২০২২ ফুটবল বিশ্বকাপ স্বপের মতো কেটেছিল মরক্কোর, সেমিফাইনাল পর্যন্ত লড়েছিল বড়রা। ছোটরাও সে পথেই এগিয়েছে, অলিম্পিক ফুটবলের সেমিতে উঠেছে যুক্তরাষ্ট্র কে ৪-০ গোলে হারিয়ে।
কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্র পাত্তাই পায়নি আশরাফ হাকিমির দেশ মরক্কোর কাছে। ছোট পরিসংখ্যানই বলে দেয় কতোটা ভালো ফুটবল খেলেছে মরক্কো। গোল মুখে ১৫ টির মতো শট ছিলো তাদের। যুক্তরাষ্ট্রের গোল কিপার বাধা হয়ে না দাঁড়ালে আরো অনেক কিছুই ঘটতে পারতো।
প্রথমার্ধের ২৯ মিনিটে সুফিয়ানে রাহিমির পেনাল্টিতে গোল করে শুরু। এরপর ৬৩ মিনিটে ইলিয়াস অ্যাকোমাচের গোল, ৭০ মিনিটে আবারো আশরাফ হাকিমির গোলে ৩-০। আর ৯১ মিনিটে শেষ গোলটি আসে পেনাল্টি থেকে।
৪-০ জয়ে গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে হারানো মরক্কো আগাম হুমকি দিয়ে রাখলো এবার স্বর্নের সবচেয়ে বড় দাবীদার তারা।
শনিবার, ০৩ আগস্ট ২০২৪
২০২২ ফুটবল বিশ্বকাপ স্বপের মতো কেটেছিল মরক্কোর, সেমিফাইনাল পর্যন্ত লড়েছিল বড়রা। ছোটরাও সে পথেই এগিয়েছে, অলিম্পিক ফুটবলের সেমিতে উঠেছে যুক্তরাষ্ট্র কে ৪-০ গোলে হারিয়ে।
কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্র পাত্তাই পায়নি আশরাফ হাকিমির দেশ মরক্কোর কাছে। ছোট পরিসংখ্যানই বলে দেয় কতোটা ভালো ফুটবল খেলেছে মরক্কো। গোল মুখে ১৫ টির মতো শট ছিলো তাদের। যুক্তরাষ্ট্রের গোল কিপার বাধা হয়ে না দাঁড়ালে আরো অনেক কিছুই ঘটতে পারতো।
প্রথমার্ধের ২৯ মিনিটে সুফিয়ানে রাহিমির পেনাল্টিতে গোল করে শুরু। এরপর ৬৩ মিনিটে ইলিয়াস অ্যাকোমাচের গোল, ৭০ মিনিটে আবারো আশরাফ হাকিমির গোলে ৩-০। আর ৯১ মিনিটে শেষ গোলটি আসে পেনাল্টি থেকে।
৪-০ জয়ে গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে হারানো মরক্কো আগাম হুমকি দিয়ে রাখলো এবার স্বর্নের সবচেয়ে বড় দাবীদার তারা।