প্রধান উপদেষ্টা ড. মূহাম্মদ ইউনুসের ছোট মেয়ে দিনা আফরোজ ইউনুস আসছেন রাগবিতে। নেপালে তিন ম্যাচের সিরিজ এবং দক্ষিণ এশিয়া গেমসে খেলোয়াড় বাছাইয়ের জন্য জাতীয় ক্লাব কাপ সেভেনস রাগবির আয়োজন করছে ফেডারেশন। শুক্রবার উদ্বোধনী দিনে খেলাটি দেখতে পল্টনের মাঠে আসবেন দিনা আফরোজ ইউনুস। বুধবার হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ফেডারেশনের সহ-সভাপতি ব্যারিষ্টার আনিসুজ্জামান। আট গ্রুপে ২৪ দলের অংশগ্রহণে শুক্রবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী এই টুর্নামেন্ট। নতুন কমিটির প্রথম টুর্নামেন্ট এটি। এ নিয়ে পল্টনের আউটার স্টেডিয়ামে সাজ সাজ রব। খেলোয়াড়দের জন্য ফ্যান, এয়ারকুলারের ব্যবস্থা করা হচ্ছে। তাবু টাঙ্গিয়ে বিশ্রামের ব্যবস্থা করা হচ্ছে। বাহারি ডিজাইনের স্টেজ করা হচ্ছে। ব্যারিষ্টার আনিসুজ্জামান বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. মূহাম্মদ ইউনুসের মেয়ে দিনা আফরোজ ইউনুস আসবেন রাগবি খেলা দেখতে। তাই আমরা সাজ-সজ্জা পাঁচগুন বাড়িয়েছি। মূলত দিনা আফরোজ ইউনুস আমার বন্ধু। তাই অনুরোধ ফেলতে পারেননি তিনি।’ এ সময় ফেডারেশনের সাধারন সম্পাদক আখতার উজজামান ও পৃষ্ঠপোষক ক্রিস্টাল ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সেক্রেটারী এম মাহফুজুর রহমান (এফসিএ)।
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
প্রধান উপদেষ্টা ড. মূহাম্মদ ইউনুসের ছোট মেয়ে দিনা আফরোজ ইউনুস আসছেন রাগবিতে। নেপালে তিন ম্যাচের সিরিজ এবং দক্ষিণ এশিয়া গেমসে খেলোয়াড় বাছাইয়ের জন্য জাতীয় ক্লাব কাপ সেভেনস রাগবির আয়োজন করছে ফেডারেশন। শুক্রবার উদ্বোধনী দিনে খেলাটি দেখতে পল্টনের মাঠে আসবেন দিনা আফরোজ ইউনুস। বুধবার হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ফেডারেশনের সহ-সভাপতি ব্যারিষ্টার আনিসুজ্জামান। আট গ্রুপে ২৪ দলের অংশগ্রহণে শুক্রবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী এই টুর্নামেন্ট। নতুন কমিটির প্রথম টুর্নামেন্ট এটি। এ নিয়ে পল্টনের আউটার স্টেডিয়ামে সাজ সাজ রব। খেলোয়াড়দের জন্য ফ্যান, এয়ারকুলারের ব্যবস্থা করা হচ্ছে। তাবু টাঙ্গিয়ে বিশ্রামের ব্যবস্থা করা হচ্ছে। বাহারি ডিজাইনের স্টেজ করা হচ্ছে। ব্যারিষ্টার আনিসুজ্জামান বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. মূহাম্মদ ইউনুসের মেয়ে দিনা আফরোজ ইউনুস আসবেন রাগবি খেলা দেখতে। তাই আমরা সাজ-সজ্জা পাঁচগুন বাড়িয়েছি। মূলত দিনা আফরোজ ইউনুস আমার বন্ধু। তাই অনুরোধ ফেলতে পারেননি তিনি।’ এ সময় ফেডারেশনের সাধারন সম্পাদক আখতার উজজামান ও পৃষ্ঠপোষক ক্রিস্টাল ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সেক্রেটারী এম মাহফুজুর রহমান (এফসিএ)।