কোহলি, রোহিতের চুক্তি নিয়ে দ্বন্ধে বোর্ডের কর্তারাই। শোনা গিয়েছে, ভিরাট কোহলি এবং রোহিত শর্মাকে কোন বিভাগে রাখা হবে তা নিয়ে মতানৈক্য রয়েছে বোর্ডকর্তাদের মধ্যেই। একমত হতে পারছেন না তারা। তাই ঝুলে রয়েছে চুক্তির তালিকা।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর বার্ষিক চুক্তি আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। শোনা গিয়েছে, ভিরাট কোহলি এবং রোহিত শর্মাকে কোন বিভাগে রাখা হবে তা নিয়ে মতানৈক্য রয়েছে বোর্ডকর্তাদের মধ্যেই। একমত হতে পারছেন না তারা। তাই ঝুলে রয়েছে চুক্তির তালিকা।
সোমবার মহিলা ক্রিকেটারদের বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ্যে এসেছে। তবে পুরুষেদের চুক্তির তালিকা এখনও প্রকাশিত হয়নি। রোহিত এবং কোহলি রয়েছেন ‘এ+’ বিভাগে। অর্থাৎ বছরে তারা সাত কোটি রুপি করে পান। এই বিভাগে সেই ক্রিকেটারেরাই থাকেন যারা তিনটি ফরম্যাটে নিয়মিত খেলেন। রোহিত, কোহলি, রবীন্দ্র জাডেজা বিশ্বকাপের পরেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
কোহলি, রোহিত, জাডেজা গত বার ‘এ+’ বিভাগে ছিলেন। সঙ্গে ছিলেন জসপ্রীত বুমরাহ। এখন বুমরাহ বাদে কেউই তিন ফরম্যাটে খেলেন না। তিনি ‘এ+’ বিভাগেই থাকছেন। এই বিভাগে রোহিত, কোহলি, জাডেজাকে রাখা হবে কিনা, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
‘এ’ বিভাগে থাকবে না রবিচন্দ্রন অশ্বিনের নাম। কারণ তিনি টেস্ট থেকে অবসর নিয়েছেন। ‘এ’ বিভাগে উঠে আসতে পারেন অক্ষর পাটেল। তিনি টি-টোয়েন্টি এবং ৫০ ওভারের ক্রিকেটে নিয়মিত খেলছেন। শ্রেয়াস আয়ারের চুক্তিতে ফেরা কার্যত নিশ্চিত। তিনি ১১টি এক দিনের ম্যাচ খেলেছেন গত বছর। যশস্বী জয়সওয়ালও ‘এ’ বিভাগে উঠতে পারেন।
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
কোহলি, রোহিতের চুক্তি নিয়ে দ্বন্ধে বোর্ডের কর্তারাই। শোনা গিয়েছে, ভিরাট কোহলি এবং রোহিত শর্মাকে কোন বিভাগে রাখা হবে তা নিয়ে মতানৈক্য রয়েছে বোর্ডকর্তাদের মধ্যেই। একমত হতে পারছেন না তারা। তাই ঝুলে রয়েছে চুক্তির তালিকা।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর বার্ষিক চুক্তি আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। শোনা গিয়েছে, ভিরাট কোহলি এবং রোহিত শর্মাকে কোন বিভাগে রাখা হবে তা নিয়ে মতানৈক্য রয়েছে বোর্ডকর্তাদের মধ্যেই। একমত হতে পারছেন না তারা। তাই ঝুলে রয়েছে চুক্তির তালিকা।
সোমবার মহিলা ক্রিকেটারদের বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ্যে এসেছে। তবে পুরুষেদের চুক্তির তালিকা এখনও প্রকাশিত হয়নি। রোহিত এবং কোহলি রয়েছেন ‘এ+’ বিভাগে। অর্থাৎ বছরে তারা সাত কোটি রুপি করে পান। এই বিভাগে সেই ক্রিকেটারেরাই থাকেন যারা তিনটি ফরম্যাটে নিয়মিত খেলেন। রোহিত, কোহলি, রবীন্দ্র জাডেজা বিশ্বকাপের পরেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
কোহলি, রোহিত, জাডেজা গত বার ‘এ+’ বিভাগে ছিলেন। সঙ্গে ছিলেন জসপ্রীত বুমরাহ। এখন বুমরাহ বাদে কেউই তিন ফরম্যাটে খেলেন না। তিনি ‘এ+’ বিভাগেই থাকছেন। এই বিভাগে রোহিত, কোহলি, জাডেজাকে রাখা হবে কিনা, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
‘এ’ বিভাগে থাকবে না রবিচন্দ্রন অশ্বিনের নাম। কারণ তিনি টেস্ট থেকে অবসর নিয়েছেন। ‘এ’ বিভাগে উঠে আসতে পারেন অক্ষর পাটেল। তিনি টি-টোয়েন্টি এবং ৫০ ওভারের ক্রিকেটে নিয়মিত খেলছেন। শ্রেয়াস আয়ারের চুক্তিতে ফেরা কার্যত নিশ্চিত। তিনি ১১টি এক দিনের ম্যাচ খেলেছেন গত বছর। যশস্বী জয়সওয়ালও ‘এ’ বিভাগে উঠতে পারেন।