লম্বা ক্রিকেট ক্যারিয়ারে চাপকে সঙ্গী করেই চলছেন সাকিব আল হাসান। তবে গত দুই মাসের পরিস্থিতি ছিল কিছুটা আলাদা। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সাকিব এখনো দেশে ফিরেননি। গুলিবিদ্ধ হয়ে নিহত এক পোশাককর্মী হত্যা মামলার ভার নিয়েই খেলা চালিয়ে যাচ্ছেন তিনি।
কানপুরে এক সংবাদ সম্মেলনে সাকিব বলেন, দেশের পরিস্থিতি বদলে গেছে, তবে তিনি মাঠেই মনোযোগ রেখেছেন। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে আজ সাকিব স্বীকার করেন, দেশের বর্তমান পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে নেই।
তিনি বলেন, ‘দেশে অনেক কিছু বদলে গেছে, যা আমাদের নিয়ন্ত্রণে ছিল না। তবে আমরা খেলায় মনোযোগ দিয়েছি এবং ভালো ফলাফল করেছি।’
তবে, এত চাপের মধ্যে কীভাবে নিজের মনোযোগ ধরে রেখেছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। সাকিব উত্তর দেন, ‘কঠিন, খুবই কঠিন। কীভাবে মনোযোগ ধরে রাখছি, সেটা আমি নিজেও জানি না। মামলা হয়েছে, কিন্তু আপনারা সবাই জানেন, আমি সেই সময় কোথায় ছিলাম।’
সম্প্রতি শেয়ার কারসাজির জন্য সাকিবের ৫০ লাখ টাকা জরিমানা হয়েছে, এ নিয়েও তাকে প্রশ্নের সম্মুখীন হতে হয়। তিনি বলেন, ‘আমি কখনো নিজে থেকে ট্রেড করিনি। মিথ্যা অভিযোগগুলো দেশের জন্য বাইরের মানুষের কাছে ভালো কিছু নয়।’
টেস্ট থেকে অবসরের পরিকল্পনা নিয়ে সাকিব বলেন, ‘দেশের মাটিতে শেষ টেস্ট খেলার ইচ্ছা আছে। বোর্ড এ বিষয়টা জানে এবং চেষ্টা করছে কীভাবে সুন্দরভাবে আয়োজন করা যায়, যাতে আমি নিরাপদে খেলতে পারি এবং পরে দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা না হয়।’
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
লম্বা ক্রিকেট ক্যারিয়ারে চাপকে সঙ্গী করেই চলছেন সাকিব আল হাসান। তবে গত দুই মাসের পরিস্থিতি ছিল কিছুটা আলাদা। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সাকিব এখনো দেশে ফিরেননি। গুলিবিদ্ধ হয়ে নিহত এক পোশাককর্মী হত্যা মামলার ভার নিয়েই খেলা চালিয়ে যাচ্ছেন তিনি।
কানপুরে এক সংবাদ সম্মেলনে সাকিব বলেন, দেশের পরিস্থিতি বদলে গেছে, তবে তিনি মাঠেই মনোযোগ রেখেছেন। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে আজ সাকিব স্বীকার করেন, দেশের বর্তমান পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে নেই।
তিনি বলেন, ‘দেশে অনেক কিছু বদলে গেছে, যা আমাদের নিয়ন্ত্রণে ছিল না। তবে আমরা খেলায় মনোযোগ দিয়েছি এবং ভালো ফলাফল করেছি।’
তবে, এত চাপের মধ্যে কীভাবে নিজের মনোযোগ ধরে রেখেছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। সাকিব উত্তর দেন, ‘কঠিন, খুবই কঠিন। কীভাবে মনোযোগ ধরে রাখছি, সেটা আমি নিজেও জানি না। মামলা হয়েছে, কিন্তু আপনারা সবাই জানেন, আমি সেই সময় কোথায় ছিলাম।’
সম্প্রতি শেয়ার কারসাজির জন্য সাকিবের ৫০ লাখ টাকা জরিমানা হয়েছে, এ নিয়েও তাকে প্রশ্নের সম্মুখীন হতে হয়। তিনি বলেন, ‘আমি কখনো নিজে থেকে ট্রেড করিনি। মিথ্যা অভিযোগগুলো দেশের জন্য বাইরের মানুষের কাছে ভালো কিছু নয়।’
টেস্ট থেকে অবসরের পরিকল্পনা নিয়ে সাকিব বলেন, ‘দেশের মাটিতে শেষ টেস্ট খেলার ইচ্ছা আছে। বোর্ড এ বিষয়টা জানে এবং চেষ্টা করছে কীভাবে সুন্দরভাবে আয়োজন করা যায়, যাতে আমি নিরাপদে খেলতে পারি এবং পরে দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা না হয়।’