ফরাসি ফুটবলার মিলোটে।
আর্জেন্টাইন ফুটবলাররা প্রতিবাদ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হাতাহাতি, মারামারিতে জড়ান কোচিং স্টাফরাও। সে সময় দর্শক সারিতেও তুমুল উত্তেজনা দেখা দেয়।
নিরাপত্তায় থাকা কর্মীরা বাধ্য হয়ে মাঠে প্রবেশ করে নিবৃত্ত করে খেলোয়াড়দের।
ফরাসি পুলিশ আগে থেকেই এমনটা আঁচ করতে পারায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময় লাগেনি।
ম্যাচের শুরুতেই ৫ মিনিটে কর্নার থেকে পাওয়া হেডে গোল করেন ফ্রান্সের মাতেতা, যা ফলাফল নির্ধারনী হয়ে থাকে শেষ অব্দি। ম্যাচের ফলাফল খেলার ধারার প্রতিফলন নয়।
পুরো ম্যাচে ৭০ শতাংশ বল নিয়ন্ত্রণ করেছে আর্জেন্টিনা। গোল মুখে ১৬ টির মতো শট, লক্ষ্যে ৪ টি দূর্দান্ত শট, তারপরও ফলাফল বদলাতে পারেনি আর্জেন্টাইনরা। ১-০ গোলের পরাজয় মেনেই অলিম্পিক অধ্যায় শেষ করে বিশ্বচ্যাম্পিয়নরা।
সেমিতে ফান্স মোকাবেলা করবে মিশরের, যারা ট্রাইবেকারে ৫-৪ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে।